Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বারিত]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনর্গল
(p. 23) anargala বিণ. অর্গল বা বাধা নেই এমন, মুক্ত, অবারিত (অনর্গল বাক্যস্রোত)। ক্রি-বিণ. অবিরাম (অনর্গল কথা বলা)। [সং. ন+অর্গল]। 23)
অনি-বার
(p. 25) ani-bāra বিণ. 1 নিবারণ করা বা বাধা দেওয়া যা না এমন; 2 অবিরল। ক্রি-বিণ. 1 সর্বদা, নিরন্তর; 2 অবিরলভাবে ('গাহি যদি কোনো গান, গাব তবে অনিবার': কামিনী)। [সং. ন + নিবার (নিষেধ)]। ̃ ণীয় বিণ. 1 নিবারণ করা বা বাধা দেওয়া যায় না এমন; 2 অনিবার্য; 3 এড়ানো যায় না এমন। অনি-বারিত বিণ. 1 নিবারণ করা হয়নি এমন; 2 অনিষিদ্ধ; 3 অপ্রতিহত। 35)
অনিরূদ্ধ
(p. 25) anirūddha বিণ. রোধ করা হয়নি এমন; দমন করা হয়নি এমন; অনিবারিত; অবাধ। বি. শ্রীকৃষ্ণের পৌত্র ও প্রদ্যুম্নের পুত্র। [সং. ন + নিরুদ্ধ]। 45)
অনু-রুদ্ধ
(p. 31) anu-ruddha বিণ. 1 যাকে বা যে বিষয়ে অনুরোধ বা উপরোধ করা হয়েছে এমন; 2 প্রার্থিত; 3 নিরুদ্ধ, নিবারিত। [সং. অনু + √ রুধ্ + ত]। 5)
অপা-করণ, অপা-কৃতি
(p. 40) apā-karaṇa, apā-kṛti বি. 1 অপসারণ, অপনয়ন, দূরীকরণ; 2 মোচন; 3 নিবারণ, প্রশমন; 4 শোধন। [সং. অপ + আ + √ কৃ + অন, তি]। অপা-কৃত বিণ. অপসারিত; দূরীকৃত, দূরে সরানো হয়েছে এমন; নিবারিত; মোচন করা হয়েছে এমন; শোধিত। 3)
অপ্রশমিত
(p. 42) apraśamita বিণ. নিবারিত বা সংযত করা হয়নি এমন। [সং. ন + প্রশমিত]। 28)
অবাধ
(p. 46) abādha বিণ. বাধাহীন, অবারিত; অনর্গল (অবাধ মেলামেশা, প্রবেশ অবাধ)। [বাং. অ + বাধা]. অবাধ বাণিজ্য বি. সংরক্ষণহীন বা বিধিনিষেধহীন বাণিজ্য, free trade. 55)
অবারিত
(p. 48) abārita বিণ. বারণ করা যায়নি বা বারণ করা হয়নি এমন; আটকানো হয়নি বা যায়নি এমন, মুক্ত, অবাধ (অবারিত দ্বার, অবারিত জলস্রোত)। [সং. ন + বারিত]। 4)
অরুদ্ধ
(p. 61) aruddha বিণ. রুদ্ধ বা আবদ্ধ নয় এমন; অবারিত। [সং. ন + রুদ্ধ]। 16)
ছাড়া
(p. 304) chāḍ়ā ক্রি. 1 ত্যাগ করা (সংসার ছাড়বে); 2 পরিবর্তন করা, বদল করা (কাপড় ছাড়া); 3 যাত্রা করা, স্হানত্যাগ করে চলতে আরম্ভ করা (গাড়ি কখন ছাড়বে?); 4 মুক্তি দেওয়া (পুলিশ আসামিকে ছেড়ে দিল); 5 দূর হওয়া (জ্বর ছেড়েছে); 6 অভ্যাস ত্যাগ করা (ধূমপান ছেড়েছে, সেই কবে ধুতি ছেড়েছি); 7 উপেক্ষা করা (ওর কথা ছাড়ো); 8 ক্ষমা করা (অন্যায় করলে কেউ তোমাকে ছেড়ে দেবে না); 9 শিথিল হওয়া, খোলা (জোড় ছেড়ে গেছে; বাঁধন ছেড়ে গেছে); 1 জড়তা ত্যাগ করা, স্বর উঁচুতে তোলা (গলা ছেড়ে গাও); 11 ডাকে দেওয়া, বাইরে পাঠানো (চিঠি ছাড়া); 12 স্পন্দহীন হওয়া (নাড়ি ছেড়ে গেছে); 13 প্রসব করা (মাছটা ডিম ছেড়েছে); 14 নিক্ষেপ করা (বাণ ছাড়া); 15 অবারিত বা বাধাহীন করা (পথ ছাড়ো); 16 সঙ্গ ত্যাগ করা (মাকে ছেড়ে থাকতে পারে না); 17 নিষ্কৃতি দেওয়া (খেয়ে তবে ছেড়েছে)। বিণ. 1 পরিত্যক্ত (ছাড়া ভিটা); 2 বঞ্চিত (ভিটা-ছাড়া, মা-ছাড়া); 3 স্বাধীন, বন্ধনহীন (ছাড়া গোরু); 4 বর্জিত (লক্ষ্মীছাড়া); 5 বহির্ভূত (সৃষ্টিছাড়া)। বি. ক্রিয়ার সব অর্থে (গাড়ি ছাড়ার সময়, কাপড় ছা়ড়ার ঘর, সংসার ছাড়ার ইচ্ছা, মাছের ডিম ছাড়া দেখেছি, ছাড়া পাওয়া)। অব্য. অনু. ব্যতীত (এ ছাড়া কী করার আছে? লাভ ছাড়া লোকসান নেই)। [পা. √ ছড্ড √ ছর্দ্]। ছাড়া ছাড়া বিণ. বিরল, ফাঁক ফাঁক, বিচ্ছিন্ন (ছাড়া ছাড়া কতগুলি শব্দ, সবাই আজকাল ছাড়া ছাড়া থাকে)। ̃ ছাড়ি বি. বিচ্ছেদ। 4)
জৈমিনি
(p. 327) jaimini বি. মীমাংসাদর্শনপ্রণেতা মুনি, এর নাম স্মরণ করলে বজ্রপাত নিবারিত হয় এই বিশ্বাসে বজ্রবিদ্যুত্পাতের সময় লোকে এর নাম কীর্তন করে। 91)
দুর্নিরোধ্য
(p. 414) durnirōdhya বিণ. 1 নিরোধ করা বা নিবারিত করা কঠিন এমন; 2 আটকে দেওয়া বা প্রতিরোধ করা কঠিন এমন। [সং. দুর্ + নিরোধ্য]। 34)
নিবর্ত
(p. 461) nibarta বিণ. 1 নিবৃত্ত, ক্ষান্ত; 2 বিলম্বিত। [সং. নি + √ বৃত্ + অ]। নিবর্তক বিণ. নিবারক, নিবৃত্তিকারক (অপরাধ নিবর্তক আইন)। নিবর্তন বি. 1 নিবৃত্তি, বিরতি, ক্ষান্তি; 2 নিবারণ; 3 প্রত্যাগমন। নিবর্তিত বিণ. নিবৃত্ত হয়েছে বা নিবৃত্ত করা হয়েছে এমন; নিবারিত; প্রত্যাবর্তন করেছে এমন। 62)
নিবারণীয়, নিবার্য
(p. 461) nibāraṇīẏa, nibārya বিণ. বারণ বা নিষেধ করতে হবে এমন, বারণ করা উচিত এমন; দমনীয়; রোধ করা বা নিবৃত্ত করা উচিত এমন। নিবারা ক্রি. (কাব্যে) নিবারণ করা ('নিবারিব শোক তব': মধু)। নিবারিত বিণ. নিবারণ করা হয়েছে এমন। 73)
নির্বারিত
(p. 468) nirbārita বিণ. অবারিত, অবাধ ('নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়': রবীন্দ্র)। [সং. নির্ + বারিত]। 96)
নিষিদ্ধ
(p. 473) niṣiddha বিণ. 1 নিষেধ বা বারণ করা হয়েছে এমন (এ পথে চলাচল করা নিষিদ্ধ); 2 নিবারিত; 3 অন্যায়, বেআইনি। [সং. নি + √ সিধ্ + ত]। 51)
প্রতি-দিষ্ট
