Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বরিষে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অবিলম্ব
(p. 49) abilamba বি. বিলম্বের অভাব; ত্বরা, শীঘ্রতা। বিণ. বিলম্বহীন, দ্রুত, তাড়াতাড়ি। [সং. ন + বিলম্ব]। অবিলম্বিত বিণ. ত্বরিত, দ্রুত, তাড়াতাড়ি করা হয়েছে এমন (অবিলম্বিত সিদ্ধান্ত)। অবিলম্বে ক্রি-বিণ. দেরি না করে, তাড়াতাড়ি। 19)
অম্বরিষ1
(p. 57) ambariṣa1 বি. ভাজার পাত্র, যে পাত্রে চাল, মুড়ি, খই ইত্যাদি ভাজা হয়। [সং. অম্ব্ + ঈষ, নিপাতনে]।
অম্বরীষ, অম্বরিষ2
(p. 59) ambarīṣa, ambariṣa2 বি. 1 সূর্যবংশীয় জনৈক রাজা; 2 আকাশ। [সং. অম্ব্ + ঈষ, নিপাতনে]। 2)
আবরণ
(p. 98) ābaraṇa বি. 1 আচ্ছাদন, আবৃতকরণ (গাত্রাবরণ); 2 আচ্ছাদনী, ঢাকনি (মাথার উপর কোনো আবরণ ছিল না)। [সং. আ + √ বৃ + অন]। আবরণী বি. ঢাকনি। আবরিত বিণ. আবৃত, ঢাকা রয়েছে এমন, আচ্ছাদিত ('বর্ম-আবরিত দ্বারীর চোখে') 19)
ঈশ্বর
(p. 118) īśbara বি. 1 ভগবান; 2 জগতের স্রষ্টা; 3 প্রভু, স্বামী (প্রাণেশ্বর); 4 রাজা, অধিপতি (রাজ্যেশ্বর); 5 শ্রেষ্ঠ বা প্রধান ব্যক্তি (যোগীশ্বর); 6 মৃত ব্যক্তির বা পুণ্যতীর্থের নামের আগে মহিমাসূচক চিহ্ন -* (*ভূদেব মুখোপাধ্যায়, *বারাণসী)। [সং. √ ঈশ্ + বর]। স্ত্রী. ঈশ্বরী। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ দত্ত বিণ. ভগবানের কাছ থেকে পাওয়া গেছে এমন, ঈশ্বরের কৃপায় প্রাপ্ত (ঈশ্বরদত্ত কণ্ঠ)। ̃ দ্বেষী (-ষিন্) বিণ. ঈশ্বরের বিরোধী; ঈশ্বরের ক্ষমতা বা মহিমা বা অস্তিত্ব অস্বীকার করে এমন; নাস্তিক। ̃ নিষ্ঠ, ̃ পরায়ণ বিণ. ঈশ্বরভক্ত, ধার্মিক। বি. ̃ নিষ্ঠা, ̃ পরায়ণতা। ̃ প্রাপ্তি বি. ঈশ্বরকে পাওয়া; মৃত্যু। ̃ বিরোধী-ঈস্বরদ্বেষী -র অনুরূপ। ̃ ভক্ত, &tilde ; ভক্তি যথাক্রমে ঈশ্বরনিষ্ঠ ও ঈশ্বরনিষ্ঠা -র অনুরূপ। ঈশ্বরাজ্ঞা, ঈশ্বরাদেশ বি. ঈশ্বরের নির্দেশ। ঈশ্বরাধীন বিণ. ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভরশীল; দৈবাধীন। ঈশ্বরীয় বিণ. ঈশ্বরসম্বন্ধীয়, ঐশ্বরিক। 13)
ঐশ. ঐশিক, ঐশ্বর, ঐশ্বরিক
(p. 150) aiśa. aiśika, aiśbara, aiśbarika বিণ. 1 ঈশ্বরসম্বন্ধীয়; ঈশ্বরের; 2 ঈশ্বরের দ্বারা কৃত। [সং. ঈশ + অ, ইক, ঈশ্বর + অ, ঈক]। ঐশী বিণ. (স্ত্রী.) ঈশ্বরীয়, ঈশ্বরীসম্বন্ধীয় (ঐশীশক্তি, ঐশীমায়া)। 32)
ক্ষিপ্র
