Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বায়ুময় দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অবাত
(p. 46) abāta বিণ. বায়ুশূন্য, বাতাস নেই এমন। [সং. ন + বাত (=বতাস)]। 54)
আকাশ
(p. 81) ākāśa বি. পৃথিবীর বায়ুমন্ডলের উপরাংশে (বিশেষত ভূপৃষ্ঠ থেকে যেমন দেখায়; আবহাওয়া পরিষ্কার থাকলে দিনের বেলা আকাশকে নীল দেখায়); গগন, অন্তরীক্ষ, শূন্য। [সং. আ + √ কাশ্ + অ]। ̃ .কুসুম বি. মিথ্যা কল্পনা, অসার কল্পনা, অলীক কল্পনা। ̃ .গঙ্গা বি. 1 ছায়াপথ, milky way 2 স্বর্গগঙ্গা, মন্দাকিনী। ̃ .চারী (-রিন্) বিণ- শূন্যপথে ভ্রমণকারী, গগনবিহারী। স্ত্রী. ̃ .চারিণী। ̃ .চুম্বী (-ম্বিন্) বিণ. আকাশকে স্পর্শ করে এমন; অত্যন্ত উঁচু। ̃ .ছোঁয়া বিণ. আকাশ স্পর্শ করে এমন। ̃ .জাত বিণ. আকাশে বা শূন্যে জন্মেছে এমন। ̃ .দীপ, প্রদীপ বি. হিন্দুরা স্বর্গস্হিত দেবতাদের উদ্দেশে বা স্বর্গত পূর্বপুরুষদের উদ্দেশে কার্তিক মাসের প্রতি সন্ধ্যায় বাঁশের ডগায় যে প্রদীপ জ্বেলে দেয়। ̃ .পট বি. আকাশের আঙিনা। ̃ .পথ শূন্য দিয়ে যাওয়া-আসার পথ। ̃ .পাতাল বিণ. বিস্তর, প্রচুর (আকাশপাতাল পার্থক্য)। ক্রি-বিণ. 1 স্বর্গ থেকে পাতাল পর্যন্ত; 2 সর্বত্র বা সমস্ত বিষয়ে (আকাশপাতাল ভাবছি)। ̃ .বাণী বি. 1 দৈববাণী; 2 বেতারবাণী, radio. ̃ .মণ্ডল বি. নভোমণ্ডল। ̃ .যান বি. উড়োজাহাজ, এরোপ্লেন। ̃ .স্হ বিণ. আকাশে অবস্হিত; আকাশের। আকাশ থেকে পড়া ক্রি. বি. কিছু না জানার ভান করা (কথাটা শুনে একেবারে আকাশ থেকে প়ড়লে যে); না জানার জন্য বিস্ময় প্রকাশ করা। আকাশ ধরা ক্রি. বি. বৃষ়্টি বন্ধ হওয়া। আকাশে তোলা ক্রি. বি. অতিরিক্ত প্রশংসা করা। মাথায় আকাশ ভেঙে পড়া ক্রি. বি. আকস্মিক বিপদে দিশাহারা হওয়া। 20)
আপেক্ষিক
(p. 97) āpēkṣika বিণ. 1 তুলনামূলক, অপেক্ষাকৃত; 2 পরস্পর নির্ভরশীল, সাপেক্ষ relative. [সং. অপেক্ষা + ইক]। বি. ̃ তা। আপেক্ষিক গুরুত্ব তুলনামূলক গুরুত্ব বা ওজন; (বিজ্ঞানে) কোনো বস্তুর পরিমাণের অনুপাত (সাধারণত ঘন ও তরল বস্তুর সঙ্গে জলের এবং বায়বীয় বস্তুর সঙ্গে বায়ুর), specific gravity. আপেক্ষিক-তত্ত্ব, আপেক্ষিকতা-বাদ গতিমাত্রই আপেক্ষিক এবং স্হান-কাল specific-time জড় বস্তুর চতুর্থ মাত্রা: এই তত্ত্বের উপর প্রতিষ্ঠিত বিজ্ঞানী আইনস্টাইনের বিখ্যাত মতবাদ যা মহাকর্ষ সম্পর্কে সমস্ত পুরোনো ধারণাকে ভুল প্রমাণিত করেছে। 14)
আবহ
(p. 98) ābaha বিণ. বহন করে বা বয়ে আনে এমন; ধারণা করে বা সৃষ্টি করে এমন (দুঃখাবহ, শোকাবহ, ভয়াবহ)। বি. সপ্তবায়ুর অন্যতম; ভূবায়ূ, বায়ুমণ্ডল, atmosphere. [সং. আ + √বহ্ + অ]। ̃ .বিজ্ঞান, ̃ .বিদ্যা বি. বায়ুমণ্ডল বিদ্যা, meteorology. ̃ .সংবাদ বি. জল-ঝড়-বায়ু প্রভৃতির গতি ও হালচালসম্বন্ধীয় খবর। ̃ .সংগীত বি. নাটক-সিনেমা ইত্যাদিতে দর্শকদের দৃষ্টির আড়ালে অভিনেয় ঘটনার অনুষঙ্গ হিসাবে কৃত সংগীত, নেপথ্য সংগীত, background music. 29)
