Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রেতের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগ্র
(p. 8) agra বি. 1 উর্ধবদেশ, শিখর ('গৃহাগ্রে উড়িছে ধ্বজা': মধু]; 2 আগা, ডগা, apex (বি.প.); 3 প্রাপ্ত, শেষভাগ (নাসিকাগ্র, সূচ্যগ্র); 4 সম্মুখ, পুরোভাগ (মুখাগ্র, রথাগ্র); 5 উপরিভাগ (দধির অগ্র); 6 অবলম্বন, লক্ষ্য (একাগ্র)। বিণ. 1 প্রথম (অগ্রভাগ); 2 প্রধান (অগ্রমহিষী); 3 সম্মুখস্হ, anterior (বি.প.)। [সং. √ অগ্+র]। অগ্রে ক্রি-বিণ. 1 আদিতে, প্রথমে (অগ্রে দেবপূজা, পরে অন্য কাজ); 2 পূর্বে, নিকটে ('তব অগ্রে করি নিবেদন')। ̃ গণ্য বিণ. সবার আগে গণনীয় বা উল্লেখযোগ্য; শ্রেষ্ঠ; প্রধান। ̃ গতি, ̃ গমন বি. 1 সম্মুখগমন; 2 বৃদ্ধি, উন্নতি, ক্রমোন্নতি; 3 (জ্যোতি.) নিয়মিত ক্রমগতি বা বৃদ্ধি progressive motion progression. (বি.প.)। ̃ .গামী (-মিন্) বিণ. সম্মুখে গমনকারী, পুরোগামী; আগে আগে যে চলছে। স্ত্রী. ̃ .গামিনী। ̃ জ বিণ. আগে জন্মেছে এমন। বি. জ্যেষ্ঠ ভ্রাতা। ̃ .জন্মা (-জন্মন্) বি. 1 ব্রাহ্মণ; 2 জ্যেষ্ঠ ভ্রাতা। ̃ জিহ্বা বি. 1 আলজিভ; 2 জিহ্বার অগ্রভাগ। ̃ .জ্ঞান বি. ভবিষ্যত্ ঘটনা সম্বন্ধে পূর্বেই ধারণা বা অনুমান, anticipation. ̃ ণী বিণ. শ্রেষ্ঠ, প্রধান (পাণ্ডব দলের অগ্রণী যোদ্ধা)। বি. 1 নেতা; 2 প্রবর্তক, pioneer. ̃ .দত্ত বি. সম্ভাবিত বি প্রস্তাবিত খরচের জন্য আগাম দেওয়া টাকা, imprest money (স. প.)। ̃ দানী (-নিন্) বি. প্রেতোদ্দিষ্ট দান গ্রহণকারী পতিত ব্রাহ্মণ; পতিত ব্রাহ্মণ। ̃ দূত বি. 1 সৈন্যদলের পথপরিস্কারক, বেলদার; 2 প্রথম সংবাদবাহক; 3 পথপ্রদর্শক। ̃ দ্বীপ বি. গঙ্গাবক্ষে প্রথম চর পড়ে উত্পন্ন দ্বীপবিশেষ। ̃ .নায়ক, ̃ .নেতা বি. বিণ. 1 নায়ক, অধিনায়ক, দলনেতা; 2 অগ্রদূত; 3 অগ্রণী। ̃ .পশ্চাত্ ক্রি-বিণ. বিণ. অগুপিছু, ভূত-ভবিষ্যত (অগ্রপশ্চাত্ চিন্তা করে কাজ করা)। ̃ বর্তী (-র্তিন্) বিণ. 1 সম্মুখস্হ, সামনের; 2 আগের। স্ত্রী. ̃ .বর্তিনী। ̃ .ভাগ বি. 1 প্রথম ভাগ বা অংশ (' অগ্রভাগ লয়ে ভবানীর নামে দিলা': ভা. চ.); 2 ভগা, চূড়া; 3 প্রান্ত (নাকের অগ্রভাগ)। ̃ .মহিষী বি. পাটরানি, স্ত্রীদের মধ্যে প্রধান। [পা. অগ্গ মহেসী]। ̃ .মাংস বি. কলিজার অগ্রভাগের মাংস। ̃ .মাস বি. (আয়ু.) যকৃতের বৃদ্ধিমূলক রোগবিশেষ ('পিলে অগ্রমাসে মলো': ব. চ.)। ̃ .সর, ̃ সার বিণ. আগে বা সম্মুখে গমনকারী বা প্রবৃত্ত; আগুয়ান। ̃ .সূচনা বি. পূর্বাভাস। ̃ স্হ, ̃ স্হিত বিণ. 1 পুরোবর্তী; 2 শীর্ষদেশে অবস্হিত, apical (বি.প.)। 5)
উপচ্ছায়া
(p. 131) upacchāẏā বি. 1 অপচ্ছায়া; ভূতপ্রেতের অস্পষ্ট ছায়াময় শরীর; 2 অনিষ্টকর ছায়া; 3 (বিজ্ঞা.) প্রচ্ছায়া বা নিবিড় ছায়ার প্রান্তস্হিত লঘু ছায়া, penumbra. [উপ + ছায়া]। 26)
প্রেত
