Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ফর্মা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

ওভার-ব্রিজ
(p. 153) ōbhāra-brija বি. রেল স্টেশনে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাতায়াতের জন্য নির্মিত উঁচু সেতুবিশেষ। [ইং. overbridge]। 22)
কম্ফর্টার
(p. 166) kampharṭāra বি. গলাবন্ধ, গলা গরম রাখার জন্য (সাধারণত পশমের) পটিবিশেষ। [ইং. comforter]। 5)
কাল-বুদ
(p. 186) kāla-buda বি. 1 জুতো তৈরি করার কাঠের ফর্মা বা ছাঁচ; 2 খিলান-করা ছোট সাঁকো, culvert,; 3 খিলান গাঁথবার ফর্মা। [ফা. কাল্বুদ্]। 30)
কুপন
(p. 196) kupana বি. 1 মানি-অর্ডার বা ওইজাতীয় ফর্মের যে ছেদ্য অংশে প্রেরক প্রাপকের কাছে পত্রাদি লিখতে পারে; 2 টিকিট বা রসিদের যে অংশ দেখালে কিছু দাবি করা যেতে পারে, চেকমুড়ি। [ই. coupon]।
গলা1
(p. 244) galā1 বি. 1 কণ্ঠ, ঘাড়ের বিপরীত দিক; 2 ঘাড়; গ্রীবা; 3 টুঁটি (গলা চেপে ধরেছে) ; 4 কণ্ঠস্বর (গলার জোর, তার গলা শোনা যাচ্ছে) ; 5 গলার জোর (কী গলা ! চিত্কার করতে গলা থাকা চাই)। [সং. গল + বাং. আ (স্বার্থে)]। ভারী গলা বি. গম্ভীর স্বর। গলা টিপলে দুধ বেরয় নিতান্ত শিশু বা অজ্ঞ সম্পর্কে উক্তি। গলা ধরা ক্রি. বি. ঠাণ্ডা লেগে বা শ্লেষ্মার জন্য স্বর বন্ধ হওয়া। গলা বসা ক্রি. বি. (সচ. ঠাণ্ডা লাগার দরুন) কণ্ঠস্বর অস্পষ্ট হয়ে যাওয়া। গলা ভাঙা ক্রি. বি. স্বরভঙ্গ হওয়া; সাময়িক স্বরবিকৃতি হওয়া। গলায় গলায় বিণ. 1 আকণ্ঠ; 2 অত্যন্ত ঘনিষ্ঠ (গলায় গলায় ভাব)। ক্রি-বিণ. ঘনিষ্ঠভাবে। গলায় গাঁথা, গলায় পড়া ক্রি. বি. গলগ্রহ হওয়া। গলায় দড়ি ধিক্কারসূচক উক্তি (অমন স্বামীর গলায় দড়ি)। গলায় লাগা ক্রি. বি. 1 ভুক্তদ্রব্য গলায় আটকে শ্বাসরোধের উপক্রম হওয়া; 2 (ওল কচু প্রভৃতি খাওয়ার ফলে) গলা কুটকুট করা। ̃ কাটা বি. যে গলা কেটে হত্যা করে; দস্যু। বিণ. মাত্রাতিরিক্ত, পীড়নমূলক (গলাকাটা দাম)। ̃ গলি বি. পরস্পর গলা জড়িয়ে ধরা; অত্যন্ত ঘনিষ্ঠতা। ̃ টিপি বি. গলা টিপে ধরা। ̃ ধাক্কা বি. বিতাড়িত করবার জন্য গলায় হাত দিয়ে সামনের দিকে ঠেলে দেওয়া; ঘাড়ধাক্কা; বিতাড়ন। ̃ বন্ধ বি. গলা গরম রাখার পট্টিবিশেষ, কম্ফর্টার। ̃ বাজি বি. চেঁচামেচি, হাঁকডাক; (ব্যঙ্গে) অসার ও নিষ্ফল বক্তৃতা। ̃ ভাঙা বিণ. স্বরভঙ্গ হয়েছে এমন, বিকৃতস্বর। গলা সাধা ক্রি. বি. গানের সুর গলায় ভাঁজা, গানের সুর সাধনা করা। 7)
চিঠা
(p. 288) ciṭhā বি. 1 ছোট চিঠি; 2 ফর্দ, তালিকা; 3 জমিদারিসংক্রান্ত খসড়া হিসাবপত্র (হাত-চিঠা); 4 জমির পরিমাপ সংক্রান্ত বিবরণ। [হি. চিট্টা]। 19)
ছাঁচ2
(p. 303) chān̐ca2 বি. 1 ফর্মা, mould, যার মধ্যে ফেলে কোনো বস্তুর আকার দেওয়া হয় (সন্দেশের ছাঁচ, পুতুলের ছাঁচ); 2 ছাঁচে প্রস্তুত খাবার (ক্ষীরের ছাঁচ); 3 (আল.) ধরন, সাদৃশ্য, আদল (একই ছাঁচে গড়া)। [দেশি-তু. হি. সাঁচা]। 13)
জায়
(p. 322) jāẏa বি. 1 বিস্তৃত হিসাব, কৈফিয়তসহ হিসাব; 2 ফর্দ; তালিকা, তফশিল; 3 বিনিময় (টাকার জায়ে খাটছে)। [ফা. জায়]। ̃ বাকি বি. প্রাপ্য টাকার তালিকা, বাকিজায়। ̃ সুদি বিণ. ঋণের সুদস্বরূপ জমির ফসল দিতে হয় এমন। 51)
জিল, জিল্দ