উদান
(p. 127) udāna বি. দেহস্হ পঞ্চবায়ুর অন্যতম, কণ্ঠস্হিত বায়ু। [সং. উত্ + √ অন্ + অ]। 4)
উষ্ম, উষ্মা
(p. 139) uṣma, uṣmā (ষ্মন্) বি. 1 তাপ; 2 গ্রীষ্মকাল; 3 প্রখরতা; 4 ক্রোধ; উত্তেজনা; 5 তাপমাত্রা, temperature (বি. প.)। [সং. √ ঊষ্ + ম, মন্]। ̃ বর্ণ বি. (ব্যাক.) শ্বাসবায়ুর প্রাধান্যযুক্ত চারটি বর্ণ, যথা শ ষ স হ spriants. উষ্মা প্রকাশ করা ক্রি. বি. রাগ করা। 16)
কীচক
(p. 191) kīcaka বি. 1 ছিদ্রযুক্ত বাঁশ, বায়ুপ্রবাহে শব্দকারক বাঁশ; 2 মহাভারতোক্ত বিরাটরাজের শ্যালক ও সেনাপতি, যাঁকে ভীম বধ করেছিলেন। ̃ বধ বি. কীচক যেভাবে ভীমের দ্বারা নিহত হয়েছিলেন সেইরকম কাউকে হত্যা করে তালগোল পাকিয়ে দেওয়া। [সা. √ চীক্ + (কীচ্) + অক]। 21)
গবাক্ষ
(p. 241) gabākṣa বি. 1 গোরুর চক্ষুর মতো ক্ষুদ্র বায়ুপথ; 2 জানালা। [সং. গো + অক্ষি]। 9)
গরম
(p. 242) garama বি. 1 উত্তাপ, উষ্ণতা (চৈত্রের গরম); 2 গ্রীষ্ম (গরমের সময়) ; 3 ঔদ্ধত্য (কথার গরম); 4 দর্প, দম্ভ, অহংকার (টাকার গরম); 5 বিকার, রোগ (পেট গরম)। বিণ. 1 উষ্ণ, তপ্ত (গরম জল); 2 গ্রীষ্ম (গরম কাল) ; 3 শীতনিবারক (গরম জামা); 4 উদ্ধত; উগ্র, গর্বিত, ক্রুদ্ধ (গরম চোখে তাকানো, গরম মেজাজ); 5 কড়া, তিরস্কারপূর্ণ (গরম গরম কথা); 6 চড়া, মহার্ঘ (বাজার খুব গরম) ; 7 উত্তেজনাপূর্ণ, যুদ্ধোম্মুখ (গরম পরিস্হিতি); 8 টাটকা (গরম খবর)। [ফা. গর্ম্]। গরম গরম, গরমা-গরম বিণ. একেবারে সদ্য-ভাজা (গরমাগরম লুচি); টাটকা (গরমাগরম খবর)। গরম মশলা বি. এলাচ দারচিনি ও লবঙ্গ এই তিনটি উত্তেজক মশলা। গরম মোজা বি. পশমি মোজা। কুসুমকুসুম গরম বিণ. ঈষদুষ্ণ. কবোষ্ণ। গুমোট গরম, ভ্যাপসা গরম যে গরমে বায়ুপ্রবাহ বন্ধ থাকে এবং খুব ঘাম হয়। পচা গরম ভ্যাপসা গরম, বেশি ঘাম হয় এমন গরম। 21)
ঘূর্ণ
(p. 270) ghūrṇa বি. ঘূর্ণি, ঘূর্ণন, জল বা বাতাসের আবর্ত, ভ্রমি। বিণ. ঘূর্ণিত, আবর্তিত (ঘূর্ণবায়ু)। [সং. √ঘূর্ণ + অ]। ̃ ন বি. আবর্তন, ক্রমাগত ঘুরন ; 2 ভ্রমণ, পরিভ্রমণ। ̃ বাত, ̃ বায়ু বি. ঘূর্ণিঝড়, cyclone. ̃ মান বিণ. যা ঘুরছে, যা আবর্তিত হচ্ছে, ঘূর্ণায়মান (ঘূর্ণমান জ্যোতিষ্ক)। ঘূর্ণাবর্ত বি. ঘূর্ণিজল, whirlpool. ঘূর্ণায়-মান বিণ. যা ঘুরছে, আবর্তিত হচ্ছে এমন; ভ্রমণরত (ঘূর্ণায়মান জ্যোতিষ্ক)। ঘূর্ণি বি. 1 ঘূর্ণিবায়ু; 2 জলভ্রমি, ঘূর্ণিজল (নৌকোটা ঘূর্ণির মধ্যে গিয়ে পড়ল)। ঘূর্ণি-জল বি. জলস্রোতের মধ্যে আবর্তিত জল, ঘূর্ণাবর্ত। ঘূর্ণিত বিণ. আবর্তিত। ঘূর্ণিত নয়নে ক্রি-বিণ. 1 চোখের তারা ঘুরছে এমনভাবে; 2 অতি ক্রোধভরে, অতি ক্রুদ্ধভাবে। ঘূর্ণি-বাত, ঘূর্ণি-বায়ু বি. ঘূর্ণবায়ু, ঘূর্ণিঝড়, যে বায়ুপ্রবাহ পাক খেতে খেতে বেগে ছুটে আসে। ঘূর্ণি-বৃষ্টি বি. ঘূর্ণিঝড়সহ বৃষ্টিপাত। ঘূর্ণ্য-মান বিণ. (যাকে) ঘোরানো হচ্ছে এমন। 21)