(p. 554) prēta বি. ভূত, অশরীরী; মৃতের আত্মা। [সং. প্র + √ ই + ত]। ̃ কর্ম, ̃ কার্য, ̃ কৃত্য, ̃ ক্রিয়া বি. মৃতের দাহন ইত্যাদি অন্ত্যেষ্টিক্রিয়া। ̃ তর্পণ বি. মৃতের তৃপ্তির জন্য জলদান। ̃ দেহ বি. মৃত্যুর পরে জীবের সূক্ষ্ম দেহ। ̃ নদী বি. বৈতরণী। ̃ পক্ষ বি. চান্দ্র আশ্বিনের কৃষ্ণপক্ষ-এই পক্ষে পরলোকগত পিতৃগণের তর্পণ করতে হয়। ̃ পিণ়্ড বি. মৃতের উদ্দেশে পিণ্ডজল। ̃ পুরী, ̃ লোক, বি. যমালয়, নরক। ̃ মূর্তি বি. প্রেতের আকৃতি বা প্রেতের মতো আকৃতি। ̃ যোনি বি. ভূত, পিশাচ। প্রেতাত্মা (-ত্মন্) বি. 1 মৃতের আত্মা; 2 ভূত। প্রেতাধিপ বি. যমরাজ। প্রেতাশৌচ বি. শবদাহজনিত অশৌচ। প্রেতিনী বি. (স্ত্রী.) (বাং.) পেতনি। 104)
ভূত
(p. 668) bhūta বি. 1 শিবের অনুচর দেবযোনিবিশেষ (ভূতনাথ); 2 অশরীরী প্রেত বা পিশাচ (ভূতের ভয়); 3 জীব, প্রাণী (সর্বভূতে দয়া); 4 ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুসমূহের মূল উপাদান (পঞ্চভূত)। বিণ. 1 অতীত (ভূতপূর্ব মন্ত্রী); 2 ঘটিত, পরিণত (দ্রবীভূত, বাষ্পীভূত); 3 বিদ্যমান, রয়েছে এমন (অন্তর্ভূত)। [সং. √ ভূ + ত]। ̃ .কাল বি. অতীত কাল। ̃ .গ্রস্ত বিণ. ভূতপ্রেতের দ্বারা আক্রান্ত বা আবিষ্ট। ̃ .চতুর্দশী বি. কার্তিক মাসের কৃষ্ণাচতুর্দশী তিথি। ̃ .ধাত্রী, ̃ .ধারিণী বি. পৃথিবী। ̃ .নাথ বি. শিব। ̃ .পূর্ব বিণ. প্রাক্তন, আগেকার। ̃ .প্রেত বি. প্রেতযোনিসমূহ ̃ .বলি, ̃ .যজ্ঞ বি. প্রাণীদের অন্নদান করার শাস্ত্রানুমত কর্তব্য। ̃ .ভাবন বি. জীবের সৃষ্টিকর্তা বা পালক শিব। ̃ .ময় বিণ. পঞ্চভূতের দ্বারা গঠিত। ̃ .যোনি বি. 1 প্রেতজন্ম; 2 ভূতপ্রেত। ̃ .শুদ্ধি বি. পূজাদি করে পাঞ্চভৌতিক দেহের সংস্কার। ভূতাত্মা বি. দেহী, প্রাণী; জীবাত্মা। ভূতাবিষ্ট বিণ. ভূতগ্রস্ত। ভূতাবেশ বি. ভূতের আক্রমণ; ভূতগ্রস্ত অবস্হা। ভূতেশ বি. শিব, ভূতনাথ। 26)
হানা
(p. 865) hānā ক্রি. 1 আঘাত করবার জন্য নিক্ষেপ করা; মারা ('তোমার সে আশায় হানিব বাজ': রবীন্দ্র); 2 হনন করা, বধ করা। বি. 1 (আস্ফালনসহ) আক্রমণ (হানা দেওয়া); 2 খানাতল্লাশির বা গ্রেপ্তারের জন্য আগমন (পুলিসের হানা)। বিণ. (প্রধানত ভূতপ্রেতের দ্বারা) আক্রান্ত (হানাবাড়ি)। [সং. √ হন্]। ̃ দার বিণ. (অন্যায়ভাবে) আক্রমণকারী। ̃ হানি বি. দুটি বিরুদ্ধ পক্ষের পরস্পর যুদ্ধ বা আক্রমণ। 18)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577881
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185659
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785748
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026903
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901146
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848139
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708617
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620283

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us