Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বাগ্মী দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

ঔর্ব1
(p. 155) aurba1 বি. বাড়বাগ্নি, সামুদ্রিক বহ্নি। [সং. উর্ব + অ]। 33)
ঔর্বাগ্নি
(p. 155) aurbāgni বি. বাড়বাগ্নি, সামুদ্রিক অগ্নি। [সং. ঔর্ব + অগ্নি]। 35)
কাত্যায়নী
(p. 181) kātyāẏanī বি. দুর্গাদেবী (সর্বাগ্রে কাত্যায়ন মুনি এঁর উপাসনা করেন বলে এই নাম)। [সং. কাত্যায়ন + ঈ]। 11)
দত্ত
(p. 396) datta বিণ. অর্পিত, প্রদান করা বা দেওয়া হয়েছে এমন (পিতৃদত্ত নাম, ঈশ্বরদত্ত কণ্ঠ)। বি. বাঙালি হিন্দুর পদবিবিশেষ। [সং. √ দা + ত]। দত্তা বিণ. স্ত্রী. 1 অর্পিতা; 2 বিবাহের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এমন (বাগ্দত্তা)। ̃ ক, দত্তক-পুত্র বি. পোষ্যপুত্র। ̃ হারী (-রিন্), দত্তাপ-হারী (-রিন্) বিণ. একবার কিছু দান করে পুনরায় তা কেড়ে নেয় এমন। 37)
দাবাগ্নি, দবানল
(p. 405) dābāgni, dabānala বি. বনের গাছে গাছে ঘর্ষণের ফলে যে আগুনের সৃষ্টি হয়। [সং. দাব2 + অগ্নি, অনল]। 13)
ধ্বনি
(p. 442) dhbani বি. 1 শব্দ, রব (ক্রন্দনধ্বনি); 2 বাক্ধ্বনি (ধ্বনিতত্ত্ব); 3 ব্যঙ্গ্যার্থ। [সং. √ ধ্বন্ + ই]। ̃ কাব্য বি. (অল.) যে উত্কৃষ্ট কাব্যে বাচ্যার্থের চেয়ে ব্যঙ্গ্যার্থ বেশি মনোহর হয়। ̃ ত বিণ. শব্দিত, নিনাদিত। ̃ তত্ত্ব বি. বিশেষ ভাষায় ব্যবহৃত ধ্বনির বিশ্লেষণসংক্রান্ত বিদ্যা, phonology. ̃ পরিবর্তন বি. উচ্চারণে শব্দের মূল ধ্বনির পরিবর্তন। ̃ বিজ্ঞান বি. বাগ্ধ্বনির প্রক্রিয়া সম্বন্ধে বৈজ্ঞানিক অনুসন্ধান ও বিশ্লেষণ, phonetics. ̃ ভোট বি. সভায় গলার আওয়াজে প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে মত জ্ঞাপন, vote of voice. ̃ মাধুর্য বি. শ্রুতিমধুরতা। ̃ রেখা বি. শব্দের আঘাতে বাতাসে আলোড়ন ('ধ্বনিরেখা টেনে দিয়ে বাতাসের বুকে': রবীন্দ্র)। 4)
পর-পূর্বা
(p. 488) para-pūrbā বিণ. (স্ত্রী.) পূর্বে অপরের বিবাহিতা বা বাগ্দত্তা ছিল এমন, অন্যপূর্বা। [সং. পর3 + পূর্ব + আ]। 149)
পুনর্ভূ
(p. 526) punarbhū বি. 1 বিধবা হওয়ার পর পুনরায় বিবাহিতা নারী; 2 বাগ্দত্তা হওয়ার পর অন্যের সঙ্গে বিবাহিতা নারী। [সং. পুনর্ + √ ভূ + ক্বিপ্]। 4)
প্রথম
