Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রবর্তিত। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

ইস-লাম
(p. 116) isa-lāma বি. 1 হজরত মোহাম্মদ প্রবর্তিত ধর্ম মুসলমানদের ধর্ম। ইস-লামি বিণ. ইসলামসম্বন্ধীয় ইসলাম ধর্মের অনুযায়ী (ইসলামি রীতি)। [আ. ইস্লাম]। 37)
উপ-বিধি
(p. 133) upa-bidhi বি. 1 মূল আইনের অন্তর্গত অপ্রধান আইন, by-law; 2 স্হানীয় স্বায়ত্তশাসন সংস্হা কর্তৃক প্রবর্তিত আইন। [সং. উপ + বিধি]। 13)
কমিউনিজম
(p. 164) kamiunijama বি. কার্ল মার্কস প্রবর্তিত সাম্যবাদ। [ই. communism]। কমিউনিস্ট বি. বিণ. সাম্যবাদে বিশ্বাসী, সাম্যবাদী। 58)
কর্তা
(p. 169) kartā (-র্তৃ) বিণ. বি. 1 যিনি স্বাধীনভাবে কর্ম করেন; 2 প্রণেতা (গ্রন্হকর্তা); 3 নির্মাতা, স্রষ্টা (বিশ্বকর্তা); 4 গৃহস্বামী (কর্তা-গিন্নি দুজনেই বিচক্ষণ); 5 প্রভু, মনিব (এ বাড়ির ব়ড় কর্তা); 6 প্রধান ব্যক্তি (কর্তাব্যক্তি); 7 (ব্যাক.) ক্রিয়ার সম্পাদক, nominative. [সং. √ কৃ + তৃ]। কর্ত্রী বিণ. বি. (স্ত্রী.) 1 কর্মসম্পাদনকারিণী; 2 প্রণেত্রী; লেখিকা; 3 গৃহিণী; 4 প্রভুপত্নী; 5 অধ্যক্ষা। ̃ ভজা বি. 1 আউলচাঁদ কর্তৃক প্রবর্তিত বৈষ্ণব ধর্মসম্প্রদায়বিশেষ; 2 (ব্যঙ্গে) ক্ষমতাবান ব্যক্তির স্তাবক বা মোসাহেব। কর্তৃত্ব বি. কর্তার ভাব পদ বা অধিকার; প্রভুত্ব, আধিপত্য। 6)
খেয়াল
(p. 232) khēẏāla বি. 1 কল্পনা; স্বপ্ন; 2 জ্ঞান, হুঁশ, চেতনা (কখন বেলা গেল খেয়ালই ছিল না) ; 3 স্মরণ (কী বলেছিলাম খেয়াল নেই); 4 প্রবৃত্তি, ঝোঁক (বদখেয়াল); 5 মরজি, খুশি, ইচ্ছা (আপন খেয়ালে চলা); 6 অসাধারণ ব্যাপার (প্রকৃতির খেয়াল, বড়মানুষি খেয়াল); 7 (প্রচলিত বিশ্বাস অনুযায়ী) আমির খসরু ও সুলতান হোসেন কর্তৃক প্রবর্তিত উচ্চাঙ্গ সংগীতবিশেষ। [আ. খয়াল্]। খেয়ালি বি. খেয়ালগায়ক, খেয়ালিয়া। বিণ. কল্পনাপ্রিয়, ভাবুক; অব্যবস্হিতচিত্ত (ভারি খেয়ালি লোক)। ̃ খুশি বি. যেমন ইচ্ছা তেমন করা; খামখেয়াল। খেয়ালিয়া বি. খেয়াল-গাইয়ে। 37)
খোদা1
(p. 234) khōdā1 বি. ঈশ্বর, আল্লাহ্। [আ. খুদা]। খোদাই-খিদমদগার বি. 1 খোদার সেবক; 2 উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে আবদুল গফ্ফুর খান-প্রবর্তিত সেবাদল। খোদার খাশি বি. (ব্যঙ্গে) অত্যন্ত হৃষ্টপৃষ্ট বা নাদুসনুদুস কিন্তু নিষ্কর্মা লোক। 14)
