Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বাপের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আপনি
(p. 95) āpani সর্ব. 1 তুমি-র সম্ভ্রমসূচক রূপ (আপনি আসুন) 2 স্বয়ং, নিজে ('রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান': রবীন্দ্র)। [সং. আত্মন্; প্রাকৃ, অপ্পাণ; হি. আপ্নে, আপনা]। আপনি বাঁচলে বাপের নাম বংশমর্যাদা বা অন্য সবকিছুর চেয়ে নিজের জীবনের মূল্য বেশি। 48)
খাওয়া
(p. 224) khāōẏā ক্রি. 1 ভোজন করা, আহার করা; 2 পান করা (চা দুধ খাওয়া) ; 3 সেবন করা (হাওয়া খেতে বেরিয়েছি); 4 ভোগ করা, সহ্য করা (মার খাওয়া, গালি খাওয়া); 5 উত্কোচ বা ঘুষ নেওয়া (পয়সা খেয়েছে, ঘুষ খেয়েছে); 6 দংশন করা (সাপে খেয়েছে); 7 নষ্ট করা, কলঙ্কিত করা (চোখের মাথা খেয়েছ নাকি?) ছেলেটার মাথা খাচ্ছ কেন?); 8 গ্রাস করা (আমার সব সম্পত্তি মহাজনে খেয়েছে); 9 শেষ করা, বিনষ্ট করা (স্বামী-পুত্র খেয়ে এখন বাপের বাড়িতে এসে উঠেছে); 1 টেনে নেওয়া, শোষা (যন্ত্রটা বেশ তেল খায়) ; 11 (চুম্বন ইত্যাদি) দেওয়া (চুমু খাওয়া); 12 (আদর) পাওয়া (মায়ের আদর খাচ্ছে); 13 খাটা, উপযুক্ত হওয়া (খাপ খায় না)। বি. ভোজন। বিণ. খাওয়া হয়েছে এমন। [বাং. √খা + আ]। ̃ দাওয়া বি. পানভোজন ; আহারাদি। ̃ নো ক্রি. (অন্যকে) ভোজন বা পান করানো। বি. বিণ. উক্ত অর্থে। ̃ পরা বি. খাওয়াদাওয়া ও পোশাক-আশাক (আমি কারও খাওয়াপরার দায়িত্ব নিতে পারব না)। ̃ র জল. খাবার জল বি. পানীয় জল। 49)
নাম
(p. 454) nāma (-মন্) বি. 1 যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয় জানা যায়, আখ্যা বা সংজ্ঞা (নাম রাখা, নাম দেওয়া, লোকের নাম, জিনিসের নাম); 2 খ্যাতি (নামডাক, এ কাজে কোনো নাম নেই, সে বেশ নাম করেছে); 3 পরিচয় (নামহীন, গোত্রহীন); 4 স্মরণ (আজই তোমার নাম করছিলাম); 5 উল্লেখ ('বিয়ের নামে নেচে ওঠে': দীনবন্ধু); 6 ইষ্টদেবতার নাম (নাম জপ করে); 7 শপথ, দোহাই, দিব্যি (ধর্মের নামে বলছি); 8 অজুহাত (কাজের নামে ছুটি নিয়েছে); 9 পরিচয়ে বা বর্ণনায় কিন্তু আসলে নয় (নামেই নেতা); 1 আভাসমাত্র, যত্কিঞ্চিত্, অতি সামান্য পরিমাণ (কাজের নাম নেই, নামমাত্র); 11 (ব্যাক.) বিভক্তিহীন (বস্তুবাচক বা বস্তুর বিশেষণবাচক) শব্দ। [সং. নামন্ তু. ফা. নাম]। নাম করা ক্রি. 1 স্মরণ বা উল্লেখ করা (যাওয়ার নামই করে না); 2 খ্যাতি অর্জন করা। ̃ করণ বি. শিশু বা প্রতিষ্ঠানাদির নাম দেওয়া; আখ্যান। ̃ করা, ̃ জাদা বিণ. বিখ্যাত। নাম কাটা ক্রি. বাদ দেওয়া (তালিকা থেকে তার নামটা কেটে দাও)। ̃ গন্ধ বি. সামান্যতম চিহ্ন বা উল্লেখ, আভাস। ̃ গান বি. ইষ্টদেবতার নাম কীর্তন। নাম জপা ক্রি. বি. ইষ্টনাম জপ করা। ̃ জাদা - নামকরা -র অনুরূপ। ̃ জারি বি. নাম ঘোষণা; দলিলপত্রে নাম লেখা বা লেখানো। ̃ ডাক বি. যশ ও প্রতিপত্তি, খ্যাতি। নাম ডাকা ক্রি. বি. নাম ধরে ডেকে উপস্হিতি জানাতে বলা বা হাজির হতে বলা। নাম ডোবানো ক্রি. বি. সুনাম নষ্ট করা। ̃ ত, (বর্জি) তঃ অব্য. নামে, নামে মাত্র (তিনি নামত সেক্রেটারি)। নাম ধরা ক্রি. নাম উচ্চারণ করা (গুরুজনের নাম ধরে ডাকতে নেই)। ̃ ধাতু বি. (ব্যাক.) প্রত্যয়ের যোগে নাম (অর্থাত্ বিশেষ্য ও বিশেষণ) থেকে গঠিত ধাতু যথা ধ্বংস ধ্বংসা বা ধ্বংসানো। ̃ ধাম বি. নাম পরিচয় ও বাসস্হান, নাম ও ঠিকানা।A ̃ ধারী (-রিন্) বিণ. নামযুক্ত, নামবিশিষ্ট। ̃ ধেয় বিণ. নামযুক্ত। বি. নাম। নাম নেওয়া, নাম লওয়া ক্রি. স্মরণ করা; উপাসনা করা। ̃ মাত্র বিণ. একটুখানি পরিমাণ, সামান্য পরিমাণ। ̃ মুদ্রা বি. নামাঙ্কিত সিলমোহর বা আংটি। নাম রটা ক্রি. বি. সুখ্যাতি বা অখ্যাতি প্রচার হওয়া। নাম রাখা ক্রি. বি. 1 নামকরণ করা (ছেলের কী নাম রাখলে?); 2 সুনাম অক্ষুণ্ণ রাখা (বংশের নাম রাখা, বাপের নাম রাখা); 3 খ্যাতি লাভ করা (পৃথিবীতে নাম রেখে গেছেন)। নাম লওয়া দ্র নাম নেওয়া। নাম লেখানো ক্রি. বি. ভরতি বা দলভুক্ত হওয়া। নাম শোনানো ক্রি. বি. হরিনাম বা ইষ্টদেবতার নাম বা নামগান শোনানো। ̃ সংকীর্তন বি. দেবতার স্তুতিগান বা মহিমাকীর্তন। নাম হওয়া ক্রি. বি. খ্যাতি বা যশ প্রচারিত হওয়া। ̃ হীন বিণ. 1 নাম নেই এমন; 2 অপরিচিত বা অখ্যাত। নামে নামে ক্রি-বিণ. প্রত্যেকের নাম করে, জনে জনে (প্রত্যেকের নামে নামে জিনিস রাখা হয়েছে)। 44)
