Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বচনের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-দের
(p. 421) -dēra সম্বন্ধপদে বহুবচনের বিভক্তি (ছেলেদের, আমাদের)। 27)
অনির্বচনীয়, অনির্বাচ্য
(p. 25) anirbacanīẏa, anirbācya বিণ. ভাষায় প্রকাশ করা বা বর্ণনা করা যায় না এমন, অবর্ণনীয়, বর্ণনার অসাধ্য (অনির্বচনীয়, আনন্দ, অনিবর্চনীয় অনুভূতি)। [সং. ন + নির্বচনীয়, নির্বাচ্য]। 52)
আমার
(p. 101) āmāra বিণ. মদীয়; নিজের। [বাং. 'আমি' শব্দের ষষ্ঠীর 1 বচনে]। 39)
উলেমা
(p. 133) ulēmā বি. (মূল অর্থ অনুসারে বহুবচন কিন্তু বাংলায় একবচনেই প্রয়োগ হয়) মুসলমান পণ্ডিত ও শাস্ত্রজ্ঞ। [আ. উলমা, আ'লিম শব্দের বহুবচনের রূপ]। 166)
কর্ম-প্রবচনীয়
(p. 169) karma-prabacanīẏa বি. অব্যয় পদবিশেষ, যা নির্দিষ্ট অর্থে কোনো বিশেষ্য বা সর্বনামের পর ব্যবহৃত হয়ে তাকে বিভক্তিযুক্ত করে - যথা, হাত দিয়ে খাও, গাছ থেকে পড়ে, তোমার প্রতি বিশ্বাস; অনুসর্গ। [সং. কর্মন্ + প্র + বচনীয়]। 23)
কল্প্য
(p. 172) kalpya বিণ. 1 কল্পনাযোগ্য; 2 বচনীয়; 3 বিধেয়। [সং. √ ক্9প্ + ণিচ্ + য]। 39)
কস্য
(p. 174) kasya সর্ব. বিণ. (আদালতি ভাষায়) কার, যার, অমুকের ('কস্য পত্রমিদং কার্যঞ্চাগে')। [সং. কিম্ শব্দের 6ষ্ঠীর 1 বচনে]। 19)
কাকে
(p. 177) kākē সর্ব. 1 কাহাকে-র চলিত রূপ; 2 কাউকেই নয় (আমি কাকে ভয় পাই?) [বাং. 'ক' শব্দের দ্বিতীয়ার একবচনের রূপ]। 22)
কাহাকে
(p. 188) kāhākē সর্ব. কোন জনকে। [বাং. 'কে'-শব্দের 2য়া ও 4র্থীর 1 বচনের সাধু রূপ]। 46)
কাহার2
(p. 188) kāhāra2 সর্ব. কোন জনের, কার। [বাং. 'কে'-শব্দের 6ষ্ঠীর 1 বচনের সাধু রূপ]। 48)
গব-চন্দ্র
(p. 241) gaba-candra বি. বিণ. নিরেট বোকা; গোরুর মতো বোধশক্তিহীন (কী হবে তোমার মতো গবচন্দ্রকে দিয়ে?)। [গবা দ্র]। 6)
জহরত
(p. 312) jaharata বি. মণিমুক্তাদি বহুমূল্য রত্ন। [আ. জওহরাত্ (বহুবচনে)]। 183)
ডাক৫
(p. 355) ḍāka5 বি. গোপজাতীয় জনৈক জ্ঞানী ব্যক্তি যাঁর অনেক উক্তি খনার বচনের মতো প্রবাদে পরিণত (ডাকের কথা)। ̃ পুরুষ বি. জ্ঞানী ব্যক্তি। [ তিব্বতি ব্দগ্=জ্ঞান]। 14)
তোকে
(p. 387) tōkē সর্ব. 'তুই' শব্দের 2য়া ও 4র্থীর একবচনের রূপ। 6)
দিগকে
(p. 407) digakē (সাধু.) 2য়া ও 4র্থীর বহুবচনের বিভক্তিবিশেষ (আমাদিগকে, বালকদিগকে)। [ফা. দিগর]। 18)
ধাতু
