Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বাদ্যযন্ত্রের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

ঐক-তান (অশু.) ঐক্যতান
(p. 150) aika-tāna (aśu.) aikyatāna বি. বিভিন্ন বাদ্যযন্ত্রের সমস্বর বাদ্য, কনসার্ট (concert); বিভিন্ন ও বিচিত্র সুরের মিলন। [সং. একতান + অ]। 4)
কন-সার্ট
(p. 162) kana-sārṭa বি. (বিবিধ বাদ্যযন্ত্রের) ঐকতান; বাদ্যবৃন্দ, সমবেত যন্ত্রসংগীত। [ইং. concert]। কনসার্ট পার্টি ঐকতানবাদকের দল। 4)
কান2
(p. 181) kāna2 বি. 1 শ্রবণেন্দ্রিয়; 2 সেতার, এসরাজ, বেহ্বালা প্রভৃতি বাদ্যযন্ত্রের চাবি; 3 কানের অলংকারবিশেষ। [সং. কর্ণ]। কান কাটা যাওয়া (আল.) ক্রি. পরাজিত হওয়া; অপমানিত হওয়া (তোর জন্য আমার কান কাটা গেল)। কান-কাটা বিণ. নির্লজ্জ, বেহায়া। কান খাড়া করা ক্রি. বি. শোনার জন্য উত্কর্ণ হওয়া। কান দেওয়া ক্রি বি শোনা; মনোযোগ দেওয়া; গ্রাহ্য করা (ওর কথায় কান দিয়ো না)। কান ধরা ক্রি. বি. তিরস্কার বা অপমান করার জন্য কানে হাত দেওয়া। কান পাকা ক্রি. বি. কানের ভিতরে পূঁজ জমা। কান পাতা ক্রি. বি. (গোপনে) শোনার জন্য প্রস্তুত হওয়া। কান ভাঙানো ক্রি. বি. কারও বিরুদ্ধে অপর কাউকে কিছু বলে উভয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করা। কান ভারী করা ক্রি. বি. গোপনে নিন্দা করে কারও বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি করা। কান মলা ক্রি. বি. (শাস্তিস্বরূপ বা অপমান করার জন্য) কান মুচড়ে দেওয়া; অপমান করা; শোচনীয়ভাবে পরাজিত করা। কানে আঙুল দেওয়া ক্রি. বি. (অশ্রাব্য কিছু) শুনতে না চাওয়া। কানে ওঠা ক্রি. বি. কর্ণগোচর হওয়া। কানে তালা লাগা ক্রি. বি. দুর্বলতার জন্য বা ভয়ানক গোলমালে কানে কিছু শুনতে না পাওয়া। কানে তোলা ক্রি. বি. শোনানো (সে মনিবের কানে কথাটা তুলল); 2 গ্রাহ্য করা (সে কানো কথাই কানে তুলছে না)। কানে ধরে বলা ক্রি. বি. বিশেষভাবে বা তিরস্কারপূর্বক মনোযোগী করানো। কানে লাগা ক্রি. বি. বিশ্বাসের যোগ্য বলে মনে হওয়া (কথাটা তার কানে লাগল); শ্রুতিমধুর মনে হওয়া। ̃ কোটারি বি. কেন্নো, কীটবিশেষ-এই কীট কানে প্রবেশ করে বলে কেউ কেউ মনে করে। ̃ খুশকি, ̃ খুস্কি বি. কানের খোল বের করার ধাতুনির্মিত কাঠি। কান-পাতলা বিণ. কোনো বিচারবিবেচনা ছাড়াই অন্যের বিরুদ্ধে লাগানি-ভাঙানি শোনে এমন। কান-ফাটা, কান-ফাটানো বিণ. কানের পরদা ফাটিয়ে ফেলার মতো প্রচণ্ড আওয়াজযুক্ত। কান-বালা বি. মাকড়িজাতীয় কানের অলংকারবিশেষ। কানা-কানি বি. কানে কানে কথা বলাবলি; গোপন রটনা। কানা-ঘুষা, কানা-ঘুষো বি. গোপন রটনা। কানে কানে ক্রি-বিণ. মৃদুস্বরে; চুপি চুপি; কানের কাছে মুখ নিয়ে; (আঞ্চ.) কানায় কানায়। কানে-খাটো বিণ. কানে কম শোনে এমন। কানে তুলো গোঁজা (দেওয়া) ক্রি. বি. ইচ্ছা করে না শোনা। 20)
কৃন্তন
(p. 204) kṛntana বি. 1 ছেদন, কর্তন; বীণা, সেতার ইত্যাদি বাদ্যযন্ত্রের তার আঙ্গুল দিয়ে টেনে বাজাবার প্রক্রিয়াবিশেষ।[সং. √কৃত্ + অন]। 24)
ক্বণ
(p. 210) kbaṇa বি. বীণা সেতার ইত্যাদি বাদ্যযন্ত্রের ধ্বনি; নিক্বণ। [সং. √ ক্বণ্ (শব্দ করা) + অ]। ̃ ন বি. ধ্বনিত বা ঝংকৃত করা; ধ্বনি বা ঝংকার। ক্বণিত বিণ. 1 ধ্বনিত, ঝংকৃত; 2 শব্দায়মান। 105)
ঘাট2
(p. 266) ghāṭa2 বি. 1 পুকুর নদী প্রভৃতি জলাশয়ের অবতরণস্হান; 2 নদী খাল প্রভৃতির তীরে নৌকা ইত্যাদি ভিড়াবার স্হান (খেয়াঘাট, জাহাজঘাট, স্টিমারঘাট); 3 সেতার এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্রের সুরের পর্দা; 4 পর্বত (পূর্বঘাট, পশ্চিমঘাট); 5 গিরিসংকট। [সং. ঘট্ট]। ঘাটের কড়ি বি. খেয়া পারাপারের মাশুল, পারানি। ̃ খরচ, ̃ খরচা বি. মড়া পোড়াবার খরচ। ̃ লা বি. পাকা ঘাট, বাঁধানো ঘাট। ঘাটে ঘাটে ক্রি-বিণ. 1 প্রতি ঘাটে; 2 সর্বত্র ('ভুবনের ঘাটে ঘাটে: রবীন্দ্র)। ঘাটের মড়া (ঈষত্ উপেক্ষার্থে বা ব্যঙ্গার্থে) মুর্মূর্ষু ব্যক্তি; অতি বৃদ্ধ লোক। 54)