পথ
(p. 488) patha বি. 1 রাস্তা, সড়ক; 2 দ্বার, ছিদ্র (প্রবেশপথ, নির্গমপথ); 3 উপায়, কৌশল (মুক্তির পথ); 4 অভিমুখ, দিক (সর্বনাশের পথ ধরেছে); 5 গমনের অর্থাত্ যাবার দিক (পথ দেখানো); 6 গোচর (দৃষ্টিপথে)। [সং. √ পথ্ + অ]। পথ করা ক্রি. বি. যাতায়াতের রাস্তা তৈরি বা পরিষ্কার করে নেওয়া। ̃ কর বি. পথ দিয়ে চলাচল বা পথনির্মাণের জন্য দেয় খাজনা। ̃ কষ্ট বি. দুর্গম বা দূরের পথে চলার পরিশ্রম বা কষ্ট। ̃ খরচ, ̃ খরচা বি. পাথেয়, যাতায়াতের খরচ। ̃ চলতি বিণ. 1 পথ দিয়ে চলেছে এমন; 2 পথচলাকালীন (পথচলতি গল্প)। পথ চাওয়া ক্রি. আগমনের প্রতীক্ষা করা। ̃ চারী (-রিন্) বিণ. বি. পথিক, পথ দিয়ে হেঁটে ভ্রমণকারী। পথ জোড়া ক্রি. বি. পথ আটকানো বা আগলে দাঁড়ানো; বাধা দেওয়া। ̃ জোড়া বিণ. বাধা দেয় এমন; পথ আটকে রেখেছে এমন। পথ দেওয়া ক্রি. বি. পথ ছাড়া; যাবার সুযোগ করে দেওয়া। পথ দেখা ক্রি. বি. পথ বা উপায় নির্ণয়ের চেষ্টা করা; (ব্যঙ্গে) প্রস্হান করা (বাপু, এখন পথ দেখো)। পথ দেখানো ক্রি. বি. 1 পথ বা উপায় প্রদর্শন করা; 2 (ব্যঙ্গে) তাড়ানো। পথ ধরা ক্রি. বি. বিশেষ কোনো পথে অগ্রসর হওয়া। ̃ প্রদর্শক বিণ. বি প্রকৃত রাস্তা বা উপায় নির্দেশকারী। ̃ ভোলা, ̃ ভ্রষ্ট, ̃ ভ্রান্ত, ̃ হারা বিণ. প্রকৃত পথ হারিয়ে ফেলেছে এমন; বিপথগামী; দিশাহারা। ̃ মধ্যে (বাং. প্রয়োগ) পথের মধ্যে। পথ মাড়ানো ক্রি. বি. 1 পথ দিয়ে চলা; 2 (ব্যঙ্গে) কাছে বা সংস্রবে আসা (আর কখনো এ-পথ মাড়াব না)। ̃ শ্রম বি. পথে চলার কষ্ট। ̃ শ্রান্ত বিণ. পথভ্রমণের ফলে ক্লান্ত। পথে আসা ক্রি. বি. বশবর্তী হওয়া, বিরোধিতা ত্যাগ করা; ঠিক পথ ধরা। পথে কাঁটা দেওয়া ক্রি. বি. পথরোধ করা; বাধা দেওয়া। পথে বসা ক্রি. বি. সর্বনাশগ্রস্ত বা নিঃস্ব হওয়া। পথের কাঁটা বি. প্রতিবন্ধক, বাধা। পথের কুকুর বি. (আল.) পথে পথে বিচরণকারী কুকুরের মতো আশ্রয়হীন ও অনাদৃত লোক। পথের পথিক বি. 1 যে ব্যক্তি পথেই বাস করে; 2 অন্য লোকের পথ বা কৌশল অবলম্বনকারী। 27)
পিতৃ
(p. 521) pitṛ বি. পিতা -র সংস্কৃত রূপ। ̃ কল্প বিণ. পিতার তুল্য। বি. মৃত, পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণাদি অনুষ্ঠান। ̃ কুল বি. পিতার সঙ্গে সাক্ষাত্ সম্বন্ধযুক্ত আত্মীয়বর্গ, বাবার বংশ। ̃ কার্য, ̃ কৃত, ̃ ক্রিয়া বি. মৃত পিতা বা পূর্বপুরুষদের শ্রাদ্ধ বা তর্পণ। ̃ গণ বি. 1 পিতৃলোকবাসী যে মুনিগণ থেকে মানবগোষ্ঠী উত্পন্ন হয়েছে; 2 মৃত পূর্বপুরুষগণ। ̃ গৃহ বি. বাপের বাড়ি। ̃ ঘাতী (-তিন্) বিণ. বি. পিতার হত্যাকারী। ̃ তর্পণ বি. পিতৃপুরুষের তৃপ্তিবিধানের জন্য জলদান অনুষ্ঠান। ̃ তুল্য বিণ. পিতার সমান শ্রদ্ধেয়। ̃ ত্ব বি. পিতা হওয়া; পিতার দায়িত্ব। ̃ দায় মৃত পিতার শ্রাদ্ধকার্য সম্পন্ন করার গুরুদায়িত্ব। ̃ দেব বি. পিতৃরূপী দেবতা, শ্রদ্ধেয় পিতা। ̃ পক্ষ বি. 1 প্রেতপক্ষ; আশ্বিন মাসের শুক্লপক্ষের অব্যবহিত পূর্ববর্তী কৃষ্ণপক্ষ; 2 পিতৃবংশ। ̃ পুরুষ বি. পিতা পিতামহ প্রভৃতি পূর্বপুরুষগণ। ̃ বত্ বিণ. পিতার তুল্য। ̃ বিয়োগ বি. পিতার মৃত্যু। ̃ ব্য বি. পিতার ভ্রাতা, জ্যাঠা বা কাকা। ̃ ভক্তি বি. পিতার প্রতি শ্রদ্ধা ও অনুরাগ। ̃ ভূমি বি. পূর্বপুরুষ বা পিতা পিতামহ প্রভৃতির স্বদেশ। ̃ মেধ, ̃ যজ্ঞ বি. পিতৃতর্পণ; পিতৃশ্রাদ্ধ। ̃ যান বি. মৃত পিতৃপুরুষদের চন্দ্রলোকে গমনের পথ। ̃ রিষ্টি বি. (জ্যোতিষ) জাত সন্তানের জন্মচক্রে রাশিগণের যে-অবস্হান পিতৃবিয়োগ সূচিত করে। ̃ লোক বি. 1 চন্দ্রালোকিত স্হানবিশেষ, যেখানে পিতৃগণ বা পূর্বপুরুষগণ বাস করেন; 2 মৃত পূর্বপুরুষগণ। ̃ শোক বি. পিতার মৃত্যুজনিত শোক। ̃ শ্রাদ্ধ বি. মৃত পিতার শ্রাদ্ধানুষ্ঠান। ̃ ষ্বসা (-সৃ), পিতুঃষ্বসা (-সৃ), পিতুঃস্বসা (-সৃ) বি. পিসি, পিতার ভগিনী। ̃ সম বিণ. পিতার সমান, পিতার তুল্য। ̃ সেবা বি. পিতার পরিচর্যা। ̃ স্হানীয় বিণ. পিতার তুল্য। ̃ হন্তা (-ন্তৃ), ̃ হা (-হন্) বিণ. বি. পিতার হত্যাকারী। স্ত্রী. ̃ হন্ত্রী। ̃ হীন বিণ. যার পিতা জীবিত নন। 7)
