Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বড়ো। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অন্তর্গৃহ
(p. 32) antargṛha বি. বড়ো ঘরের মধ্যে অবস্হিত ঘর; ঘরের মধ্যে ঘর। [সং. অন্তর + গৃহ]। 45)
অপ্রস্তুত
(p. 42) aprastuta বিণ. 1 প্রস্তুত বা তৈরি হয়নি এমন; উদ্যোগ-আয়োজন সম্পূর্ণ হয়নি এমন; 2 অনুপস্হিত; 3 লজ্জিত, অপ্রতিভ; 4 বর্ণনার বিষয়বহির্ভূত। [সং. ন + প্রস্তুত]। ̃ প্রশংসা বি. অর্থালংকারবিশেষ (allegory) যাতে অপ্রাসঙ্গিক বর্ণনা থেকে প্রাসঙ্গিক বিষয়টি ব্যঞ্জনায় বোঝা যায়। অপ্রস্তুতি বি. উদ্যোগ-আয়োজনের অভাব। অপ্রস্তুত হওয়া ক্রি. বি. অপ্রতিভ হওয়া, লজ্জিত হওয়া বা ঘাবড়ে যাওয়া। 32)
অমসৃণ
(p. 57) amasṛṇa বিণ. মসৃণ নয় এমন, কর্কশ; এবড়োখেবড়ো, অসমতল। [সং. ন + মসৃণ]। ̃ তা বি. কর্কশতা, রুক্ষতা, এবড়োখেবড়ো অবস্হা। 13)
অসম-তল
(p. 70) asama-tala বিণ. তল সমান নয় এমন; বন্ধুর, এবড়োখেবড়ো, উঁচু-নিচু। [সং. ন + সমতল]। 6)
আঁটু-বাঁটু
(p. 79) ān̐ṭu-bān̐ṭu বি. ক্রি-বিণ. ঢিলেঢালা চলন; নড়বড়েভাবে ('চলনে আঁটুবাঁটু': ভা.চ.)। [দেশি]। আঁটুবাঁটু করা ক্রি. বি. জড়সড়ভাবে চলা। 22)
আধি
(p. 89) ādhi বি. মানসিক পীড়া; দুশ্চিন্তা ('ব্যাধির চেয়ে আধি হল বড়ো': রবীন্দ্র)। [স. আ (=সম্যক্) + ̃ধা + ই] ̃ক্ষীণ বিণ. মনঃপীড়ায় কাতর। ̃. ব্যাধি বি. মানসিক ও দৈহিক পীড়া। 97)
আবড়া-খাবড়া-এবড়োখেবড়ো
(p. 98) ābaḍ়ā-khābaḍ়ā-ēbaḍ়ōkhēbaḍ়ō এর রূপভেদ। 11)
এবড়ো-খেবড়ো
(p. 148) ēbaḍ়ō-khēbaḍ়ō বিণ. উঁচু-নিচু, অসমান; বন্ধুর (এবড়োখেবড়ো রাস্তায় চলা শক্ত)। [হি. উভড়খাবড়]। 7)
কৃষ্ণ
(p. 205) kṛṣṇa বি. বিষ্ণুর অবতার; কানাই, শ্যাম। বিণ. 1 কালো বা নীল (কৃষ্ণবর্ণ, কৃষ্ণতিল); 2 অন্ধকারময় (কৃষ্ণরাত্রি, কৃষ্ণপক্ষ) [সং. √কৃষ্ + ন]। ̃. কথা বি. কৃষ্ণলীলা, কৃষ্ণবিষয়ক কাহিনী।) ̃. কলি বি. ফুলবিশেষ বা তার গাছ। ̃. কীর্তন বি. 1 কৃষ্ণবিষয়ক লীলাগান বা কাব্য; 2 বড়ু চণ্ডীদাসরচিত শ্রীকৃষ্ণের লীলাবিষয়ক (সংগীত) কাব্য। ̃. দ্বৈপায়ন বি. ব্যাসদেব। ̃. পক্ষ বি. প্রতিবাদ জানাবার জন্য বা শোকপ্রকাশের জন্য ব্যবহৃত কালো রঙ্গের পতাকা। ̃. প্রাপ্তি বি. মৃত্যু। ̃. বর্ত্মা (-র্ত্মন্) বি. 1 অগ্নি; 2 রাহু। ̃. ভক্ত বি. কৃষ্ণের অনুরাগী। ̃. যাত্রা বি. শ্রীকৃষ্ণের জীবন বা জীবনকাহিনী। ̃. সর্প বি. কালসাপ, কেউটে। ̃. সার, ̃. শার বি. মৃগবিশেষ। ̃. সারথি বি. কৃষ্ণ যাঁর রথের সারথি অর্থাত্ অর্জুন। ̃. সীস বি. গ্রাফাইট, graphite. ̃. কৃষ্ণা বি. (স্ত্রী.) 