Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বস্ত্রবিশেষ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কাঁথা
(p. 174) kān̐thā বি. (সাধারণত ছেঁড়া) কাপড় একত্র সেলাই করে প্রস্তুত মোটা আস্তরণ বা শীতবস্ত্রবিশেষ, কন্হা। [সং. কন্হা]। 74)
কেম-ব্রিক
(p. 207) kēma-brika বি. সাদা রঙের মিহি লিনেনজাতীয় বস্ত্রবিশেষ। [ইং. cambric]। 3)
কোটা2
(p. 209) kōṭā2 বি. 1 মিহি বস্ত্রবিশেষ; 2 মিহি সুতোর তৈরি শাড়িবিশেষ (কোটা শাড়ি)। [বাং. কোষ্টা (পাট) সং. কোষ্ট]।
খদ্দর
(p. 221) khaddara বি. হাতে-কাটা কার্পাস সুতোয় প্রস্তুত বস্ত্র; হাতে-কাটা মোটা বস্ত্রবিশেষ। [গুজ. খদ্দর]। 69)
খোলক
(p. 234) khōlaka বি. সর্বাঙ্গ আবৃত করে এমন বস্ত্রবিশেষ; খোলা, আবরণ, shell. [সং. খোল + ক (স্বার্থে)]।
গালিচা
(p. 246) gālicā বি. কার্পেট, পশুলোমে প্রস্তুত আবরণ বস্ত্রবিশেষ, ঘরের মেঝেতে পাতবার শৌখিন ফরাশবিশেষ। [ফা. গালীচা]। 102)
চট1
(p. 275) caṭa1 বি. পাটের সুতোর তৈরি মোটা বস্ত্রবিশেষ, গুন। [দেশি]। ̃ কল বি. চট তৈরির কারখানা। 16)
চিত্র
(p. 288) citra বি. 1 ছবি, আলেখ্য; 2 প্রতিকৃতি; 3 নকশা; 4 পত্রলেখা। বিণ. বিস্ময়কর; 2 বিচিত্র; 3 নানা বর্ণে রঞ্জিত। [সং. √চিত্র্ + অ]। ̃ কর, ̃ কার, ̃ কৃত্ বি. ষে ছবি আঁকে' পটুয়া। ̃ কলা বি. ছবি আঁকার বিদ্যা বা শিল্প। ̃ কল্প বি. কবিতায় বা গদ্যে শব্দ দিয়ে ছবি ফুটিয়ে তোলা, রূপকল্প, ভাবচ্ছবি, imagery. ̃ কৃত্ - চিত্রকর এর অনুরূপ। ̃ কাব্য বি. 1 যে কবিতার পদসমূহ চিত্র বা ছবির আকারে গ্রথিত হয়; 2 ব্যাঙ্গার্থহীন এবং শব্দার্থের আড়ম্বরপ্রধান কবিতা বা কাব্য। ̃ গন্ধ বি. 1 মনোহর গন্ধ; 2 হরিতাল। ̃ ণ বি. 1 চিত্রিতকরণ; 2 লেখন (চরিত্রচিত্রণ)। ̃ দীপ বি. পঞ্চপ্রদীপের অন্যতম। ̃ নাট্য বি. গল্প বা উপন্যাসের সিনেমার উপযোগী নাট্যরূপ, scenario, screenplay. ̃ পট বি. ছবি আঁকার জন্য মোটা বস্ত্রবিশেষ, canvas; চিত্রাঙ্কিত বস্ত্র। ̃ ফলক বি. চিত্রাঙ্কিত ধাতুপাত, কাষ্ঠখণ্ড প্রভৃতি। ̃ বিচিত্র বিণ. বিবিধ বর্ণযুক্ত বা চিত্রযুক্ত। ̃ বিদ্যা বি. চিত্রকলা। ̃ ময় বিণ. 1 ছবিতে ভরা; 2 ছবির তুল্য; 3 ছবির দ্বারা বর্ণিত। স্ত্রী. ̃ ময়ী। ̃ যোধী (-ধিন্) বি. অর্জুনের অন্য নাম। ̃ ল বিণ. চিত্রময় ('গড়ে তুলি ভাস্কর্যের চিত্রল প্রেরণা': বিষ্ণু.)। ̃ লেখনী বি. তুলি, ছবি আঁকার তুলি। ̃ শালা বি. 1 চিত্রকরের কর্মস্হান, studio; 2 চিত্রসমূহ রাখার বা সংগ্রহ করার স্হান। ̃ শিল্পী (-ল্পিন্) বি. চিত্রকর। 42)
চীনা2, চিনা2