পিত্রালয়
(p. 521) pitrālaẏa বি. বাপের বাড়ি। [সং. পিতৃ + আলয়]। 11)
পূর্ব
(p. 530) pūrba বি. 1 পূর্বদিক, প্রাচী; 2 অতীতকাল, আগের সময় (পূর্বেই বলা হয়েছে); 3 সম্মুখ (পূর্ববর্তী)। বিণ. 1 প্রথম, আদি (পূর্বকর্ম); 2 আগেকার, অতীত (পূর্বজন্ম, পূর্বপুরুষ); 3 পূর্বদিকস্হ, প্রাচ্য (পূর্ববঙ্গ, পূর্বপাঞ্জাব)। [সং. √ পূর্ব্ + অ]। ̃ ক ক্রি-বিণ. (বহুব্রীহি সমাসে উত্তরপদরূপে পূর্ব শব্দের রূপ) 1 করার পর, পুরঃসর (প্রণামপূর্বক); 2 সহকারে (প্রীতিপূর্বক)। ̃ কর্ম বি. প্রথম কাজ, প্রথমেই করণীয় কাজ। ̃ কায় বি. নাভির উপরের দেহাংশ, উত্তমাঙ্গ। ̃ কার বিণ. আগেকার, পূর্বে প্রচলিত (পূর্বকার বিধিব্যবস্হা এখন অচল)। ̃ কাল বি. অতীতকাল, প্রাচীনকাল। পূর্বকালিক, পূর্বকালীন বিণ. পূর্বকালের। ̃ কৃত বিণ. আগে করা হয়েছে এমন। ̃ গামী (-মিন্) বিণ. সম্মুখে বা আগে গমনকারী। স্ত্রী. ̃ গামিনী। ̃ জ বি. আগে জন্মেছে এমন ভ্রাতা, অগ্রজ। ̃ জন্ম বি. বর্তমান জীব-জীবনের পূর্ববর্তী জীবন। ̃ জা বি. (স্ত্রী.) জ্যেষ্ঠা ভগিনী। ̃ জ্ঞান বি. অতীতে লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা; পূর্ব জীবনের জ্ঞান; ভাবী ঘটনা সম্বন্ধে জ্ঞান, anticipation (বি.প.)। ̃ তন বিণ. পূর্বকালীন, বিগত। ̃ দশা বি. আগেকার অবস্হা। ̃ দৃষ্ট বিণ. আগে দেখা হয়েছে এমন; ঘটবার আগেই ধারণা করা হয়েছে এমন। ̃ দৃষ্টি বি. আগে থেকেই ধারণা করার ক্ষমতা; দূরদর্শিতা। ̃ নির্ধারণ বি. আগে থেকে স্হির করা। ̃ নির্ধারিত বিণ. আগে থেকে স্হির করা হয়েছে এমন (পূর্বনির্ধারিত অনুষ্ঠান)। ̃ পক্ষ বি. অভিযোগ; (তর্ক.) প্রশ্ন, বিচারের জন্য উপস্হাপিত বিষয়। ̃ পরিকল্পনা বি. আগে থেকে ভেবে রাখা বা নিরূপণ করা। বিণ. ̃ পরিকল্পিত। ̃ পুরুষ বি. পিতা পিতামহ ইত্যাদি বংশের ঊর্ধ্বপুরুষ। ̃ ফল্গুনী, ̃ ফাল্গুনী বি. (জ্যোতিষ.) একাদশ নক্ষত্র। ̃ বঙ্গ বি. অবিভক্ত বঙ্গদেশের পূর্ব অংশ; বর্তমান স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের পূর্বনাম। ̃ বত্ ক্রি-বিণ. আগেকার মতো। ̃ বর্ণিত বিণ. আগে বর্ণনা করা হয়েছে এমন। ̃ বর্তী (-র্তিন্) বিণ. আগেকার, অতীতের; সম্মুখে স্হিত। স্ত্রী. ̃ বর্তিনী। ̃ বাদ বি. প্রথম আবেদন, প্রথম নালিশ। ̃ বাদী (-দিন্) বি. (প্রথমে) অভিযোগকারী, বাদী, ফরিয়াদি। ̃ ভাদ্র-পদ বি. (জ্যোতিষ.) পঞ্চবিংশতিতম নক্ষত্র। ̃ মীমাংসা বি. জৈমিনি-কৃতদর্শনশাস্ত্র (তু. উত্তরমীমাংসা)। ̃ যুগ বি. প্রাচীন বা আগেকার যুগ। ̃ রঙ্গ বি. নাটকাদির প্রস্তাবনা। ̃ রাগ বি. অনুরাগের প্রথম অবস্হা। ̃ রাত্র বি. রাত্রির প্রথম ভাগ; অব্যবহিত পূর্বের রাত্রি। ̃ লক্ষণ বি. ভাবী ঘটনাদির চিহ্ন, সূচনা। ̃ সংস্কার বি. পূর্বজন্মে বা অতীতকালে লব্ধ সংস্কার, আগেকার ধারণা বা অভ্যাস (পূর্বসংস্কারবশে একথা বলেছে)। ̃ সূরি বি. পূর্বযুগের বিদ্বান ব্যক্তি; পূর্বযুগের বিশিষ্ট ব্যক্তি। পূর্বাচল, পূর্বাদ্রি বি. উদয়গিরি, যে কল্পিত পর্বতের শিখরে প্রত্যহ সূর্যোদয় হয় ('পূর্বাচলের পানে তাকাই': রবীন্দ্র)। পূর্বাধি-কার বি. পূর্বে লব্ধ অধিকার; জ্যেষ্ঠের অধিকার। পূর্বাপর বিণ. ক্রি-বিণ. আগাগোড়া, আনুপূর্বিক; আগের ও পরের (পূর্বাপর বৃত্তান্ত)। পূর্বাপেক্ষা অব্য. ক্রি-বিণ. আগের চেয়ে। পূর্বাবধি ক্রি-বিণ. পূর্ব থেক; প্রথম থেকে। পূর্বাবস্হা বি. আগের অবস্হা। পূর্বাভাস বি. ভাবী ঘটনার সংকেত বা লক্ষণ; পূর্বসূচনা। পূর্বাশা বি. পূর্বদিক। পূর্বাষাঢ়া (জ্যোতিষ) বি. বিংশতিতম নক্ষত্র। পূর্বাহ্ন বি. 1 দিনের প্রথম ভাগ, সকালবেলা; 2 পূর্ব সময়, পূর্ববর্তী সময় (একথা পূর্বাহ্নেই বোঝা গিয়েছিল)। (অশু.) পূর্বাহ্নিক বিণ. পূর্বাহ্নে করণীয়; পূর্বাহ্নকালীন। পূর্বিতা বি. প্রথমে বিবেচিত বা অনুষ্ঠিত হওয়ার যোগ্যতা, অগ্রগণ্যতা, priority (বি.প.)। পূর্বোক্ত বিণ. আগে বলা হয়েছে এমন। পূর্বোদ্ধৃত বিণ. আগে উদ্ধৃত। পূর্বোল্লিখিত বিণ. আগে উল্লেখ করা হয়েছে এমন। 2)
প্রধান