(p. 217) kṣipra ক্রি-বিণ. দ্রুতভাবে, দ্রুত, দ্রুততার সঙ্গে শীঘ্র (ক্ষিপ্র কাজ করো)। বিণ. দ্রুত, ত্বরিত (ক্ষিপ্রগতিতে এগিয়ে গেল)। [সং. √ ক্ষিপ্ + র]। বি. ̃ তা। ̃ কারী (-রিন্) বিণ. দ্রুত কাজ করে এমন, চটপটে। বি. ̃ কারিতা। ̃ গতি, ̃ গামী (-মিন্) বিণ. দ্রুতগামী, দ্রুত চলতে পারে এমন, বেগবান (ক্ষিপ্রগতি ট্রেন)। স্ত্রী. ̃ গামিনী। 35)
জ্বর
(p. 331) jbara বি. সর্বাঙ্গে তাপ ও নাড়ির চাঞ্চল্য বৃদ্ধিকারক রোগ। [সং. √ জ্বর্ + অ]। ̃ ঘ্ন বিণ. জ্বরনাশক (জ্বরঘ্ন ওষুধ)। ̃ ঠুঁটো বি. জ্বরভোগের ফলে ঠোঁটে যে ঘা হয়। জ্বরাক্রান্ত বিণ. জ্বরে আক্রান্ত। জ্বরাতিসার বি. উদরাময়যুক্ত টাইফয়েড জাতীয় জ্বররোগ। জ্বরান্তক বিণ. জ্বরঘ্ন, জ্বরনাশক। জ্বরিত বিণ. জ্বরাক্রান্ত, জ্বরযুক্ত। 24)
ঝরঝর
(p. 334) jharajhara বি. 1 ক্রমাগত লক্ষণ, পতন বা প্রবহিত হওয়ার শব্দ (চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে); 2 পরিচ্ছন্নতার ভাব (ঘরদুয়ার ঝরঝর করছে)। ক্রি-বিণ. অবিরল ধারায় ('ঝরঝর বরিষে বারিধারা': রবীন্দ্র)। [সং. ঝর্ঝর]। ঝরঝরা ক্রি. ঝরঝর করে পড়া ('বাদল ঝরঝরে': রবীন্দ্র)। ঝরঝরে বিণ. 1 পরিষ্কারপরিচ্ছন্ন (ঘরদোর ঝরঝরে রাখে); 2 তাজা, হালকা, সুস্হ (শরীরটা বেশ ঝরঝরে লাগছে); 3 গোটা-গোটা ও শক্ত (ঝরঝরে ভাত); 4 স্পষ্ট ও পরিচ্ছন্ন (ঝরঝরে হাতের লেখা); 5 ঝাঁঝরা, বিনষ্ট (পরকাল ঝরঝরে হওয়া)। 36)
তুরিত, তুরিতে
(p. 375) turita, turitē ক্রি-বিণ. (ব্রজ.) দ্রুত, তাড়াতাড়ি ('তুরিতে জ্বালিয়া বাতি হেরিলেন ইতি উতি': বা. ঘো.)। [সং. ত্বরিত]। 209)
ত্বরান্বিত
(p. 387) tbarānbita বিণ. 1 দ্রুত বা দ্রুততর করা হয়েছে এমন; ত্বরিত; 2 শীঘ্র, ক্ষিপ্র। [সং. ত্বরা + অন্বিত]। 63)
ত্বরিত1
(p. 387) tbarita1 বিণ. ক্রমশ বেগ বাড়ানো হয়েছে এমন, accelerated. [সং. √ ত্বর্ + ণিচ্ + ত]। 64)
ত্বরিত2
(p. 387) tbarita2 বিণ. ক্ষিপ্র, শীঘ্র, দ্রুত। [সং. √ ত্বর্ + ত]। ̃ গতি, ̃ গমন বিণ. ক্ষিপ্রগামী, দ্রুতগামী (ত্বরিতগতি বায়ু, ত্বরিতগতি ট্রেন)। 65)
দৈবী
(p. 421) daibī বিণ. (স্ত্রী.) দেবসম্বন্ধীয়, দেবকৃত (দৈবী প্রেরণা, দৈবী শক্তি)। [সং. দেব + অ + ঈ]। দৈবী বাক্ বি. দেবভাষা, সংস্কৃত। দৈবী মায়া বি. অলৌকিক মায়া; ঐশ্বরিক মায়া। দৈবী শক্তি বি. অলৌকিক বা ঐশ্বরিক শক্তি, যে শক্তি মানুষের বোধ বা নিয়ন্ত্রণের অতীত। 64)