(p. 546) prathama বিণ. 1 আদি, আদিম (প্রথম যুগ, প্রথম প্রাণের আবির্ভাব); 2 আরম্ভকালীন (প্রথমাবস্হা); 3 শ্রেষ্ঠ, প্রধান (প্রথম পুরস্কার); 4 জ্যেষ্ঠ (প্রথম সন্তান); 5 নতুন, নবীন, অভিনব (প্রথম যৌবন); 6 পয়লা, এক নম্বর (মাসের প্রথম দিন); 7 সর্বাগ্রবর্তী (প্রথম সারি); 8 সর্বোত্কৃষ্ট, সর্বোচ্চ (পরীক্ষায় প্রথম হওয়া)। [সং. √ প্রথ্ + অম]। স্ত্রী. প্রথমা। ̃ ত (-তস্) অব্য. ক্রি-বিণ. প্রথমে, আগে; প্রধানত। প্রথম-প্রথম ক্রি-বিণ. গোড়ার দিকে। প্রথমোক্ত বিণ. প্রথমে বলা হয়েছে বা উল্লেখ করা হয়েছে এমন (প্রথমোক্ত পুস্তকটি)। 11)
প্রধান
(p. 546) pradhāna বিণ. 1 শ্রেষ্ঠ, মুখ্য (প্রধান বিষয়, প্রধানমন্ত্রী); 2 অগ্রগণ্য, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ (প্রধান কাজ, প্রধান কর্তব্য)। বি. 1 নায়ক, শ্রেষ্ঠ পদাধিকারী (বিভাগীয় প্রধান, রাষ্ট্রপ্রধান, অঞ্চলপ্রধান); 2 অমাত্য; 3 পরমেশ্বর; 4 (সাংখ্যদর্শন) বিশ্বসৃষ্টির আদিকারণ, ত্রিগুণাত্মিকা প্রকৃতি (পুরুষ ও প্রধান)। [সং. প্র + √ ধা + অন]। বি. ̃ তা, প্রাধান্য। ̃ ত (-তস্) ক্রি-বিণ. মূলত, মুখ্যত, সর্বাগ্রে। 34)
বক্তৃতা
(p. 573) baktṛtā বি. 1 (সমবেত শ্রোতার সামনে) ভাষণ; 2 বাগ্বিন্যাস; 3 বাক্পটুতা। [সং. বক্তৃ + তা]। 27)
বরিষ্ঠ
(p. 580) bariṣṭha বিণ. 1 শ্রেষ্ঠ, সর্বাগ্রে বরণীয় (বরিষ্ঠ কবি); 2 সর্বপ্রধান। [সং. উরু + ইষ্ঠ]। স্ত্রী. বরিষ্ঠা। বরিষ্ঠা সেবকা বি. প্রধান বা প্রথমশ্রেণির বা প্রবর শুশ্রূষাকারিণী, senior nurse. 79)
বাক্
(p. 591) bāk (বাচ্) বি. 1 বাক্য, শব্দ, কথা (বাক্সর্বস্ব); 2 বিদ্যা; 3 সরস্বতী (বাগ্দেবী); 4 বাগিন্দ্রিয়। [সং. √ বচ্+ ক্বিপ্]। ̃ কলহ বি. ঝগড়া; তর্কাতর্কি। ̃ চাতুরী, ̃ চাতুর্য বি. 1 কথা বলার দক্ষতা; 2 ছলনাপূর্ণ কথা। ̃ ছল বি. 1 কথার কৌশল; 2 দ্ব্যর্থক কথা; 3 ছলনাপূর্ণ কথা। ̃ পটু বিণ. কথা বলতে দক্ষ। ̃ পতি বি. বাগীশ; বাচস্পতি। ̃ পারুষ্য বি. কর্কশ বা রূঢ় কথা; অপমানকর উক্তি, কটূক্তি। ̃ প্রণালী বি. কথা বলার কায়দা বা রীতি। ̃ প্রপঞ্চ বি. কথার ধাঁধা বা হেঁয়ালি। ̃ বিতণ্ডা বি. তর্কাতর্কি, কথা কাটাকাটি; ঝগড়া। ̃ রোধ বি. কথা বলার শক্তি লোপ; কথা বা স্বর বন্ধ হওয়া। ̃ শক্তি বি. কথা বলার ক্ষমতা। ̃ সংযম বি. মিতভাষিতা। ̃ সর্বস্ব বিণ. কেবল কথা বলতেই ওস্তাদ এমন। ̃ সিদ্ধা। ̃ স্ফূর্তি বি. কথা বার হওয়া। ̃ স্বাধীনতা বি. কথা বলার বা মত প্রকাশের স্বাধীনতা। 33)