(p. 546) pradhāna বিণ. 1 শ্রেষ্ঠ, মুখ্য (প্রধান বিষয়, প্রধানমন্ত্রী); 2 অগ্রগণ্য, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ (প্রধান কাজ, প্রধান কর্তব্য)। বি. 1 নায়ক, শ্রেষ্ঠ পদাধিকারী (বিভাগীয় প্রধান, রাষ্ট্রপ্রধান, অঞ্চলপ্রধান); 2 অমাত্য; 3 পরমেশ্বর; 4 (সাংখ্যদর্শন) বিশ্বসৃষ্টির আদিকারণ, ত্রিগুণাত্মিকা প্রকৃতি (পুরুষ ও প্রধান)। [সং. প্র + √ ধা + অন]। বি. ̃ তা, প্রাধান্য। ̃ ত (-তস্) ক্রি-বিণ. মূলত, মুখ্যত, সর্বাগ্রে। 34)
বলী2
(p. 580) balī2 (-লিন্) বিণ. বলবান (কোন বলে বলী? 'সম্মুখে বলী দেবাকৃতি রথী': মধু)। [সং. বল3 + ইন্]। ̃ ন্দ্র বিণ. সর্বাপেক্ষা অধিক শক্তিশালী; বীরশ্রেষ্ঠ। 188)
বানানো
(p. 599) bānānō ক্রি. বি. 1 গঠন বা প্রস্তুত করা (বাড়িঘর বানানো, পুতুল বানানো); 2 কল্পনা করা, রচনা করা (গল্প বানানো); 3 প্রতিপন্ন করা, রূপান্তরিত করা, পরিণত করা (বোকা বানানো, ভেড়া বানানো); 4 রান্নার উপযুক্ত করে কোটা (সবজি বানানো, মাংস বানানো); 5 রান্না করা (কোর্মা বানানো)। বিণ. উক্ত সব অর্থে (বাপের পয়সায় বানানো ঘর, বানানো গল্প, নিজের হাতে বানানো কোর্মা)। [বানা দ্র]। 19)
বাপ
(p. 600) bāpa বি. 1 বাবা, পিতা; 2 পুত্রস্হানীয় ব্যক্তিকে স্নেহসম্বোধন। [সং. বপ্র]। ̃ কা বেটা, বাপের ব্যাটা বি. পিতার উপযুক্ত পুত্র। ̃ ঠাকুরদা, ̃ দাদা বি. পিতৃ পুরুষেরা (বাপঠাকুরদার আমল)। ̃ ধন বি. পুত্রস্হানীয় ব্যক্তিকে স্নেহসম্বোধনবিশেষ। বাপ বাপ অব্য. ভয় বা বিপদ থেকে মুক্তির আশ্বাসূচক উক্তি (বাপ বাপ বলে পালানো)। বাপ তোলা ক্রি. বি. বাপান্ত করা, বাপের নামে গাল দেওয়া। বাপের জন্মে ক্রি-বিণ. কোনো কালে (এমন কথা বাপের জন্মে শুনিনি)। বাপা বি. (আদরে বা বিদ্রুপে) বাবা। বাপান্ত বি. কারও বাপের নাম করে গালিগালাজ ('উঠিতে বসিতে করি বাপান্ত': রবীন্দ্র)। বাপি বি. বাবা বা ছেলেকে প্রিয়সম্বোধন। বাপু বি. অব্য. স্নেহপাত্রকে বা পদমর্যাদায় হীনতর ব্যক্তিকে সম্বোধন; বিরক্তি ক্রোধ প্রভৃতি সূচক (তুমি বাপু কাজটা ভালো করনি)। বাপস অব্য. ভয় বিস্ময় ইত্যাদি সূচক। 3)
বাপী
(p. 600) bāpī বি. বড়ো পুকুর বা দিঘি। [সং. √ বপ্ + ই + ঈ]। 6)
বাপু
(p. 600) bāpu দ্র বাপ। 7)
বাবু
(p. 600) bābu বি. 1 হিন্দু ভদ্রলোকের নামের সঙ্গে ব্যবহৃত উপাধি (রামবাবু হরিবাবু); 2 কেরানি ('হেড় অফিসের বড়বাবু': সু.রা.); 3 হিন্দু পরিবারের গৃহকর্তা বা অন্য বয়স্ক পুরুষ; 4 মনিব (বাবুর বাড়ির কাজ); 5 বাবা, পিতা; 6 বত্স, বাছা; 7 জমিদার ('বাবুদের তালপুকুরে': নজরুল); 8 বেশ্যার মালিক বা পোষক। বিণ. 1 শৌখিন, বিলাসী (বাবুগিরি); 2 আয়েসি (এই বয়সে এমন বাবু হয়ে কাটালে ভালো হয় না)। [তু. বাং. বাপু ফা. বাবু]। ̃ গিরি, ̃ য়ানি বি. বিলাসিতা, শৌখিন চালচলন। ̃ জি, ̃ মশাই বি. অবাঙালি কর্তৃক বাঙালিকে অথবা নিম্নপদস্হ ব্যক্তি কর্তৃক উচ্চপদস্হ ব্যক্তিকে সম্বোধন। বাবু হয়ে বসা ক্রি. বি. আসনপিঁড়ি হয়ে অর্থাত্ দুই হাঁটু মুড়ে দুই পদতল কোলের কাছে এনে বসা। 14)
বেটা
(p. 633) bēṭā বি. 1 পুত্র, ছেলে (বাপের বেটা); 2 (আদরে) শিশপুত্র, খোকা (বেটা বেশ হাঁটতে শিখেছে); 3 (অবজ্ঞায় বা ভর্ত্সনায়) পুরুষ লোক (এক বেটা, সে বেটা গেল কোথায়?)। বিণ. পুরুষজাতীয় (বেটা ছেলে)। [প্রাকৃ. বিট (=পুত্র) হি. বেটা]। স্ত্রী. বেটি। ̃ চ্ছেলে বি. (গালিতে) নচ্ছার লোক, পাজি লোক। ̃ ছেলে বি. পুত্রসন্তান; পুরুষমানুষ। 144)
ভাঙানো
(p. 661) bhāṅānō ক্রি. বি. 1 দূর করা, ঘুচানো (ভয় ভাঙানো, ঘুম ভাঙানো); 2 খুচরো করা (টাকা ভাঙানো); 3 ভাংচি দেওয়া (মন ভাঙানো); 4 কাজে লাগিয়ে বা ব্যবহার করে সুবিধা পাওয়া (বাপের নাম ভাঙিয়ে সুবিধে আদায় করেছে)। [বাং. ভাঙা + আনো]। 5)
মহত্
(p. 688) mahat বিণ. 1 বড়ো, বৃহত্ (মহত্ অরণ্য, মহত্ ব্যাপার); 2 শ্রেষ্ঠ উন্নত উদার (মহত্ কার্য মহদাশয়) 3 প্রবল (মহত্ ভয়, মহত্ দোষ); 4 গুরু, গুরুতর (মহত্ ভার)। বি. উন্নতচরিত্র বা উদারহৃদয় ব্যক্তি ('আমি চাই মহতের মহত্ পরাণ': মা. ব.) [সং. √ মহ (পূজা) + অত্]। স্ত্রী. মহতী (মহতী সভা, মহতী বাণী)। ̃ প্রাণ বিণ উদারহৃদয়। মহত্তম বিণ সর্বাপেক্ষা মহত্ (মহত্তম আদর্শ)। মহত্তর বিণ. (দুইয়ের মধ্যে) অধিকতর মহত্। মহত্ত্ব বি. মহত্ ভাব, মহতের ভাব। 41)
