(p. 808) samā-bēśa বি. 1 সমাগম, একত্র উপস্হিতি বা অবস্হান (জনসমাবেশ, প্রাচ্য-পাশ্চাত্যের একত্র সমাবেশ); 2 অভিনিবেশ; 3 প্রবেশ। [সং. সম্ + আ + √ বিশ্ + অ]; 4 সংস্হাপন, বিন্যাস (নানা বর্ণের সমাবেশ, সৈন্যসমাবেশ)। [সম্ + আ + বিশ্ + ণিচ্ + অ]। সমা-বেশিত বিণ. সমাবেশ করা হয়েছে এমন, নিবেশিত। 106)