ছড়1
(p. 301) chaḍ়1 বি. 1 সরু লম্বা দণ্ড, শিক (বন্দুকের ছড়, লোহার ছড়); 2 ছোট ছড়ি, বেহালা এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্রের ছড়ি; 3 লম্বা আঁচড় ('বাছার গায়ে কতই ছড় গিয়াছে': টেকচাঁদ ঠাকুর)। [বাং. ছড়ি]। 15)
ছড়ি
(p. 301) chaḍ়i বি. 1 সরু লাঠি (ছড়ি হাতে বেড়ানো); 2 বেহালা এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্রের ছড়। [বাং.-তু. হি. ছড়ী সং. যষ্টি?]। ̃ দার বি. 1 ছড়িধারী ব্যক্তি; 2 তীর্থস্হানে পাণ্ডার অনুচর। ̃ বরদার বি. সুসজ্জিত ভৃত্য, চোপদার। 22)
জোয়ারি2
(p. 330) jōẏāri2 বি. যে ফলকটি তানপুরা সেতার প্রভৃতি বাদ্যযন্ত্রের তার ধারণ করে, bridge. [হি. জবারী]। জোয়ারি করা ক্রি. বি. জোয়ারি পরিষ্কার করা; জোয়ারি সাফ করে সুরে বাঁধা। 20)
তন্ত্রী1
(p. 367) tantrī1 বি. 1 বীণা ইত্যাদি বাদ্যযন্ত্রের তার; 2 বীণা। [সং. √ তন্ত্র + ঈ]। 18)
তাসা1
(p. 375) tāsā1 বি. 1 আনন্ধ বাদ্যযন্ত্রবিশেষ; 2 আনন্ধ বাদ্যযন্ত্রীদের দল (তাসাপার্টি)। [আ. তাসহ্]। 108)
তেহাই1
(p. 375) tēhāi1 বি. (সংগীতে) সম বা তাল শেষ করার আগে বাদ্যযন্ত্রে তিনবার আঘাত; সমান বোলবিশিষ্ট তালের তিন অংশ যার শেষ প্রস্বন পড়ে সমের উপর। [হি. তিহাই]। 326)
ধুন
(p. 433) dhuna বি. (সাধারণত বাদ্যযন্ত্রে বাজানো হয় এমন) হালকা চালের এবং এক বা একাধিক রাগের মিশ্রণে তৈরি গত্। [হি. ধুন]। 121)
পরদা
(p. 488) paradā বি. 1 আবরু রক্ষার জন্য দরজা-জানালায় ব্যবহৃত বস্ত্রাদিনির্মিত আবরণ 2 যবনিকা (নাটকের পরদা উঠেছে 3 ঘোমটা বা বোরখা 4 অন্তঃপুরে অবরোধের মধ্যে বাস (পরদাপ্রথা) 5 চোখের ছানি (চোখে পরদা পড়া) 6 চোখের পল্লব (চোখে পরদা নেই 7 পরত, স্তর (এক পরদা চামড়া 8 সুরের স্তর, স্বরগ্রাম (উঁচু পরদায় বাঁধা) 9 বাদ্যযন্ত্রের ঘাট বা চাবি (সেতারের পরদা)। ফা. পরদা। ̃ .নশিন বিণ. অন্তঃপুরে বাস করে এমন অবরোধের মধ্যে বাস করে এমন। ̃ .প্রথা বি. স্ত্রীলোকদের অন্তঃপুরে আবদ্ধ রাখার রীতি। 127)
বাদ্য
(p. 598) bādya বি. 1 বাদ্যযন্ত্র; 2 বাজনা (ঢাকের বাদ্য)।[সং. √ বদ্ + ণিচ্ + য]। ̃ কর বি. বাজনদার, বাজিয়ে।̃ ধ্বনি বি. বাদ্যযন্ত্রের আওয়াজ। ̃ ভাণ্ড বি. বাদ্যযন্ত্রসমূহ। ̃ যন্ত্র বি. যাতে বা যা দিয়ে বাজানো হয়; যা বাজানো হয়। বাদ্যোদ্যম বি. 1 নানা বাদ্যযন্ত্রের মিলিত আওয়াজের কোলাহল; 2 বাজনা বাজাবার উদ্যোগ। 31)
শুষির
(p. 783) śuṣira বিণ. ছিদ্র বা রন্ধ্রআছে এমন, ছিদ্রযুক্ত (শুষির বাদ্য)। [সং. √ শুষি (শুষ্ + ই) + র]। শুষির বাদ্য যে বাদ্যযন্ত্রে ছিদ্র থাকে অর্থাত্ বাঁশি। 14)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534668
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140181
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730331
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942509
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883483
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838425
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696593
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603046

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us