রাখা
(p. 738) rākhā ক্রি. বি. 1 স্হাপন করা (মাটিতে রাখা); 2 আশ্রয় দেওয়া, থাকতে দেওয়া (পায়ে রাখা); 3 সংরক্ষিত করা (বাক্সে রাখা, মুঠোয় রাখা); 4 বহন করা বা ধারন করা (মাথায় রাখা, টিকি রাখা); 5 জানা থাকা (খবর রাখি না); 6 রক্ষা করা, ক্ষুণ্ণ হতে না দেওয়া (কুল রাখা, সম্পর্ক রাখা, মান রাখা); 7 গচ্ছিত দেওয়া (ব্যঙ্কে টাকা রাখা); 8 বন্ধক দেওয়া বা গ্রহণ করা (গয়না রেখে কর্জ দেওয়া); 9 নিযুক্ত করা (চাকর রাখা); 1 পোষা (বাড়িতে কুকুর রাখা); 11 সঞ্চিত করা, মজুত করা (ভবিষ্যতের জন্য টাকা রেখো); 12 উত্থাপন না করা (তার কথা রাখো-ঢের শুনেছি); 13 ত্যাগ বা স্হগিত করা (এখন খেলা রেখে পড়তে বসো); 14 গ্রাহ্য বা পালন করা (অনুরোধ রাখতে পারব না); 15 পোষণ করা (মনে অভিমান রাখা); 16 ফেলে যাওয়া (কলমটা কি ও-ঘরে রেখে এসেছি?); 17 ক্রয় করা (এই জামাটা ফেরিওয়ালার কাছ থেকে রেখেছি); 18 তুষ্ট করা (মন রাখা); 19 কোনো কাজ পূর্বে সম্পন্ন করা (দাদন দিয়ে রাখা)। বিণ. 1 রক্ষিত, রাখা হয়েছে এমন (তাকের উপর রাখা বই); 2 আশ্রিত 3 স্হাপিত; 4 নিযুক্ত; 5 ক্রীত; 6 বন্দোবস্ত নেওয়া এমন; 7 প্রদত্ত; 8 রাখার জন্য কৃত (মন রাখা কথা)। [সং. √ রক্ষ্ + বাং. আ]। কথা রাখা ক্রি. বি. অনুরোধ বা প্রতিশ্রুতি পালন করা। চোখ রাখা, নজর রাখা ক্রি. বি. সতর্ক দৃষ্টি বা পাহারা দেওয়া। নাম রাখা ক্রি. বি. 1 নাম দেওয়া (ছেলের কী নাম রাখলে?); 2 গৌরব বজায় রাখা (বাপের নাম রেখেছে)। রেখেঢেকে বলা ক্রি. বি. কিছুটা অব্যক্ত রেখে বলা; সবটা না বলা। 35)
রাজ৪
(p. 738) rāja4 বি. বিণ. (সমাসে পূর্বপদে রাজন্ -শব্দের রূপ) 1 রাজা (রাজপদ, রাজকার্য); 2 শ্রেষ্ঠ জন; 3 সরকার, গভর্নমেন্ট (রাজনীতি); 4 প্রধান, মস্ত (রাজরোগ, রাজসাপ)। [সং. রাজন্]। ̃ কন্যা বি. রাজার মেয়ে। ̃ কবি বি. 1 দেশের রাজা কর্তৃক নিযুক্ত ও সম্মানিত কবি; 2 দেশের শ্রেষ্ঠ কবি। ̃ কর বি. রাজাকে বা সরকারকে প্রদত্ত কর বা খাজনা, রাজস্ব। ̃ কর্ম (-র্মন্), ̃ কার্য বি. 1 রাজ্যশাসন; 2 সরকারি কাজ; 3 রাজার কর্তব্যকর্ম। ̃ কর্মচারী (-রিন্) বি. রাজা বা সরকার কর্তৃক নিযুক্ত বা শাসনকার্যে নিযুক্ত কর্মচারী; পদস্হ সরকারি চাকুরে। ̃ কুমার বি. রাজার ছেলে, রাজপুত্র। ̃ কুমারী বি. (স্ত্রী.) রাজার মেয়ে, রাজকন্যা। ̃ কুল বি. 1 রাজার বংশ; 2 নৃপতিবর্গ, নৃপতিসমূহ। ̃ কোষ বি. রাজকীয় ধনভাণ্ডার, ট্রেজারি। ̃ চক্রবর্তী (-র্তিন্) বি. সার্বভৌম রাজা, সম্রাট। ̃ চ্ছত্র, (চলিত) ̃ ছত্র বি. (প্রধানত ভারতে) রাজার মাথার উপর প্রসারিত ছাতা। ̃ টিকা বি. রাজ্যাভিষেকের সময় রাজার ললাটে অঙ্কিত তিলক। ̃ তক্ত বি. 1 সিংহাসন; 2 রাজপদ। ̃ তন্ত্র বি. 1 নৃপতি কর্তৃক শাসনব্যবস্হা বা রাজার দ্বারা শাসিত রাষ্ট্র monarchy; 2 রাজ্যশাসননীতি। ̃ তরু বি. সোঁদালগাছ। ̃ তিলক বি. রাজটিকা। দণ্ড বি. 1 রাজপদের নিদর্শনস্বরূপ রাজা যে-দণ্ড হাতে বহন করেন; 2 রাজবিধি-অনুযায়ী শাস্তি; 3 (জ্যোতিষ.) ললাটদেশের ঊর্ধ্বরেখা। ̃ দত্ত বিণ. নৃপতি কর্তৃক প্রদত্ত, রাজা দিয়েছেন এমন। ̃ দন্ত বি. দুই পাটির সামনের চারটি দাঁত। ̃ দম্পতি, ̃ দম্পতী বি. রাজা ও তাঁর পত্নী। ̃ দরবার বি. রাজসভা, রাজকার্য পরিচালনার জন্য রাজা যে-সভায় বসেন। ̃ দর্শন বি. রাজাকে দেখা; রাজার সঙ্গে সাক্ষাত্কার। ̃ দূত বি. 1 রাজা কর্তৃক প্রেরিত বা সরকারপ্রেরিত দূত বা সংবাদবাহক; 2 ভিন্ন রাষ্ট্রের সঙ্গে সংবাদ আদানপ্রদানের জন্য বা পারস্পরিক সম্পর্ক-বিনিময়ের জন্য নিয়ুক্ত রাজপুরুষ, ambassador. ̃ দ্বার বি. 1 রাজার দরবার, রাজসভা; 2 রাজার আদালত। ̃ দ্রোহ, ̃ দ্রোহিতা বি. প্রকাশ্যভাবে নৃপতির বা সরকারের (সচ. সশস্ত্র) বিরুদ্ধাচরণ। দ্রোহী (-হিন্) বিণ. বি. রাজদ্রোহকারী। ̃ ধর্ম বি. 