(p. 290) cīnā2, cinā2 বি. চীনদেশের অধিবাসী। বিণ. চীনদেশীয়, চৈনিক। [সং. চীন + বাং. আ]। চীনাংশুক বি. চীনদেশীয় রেশমি বস্ত্রবিশেষ। ̃ মাটি বি. সাদা মাটিবিশেষ যা দিয়ে কাপ ডিশ ইত্যাদি তৈরি হয়, কড়েমাটি, Chinaclay, poreelain. 59)
চেলি
(p. 294) cēli বি. পট্টবস্ত্রবিশেষ, বিবাহাদিতে ব্যবহার্য রেশমি কাপড়বিশেষ। [সং. চেল]। 81)
জর্জেট, জর-জেট
(p. 312) jarjēṭa, jara-jēṭa বি. মিহি রেশমজাতীয় ক্রেপ বস্ত্রবিশেষ। [ইং. georgette]। 150)
তাঞ্চোই
(p. 373) tāñcōi বি. সূক্ষ্ম কারুকার্যময় শাড়িবিশেষ।[তু. ফা. তন্জেব (তনু শোভনকারী সূক্ষ্ম বস্ত্রবিশেষ)]। 37)
তাফতা
(p. 375) tāphatā বি. 1 রেশম ও পশম মিশিয়ে তৈরি শীতবস্ত্রবিশেষ; 2 গাঢ় রঙের রেশমবস্ত্রবিশেষ, চেলিবস্ত্র। [ফা. তফ্তহ্]। 34)
তুস1
(p. 375) tusa1 বি. নরম পশমি বস্ত্রবিশেষ, মলিদা। [আ. তুস্]। 236)
দোলাই
(p. 425) dōlāi বি. মোটা শীতবস্ত্রবিশেষ, দুই পাট কাপড়ের তৈরি চাদরজাতীয় শীতবস্ত্রবিশেষ। [হি. দুলাঈ]। 3)
ধুসা
(p. 439) dhusā বি. পুরু পশমি কাপড়ের শীতবস্ত্রবিশেষ, মোটা পশমের চাদরবিশেষ। [হি. ধুস্সা]। 31)
ধোসা1
(p. 441) dhōsā1 বি. পশমি গায়ের চাদর, পশমি গাত্রবস্ত্রবিশেষ। [হি. ধুস্সা]। 12)
নেত
(p. 479) nēta বি. প্রাচীন কালে ব্যবহৃত সূক্ষ্ম পট্টবস্ত্রবিশেষ। [সং. নেত্র]। 22)
পপলিন
(p. 488) papalina বি. মসৃণ বুনটযুক্ত সুতিবস্ত্রবিশেষ। [ইং. poplin]। 75)
বাফতা
(p. 600) bāphatā বি. রেশম ও কার্পাস মিশিয়ে প্রস্তুত দামি ও শৌখিন বস্ত্রবিশেষ। [ফা. বাফ্তা]। 8)
মটকা1
(p. 676) maṭakā1 বি. 1 মোটা তরসবস্ত্রবিশেষ (মটকার চাদর); 2 কাঁচা ঘরের চালের শীর্ষদেশ; 3 কপাট নিদ্রা, নিদ্রার ভান (মটকা মেরে পড়ে থাকা); 4 মাটির বড়ো জালা (চালের মটকা)। [দেশি]। মটকা মারা ক্রি. বি. 1 কাঁচা ঘরের চালের শীর্ষস্হ ফাঁক বন্ধ করা; 2 ঘুমের ভান করে শুয়ে থাকা। 36)
মল-মল
(p. 687) mala-mala বি. মিহি ও নরম সুতিবস্ত্রবিশেষ। [হি. তু. সং. মলমল্লক]। 17)
মস-লিন
(p. 688) masa-lina বি. অতি মিহি ও মসৃণ কার্পাসবস্ত্রবিশেষ। তু. ফ. mousseline ইরাকি শহর Mosul - তু. সং মসৃণ]। 24)
লিনেন
(p. 760) linēna বি. (প্রধানত) শন থেকে প্রস্তুত মসৃণ বস্ত্রবিশেষ। [ইং. linen]। 48)
লুই
(p. 760) lui বি. পশুলোমনির্মিত শীতবস্ত্রবিশেষ। [হি. লোহি]। 66)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614706
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227909
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839810
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856845
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719464
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us