Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ফসলের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অজন্মা
(p. 8) ajanmā (-ন্মান্) বি. শস্য ফসল ইত্যাদির জন্ম না হওয়া, ফসলের অভাব; দুর্ভিক্ষ। বিণ. 1 জন্মহীন; 2 জারজ, অবৈধ জন্ম এমন। [সং. ন+জন্মন্]। 98)
অদেব-মাতৃক
(p. 17) adēba-mātṛka বিণ. বৃষ্টির জলের উপর যাকে (ফসলের জন্য) নির্ভর করতে হয় না। (তু. দেবমাতৃক)। [সং. ন+দেবমাতৃক]। 19)
আগুন, (কাব্যে) আগুনি
(p. 82) āguna, (kābyē) āguni বি. 1 আলো উত্তাপ ও শিখা সৃষ্টি করে এমন রাসায়নিক অবস্হা; যা পুড়িয়ে দেয়; অগ্নি; 2 (গৌণ অর্থে) দুঃসহ তাপ (জ্বরে গা আগুন হয়েছে); 3 দুর্ভাগ্য (কপাল আগুন); 4 মূল্যবৃদ্ধি (বাজার আগুন)। [প্রাকৃ. আগণি সং. অগ্নি]। আগুন করা ক্রি. বি. রান্নার জন্য বা যজ্ঞের জন্য আগুন জ্বালাবার ব্যবস্হা করা। আগুন ধরা, আগুন লাগা ক্রি. বি. 1 আগুনের সংস্পর্শে এসে জ্বলতে শুরু করা (ঘরে আগুন লেগেছে); 2 বিপদ বিশৃঙ্খলা উপদ্রব ইত্যাদি উপস্হিত হওয়া (ফসলে এবার আগুন লেগেছে)। আগুন লাগানো ক্রি. বি. আগুনের সংস্পর্শে এনে জ্বালিয়ে দেওয়া। আগুন পোহানো ক্রি. বি. আগুনের তাপ উপভোগ করা, আগুনের তাপে শরীর গরম করা। আগুন হওয়া বি. ক্রি. (আল.) প্রচন্ড রেগে যাওয়া। ছাই-চাপা আগুন বি. 1 যে দুঃখ বা ক্ষোভ বাইরে প্রকাশিত নয় কিন্তু ভিতরে ভিতরে খুবই প্রবল; 2 যে গুণাবলি বা প্রতিভা লোকচক্ষুর অন্তরালে রয়েছে। 64)
ক্ষতি
(p. 217) kṣati বি. 1 হানি, অনিষ্ট (শরীরের ক্ষতি, বন্যায় ফসলের ক্ষতি); 2 ক্ষয়, অবক্ষয়; 3 লোকসান (অনেক টাকার ক্ষতি হয়ে গেল); 4 ন্যূনতা (মধুর অভাবে গুড় কিনে দিলেও ক্ষতি নেই)। [সং. ক্ষণ্ + তি]। ̃ গ্রস্ত বিণ. ক্ষতি ভোগ করছে এমন; (যার) ক্ষতি হয়েছে এমন। ̃ পূরণ বি. লোকসানের মূল্যদান; লোকসান পুষিয়ে দেওয়া। ̃ বৃদ্ধি বি. লাভ-লোকসান (তার সাহায্য না পেলেও এমন কিছু ক্ষতিবৃদ্ধি হবে না)। ̃ সাধন বি. অনিষ্ট। 10)
চৌথ
(p. 299) cautha বি. এক-চতুর্থাংশ; (ইতিহাসে) মারাঠা শাসকদের দ্বারা প্রজা ও পরাজিত জনগণের কাছ থেকে কর হিসাবে গৃহীত ফসলের এক-চতুর্থাংশ বা তার সমান মূল্য। [সং. চতুর্থ]। 11)
তছ-রূপ
(p. 364) tacha-rūpa বি. 1 (অন্যের ধনসম্পত্তি) অন্যায়ভাবে ও গোপনে আত্মসাত্ করা বা চুরি করা (তহবিল তছরূপ); 2 অনিষ্ট (ফসলের তছরূপ)। [আ. তসর্রুফ্]। 8)
তেভাগা
(p. 375) tēbhāgā বি. উত্পন্ন ফসলের একতৃতীয়াংশ, যা চাষির প্রাপ্য। [বাং. তে + সং. ভাগ + বাং. আ]। 299)
বিশেষ