1 রাজার কর্তব্য; 2 রাজার পালনীয় কর্তব্য; দেশশাসন ও প্রজাপালন; 3 রাজার আচরিত ধর্ম। ̃ ধানী বি. রাজ্যশাসনের প্রধান কেন্দ্রস্হল বা প্রধান নগর; রাজ্যের যে-নগরে রাজা বাস করেন বা উচ্চতম সরকারি দফতর থাকে। ̃ নটী বি. রাজার আশ্রিত ও রাজার দ্বারা সম্মানিত নর্তকী। ̃ নন্দন বি. রাজপুত্র। ̃ নন্দিনী বি. রাজার মেয়ে, রাজকন্যা। ̃ নামা বি. রাজাদের নামের তালিকা বা বংশপরিচয়; রাজাদের বংশের ইতিহাস। ̃ পট্ট বি. 1 রাজাসন, রাজপাট; 2 রাজপদ; 3 রাজদত্ত সনদ; 4 কালোরঙের রত্নবিশেষ। ̃ পাট বি. রাজাসন, সিংহাসন। ̃ পুত্র বি. রাজার ছেলে। ̃ পুত্রী বি. রাজার মেয়ে। ̃ পুরী বি. রাজার বা শাসকের বাসভবন; রাজধানী। ̃ পুরুষ বি. 1 রাজকর্মচারী; 2 (প্রধানত উচ্চপদস্হ) সরকারি কর্মচারী। ̃ প্রাসাদ বি. রাজার বাসভবন। ̃ বংশ বি. রাজার বংশ, রাজা যেবংশে জন্মেছেন। ̃ বংশীয় বিণ. 1 রাজবংশসংক্রান্ত 2 রাজবংশে জাত (রাজবংশীয় পুরুষ)। স্ত্রী. ̃ বংশীয়া। &tilde বন্দি বি. 1 রাজার আদেশে কারারুদ্ধ ব্যক্তি; 2 রাজনৈতিক বন্দি। ̃ বাড়ি, ̃ বাটি বি. রাজার বাসভবন, রাজপ্রসাদ। ̃ বালা বি. রাজকন্যা। ̃ বিধি বি. রাজার বা সরকারের আইন। ̃ বিপ্লব বি. রাজ্যশাসনের প্রচলিত ও গতানুগতিক নিয়মের আমূল ও সর্বাত্মক পরিবর্তন। ̃ বৃক্ষ বি. কর্ণিকার, সোঁদাল গাছ। ̃ বেশ বি. রাজার বা রাজ্যের উপযুক্ত পোশাক ̃ ভক্ত বিণ. রাজার প্রতি অনুরক্ত, রাজার অনুগত। ̃ ভক্তি বি. রাজার প্রতি অনুরাগ বা আনুগত্য। ̃ ভবন বি. 1 রাজপ্রাসাদ; 2 রাজ্যের সর্বোচ্চ সরকারি পদাধিকারীর বাসভবন; 3 রাজ্যপালের বাসভবন। ̃ ভয় বি. নৃপতি বা সরকার কর্তৃক দণ্ডিত হবার ভয়। ̃ ভৃত্য বি. 1 রাজার চাকর; 2 রাজকর্মচারী। ̃ ভোগ বি. 1 রাজার যোগ্য খাদ্য বা ভোগ্য সামগ্রী 2 (বাং.) বৃহদাকার রসগোল্লার মতো মিঠাইবিশেষ। ̃ ভোগ্য বিণ. নৃপতি কর্তৃক উপভোগের যোগ্য। স্ত্রী. ̃ ভোগ্যা। ̃ মহিষী বি. নৃপতির প্রধান রানি যিনি রাজসম্মানের অংশভাগিনী পাটরানি। ̃ মান্য বি. প্রজাদের কাছ থেকে ভূস্বামীর প্রাপ্য উপঢৌকনাদি। মুকুট বি. 1 রাজার পদমর্যাদাসূচক শিরোভূষণ; 2 (আল.) সর্বাপেক্ষা গৌরবজনক পদ। ̃ রাজ বি. 1 রাজার রাজা, সম্রাট; 2 কুবের। ̃ রাজড়া বি. বিভিন্ন নৃপতি ও তত্সদৃশ মান্য ব্যক্তি। ̃ রাজেশ্বর বি. রাজার রাজা, সম্রাট। ̃ রাজেশ্বরী বি. (স্ত্রী.) 1 সম্রাজ্ঞী; 2 দশমহাবিদ্যার অন্যতমা; 3 শিবজায়া ভগবতী। ̃ রানি, (বর্জি.) ̃ রানী, (বর্জি.) ̃ রাণী বি. রাজমহিষী পাটরানি। ̃ লক্ষ্মী বি. রাজ্যের অধিষ্ঠাত্রী ও মঙ্গলকারিণী দেবী, রাজশ্রী। ̃ শক্তি বি. নৃপতি বা সরকারের শাসনশক্তি বা সৈন্যবল। ̃ শয্যা বি. রাজার বিছানা রাজার উপযুক্ত বিছানা। ̃ শেখর বি. রাজচক্রবর্তী সম্রাট। ̃ শ্রী বি. রাজলক্ষ্মী -র অনুরূপ। ̃ সদন বি. রাজপ্রাসাদ। সভা বি. রাজার দরবার। ̃ সভাসদ বি. মন্ত্রণাদি দানের জন্য যে ব্যক্তি রাজার দ্বারা নিযুক্ত হয়ে রাজসভায় বসে। ̃ সরকার বি. রাজার শাসন বা শাসনযন্ত্র, গভর্নমেন্ট। ̃ সাক্ষী বি. যে ফৌজদারি আসামি সরকার-পক্ষের হয়ে স্বীয় দলের বিরুদ্ধে সাক্ষ্য দেয়, approver. ̃ সিংহাসন বি. 1 রাজা রাজসভায় যে রাজাসনে বসেন; 2 রাজপদ। ̃ সেবা বি. রাজার সেবা বা পরিচর্যা; সরকারি বা রাজকীয় চাকরি। ̃ হস্তী (-স্তিন্) বি. 1 যে-হাতি রাজাকে বহন করে; 2 শ্রেষ্ঠ হাতি। 54)
লঘিষ্ট
(p. 753) laghiṣṭa বিণ. 1 সর্বাপেক্ষা হালকা, লঘুতম; 2 সর্বাপেক্ষা ক্ষুদ্র, ক্ষুদ্রতম (লঘিষ্ট সংখ্যা); 3 অতি লঘু; 4 অতি ক্ষুদ্র। [সং. লঘু + ইষ্ট]। স্ত্রী. লঘিষ্টা। লঘিষ্ট সাধারণ গুণিতক, (সংক্ষেপে) লসাগু বি. (গণি.) দুই বা ততোধিক রাশিদ্বারা যে সর্বনিম্ন রাশিকে ভাগ করলে মিলে যায়। 43)
শ্বাপুচ্ছ
(p. 786) śbāpuccha বি. কুকুরের লেজ। [সং. শ্বন্ + পুচ্ছ]। 34)
শ্রাদ্ধ
(p. 786) śrāddha বি. 1 শ্রদ্ধার সঙ্গে মৃত ব্যক্তির উদ্দেশে পিণ্ডদান ও শাস্ত্রবিহিত অন্যান্য অনুষ্ঠান; 2 (ব্যঙ্গে) অযথা প্রয়োগ বা ব্যয়, অপচয় (টাকার শ্রাদ্ধ); 3 দারুণ উত্পীড়ন, সর্বনাশ (সে লোকটার শ্রাদ্ধ করে ছাড়বে-তু. আদ্যশ্রাদ্ধ)। [সং. শ্রদ্ধা + অ]। শ্রাদ্ধ খাওয়া ক্রি. বি. শ্রাদ্ধ উপলক্ষ্যে নিমন্ত্রিত হয়ে ভোজ খাওয়া। শ্রাদ্ধ গড়ানো ক্রি. বি. অবাঞ্ছিত ব্যাপার দীর্ঘস্হায়ী হওয়া। ̃ বাসর বি. শ্রাদ্ধের দিন। ̃ শান্তি বি. মৃতের আত্মার শান্তিকামনায় শ্রাদ্ধাদির অনুষ্ঠান। শ্রাদ্ধিক, শ্রাদ্ধীয় বিণ. শ্রাদ্ধসম্বন্ধীয়; শ্রাদ্ধে প্রদেয়। বি. শ্রাদ্ধে প্রদেয় দ্রব্য। ভূতের বাপের শ্রাদ্ধ (আল.) অতি বিশৃঙ্খল ব্যাপার। 62)