বাগিচা
(p. 591) bāgicā বি. ছোটো বাগান বা উপবন। [ফা. বাগ্চহ্]। 67)
বাগীশ, বাগীশ্বর
(p. 591) bāgīśa, bāgīśbara বি. বাক্পতি; বাগ্মী; বাচস্পতি; বৃহস্পতি। [সং. বাচ্ + ঈশ, ঈশ্বর]। বাগীশা, বাগীশ্বরী বি. (স্ত্রী.) সরস্বতীদেবী। 69)
বাগ্-দেবী, বাগ্দেবী
(p. 591) bāg-dēbī, bāgdēbī বি. বাক্শক্তির অধিষ্ঠাত্রী দেবী অর্থাত্ সরস্বতী। [সং. বাচ্ + দেবী]। 52)
বাগ্-বিস্তার
(p. 591) bāg-bistāra বি. কথার বিস্তার; বেশি কথা (অযথা বাগ্বিস্তার না করে আসল কথাটা বলো)। [সং. বাচ্ + বিস্তার]। 56)
বাগ্দান
(p. 591) bāgdāna দ্র বাগ্দত্তা। 50)
বাগ্দেবী
(p. 591) bāgdēbī দ্র বাগ্দেবী। 73)
বাগ্বৈদগ্ধ
(p. 591) bāgbaidagdha দ্র বাগ্বিদগ্ধ। 57)
বাগ্মিতা
(p. 591) bāgmitā দ্র বাগ্মী। 74)
বাগ্মী
(p. 591) bāgmī (-গ্মিন্) বিণ. সুবক্তা; বাক্পটু। [সং. বাচ্ + মিন্]। বাগ্মিতা বি. উত্তম বক্তৃতা করার ক্ষমতা; বাক্পটুতা। 75)
বাচস্পতি
(p. 591) bācaspati বি. 1 বাক্পটু ব্যক্তি, বাগ্মী ব্যক্তি; 2 বিদ্বান ব্যক্তি; 3 বৃহস্পতি; 4 সংস্কৃত পণ্ডিতদের উপাধিবিশেষ। [সং. বাচঃ + পতি]। বাচস্পত্য বি. 1 বাগ্মিতা; বাক্পটুতা; 2 পাণ্ডিত্য। বিণ. বাচস্পতি-সম্বন্ধীয়। 92)
বাড়ব
(p. 596) bāḍ়ba বি. সমুদ্রোত্থিত বা সমুদ্রে উত্পন্ন অগ্নি, সিন্ধুঘোটকের মুখনিঃসৃত অগ্নি। বিণ. বড়বা অর্থাত্ সিন্ধুঘোটক সম্বন্ধীয় (বাড়বাগ্নি)। [সং. বড়বা + অ]। 24)
বিস্তর
(p. 630) bistara বিণ. 1 (সং.) সমূহ; 2 বিশেষ বর্ণন; 3 বাগ্বিস্তার (অলমতিবিস্তরেণ); 4 বিস্তার; 5 (বাং.) প্রচুর, অনেক, ঢের (বিস্তর খরচ, বিস্তর দেরি)। [সং. বি + √ স্তৃ + অ]। 19)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534749
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140273
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730433
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942615
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883513
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838448
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696607
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603053

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us