Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বাইরের। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আগ.দুয়ার
(p. 82) āga.duẏāra বি. 1 বাইরের দরজা; 2 বাহির বাড়ি। বিপ. পাছদুয়ার। [সং. অগ্রদ্বার]। 42)
আপন
(p. 95) āpana বিণ. নি়জ, স্বীয়, নিজের; আত্মীয় (আপনজন)। [সং. আত্মন্]। ̃ .কার সর্ব. বিণ. আপনার; নিজের। ̃ .জন বি. নিজের লোক; আত্মীয়। ̃ .পর বি. আত্মীয়- অনাত্মীয়; সত্রু-মিত্র। ̃ .ভোলা বিণ. উদাসীন, নিজের সুখশান্তি সম্বন্ধে খেয়াল নেই এমন; আত্মহারা; তন্ময়। ̃ .মনে ক্রি- বিণ. নিজে নিজে; নিজের মনে; বাইরের সবকিছু সম্বন্ধে নির্লিপ্ত থেকে। ̃ .সর্বস্ব বিণ. স্বার্থপর; কেবল নিজের কথাই ভাবে এমন। ̃ .হারা বিণ. আত্মভোলা; আপনভোলা। আপনার পায়ে কুড়ুল মারা ক্রি. বি. নিজেই নিজের সর্বনাশ ডেকে আনা। 46)
উন্মথন
(p. 130) unmathana বি. 1 মন্থন; 2 ভালোভাবে মথিত করা বা ঘোঁটা; 3 মর্দন; 4 হনন, হত্যা ('শত্রুর উন্মথন')। [সং. উত্ + √ মথ্ + অন]। উন্মথিত বিণ. 1 মন্থন করা হয়েছে এমন; 2 আলোড়িত; 3 বাইরের আকর্ষণের ফলে উদ্বেলিত বা উত্তেজিত ('উন্মথিত যৌবন': রবীন্দ্র)। 10)
কণ্ঠ
(p. 159) kaṇṭha বি. 1 গলা, গলদেশ (কণ্ঠভূষণ); 2 স্বরনালী (কণ্ঠরোধ্); 3 গলার স্বর (সুকণ্ঠ)। [সং. √ কণ্ + ঠ]। ̃ গত বিণ. কণ্ঠাগত; কণ্ঠ পর্যন্ত এসেছে এমন; বাইরে বেরিয়ে এসেছে এমন। ̃ নালী, ̃ নালি বি. গলনালি, গলার নালি। ̃ বদ্ধ, ̃ লগ্ন, ̃ লীন বিণ. আলিঙ্গন করে গলা জড়িয়ে ধরেছে এমন। ̃ ভূষণ বি. গলার হার; চিক, মালা ইত্যাদি গলার অলংকার। ̃ মণি বি. 1 গলায় ধারণীয় রত্ন; 2 (আল.) পরম আদরের পাত্র; 3 গলনালীর বাইরের দিকের উঁচু নরম হাড়বিশেষ, Adam's apple. ̃ রোধ শ্বাসরোধ; কথা বলার ক্ষমতা বা প্রতিবাদের অধিকার বিলোপ (সংবাদপত্রের কণ্ঠরোধ)। ̃ লগ্ন বিণ. গলায় জড়ানো রয়েছে এমন (কণ্ঠলগ্ন হয়ে)। ̃আলিঙ্গন করে রয়েছে এমন (স্বামীর কন্ঠলগ্ন হয়ে) স্হ বিণ. 1 কণ্ঠে অবস্হিত; 2 (আল.) মুখস্হ। ̃ হার বি. 1 গলায় পরবার হার; অতি প্রিয়মাত্র। কণ্ঠা বি. 1 গলার দুই পাশের হাড়, কণ্ঠাস্হি; 2 গলা, কণ্ঠ (কণ্ঠা জেগে গেছে)। কণ্ঠাগত বিণ. 1 কণ্ঠ পর্যন্ত এসেছে এমন; 2 বেরিয়ে এসেছে এমন। কণ্ঠাগত-প্রাণ বিণ. মুর্মূষু, প্রাণ বেরিয়ে যাবার উপক্রম হয়েছে এমন; অত্যন্ত ক্লান্ত। বি. মূমূর্ষু প্রাণ। কণ্ঠাভরণ বি. গলার অলংকার। কণ্ঠি বি. বৈষ্ণবদের গলার তুলসীর মালা। কণ্ঠি-ধারণ বি. বৈষ্ণবদের তুলসীর মালা পরা; বৈষ্ণবধর্ম গ্রহণ। কণ্ঠি-ধারী (-রিন্) বিণ. বি. বৈষ্ণব, বৈরাগী। কণ্ঠিবদল বি. মালাবদলের মতো কণ্ঠিবদল করে বৈষ্ণবদের বিবাহপ্রথা। কণ্ঠী, কণ্ঠিকা বি. 1 গলার একনর মালা; 2 কণ্ঠি। কণ্ঠৌষ্ঠ্য বিণ. কণ্ঠ ও ওষ্ঠ থেকে উচ্চারিত। কণ্ঠ্য বিণ. 1 কণ্ঠসম্বন্ধীয়; 2 কণ্ঠ থেকে উচ্চারিত (কণ্ঠ্যবণ)। 23)