(p. 541) prati-diṣṭa ক্রি-বিণ. প্রবলতর বিধান বিধি বা আদেশের দ্বারা নিবারিত বা প্রত্যাহৃত, countermanded. [সং. প্রতি + √ দিশ্ + ত]। 5)
প্রতি-রোধ
(p. 543) prati-rōdha বি. 1 নিবারণ (রোগ প্রতিরোধ); 2 বাধাদান (অন্যায়ের প্রতিরোধ); 3 অবরোধ; 4 আটক; 5 প্রতিবন্ধ, ব্যাঘাত। [সং. প্রতি + রোধ]. প্রতি-রুদ্ধ, প্রতি-রোধিত বিণ. প্রতিরোধ করা হয়েছে এমন; বাধাপ্রাপ্ত; নিবারিত। ̃ ক, প্রতিরোধী (-ধিন্) বিণ. প্রতিরোধকারী। প্রতিরোধ্য বিণ. প্রতিরোধ করা সম্ভব বা উচিত এমন। 6)
প্রতি-হত
(p. 543) prati-hata বিণ. 1 বাধাপ্রাপ্ত (অপচেষ্ঠা প্রতিহত); 2 আঘাতপ্রাপ্ত, আহত; 3 নিবারিত; 4 ব্যাহত। [সং. প্রতি + √ হন্ + ত]। 31)
প্রত্যাহত
(p. 544) pratyāhata বিণ. 1 বাধাপ্রাপ্ত, ব্যাহত; 2 নিবারিত; 3 সংকুচিত। [সং. প্রতি + আহত]। 50)
প্রশম
(p. 551) praśama বি. 1 শান্তি; 2 উপশম, সাময়িক শান্তি। [সং. প্র + √ শম্ + অ]। ̃ ন বি. 1 শান্ত বা নিবৃত্ত বা সংযত করা; 2 নিবারণ; 3 দমন; 4 শান্তি (শোকপ্রশমন, দুঃখপ্রশমন, ক্রোধপ্রশমন)। প্রশমিত বিণ. 1 নিবারিত; 2 শান্ত বা সংযত করা হয়েছে এমন (ক্রোধ প্রশমিত হয়েছে); 3 (রসা.) ক্ষার বা অম্ল নয় এমন, neutral (বি. প.)। 7)
বাধিত
(p. 599) bādhita বিণ. 1 বাধাপ্রাপ্ত, ব্যাহত (বাধিত স্রোত); 2 নিবারিত; 3 (বাং.) কৃতার্থ, অনুগৃহীত (পত্র পেয়ে বাধিত হলাম, আপনার কাছে বাধিত থাকব)। [সং. √ বাধ্ + ত]। 6)
বারা
(p. 602) bārā ক্রি. (প্রধানত কাব্যে) 1 নিবারণ করা, নিষেধ করা, বাধা দেওয়া ('বারিতে চাহিনি কভু'); 2 এড়ানো। [সং. √ বৃ + ণিচ্ + বাং. আ]। 23)
বারিত
(p. 602) bārita বিণ. নিবারিত; নিষিদ্ধ। [সং. √ বৃ + ণিচ্ + ত]। 31)
বার্য2
(p. 602) bārya2 বিণ. নিবারণযোগ্য, নিবারণীয়। [সং. √ বৃ+ ণিচ্ + য]। ̃ মাণ বিণ. নিবারণ করা হচ্ছে এমন, নিবারিত হচ্ছে এমন। 55)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614759
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227931
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839864
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098930
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916359
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856862
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719475
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649156

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us