পর-বস্তি
(p. 488) para-basti বি. ভরণপোষণ, প্রতিপালন। [ফা. পরবরিশ্]। 153)
বরিখ, বরিখন, বরিখা
(p. 580) barikha, barikhana, barikhā যথাক্রমে বর্ষা, বর্ষণ ও বর্ষা -র কোমল রূপ। 75)
বরিষ1
(p. 580) bariṣa1 বি. বর্ষা, বৃষ্টি। [সং. বর্ষা। তু. হি. বারিশ]। 76)
বরিষ2
(p. 580) bariṣa2 বি. বর্ষ, বত্সর। [সং. বর্ষ]। 77)
বরিষ্ঠ
(p. 580) bariṣṭha বিণ. 1 শ্রেষ্ঠ, সর্বাগ্রে বরণীয় (বরিষ্ঠ কবি); 2 সর্বপ্রধান। [সং. উরু + ইষ্ঠ]। স্ত্রী. বরিষ্ঠা। বরিষ্ঠা সেবকা বি. প্রধান বা প্রথমশ্রেণির বা প্রবর শুশ্রূষাকারিণী, senior nurse. 79)
বরিষ৩
(p. 580) bariṣa3 অনু-ক্রি. বর্ষণ করো ('বরিষ ধরা মাঝে শান্তির বারি': রবীন্দ্র)। [প্রাকৃ. বরিষ (বরিস) সং. √ বৃষ্]। 78)
বরীয়ান
(p. 580) barīẏāna (-য়স্) বিণ. 1 উত্কৃষ্টতর, অপেক্ষাকৃত শ্রেয়; 2 (অশু. কিন্তু প্রচলিত) বরিষ্ঠ, শ্রেষ্ঠ। [সং. উরু + ঈয়স্]। স্ত্রী. বরীয়সী। 80)
বশিতা, বশিত্ব
(p. 580) baśitā, baśitba বি. 1 শিবের অষ্টবিভূতি বা ঐশ্বর্যের অন্যতম, যোগলব্ধ ঐশ্বরিক শক্তিবিশেষ; 2 বশীকরণের ক্ষমতা; 3 অপার্থিব ক্ষমতা। [সং. বশিন্ + তা, ত্ব]। 206)
বাবরি
(p. 600) bābari বি. সিংহের কেশরের মতো বড়ো ও কোঁকড়ানো চুল; কাঁধ পর্যন্ত লম্বা কোঁকড়া চুল। [ফা. ববর (=সিংহ) + বাং. ই]। বাবরি-কাটা বিণ. বাবরির মতো কোঁকড়ানো। 10)
বালাম
(p. 602) bālāma বি. 1 বরিশালে উত্পন্ন ধান থেকে প্রস্তুত সরু চালবিশেষ; 2 (প্রধানত চাল বহনকারী) বড়ো নৌকাবিশেষ। [দেশি]। 73)
ভগ-বদ্-দত্ত, ভগ-বদ্দত্ত
(p. 655) bhaga-bad-datta, bhaga-baddatta বিণ. ভগবান দিয়েছেন এমন, ভগবানের কাছ থেকে পাওয়া গেছে এমন; ঐশ্বরিক (ভগবদ্দত্ত কণ্ঠ)। [সং. ভগবত্ + দত্ত]। 14)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535176
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140640
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730951
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943153
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883662
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838524
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603114

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us