(p. 433) dhātu বি. 1 স্বর্ণরৌপ্যাদি খনিজ পদার্থ; 2 উপাদান (লোকটি কোন ধাতুতে গড়া); 3 স্বভাব, প্রকৃতি, ধাত (কঠিন ধাতুর মানুষ); 4 শুক্র (ধাতুদৌর্বল্য); 5 (আয়ু.) দেহস্হ বায়ু পিত্ত কফ মাংস অস্হি প্রভৃতি; 6 ক্ষিতি অপ্ তেজঃ মরুত্ ব্যোম এই পঞ্চভূত; 7 (ব্যাক.) ক্রিয়াবাচক শব্দমূল। [সং. √ ধা + তু]। ̃ গত বিণ. ধাতুসংক্রান্ত; শারীরিক বা মানসিক প্রকৃতিঘটিত; স্বভাবগত; ক্রিয়াবাচক শব্দমূলঘটিত; শুক্রঘটিত। ̃ গর্ভ বিণ. অভ্যন্তরে ধাতু আছে এমন। ̃ ঘটিত বিণ. ধাতুগত -র অনুরূপ। ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. ধাতুসংক্রান্ত বিদ্যা, metallurgy. ̃ ময় বিণ. ধাতুর তৈরি, ধাতুপূর্ণ। ̃ মল বি. মরচে, জং। ̃ রূপ বি. ক্রিয়ামূলের নানা রূপ; বিভিন্ন কালে, বিভিন্ন বচনে ও পুরুষে ক্রিয়ামূলের রূপ। 33)
নব1
(p. 447) naba1 বিণ. 1 নতুন, নবীন (নব বধূ, নব বস্ত্র, নব কলেবর, নববর্ষ); 2 সদ্যোজাত (নবজাতক, নব কিশলয়); 3 টাটকা, তাজা, তরুণ (নবাঙ্কুর, নব জলধর)। [সং. √ নু + অ]। ̃ কার্তিক বি. 1 শিশু কার্তিকেয়; 2 শিশু কার্তিকের মতো সুন্দর ব্যক্তি; 3 (ব্যঙ্গে) খুব কালো এবং কুত্সিত লোক। ̃ গঠিত বিণ. সদ্য তৈরি হয়েছে এমন। ̃ জল-ধর-শ্যাম বি. নতুন মেঘের মতো কৃষ্ণাভ বা নীল বর্ণ। ̃ জাত বিণ. সদ্যপ্রসূত, সদ্য জন্ম হয়েছে বা উত্পন্ন হয়েছে এমন (নবজাত শিশু)। ̃ জাতক বি. সদ্যোজাত শিশু ('নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার': সুকান্ত)। ̃ জীবন বি. নতুন জীবন; পুনর্জন্ম; (আল.) দুরবস্হার পরবর্তী উন্নত বা সুখের অবস্হা। ̃ দম্পতি বি. সদ্যবিবাহিত স্বামী-স্ত্রী। ̃ পল্লব বি. নতুন পাতা, সদ্য যে পাতা গজিয়েছে। ̃ বিধান বি. 1 নতুন নিয়ম বা ব্যবস্হা; 2 কেশবচন্দ্র সেন-প্রবর্তিত ব্রাহ্ম ধর্মসম্প্রদায়ের শাখাবিশেষ। ̃ মল্লিকা, ̃ মালিকা বি. মালতীজাতীয় ফুলবিশেষ বা তার গাছ। ̃ যুগ বি. নতুন যুগ বা কাল। ̃ যুবক বি. যার যৌবন সদ্য আরম্ভ হয়েছে। স্ত্রী. ̃ যুবতী। ̃ যৌবন বি. যে যৌবন সদ্য আরম্ভ হয়েছে, প্রথম যৌবন, অচিরপ্রবৃত্ত যৌবন। বিণ. বি. স্ত্রী. ̃ যৌবনা। 2)
প্রবচন
(p. 546) prabacana বি. 1 প্রবাদ; 2 বহুপ্রচলিত উক্তি; 3 বাক্পটুতা; 4 ব্যাখ্যান (স্মৃতিপ্রবচন, বেদপ্রবচন)। [সং. প্র + বচন]। প্রবচনীয় বিণ. 1 প্রকৃষ্টরূপে বাচ্য বা বচনীয়; 2 উত্তমরূপে ব্যাখ্যা করার যোগ্য। 51)
বচন
(p. 573) bacana বি. 1 কথা, বাক্য (দুর্বচন, বচনবাগীশ); 2 উক্তি (শাস্ত্রবচন); 3 প্রবাদ, প্রবচন; 4 (ব্যাক.) পদের একত্ব বা বহুত্ব (একবচন, বহুবচন)। [সং. √ বচ্ + অন]। ̃ বাগীশ বিণ. 1 বাক্পটু; 2 কেবল কথা বলতেই পটু। বচনাতীত বিণ. কথার দ্বারা বা বাক্যের দ্বারা বোঝা বা বোঝানো যায় না মন। বচনীয় বিণ. 1 বাচ্য, কথনযোগ্য; 2 নিন্দনীয়। 57)
বাঘা
(p. 591) bāghā বি. বাঘ। বিণ. 1 বৃহত্, প্রকাণ্ড (বাঘা কুকুর); 2 কড়া, তীব্র (বাঘা তেঁতুল)। [বাং. বাঘ + আ]। বাঘা বাঘা বিণ. (সচ. বহুবচনে) প্রবল পরাক্রান্ত ও ভয়ংকর (বাঘা বাঘা জমিদার, বাঘা বাঘা সাহেব)। 78)