খ্রিস্ট
(p. 235) khrisṭa বি. খ্রিস্টান ধর্মের প্রবর্তক জিশু, Jesus. [ইং. Christ]। ̃ ধর্ম বি. জিশুর প্রবর্তিত ধর্ম। ̃ পূর্ব বিণ. জিশুর জন্মের পূর্ববর্তী (ইং. Before Christ (B.C.) এর বঙ্গানুবাদ)। খ্রিস্টান বি. বিণ. খ্রিস্টধর্মাবলম্বী। [ইং. Christian]। খ্রিস্টানি বি. 1 সাহেবিয়ানা। বিণ. খ্রিস্টান-সম্প্রদায়সম্বন্ধীয়; খ্রিস্টধর্মসম্বন্ধীয়; খ্রিস্টানদের (খ্রিস্টানি রীতি)। খ্রিস্টাব্দ বি. জিশুখ্রিস্টের জন্ম থেকে পরিগণিত অব্দ। খ্রিস্টীয় বিণ. 1 খ্রিস্টসম্বন্ধীয়; 2 খ্রিস্টের জন্ম থেকে পরিগণিত (খ্রিস্টীয় চতুর্থ শতক)।
গৈরিশ
(p. 256) gairiśa বি. বিণ. গিরিশচন্দ্র ঘোষ প্রবর্তিত ছন্দোবিশেষ বা তত্সম্পর্কিত (গৈরিশ ছন্দে রচিত)। [সং. গিরিশ + অ]। 43)
চালু
(p. 281) cālu বিণ. 1 প্রচলিত (কথাটা চালু হয়ে গেছে); 2 চলতি, চলন্ত (চালু মাল, চালু ব্যাবসা); 3 প্রবর্তিত (এই মত চালু করা সহজ নয়); 4 (সচ. নিন্দায়) অতিরিক্ত চালাক, ফন্দিবাজ (চালু ছেলে)। [বাং. √চলা + উ-তু. হি. চালু]। চালু মাল 1 বাজারে চলতি পণ্য; 2 (বিদ্রূপে) (অশোভন) ফন্দিবাজ লোক; লোকের মন জয় করে নিজের কাজ আদায় করতে দক্ষ ব্যক্তি। 182)
চৈতন্য
(p. 294) caitanya বি. 1 হুঁশ, সংজ্ঞা, বাহ্যজ্ঞান (আঘাত পেয়ে চৈতন্য হারাল); 2 বোধ, চেতনা, অনুভূতি (কবে আর তোমার চৈতন্য হবে?); 3 টিকি। [সং. চেতন + য]। ̃ দেব বি. বৈষ্ণবধর্মপ্রবর্তক শচীপুত্র নিমাই বা গৌরাঙ্গ। ̃ চরিতামৃত বি. চৈতন্যদেবের জীবনবৃত্তান্ত ও তাঁর প্রবর্তিত ধর্মের তত্ত্ব। চৈতন্যোদয় বি. জ্ঞান বা বুদ্ধির উদয়। 90)
জারি2
(p. 322) jāri2 বিণ. প্রবর্তিত, প্রচারিত, কার্যকর, চলিত (আইন জারি করা)। বি. প্রবর্তন, প্রচলন, প্রচার (সমনজারি, আইনজারি)। [আ. জারী]। 66)
জৈন
(p. 327) jaina বি. মহাবীর-প্রবর্তিত জিনোপাসক ধর্মসম্প্রদায়বিশেষ। [সং. জিন + অ]। 89)
তাণ্ডব
(p. 373) tāṇḍaba বি. 1 তণ্ডুমুনিপ্রবর্তিত নৃত্য; 2 পুরুষের নৃত্য; 3 উদ্দাম নৃত্য (শিবের তাণ্ডব); 4 (আল.) প্রলয়ংকর ব্যাপার (বন্যার তাণ্ডব)। [সং. তণ্ডু + অ]। ̃ লীলা বি. প্রলয়কালে শিবের উদ্দাম নৃত্য; (গৌণ অর্থে) ভয়াবহ ক্রিয়াকলাপ। 58)
নব1