1 দ্রৌপদী; 2 দাক্ষিণাত্যের নদীবিশেষ। বিণ. (স্ত্রী.) কৃষ্ণবর্ণা। কৃষ্ণাগুরু বি. কালাগুরু, কৃষ্ণচন্দন। কৃষ্ণাজিন বি. কৃষ্ণসার মৃগের চামড়া। কৃষ্ণাভ বিণ. কালো আভাযুক্ত। কৃষ্ণাষ্টমী বি. ভাদ্রমাসের কৃষ্ণপক্ষীয় অষ্টমী তিথি অর্থাত্ কৃষ্ণের জন্মতিথি। 11)
খইল, (কথ্য) খোল
(p. 221) khila, (kathya) khōla বি. তিল সরষে প্রভৃতি থেকে তেল বার করে নেবার পর অবশিষ্ট ছিবড়ে। [সং. খলি]। 6)
ঘাবড়া
(p. 269) ghābaḍ়ā ক্রি. থতমত খাওয়া, বিচলিত হওয়া, হতবুদ্ধি হওয়া, ভয় পাওয়া (ঘাবড়েছে, ঘাবড়িয়ো না)। [হি. √ঘব্ড়া]। ̃ নি বি. ঘাবড়ানোর ভাব। ̃ নো ক্রি. বি. বিণ. থতমত খাওয়া; হতবুদ্ধি হওয়া; ঘাবড়েছে বা হতবুদ্ধি হয়েছে এমন। 2)
চুপসা, চোপসা
(p. 290) cupasā, cōpasā বিণ. 1 বসে বা তুবড়ে গেছে এমন (চোপসা গাল); 2 ভিতরের জিনিস বেরিয়ে যাওয়ার ফলে সংকুচিত (চোপসা ফোড়া)। ক্রি. 1 তুবড়ে যাওয়া; 2 নীরস হওয়া এবং শুকিয়ে যাওয়া; 3 সংকুচিত হওয়া (বকুনি শুনে চুপসে যাওয়া)। [সং. √চুষ্ + বাং. সা = চুপসা]। ̃ নো ক্রি. 1 শুষে নেওয়া; 2 তুবড়ে যাওয়া; 3 সংকুচিত হওয়া। বি. বিণ. উক্ত সব অর্থে। 94)
ছক্কড়
(p. 301) chakkaḍ় বি. নড়বড়ে ঘোড়ার গাড়ি। [সং. শকট-তু. ছ্যাকড়া]। 8)
ছিবড়া, (কথ্য) ছিবড়ে, (আঞ্চ.) ছিবে
(p. 304) chibaḍ়ā, (kathya) chibaḍ়ē, (āñca.) chibē বি. পদার্থের রস বার করে নেওয়ার পর যা অবশিষ্ট থাকে, শিটা। [দেশি]। 80)
জবড়ে, জবরজং
(p. 312) jabaḍ়ē, jabaraja বিণ. 1 এলোমেলো, বিশৃঙ্খল; 2 বেমানান, বিসদৃশ (জবড়জং চেহারা, জবড়জং পোশাক)। [আ. যবর + ফা. জঙ্গ]। 91)
টাল2
(p. 343) ṭāla2 বি. 1 বাঁকা ভাব (তলোয়ারে টাল আছে); 2 এক দিকে ঝোঁক (চাকায় টাল আছে); 3 হেলে পড়ার ভাব (টাল খেয়ে চলা); 4 ধাক্কা, ঝুঁকি, বিপদ (টাল সামলানো); 5 স্তোকবাক্য, ছলনা। [সং. √ টল্]। ̃ বাহানা বি. দেরি; মিথ্যা ওজর। ̃ মাটাল বি. অতিশয় অস্হিরতা, চাঞ্চল্য, সংশয় বা বিপদের ভাব (টালমাটাল চলছে)। বিণ. অতিশয় অস্হির বা নড়বড়ে (কোম্পানির এখন টালমাটাল অবস্হা)। 36)
টোল৩
(p. 348) ṭōla3 বি. 1 ছোট গর্ত; 2 তোবড়ানো ভাব (হাঁড়ির টোল)। [দেশি-তু. তা. তুল্লই]। টোল খাওয়া ক্রি. 1 তুবড়ে যাওয়া (পড়ে গিয়ে হাঁড়িটা টোল খেয়েছে); 2 গালে সুন্দর খাঁজ হওয়া (হাসলেই গালে টোল পড়ে)। বি. উক্ত অর্থে। 18)