বাচন
(p. 591) bācana বি. 1 কথন, উক্তি (স্বাস্তিবাচন, বাচনভঙ্গি); 2 পাঠ; 3 ব্যাখ্যাকরণ (শাস্ত্রবাচন)। [সং. √ বচ্ + ণিচ্ + অন]। বাচনিক বিণ. 1 মৌখিক; 2 কথার দ্বারা প্রকাশিত বা জ্ঞাপিত। বাচনীয় বিণ. কথনীয়, উক্তিযোগ্য, বাচ্য, বচনীয়। 91)
ভাষা
(p. 664) bhāṣā বি. 1 মানুষ মনের ভাব বোঝাতে মুখ দিয়ে যে অর্থপূর্ণ শব্দাবলি প্রকাশ করে; 2 আকারে-ইঙ্গিতে বা অঙ্গভঙ্গির দ্বারা ভাবপ্রকাশ (পশুর ভাষা); 3 কোনো দেশের বা অঞ্চলের মানুষের ব্যবহৃত শব্দাবলি (বাংলা ভাষা, হিন্দি ভাষা); 4 ভাষাব্যবহারের বিশেষ ভঙ্গি (রবীন্দ্রনাথের গল্পের ভাষা); 5 কথার (ভাষা শুনলে গা জ্বলে যায়); 6 সংস্কৃত নয় এমন কোনো ভারতীয় কথ্য ভাষা ('প্রেমদাস রচিল ভাষায়') [সং. √ ভাষ্ + অ + আ]। ̃ .জ্ঞান বি. ভাষা সম্বন্ধে বোধ বা পাণ্ডিত্য। ̃ .তত্ত্ব, ̃ .বিজ্ঞান বি. ভাষার উদ্ভব, বিকাশ ও প্রকৃতি সম্বন্ধীয় তত্ত্ব বা বিজ্ঞান, philology, linguistics. ̃ .তাত্ত্বিক বিণ. ভাষাতত্ববিষয়ক (ভাষাতাত্ত্বিক অনুসন্ধান, ভাষাতাত্বিক বিশ্লেষণ)। বিণ. ভাষতাত্ত্বে পারংগম ব্যক্তি, linguist. ̃ .তীত বিণ. ভাষায় প্রকাশ করা যায় না এমন, বলে বোঝানো যায় না এমন, অনির্বচনীয়। ̃ .ন্তর বি. 1 এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ; 2 অন্য ভাষা। ̃ .ন্তরিত বিণ. অনূদিত, তর্জমা করা হয়েছে এমন (কবিতাটি ইংরেজিতে ভাষান্তরিত করা হয়েছে)। ̃ .বিদ বিণ. ভাষা সম্বন্ধে বিশেষজ্ঞ। ̃ .ভাষী বিণ. কোনো-একটি ভাষায় কথা বলে এমন (হিন্দি ভাষাভাষী মানুষের কথাও ভাবতে হবে)। 29)
মাতঃ
(p. 692) mātḥ বি. মাতৃ-শব্দের সম্বোধনের রূপ, ওগো মা ('হে মাতঃ বঙ্গ': রবীন্দ্র)। [সং. মাতৃ শব্দের সম্বোধনের 1 বচনে]। 97)
মুঝে
(p. 710) mujhē সর্ব. (বৈ. সা.) আমাকে। [ সং. মহ্যম্; অস্মদ্ শব্দের 4র্থীর 1 বচনে] 18)
যিনি
(p. 726) yini সর্ব. (সম্ভ্রমে) যে ব্যক্তি (যিনি সকল কাজের কাজী: রবীন্দ্র, যিনি জানেন তিনি বলবেন)। [সং. যঃ]। বহুবচনে যাঁরা। 48)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577772
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185494
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785548
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026482
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901088
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848115
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708585
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620137

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us