কনুই, (বিরল) কণুই
(p. 162) kanui, (birala) kaṇui বি. বাহু বা হাতের সন্ধিস্হলের বাইরের দিক, elbow. [সং. কফোণি]। 9)
করভ1
(p. 167) karabha1 বি. মণিবন্ধ বা কবজি থেকে কড়ে আঙুলের মূল পর্যন্ত করতল বা হাতের বাইরের অংশ। [সং. কর + √ ভা + অ]। 18)
কারনিস, কার্নিস
(p. 185) kāranisa, kārnisa বি. ছাদ বা দেওয়ালের যে অংশ বাইরের দিকে প্রলম্বিত থাকে বা বেরিয়ে থাকে। [ইং. cornice]। 13)
কূপ
(p. 202) kūpa বি. 1 কুয়ো, পাতকুয়ো, ইঁদারা (কূপখনন); 2 গর্ত, রন্ধ্র (লোমকূপ)। [সং. √ কু + উপ]। ̃ দণ্ড বি. মাস্তুল। ̃ মণ্ডূক বি. কুয়োর ব্যাং; কুয়োর ব্যাঙের মতো যে নিজের সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ এবং বাইরের জগত্ সম্পর্কে আগ্রহহীন; সংকীর্ণচেতা ব্যক্তি। 34)
কেতাব, কিতাব
(p. 206) kētāba, kitāba বি. পুস্তক, গ্রন্হ, বই (তিনি একখানি জবরদস্ত কেতাব লিখেছেন)। [আ. কিতাব]। কেতাবি, কিতাবি বিণ. 1 পুঁথিগত; 2 বইসম্বন্ধীয়। কেতাব-কীট বি. 1 বইয়ের পোকা; 2 (আল.) যে সর্বদা বই পড়ে (এবং বইয়ের জগতের বাইরের কিছু জানে না), গ্রন্হকীট। 15)
খড়-খড়ি
(p. 221) khaḍ়-khaḍ়i বি. পাটে পাটে ভাঁজ করা ও খোলা যায় জানলার এমন কপাটবিশেষ, ঝিলমিল (জানলার খড়খড়ি তুলে বাইরের দৃশ্য দেখতে লাগলাম)। [দেশি]। 43)
খোলস
(p. 235) khōlasa বি. বাইরের আবরণ (খোলস ছেড়ে বেরিয়ে এল); খোল, নির্মোক (সাপের খোলস)। [সং. খোলক]। 3)
চামড়া
(p. 281) cāmaḍ়ā বি. দেহের বাইরের আবরণ, চর্ম, চাম, ত্বক। [বাং. চাম [ সং. চর্ম) + ড়া (স্বার্থে)]। 130)
চোপড়া
(p. 298) cōpaḍ়ā বি. 1 ফলের খোসা বা বাইরের আবরণ; ছোবড়া; 2 (আঞ্চ.) মাছের চোয়াল। [বাং. চোপড় ( হি. চাপড়) + আ]। 7)
ছোবড়া
(p. 304) chōbaḍ়ā বি. ফলের বাইরের অসার বা রসহীন আবরণ; নারকেল ইত্যাদির খোসা। [দেশি]। 163)
টায়ার
(p. 343) ṭāẏāra বি. গাড়ির চাকার বাইরের শক্ত রবারের আবরণ। [ইং. tyre]। 34)
ঠাট2
(p. 350) ṭhāṭa2 বি. 1 বাইরের চালচলন, মানসম্ভ্রম (ঠাট বজায় রাখা); 2 কাঠামো (প্রতিমার ঠাট); 3 ভাবভঙ্গি, ছলাকলা, ঠমক (কত ঠাট জানে); 4 ঢং, ধরন (নতুন ঠাট)। [ঠাট1 দ্র]। ̃ ঠমক বি. চালচলন; মানসম্ভ্রমযুক্ত চালচলন। ̃ বাট বি. জাঁকজমক; পশার-প্রতিপত্তি; লোকলৌকিকতা; শোভনতা। ঠাটারি বি. কাঁসারি (ঠাটারি-বাজার)। 19)