ট্রাম
(p. 348) ṭrāma বি. শহরের বড়ো রাস্তায় লোহার লাইনের উপর দিয়ে চালিত ও বিদ্যুত্বাহিত যানবিশেষ। [ইং. tram-car]। ̃ লাইন বি. যে লাইনের উপর দিয়ে ট্রাম চলে। 44)
তড়-বড়
(p. 364) taḍ়-baḍ় বি. অতিরিক্ত ব্যস্ততা বা তাড়াহুড়োর ভাব (অত তড়বড় করে কথা বলছ কেন, সব কাজে বড্ড তড়বড় করে)। [দেশি]। তড়-বড়া, তড়-বড়ানো ক্রি. তড়বড় করা। বি. উক্ত অর্থে। তড়-বড়ানি বি. তড়বড় করার ভাব (সব ব্যাপারে এত তড়বড়ানি ভালো নয়)। তড়-বড়ে বিণ. তড়বড় করে এমন। 24)
তুবড়া, তোবড়া
(p. 375) tubaḍ়ā, tōbaḍ়ā ক্রি. চুপসানো, টোল খাওয়া (গাল তুবড়ে গেছে)। বিণ. চুপসে বা টোল খেয়ে গেছে এমন (তোবড়া গাল)। [আ. তোব্রা]। ̃ নো ক্রি. বেঁকিয়ে বা মুচড়ে দেওয়া, টোল, খাওয়ানো (মেরে গাল তুবড়ে দেব)। বি. বিণ. উক্ত অর্থে। 193)
থত-মত
(p. 392) thata-mata অব্য. বি. বিণ. বিহ্বল ভাব, মুখে কথা সরে না এমন ভাব (থতমত ভাব, থতমত খেয়ে যাওয়া, তার তখন থতমত অবস্হা)। [দেশি-তু. সং. স্তম্ভিত]। থতমত খাওয়া ক্রি. বি. ঘাবড়ে যাবার ফলে কী বলবে তা স্হির করতে না পারা। 8)
থুবড়া1, থুবড়ো1
(p. 394) thubaḍ়ā1, thubaḍ়ō1 বিণ. বেশি বয়স পর্যন্ত অবিবাহিত। [সং. স্হবির]। বিণ. স্ত্রী. থুবড়ি। 15)
থুবড়া2, থুবড়ো1
(p. 394) thubaḍ়ā2, thubaḍ়ō1 বিণ. অত্যন্ত বৃদ্ধ ও জরাগ্রস্ত। [সং. স্হবির]। বিণ. স্ত্রী. থুবড়ি। 16)
থুবড়া৩
(p. 394) thubaḍ়ā3 ক্রি. থুবড়ানো। [বাং.?]। ̃ নো ক্রি. নীচের দিকে মুখ করে বা হুমড়ি খেয়ে পড়া (মুখ থুবড়ে পড়া)। বি. উক্ত অর্থে। 17)
দাঁড়া1
(p. 402) dān̐ḍ়ā1 বিণ. 1 মেরুদণ্ড (শিরদাঁড়া); 2 কাঁকড়া চিংড়ি ইত্যাদির শক্ত ও বড়ো দণ্ড; 3 শুঁড় (আরশোলার দাঁড়া)। [সং. দণ়্ড]। 29)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534896
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140437
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730664
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942853
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883576
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838484
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696658
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603081

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us