(p. 447) naba1 বিণ. 1 নতুন, নবীন (নব বধূ, নব বস্ত্র, নব কলেবর, নববর্ষ); 2 সদ্যোজাত (নবজাতক, নব কিশলয়); 3 টাটকা, তাজা, তরুণ (নবাঙ্কুর, নব জলধর)। [সং. √ নু + অ]। ̃ কার্তিক বি. 1 শিশু কার্তিকেয়; 2 শিশু কার্তিকের মতো সুন্দর ব্যক্তি; 3 (ব্যঙ্গে) খুব কালো এবং কুত্সিত লোক। ̃ গঠিত বিণ. সদ্য তৈরি হয়েছে এমন। ̃ জল-ধর-শ্যাম বি. নতুন মেঘের মতো কৃষ্ণাভ বা নীল বর্ণ। ̃ জাত বিণ. সদ্যপ্রসূত, সদ্য জন্ম হয়েছে বা উত্পন্ন হয়েছে এমন (নবজাত শিশু)। ̃ জাতক বি. সদ্যোজাত শিশু ('নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার': সুকান্ত)। ̃ জীবন বি. নতুন জীবন; পুনর্জন্ম; (আল.) দুরবস্হার পরবর্তী উন্নত বা সুখের অবস্হা। ̃ দম্পতি বি. সদ্যবিবাহিত স্বামী-স্ত্রী। ̃ পল্লব বি. নতুন পাতা, সদ্য যে পাতা গজিয়েছে। ̃ বিধান বি. 1 নতুন নিয়ম বা ব্যবস্হা; 2 কেশবচন্দ্র সেন-প্রবর্তিত ব্রাহ্ম ধর্মসম্প্রদায়ের শাখাবিশেষ। ̃ মল্লিকা, ̃ মালিকা বি. মালতীজাতীয় ফুলবিশেষ বা তার গাছ। ̃ যুগ বি. নতুন যুগ বা কাল। ̃ যুবক বি. যার যৌবন সদ্য আরম্ভ হয়েছে। স্ত্রী. ̃ যুবতী। ̃ যৌবন বি. যে যৌবন সদ্য আরম্ভ হয়েছে, প্রথম যৌবন, অচিরপ্রবৃত্ত যৌবন। বিণ. বি. স্ত্রী. ̃ যৌবনা। 2)
নানক-পন্হী
(p. 454) nānaka-panhī বিণ. বি. শিখগুরু নানকের প্রবর্তিত ধর্মাবলম্বী বা ওই ধর্মের অনুগামী। [নানক + বাং. পন্হী]। 24)
নিয়োজক
(p. 461) niẏōjaka বিণ. নিয়োগকর্তা, নিযোক্তা। [সং. নি + √ যুজ্ + অক]। নিয়োজন বি. 1 কর্মে নিয়োগ; 2 প্রেরণ, প্রবর্তন; 3 প্রবৃত্ত বা ব্যাপৃত করা; 4 অধিকারদান। নিয়োজয়িতা (তৃ.) বিণ. নিয়োজক, নিয়োগকর্তা। নিয়োজিত বিণ. 1 নিযুক্ত; 2 প্রবর্তিত; 3 প্রযুক্ত; 4 বিনিয়োগ করা হয়েছে এমন (শিল্পে নিয়োজিত মূলধন)। নিযোজ্য বিণ. নিযুক্ত করার উপযুক্ত; প্রযোজ্য। 121)
প্রচল
(p. 538) pracala বি. প্রচলিত রীতি বা প্রথা, convention (বি. প.)। বিণ. প্রচলিত, চালু (প্রচল রীতি)। [সং. প্র + চল]। ̃ ন বি. প্রবর্তন, চালুকরণ; চলন; প্রচার (নতুন বেশভূষার প্রচলন, পাশ্চাত্য শিক্ষার প্রচলন)। প্রচলিত বিণ. প্রচলন করা হয়েছে এমন; প্রবর্তিত; চালু (প্রচলিত বিশ্বাস)। 15)
প্রতি-প্রসব