(p. 627) biśēṣa বিণ. 1 অধিক, প্রকৃষ্ট, সমধিক (এ বছর ফসলের বিশেষ উত্পাদন, অসাধারণ (বিশেষ ব্যবস্থা, বিশেষভাবে); 3 সকলের মধ্যে একটির বৈশিষ্ট্যসূচক বা তত্সংক্রান্ত, particular (বিশেষ ব্যক্তি, বিশেষ জাতি)। বি. 1 আধিক্য, প্রকর্ষ (সবিশেষ বর্ণনা); 2 প্রভেদ (ইতরবিশেষ); 5 বৈলক্ষণ্য; 6 প্রকার, রকম; 7 বৈচিত্র্য। ক্রি-বিণ. বিশিষ্টভাবে, ভালোভাবে (হিন্দি ভাষাটা বিশেষ জানি না; লোকটিকে বিশেষ চিনি না)। [সং. বি + √ শিষ্ + অ]। ̃ ক বিণ. 1 বিশেষকারক, বৈশিষ্ট্যসূচক; 2 পার্থক্য-জ্ঞাপক বা পার্থক্যনির্ণায়ক, প্রভেদক। ̃ জ্ঞ বিণ. বিশেষ কোনো বিষয়ে পণ্ডিত; বিশেষ জ্ঞানী। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (-তস্) ক্রি-বিণ. বিশেষভাবে, বৈশিষ্ট্য; অনন্যসাধারণ বা বিশেষ গুণ (এ জিনিসটার বিশেষত্ব কী?)। &tilde ; ত্বহীন বিণ. যার কোনো বিশেষ গুণ বা অসাধারণত্ব নেই। 12)
ভাগ2
(p. 660) bhāga2 বি. 1 বাটোয়ারা, বিভাগ (দেশভাগ, সম্পত্তি ভাগ করা); 2 খণ্ড, টুকরো (শতভাগে পরিণত); 3 অংশ, বখরা (আমার ভাগ কই?); 4 কালাংশ (দিবাভাগ); 5 স্হান, প্রদেশ, অঞ্চল (নিম্নভাগ উপরিভাগ); 6 (গণি.) বিভাজন, হরণ (ভাগশেষ)। [সং. √ ভজ্ + অ]। ̃ .চাষি বি. যে চাষি কেবল উত্পন্ন ফসলের ভাগ নিয়ে অন্যের জমি চাষ করে। ̃ .ধেয় বিণ. 1 যে ভাগ পায়, ভাগী; 5 উত্তরাধিকারী, দায়াদ। বি. 1 ভাগ; 2 রাজস্ব; 3 ভাগ্য। ̃ .ফল বি. এক রাশিকে অপর এক রাশি দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায়, quotient. ̃ .বাটোয়ারা বি. অংশে বন্টন বা ভাগ করে দেওয়া। ̃ .শেষ বি. (গণি.) ভাগ করবার পর রাশির যে অংশ অবশিষ্ট থাকে। ̃ .হর বিণ. অংশগ্রহণকারী। ̃ .হার বি. অংশগ্রহণ। ভাগের মা গঙ্গা পায় না (আল. প্রব.) ভাগাভাগির কাজ ঠিকমতো হয় না। 8)
লায়েক
(p. 760) lāẏēka বিণ. 1 সাবালক; 2 যোগ্য, সমর্থ, কাজ করার উপযুক্ত; 3 (নিন্দায়) মাতব্বর (খুব লায়েক হয়ে গেছ দেখছি); 4 ফসলের উপযুক্ত (লায়েক জমি)। [আ. লায়ক]। 8)
লেভি
(p. 764) lēbhi বি. ধান পাট গম প্রভৃতি ফসলের অথবা চিনি সিমেন্ট প্রভৃতির যে অংশ বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট মূল্য সরকারকে দিতে হয়। [ইং. levy]। 20)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534758
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140281
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730451
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942629
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883515
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838448
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696608
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603053

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us