ড্রয়িংরুম
(p. 359) ḍraẏiṃruma বি. বসার ঘর, বাইরের ঘর, বৈঠকখানা। [ইং. drawing room]। 10)
দেখনাই
(p. 419) dēkhanāi বি. বাইরের চালচলন বা আকারপ্রকার (শুধু দেখনাই ভালো হলেই চলবে না)। [বাং. দেখন + আই]। 13)
নিগমন
(p. 460) nigamana বি. নির্গমন, বাইরের যাওয়া, বেরিয়ে যাওয়া (নিগমন পথ)। তু. বিপ. আগমন। [সং. নি + √ গম্ + অন]। 8)
প্রতিক্রিয়া
(p. 538) pratikriẏā বি. 1 (ওষুধ খাদ্য শক্তি প্রভৃতি) প্রয়োগের ফলে যে ক্রিয়া আরম্ভ হয় (বিষের প্রতিক্রিয়া); 2 ক্রিয়ার পরিণাম (বিরুপ প্রতিক্রিয়া); 3 উত্তেজনার শেষে অবসাদ (ব্যর্থ আন্দোলনের প্রতিক্রিয়া); 4 বাইরের ঘটনায় মানসিক অবস্হার রূপান্তর (এই সংবাদে তার মনের প্রতিক্রিয়া লক্ষণীয়); 5 প্রগতিবিরুদ্ধ ক্রিয়া বা আচরম; 6 প্রতিবিধান। [সং. প্রতি + ক্রিয়া]। ̃ শীল বিণ. প্রগতিবিরুদ্ধ, reactionary. 73)
ফতো
(p. 560) phatō বিণ. 1 অন্তঃসারশূন্য; 2 ভিতরে ধনহীন কিন্তু বাইরের জাঁকজমক বজায় রাখে এমন (ফতো নবাব, ফতো বাবু)। [আ. ফৌত্]। ফতো নবাব, ফতো বাবু যার নবাবের মতো কেবল চালচলন আছে অথচ তার উপযুক্ত সম্বল কিছুই নেই। 30)
বর্হিভাগ
(p. 589) barhibhāga বি. বাইরের অংশ। [সং. বহিস্ + ভাগ]। 10)
বহিঃ
(p. 580) bahiḥ (-হিস্) অব্য. বাহির। [সং. √ বহ্ + ইস্]। ̃ প্রকাশ বি. অভিব্যক্তি, অন্তরের ভাবের বাইরে প্রকাশ। ̃ শত্রু বি. দেশের বাইরের শত্রু। ̃ শুল্ক বি. পণ্য আমদানিরপ্তানির উপর ধার্য শুল্ক, customs duty (স.প.)। ̃ স্হ, বহিস্হ বিণ. 1 বাহ্য; 2 বাইরে রয়েছে বা স্হিত এমন (বহিঃস্হ বিন্দু)। 239)
বহিরংশ
(p. 580) bahiraṃśa বি. 1 বাইরের দিকের অংশ; 2 প্রকাশিত অংশ। [সং. বহিস্ + অংশ]। 242)
বহিরঙ্গ
(p. 580) bahiraṅga বি. বাহ্য অঙ্গ। বিণ. বাইরের (বহিরঙ্গ বর্ণনা, বহিরঙ্গ সম্পর্ক)। [সং. বহিস্ + অঙ্গ]। 243)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534992
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140524
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730769
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942970
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883602
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838500
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696692
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603093

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us