(p. 541) prati-prasaba বি. পূর্বনিষিদ্ধ বিধানের পূনঃপ্রবর্তন, নতুন বিধানের দ্বারা নিষিদ্ধ বিধির পুনঃপ্রবর্তন। [সং. প্রতি + প্র + √ সূ + অ]। প্রতি-প্রসূত বিণ. 1 নতুন বিধির দ্বারা পূর্বনিষিদ্ধ বিধান পুনঃপ্রবর্তিত হয়েছে এমন; 2 পুনঃসম্ভাবিত। 26)
প্রবর্তন
(p. 546) prabartana বি. 1 প্রচলিত করা (নিয়ম প্রবর্তন); 2 আরম্ভ করা; শুরু বা সূচনা; 3 বিনিয়োগ। [সং. প্র + √ বৃত্ + ণিচ্ + অন]। প্রবর্তক বিণ. বি. 1 প্রবর্তনকারী; যে প্রচলন করে, সূচনাকারী; 2 প্রবৃত্তিদায়ক। প্রবর্তনা বি. 1 প্রবর্তন; 2 প্রবৃত্তিদান, প্রেরণা (কর্মপ্রবর্তনা); 3 উত্তেজনা। প্রবর্তিত বিণ. প্রবর্তন করা হয়েছে এমন; উত্সাহ বা প্রেরণা দেওয়া হয়েছে এমন। প্রবর্তয়িতা বিণ. প্রবর্তনকারী। 57)
প্রবর্তয়িতা, প্রবর্তিত
(p. 546) prabartaẏitā, prabartita দ্র প্রবর্তন। 59)
ফসল
(p. 562) phasala বি. 1 উত্পন্ন শস্য, একবারে উত্পন্ন শস্য (খেতের ফসল); 2 (আল.) উত্পন্ন সুফল (সারা জীবনের প্রচেষ্টার ফসল)। [আ. ফস্ল]। ফসলি বিণ. 1 ফসলসম্বন্ধীয়; 2 শস্য কাটার কাল থেকে হিসাব করা হয় এমন; 3 ফলনবিশিষ্ট। বি. আকবরপ্রবর্তিত অব্দবিশেষ। 25)
ফারেন-হাইট
(p. 564) phārēna-hāiṭa বি. ফারেনহাইট-প্রবর্তিত উষ্ণতামাপক এককবিশেষ। বিণ. উক্ত এককের ব্যবস্হাবিশিষ্ট। [ জার্মান উদ্ভাবক Fahrenheit]। 31)
ফ্যাসি-বাদ
(p. 570) phyāsi-bāda বি. 1 ইতালির স্বৈরশাসক মুস্সোলিনির প্রবর্তিত স্বৈরশাসন পদ্ধতি; 2 সর্বপ্রকার বিরোধিতার কণ্ঠরোধকারী স্বৈরশাসন পদ্ধতি। [ইং. fascism ইতালীয় fascismo]। 32)
বল্লালি
(p. 580) ballāli বিণ. 1 বঙ্গেশ্বর বল্লাল সেন কর্তৃক প্রবর্তিত বা কৃত; 2 বল্লাল-সম্বন্ধীয় (বল্লালি যুগ)। বি. বল্লাল সেন-প্রবর্তিত কৌলীন্য প্রথা। [বল্লাল + বাং. ই]। 201)
বিক্রমাব্দ
(p. 605) bikramābda বি. বিক্রমাদিত্য কতৃক প্রবর্তিত সংবত্, বর্ষ। [সং. বিক্রম + অব্দ]। 106)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535160
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140633
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730948
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943149
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883654
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838522
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us