চাপ2
(p. 281) cāpa2 বি. 1 ভার, পেষণ, পীড়ন (পায়ের চাপ, কাজের চাপ); 2 (বি. প.) প্রেষ, pressure (রক্তের উচ্চচাপ); 3 পীড়াপীড়ি, পরোক্ষ পীড়ন (চাপ দিয়ে কাজ আদায় করা); 4 জমাট বস্তু, ডেলা, চাঙড় (চাপ চাপ রক্ত, মাটির চাপ ভেঙে পড়েছে)। বিণ. ঘন, ঠাস, জমাট (চাপবুনন, চাপদই)। [বাং. √চাপ্ + অ]। চাপ-মান-যন্ত্র বি. বায়ুর চাপ মাপার যন্ত্রবিশেষ, barometer. 109)
ছাট
(p. 304) chāṭa বি. বায়ুতাড়িত জলের ধারা বা ছিটা (বৃষ্টির ছাট)। [সং. ছটা]। 2)
ঝড়
(p. 334) jhaḍ় বি. প্রচণ্ড বায়ুপ্রবাহ, ঝটিকা। [প্রাকৃ. ঝড়ী] ̃ জল বি. ঝড় ও বৃষ্টি। ̃ ঝাপটা বি. 1 ঝড়ের তাড়না বা দমক; 2 (আল.) বিপদ-আপদ (জীবনে অনেক ঝড়ঝাপটা পার হয়ে এসেছি)। 22)
টর্নাডো
(p. 341) ṭarnāḍō বি. ঘূর্ণিবায়ুযুক্ত প্রবল ঝড়বিশেষ। [ইং. tornado]। 48)
তরঙ্গ
(p. 367) taraṅga বি. ঊর্মি, লহরী, জলের ঢেউ; কোনোকিছুর ঢেউ বা ঢেউয়ের মতো প্রবাহ (চিন্তাতরঙ্গ, বায়ুতরঙ্গ, বিদ্যুত্-তরঙ্গ)। [সং. √ তৃ + অঙ্গ]। ̃ ভঙ্গ বি. ঢেউয়ের খেলা। ̃ মালা বি. (মালার মতো গ্রথিত) ঢেউয়ের পরে ঢেউ। তরঙ্গা ক্রি. তরঙ্গিত হওয়া বা করা। তরঙ্গাকুল বিণ. অত্যন্ত ঢেউ বা তুফান উঠেছে এমন (তরঙ্গাকুল সমুদ্র)। তরঙ্গাভি-ঘাত বি. ঢেউয়ের ধাক্কা। তরঙ্গায়িত বিণ. ঢেউ-খেলানো, কুঞ্চিত। তরঙ্গিণী বি. নদী. স্রোতস্বিনী। তরঙ্গিত বিণ. ঢেউয়ে পূর্ণ; আন্দোলিত। তরঙ্গিম বিণ. (অপ্র.) তরঙ্গপূর্ণ; ভঙ্গিমাপূর্ণ ('অঙ্গহি অঙ্গ অনঙ্গতরঙ্গিম': গো. দা.)। তরঙ্গোচ্ছ্বাস বি. ঢেউয়ের উত্থান-পতন। 93)
নিবাত
(p. 461) nibāta বিণ. 1 বায়ুহীন; 2 বাতাস না থাকায় স্হির, অচঞ্চল (নিবাত প্রদীপ)। [সং. নি (=নিরুদ্ধ) + বাত]। 68)
নির্ঘাত
(p. 468) nirghāta বি. 1 প্রবল বায়ুর পরস্পর সংঘাতের ধ্বনি; 2 পরস্পর আঘাতজনিত আওয়াজ; 3 প্রচণ্ড আঘাত (অশনিনির্ঘাত)। বিণ. 1 প্রচণ্ড, ভীষণ; 2 নিষ্ঠুর; 3 দারুণ (নির্ঘাত বাণী); 4 (বাং.) অব্যর্থ, মোক্ষম (নির্ঘাত সত্য)। (বাং.) ক্রি-বিণ. অবশ্যই, নিশ্চিতভাবে (সে নির্ঘাত হেরে যাবে)। [সং. নির্ + √ হন্ + অ]। 46)
নির্বাত
(p. 468) nirbāta বিণ. বায়ুহীন, নিবাত। [সং. নির্ + বাত]। ̃ ক বিণ. বায়ুহীন করে এমন; বায়ু বার করে দেয় এমন (নির্বাতক পাম্প)। নির্বাতক পাম্প বি. বায়ুহীন করার পাম্পযন্ত্রবিশেষ, exhaust pump. 90)