সর্ব
(p. 818) sarba বিণ. 1 সব, সকল; 2 সম্পূর্ণ। বি. 1 বিষ্ণু; 2 শিব; 3 নিখিল বিশ্ব, বিশ্বমানব, সর্বব্যাপী সত্তা ('আমারে ফিরায়ে লহ সেই সর্ব মাঝে': রবীন্দ্র)। [সং. √ সর্ব + অ]। ং-সহ বিণ. সব-কিছু সহ্য করে এমন। ̃ ং-সহা বিণ. (স্ত্রী.) সব-কিছু সহ্যকারিণী (সর্বসংহা পৃথিবী)। বি. পৃথিবী। ̃ কনিষ্ঠ বিণ. বয়সে সবচেয়ে ছোটো। ̃ কর্ম বি. সমস্ত কাজ। ̃ কালীন বিণ. সকল যুগের সম্বন্ধে প্রযোজ্য, চিরন্তন (সর্বকালীন আদর্শ)। ̃ গ, ̃ গামী (-মিন্) বিণ. সর্বত্র গমনকারী। স্ত্রী. ̃ গা, ̃ গামিনী। ̃ গত বিণ. সর্বব্যাপী, সর্বত্রস্হিত। ̃ গুণ-নিধি, ̃ গুণাধার বিণ. সমস্তরকম গুণের অধিকারী। ̃ গ্রাস বি. (বাং.) সম্পূর্ণ আত্মসাত্; পূর্ণগ্রাস। ̃ গ্রাসী (-সিন্) বিণ. সমস্ত কিছু গ্রাস করে বা করতে পারে এমন (সর্বগ্রাসী ক্ষুধা)। স্ত্রী. ̃ গ্রাসিনী। ̃ জন বি. সমস্ত নরনারী ('সর্বজনে নারি তুষিবারে')। ̃ জনীন বিণ. 1 সকলের পক্ষে হিতকর, সকলের জন্য কৃত অনুষ্ঠিত বা উদ্দিষ্ট; 2 বারোয়ারি (সর্বজনীন পূজা, সর্বজনীন প্রচেষ্টা)। বি. ̃ জনীনতা। ̃ জয়া বি. 1 অগ্রহায়ণমাসে পালনীয় মেয়েদের ব্রতবিশেষ; 2 পুষ্পবৃক্ষবিশেষ; 3 (বাং.) দুর্গা। ̃ জ্ঞ বিণ. সমস্ত-কিছু জানে এমন, সবজান্তা। ̃ ত অব্য. ক্রি-বিণ. সকল প্রকারে দিকে বা বিষয়ে, সম্পূর্ণরূপে। ̃ তো-ভদ্র বি. 1 সর্ববিষয়ে মঙ্গলজনক কর্ম; 2 শুভকর্মে অঙ্কিত চতুষ্কোণ মণ্ডল বা আলপনাবিশেষ; 3 চতুর্দিকে দ্বারযুক্ত গৃহবিশেষ; 4 প্রাচীন ভারতের যুদ্ধব্যুহবিশেষ; 5 নবদুর্গার ও শিবের মূর্তিযুক্ত নগর; 6 চিত্রকাব্যবিশেষ; 7 (জ্যোতিষ.) শুভাশুভ-জ্ঞানার্থ মণ্ডলবিশেষ। ̃ তো-ভাবে ক্রি-বিণ. সকল প্রকারে। ̃ তো-মুখ বিণ. সকল দিকে মুখবিশিষ্ট, সর্বদিগ্বর্তী। বি. 1 শিব; 2 ব্রহ্মা; 3 আত্মা; 4 জল; 5 আকাশ। স্ত্রী. ̃ তো-মুখা, ̃ তো-মুখী (সর্বতোমুখী প্রতিভা, সর্বতোমুখী প্রভুতা)। ̃ ত্যাগী বিণ. 1 সমস্তকিছু ত্যাগ করেছে এমন; 2 সর্ববিষয়ে বিরাগী। ̃ ত্র ক্রিবিণ. সমস্ত স্হানে কালে দিকে বা বিষয়ে। ̃ থা অব্য. ক্রি-বিণ. সমস্ত স্হানে কালে দিকে বা বিষয়ে। ̃ থা অব্য. ক্রি-বিণ. সর্বপ্রকারে। ̃ দর্শী (-র্শিন) বিণ. সমস্তকিছু দেখতে পারেন বা দেখেন এমন। বি. ঈশ্বর। ̃ দা অব্য. ক্রি. বিণ. সকল সময়ে। ̃ দেশীয় বিণ. 1 সমস্ত দেশ সম্বন্ধীয়; 2 সমস্ত দেশের প্রতি প্রযোজ্য। ̃ ধর্ম বি. সমস্ত রকমের ধর্ম; সকল পালনীয় আচার-আচরণ ও করণীয় কাজকর্ম। ̃ নাম (-মন্) বি. 1 (ব্যাক.) বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহার করা যায়; 2 যে 'নাম' বা শব্দ সকলের সম্বন্ধে প্রযোজ্য। ̃ নাশ বি. 1 সমূহ বিনাশ; 2 ঘোর অনিষ্ট; 3 ভীষণ বিপদ। ̃ নাশা, ̃ নেশে বিণ. সর্বনাশকারী (সর্বনাশা ভেদবুদ্ধি, সর্বনেশে প্রস্তাব)। স্ত্রী. (বাং.) ̃ নাশী। ̃ নাশী (-শিন্) বিণ. সর্বনাশকারী। স্ত্রী. ̃ নাশিনী। ̃ নিয়ন্তা (-ন্তৃ) বিণ. বি. সমস্তকিছুর নিয়ন্ত্রণকারী; ঈশ্বর। স্ত্রী. ̃ নিয়ন্ত্রী। ̃ প্রকার বিণ. সমস্তরকম। ̃ প্রকারে ক্রি-বিণ. 1 সমস্তরকমে; 2 সর্বভাবে; 3 সমস্ত উপায়ে; 4 সব দিক দিয়ে। ̃ প্রথম বিণ. প্রথম; সর্বাগ্রবর্তী। ̃ প্রথমে ক্রি-বিণ. সবার আগে; প্রথমে। ̃ প্রধান বিণ. সকলের মধ্যে শীর্ষস্হানীয়। ̃ প্রযত্ন বি. সমস্তরকম চেষ্টা। ̃ প্রিয় বিণ. সকলের প্রিয়। ̃ বাদি-সম্মত বিণ. সমস্তপ্রকার মতাবলম্বীরা যাতে সম্মতি দিয়েছে এমন; সমস্ত লোক কর্তৃক স্বীকৃত। ̃ ব্যাপী (-পিন্) বিণ. সর্বত্র ব্যাপ্ত বা বিদ্যমান। স্ত্রী. ̃ ব্যাপিনী। ̃ ভক্ষ, ̃ ভক্ষ্য, ̃ ভুক (-ভুজ্) বিণ. সমস্ত কিছুই খায় এমন। ̃ ভূত বি. সমস্ত প্রাণী (সর্বভূতে দয়া)। ̃ মঙ্গলা বি. (সকলের মঙ্গ লকারিণী) দুর্গাদেবী। ̃ মঙ্গল্য বিণ. সর্বশুভকর। স্ত্রী. ̃ মঙ্গল্যা। ̃ ময় বিণ. সর্বাত্মক, সর্বব্যাপী; একমাত্র (সর্বময় কর্তা); সর্বেসর্বা। বি. ঈশ্বর। স্ত্রী. ̃ ময়ী। ̃ লোক বি. 