(p. 326) jila, jilda বি. 1 বইয়ের ফর্মা যা বাঁধবার আগে একসঙ্গে সেলাই করা হয়; 2 বইয়ের মলাট বা তার ভিতরের দিকের অংশ। [আ. জিলদ্]। 7)
জুজ
(p. 327) juja বি. বইয়ের ফর্মা বা খণ্ড। [আ. জুজ্]। ̃ সেলাই বি. ফর্মা পৃথক পৃথক সেলাই করে বই বাঁধানো। 23)
তালিকা
(p. 375) tālikā বি. নির্ঘণ্ট, ফর্দ, list (বইয়ের তালিকা)। [আ. তালিকহ্; তু. ফা. তালিক্]। 100)
পরত
(p. 488) parata বি. ভাঁজ, স্তর (সমাজের পরতে পরতে দুর্নীতি)। [সং পত্র, তু. আ. ফর্দ্]। 123)
পেজি
(p. 531) pēji বিণ. পেজ বা পৃষ্ঠাযুক্ত (আটপেজি ফর্মা, ষোলোপেজি ফর্মা)। [ইং. পেজ (page) + বাং. ই]। 20)
প্ল্যাট-ফর্ম
(p. 559) plyāṭa-pharma বি. 1 রেলস্টেশনে গাড়ি ভিড়বার বা যাত্রীদের অপেক্ষার স্হান; 2 মঞ্চ। [ইং. platform]। 21)
ফরজ
(p. 560) pharaja বি. ঈশ্বরের নির্দেশে যে-কাজ আবশ্যকরণীয় বলে কোরানে উক্ত আছে। [আ. ফর্জ]। 37)
ফরম, ফর্ম
(p. 560) pharama, pharma বি. (আবেদনাদি করবার জন্য) নির্দিষ্ট বিবরণপত্রবিশেষ। [ইং. form]। 39)
ফরমা1, ফর্মা
(p. 560) pharamā1, pharmā বি. 1 পুস্তকাদির যতগুলি পৃষ্ঠা একসঙ্গে ছাপা হয়; 2 ছাঁচ। [ইং. ফ. format]। 40)
ফরসা, ফর্সা
(p. 560) pharasā, pharsā বিণ. 1 গৌরবর্ণ (গায়ের রং ফরসা); 2 পরিষ্কৃত, পরিষ্কার (ফরসা কাপড় পরেছে); 3 নির্মল, আলোকোজ্জ্বল, মেঘহীন (আকাশ ফরসা হয়েছে); 4 নিঃশেষ, সাবাড় (গুদাম ফরসা, কলেরায় গ্রাম ফরসা হয়ে গেছে)। [হি. ফরচা]। 46)
ফরসি
(p. 560) pharasi বি. ধূমপানের লম্বা নলযুক্ত হুঁকোবিশেষ। [আ. ফর্সী]। 47)
ফরাশ
(p. 560) pharāśa বি. 1 মেঝে বা তক্তপোশে পাতবার মোটা আস্তরণবিশেষ; 2 বিছানা পাতা, বাতি জ্বালা, ঘর ও আসবাবপত্র ঝাড়ামোছা করা ইত্যাদি কাজে নিযুক্ত ভৃত্য। [আ. ফর্শ]। 49)
ফর্দ
(p. 560) pharda বি. 1 তালিকা, ফিরিস্তি (বাজারের ফর্দ, অভিযোগের লম্বা ফর্দ); 2 ফালি, টুকরো (এক ফর্দ কাপড়)। [আ. ফর্দ্]। 53)
ফর্দা
(p. 560) phardā বিণ. 1 ফাঁকা, খোলা, উন্মুক্ত; 2 বিস্তৃত। [আ. ফরদ্ + বাং. আ]। ̃ ফাঁই বিণ. ছিন্নভিন্ন; ছিন্নভিন্ন হয়ে ব্যবহারের অযোগ্য হয়েছে এমন। 54)
ফর্ম, ফর্মা, ফর্সা
(p. 560) pharma, pharmā, pharsā যথাক্রমে ফরম, ফরমা ও ফরসা -র বানানভেদ। 55)
ফিরিস্তি
(p. 565) phiristi বি. ফর্দ, তালিকা। [ফা. ফেহ্রিস্ত]। 28)
ফেঁকড়া, ফ্যাঁকড়া
(p. 567) phēn̐kaḍ়ā, phyān̐kaḍ়ā বি. 1 প্রশাখা; 2 মূল বিষয় থেকে উদ্ভূত অন্য বিষয় (ফেঁকড়া তোলা, ফেঁকড়া বার করা); 3 ফ্যাসাদ, বাধা, ঝামেলা। [দেশি-তু. সং. ফর্ফরীক]। ফেঁকড়ি বি. অতি ক্ষুদ্র শাখা বা প্রশাখা। 38)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534678
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140192
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730345
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942528
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883486
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838430
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696598
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603046

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us