পটকা1
(p. 486) paṭakā1 বি. 1 সশব্দে ফেটে যায় এমন আতশবাজিবশেষ; 2 মাছের পেটের বায়ুপূর্ণ থলি, পটপটি। বিণ. অত্যন্ত দুর্বল (রোগাপটকা)। [ধ্বন্যা.]। 4)
পটপটি2
(p. 486) paṭapaṭi2 বি. 1 অত্যধিক শুচিবাইয়ের ভাব; 2 নিয়ম সম্বন্ধে বাড়াবাড়ি; 3 আস্ফালন (মুখেই যত পটপটি); 4 পটপট শব্দকারক আতশবাজিবিশেষ; 5 খেলনা বাদ্যযন্ত্রবিশেষ; 6 মাছের পেটের বায়ুপূর্ণ থলি বা বায়ুকোষ; পটকা; 7 ছোটো লতাবিশেষ বা তার ফল। [দেশি]। 7)
পবন
(p. 488) pabana বি. 1 বায়ু 2 বায়ুর অধিদেবতা। [সং. √পূ + অন]। ̃ .গতি বি. পবনের মতো দ্রুত গতি। বিণ. পবনের মতো দ্রুতিগতিসম্পন্ন। ̃ .নন্দন বি. 1 হনুমান; 2 ভীম। ̃ .বেগে ক্রি-বিণ. বায়ুবেগে অত্যন্ত দ্রুতবেগে। ̃ .মুক্তাসন বি. দেহমধ্যস্হ বায়ু বার করার উপয়োগী যোগাসনবিশেষ। 76)
পূরক
(p. 529) pūraka বিণ. বি. 1 পূর্ণকারক (বাসনাপূরক); 2 (জ্যামি.) যে দুটি কোণের যোগে এক সমকোণ হয় তাদের যেকোনোটি, complementary (বি. প.); 3 (পাটি.) গুণক, multiplier; 4 প্রাণায়ামকালে দেহের মধ্যে বায়ুগ্রহণ। [সং. √ পূর্ + অক]। ̃ পিণ্ড বি. হিন্দুদের মৃত্যুর দশম দিনে মৃতের উদ্দেশে প্রদেয় পিণ্ড। 14)
প্রতি-বাত
(p. 541) prati-bāta বিণ. ক্রি-বিণ. বায়ুর প্রতিকূল বা প্রতিকূলে, যেদিক থেকে বায়ু বইছে সেই দিক বা দিকে। বি. প্রতিকূল বায়ু, উলটো দিক থেকে আগত বায়ু। [সং. প্রতি + বাত2]। 40)
প্রবহ
(p. 548) prabaha বি. 1 প্রবাহ, স্রোত; 2 পুরাণে বর্ণিত সপ্তবায়ুর অন্যতম। [সং. প্র + √ বহ্ + অ]। ̃ মান, ̃ মাণ বিণ. (বাং.) প্রবাহিত হচ্ছে এমন, চলিত (এদেশে সনাতন ভাবধারা আজও প্রবহমান)। ̃ মানতা বি. ধারাবাহিকতা; প্রবাহ। 2)
প্রবাহ
(p. 548) prabāha বি. স্রোত, ধারা, অবিরাম গতি (বায়ুপ্রবাহ, জলপ্রবাহ)। [সং. প্র + √ বহ্ + অ]। প্রবাহিত বিণ. প্রবাহযুক্ত; স্রোতের মতো বহমান। স্ত্রী. প্রবাহিতা। প্রবাহী (-হিন্) বিণ. প্রবাহযুক্ত; প্রবহমাণ। প্রবাহিণী বিণ. (স্ত্রী) প্রবাহযুক্তা। বি. নদী। 8)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535193
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140654
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730964
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943155
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883664
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838528
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696742
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603117

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us