1 সমগ্র সৃষ্টি বা ব্রহ্মাণ্ড; 2 সকল ব্যক্তি, সর্বজন। ̃ শ (-শস্), (বর্জি.) ̃ শঃ অব্য. ক্রি-বিণ. সর্বপ্রকারে। ̃ শক্তি-মান (-মত্) বিণ. সকল প্রকার শক্তির অধিকারী। বি. ঈশ্বর। ̃ শুদ্ধ ক্রি-বিণ. সবসমেত; মোট। ̃ শ্রেষ্ঠ বিণ. সকলের চেয়ে উত্কৃষ্ট, সর্বোত্তম; সর্বপ্রধান। স্ত্রী. ̃ শ্রেষ্ঠা। ̃ সমক্ষে ক্রি-বিণ. সব লোকের সামনে। ̃ সম্মত বিণ. সকলের অনুমোদিত। ̃ সম্মতি বি. সকলের অনুমোদন। ̃ সম্মতি-ক্রমে ক্রি-বিণ. সকলের মতানুসারে বা অনুমোদনে। ̃ সাধারণ বি. সর্বজন, উচ্চ-নীচ নরনারী, সমস্ত লোক। ̃ সিদ্ধি বি. সকল প্রকার সাফল্য বা অভীষ্টপূরণ। ̃ স্ব বি. সমস্ত সম্পদ বা সম্বল। ̃ স্বান্ত বিণ. সমস্ত সম্পদ হারিয়েছে এমন, সর্বনাশগ্রস্ত (সর্বস্বান্ত হওয়া)। সর্বাঙ্গ বি. সমস্ত শরীর। সর্বাঙ্গসুন্দর বিণ. সমস্ত শরীরে কোথাও খুঁত নেই এমন; নিখুঁত, সম্পূর্ণ সুন্দর বা ত্রুটিহীন। সর্বাঙ্গীণ বিণ. 1 সর্বাঙ্গব্যাপী; 2 পূর্ণাঙ্গ; সম্পূর্ণ (সর্বাঙ্গীণ কুশল, সর্বাঙ্গীণ ঐক্য)। সর্বাণী বি. (স্ত্রী.) সর্ব অর্থাত্ শিবের স্ত্রী, দুর্গাদেবী। সর্বাতি-রিক্ত বিণ. সবচেয়ে বেশি। সর্বাত্মক বিণ. 1 সর্বত্র বা সব-কিছুতে প্রসারিত (সর্বাত্মক ধর্মঘট); 2 অবাধ। সর্বাদৃত বিণ. সকলের নিকট বা সর্বত্র আদরপ্রাপ্ত। সর্বাধার বি. সকল প্রাণী ও পদার্থের আধার বা আশ্রয়; ঈশ্বর। সর্বাধি-কারী (-রিন্) বিণ. 1 সকল বিষয়ে অধিকারসম্পন্ন; 2 সার্বভৌম কর্তৃত্বসম্পন্ন; 3 বাঙালি হিন্দুদের পদবিবিশেষ। সর্বাধ্যক্ষ বি. সকলের ও সবকিছুর কর্তা। সর্বানু-ভূত বিণ. সকলে উপলব্ধি করেছে এমন। সর্বানু-ভূতি বি. সকল বিষয়ের উপলব্ধি। সর্বান্তর্যামী (-মিন্) বিণ. যিনি সকলের অন্তরে অবস্হান করেন এবং মনের কথা জানেন। সর্বাবস্হায় ক্রি-বিণ. সকল অবস্হায়। সর্বার্থ বি. সকল অভীষ্ট বা প্রয়োজন। সর্বার্থ-সাধক বিণ. সমস্ত অভীষ্ট বা প্রয়োজন পূর্ণ করে এমন। বিণ. স্ত্রী. সর্বার্থ-সাধিকা। সর্বার্থ-সিদ্ধি বি. সমস্ত রকমের অভীষ্টলাভ। সর্বালং-কার-ভূষিতা বিণ. সমস্ত রকম গহনাদি-পরা। সর্বাশী (-র্শিন্) সর্বভুক। সর্বেশ্বর বি. বিণ. 1 সকলের বা সব-কিছুর প্রভু; 2 সার্বভৌম; 3 শিব। সর্বে-সর্বা বিণ. সকলের ও সবকিছুর একমাত্র কর্তা, সর্বময় কর্তা, সর্বপ্রধান। সর্বৈব ক্রি-বিণ. পুরোপুরি, সম্পূর্ণ (কথাটা সর্বৈব মিথ্যা)। সর্বোত্তম বিণ. সর্বাপেক্ষা উত্কৃষ্ট। সর্বোত্তর বিণ. 1 সকলের অপেক্ষা অধিক; 2 সর্বপ্রধান। (বাং.) বি. উত্তরদিকে সর্বপেক্ষা দূরবর্তী স্হান। সর্বোপরি অব্য. সকলের উপর। সর্বোপায়ে ক্রি-বিণ. সমস্ত উপায়ে। সর্বৌষধি বি. সমস্ত ওষধি। 33)
স্বাদ
(p. 853) sbāda বি. 1 জিভে খাদ্য-পানীয়ের গুণাগুণ-বোধ (দুধের স্বাদ, রান্নার স্বাদ-গন্ধের প্রশংসা); 2 রসগ্রহণ। [সং. √ স্বদ্ + অ]। ̃ ন বি. আস্বাদন, স্বাদগ্রহণ। স্বাদিত বিণ. স্বাদ গ্রহণ করা হয়েছে এমন, আস্বাদিত। স্বাদিষ্ঠ বিণ. সর্বাপেক্ষা স্বাদু; অতিশয় স্বাদু। স্বাদু বিণ. সুস্বাদযুক্ত, সুমিষ্ট। স্বাদুতা বি. সুস্বাদযুক্ততা, মিষ্টতা; জিভে লাগা। 39)
হয়ে
(p. 860) haẏē অব্য. ক্রি-বিণ. 1 পক্ষ সমর্থন করে (তার হয়ে কথা বলার কেউ নেই); 2 প্রতিনিধিস্বরূপ (বাপের হয়ে ছেলেই অতিথিকে অভ্যর্থনা করল); 3 ক্রমশ ঘটা (অন্ধকার হয়ে এল); 4 পথে কোনো স্হান অতিক্রম করে বা কিছু সময় সেখানে কাটিয়ে, ঘুরে (শিয়ালদহ হয়ে শ্যামবাজারে যাওয়া, আসবার সময় বাজারটা হয়ে এসো)। [হওয়া দ্র]। হয়ে পড়া ক্রি. বি. অবাঞ্ছিত অবস্হার সৃষ্টি হওয়া (অজ্ঞান হয়ে পড়া, গরিব হয়ে পড়েছে)। 12)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534528
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140044
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730172
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942338
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883437
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838410
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696573
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603033

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us