Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিচ্ছেদের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঙ্গাঙ্গি
(p. 8) aṅgāṅgi বি. 1 এক অঙ্গের সঙ্গে অন্য অঙ্গের সম্বন্ধ; 2 অঙ্গে অঙ্গে টানাটানি; 3 স্বপক্ষীয়ের প্রতি পক্ষপাত। [সং. অঙ্গ+অঙ্গ+ই]। ̃ .ভাব বি. 1 প্রগাঢ় সৌহার্দ্য; অবিচ্ছেদ্য সম্পর্ক; গলায় গলায় ভাব; 2 (দর্শ.) অঙ্গ ও অঙ্গী (=অঙ্গ আছে যার) এই দুইয়ের সম্পর্ক বা অনুরূপ সম্পর্ক; 3 গৌণ-মুখ্য সম্পর্ক বা একটি মুখ্য ও অপরটি গৌণ এমন সম্পর্ক। ̃ .সম্বন্ধ-অঙ্গাঙ্গিভাব -এর অনুরূপ। 40)
অবিচ্ছেদ
(p. 48) abicchēda বি. 1 বিচ্ছেদের অভাব; 2 অভেদ (অতীত ও বর্তমানের অবিচ্ছেদ)। বিণ. 1 অবিভক্ত, অখণ্ড; 2 অবিরাম, বিরতিহীন; 3 ক্রমাগত, ধারাবাহিক। [সং. ন + বিচ্ছেদ]। অবিচ্ছেদী (-দিন্) বিণ. বিচ্ছেদহীন; ভেদহীন। অবিচ্ছেদে ক্রি-বিণ. না থেমে একটানাভাবে, ধারাবাহিকভাবে (অবিচ্ছেদে বৃষ্টি পড়ছে)। অবিচ্ছেদ্য বিণ. বিভক্ত বা বিচ্ছিন্ন করা যায় না এমন (অবিচ্ছেদ্য অংশ, অবিচ্ছেদ্য সম্পর্ক)। 19)
কলহ
(p. 169) kalaha বি. ঝগড়া, বিবাদ। [সং. কল + √ হন্ + অ]। ̃ পরায়ণ বিণ. ঝগড়াটে, কারণে অকারণে ঝগড়া করে এমন। কলহান্তরিতা বি. যে নায়িকা প্রত্যাখ্যাত নায়কের সঙ্গে বিচ্ছেদের জন্য পরে মনস্তাপ ভোগ করে। 66)
জমাট
(p. 312) jamāṭa বিণ. 1 ঘনীভূত, কাঠিন্যপ্রাপ্ত (জমাট দই); 2 দৃঢ়, সংহত, শক্ত, মজবুত (জমাট গাঁথনি); 3 অবিচ্ছেদ্য, অন্তরঙ্গ (জমাট বন্ধুত্ব); 4 পরিপূর্ণভাবে উপভোগ্য (জমাট আড্ডা); 5 সরগরম (জমাট আসর)। বি. কাঠিন্য; জমাট-বাঁধা বস্তু বা জিনিস (চূন-সুরকির জমাট)। [বাং. জমা1 + অট -তু. আ. জমাবট]। 106)
ধারা2
(p. 433) dhārā2 বি. 1 স্রাব, প্রবাহ (রক্তধারা, অশ্রুধারা, আলোকধারা); 2 বৃষ্টি ('শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে': রবীন্দ্র); 3 ঝরনা (সহস্রধারা); 4 পদ্ধতি, ধরম, নিয়ম (তার কাজের ধারাই আলাদা); 5 পরম্পরা (ধারাবাহিক); 6 রীতি, রকম (কেমনধারা লোক তুমি?); 7 আইনের বিধি (এই আইনের তৃতীয় ধারা)। [সং. √ ধৃ + ণিচ্ + আ]। ̃ কদম্ব বি. নীপ ফুল বা তার গাছ, কদম ফুল বা তার গাছ। ̃ কারে ক্রি-বিণ. ধারা বা বৃষ্টির মতো; অজস্র ধারায় (ধারাকারে নেমে আসে)। ̃ ক্রমে ক্রি-বিণ. পরম্পরা অনুযায়ী; রীতি অনুসারে। ̃ ঙ্কুর বি. 1 জলকণা; 2 করকা, শিল। ̃ জল বি. বৃষ্টি। ̃ ধর বি. মেঘ। ̃ পাত বি. 1 অবিরাম বর্ষণ; 2 পাটীগণিতের নামতা ইত্যাদির প্রাথমিক সূত্রাদিসংবলিত বই। ̃ বর্ণনা বি.কোনো চলতি বা ঘটমান বিষয়ের তাত্ক্ষণিক বিবরণ, running commentary. ̃ বর্ষ, ̃ বর্ষণ বি. মূষলধারে বৃষ্টি। ̃ বাহিক, ̃ বাহী (-হিন্) বিণ. 1 ছেদহীনভাবে চলে আসছে এমন, অবিচ্ছেদে প্রচলিত; 2 ক্রমিক, পরম্পরাযুক্ত (ধারাবাহিক ইতিহাস)। বি. ̃ বাহিকতা, ̃ বাহিতা (ঘটনার ধারাবাহিকতা)। ̃ বিবরণী, ̃ ভাষ্য - ধারাবর্ণনা -র অনুরূপ। ̃ যন্ত্র বি. 1 ফোয়ারা; 2 পিচকারী; 3 স্নানের কৃত্রিম ঝরনা, shower. ̃ সম্পাত বি. অঝোরে বৃষ্টিপাত। ̃ সার (ধারা + আসার) বি. অঝোরে বা মুষলধারে বৃষ্টিপাত। ̃ স্নান বি. ঝরনায় বা কৃত্রিম ফোয়ারায় স্নান। 75)
পুনর্মিলন
(p. 526) punarmilana বি. বিচ্ছেদের পর আবার মিলন। [সং. পুনঃ + মিলন]। বিণ. পুনর্মিলিত। 5)
বিরহ
(p. 621) biraha বি. 1 প্রয়িজনের সঙ্গে বিচ্ছেদ (বিরহবেদনা); 2 অভাব; 3 শৃঙ্গার রসের অন্যতম অবস্হা। [সং. বি + √ রহ্ + অ]। ̃ জ্বালা, বিরহানল বি. বিরহজনিত অন্তর্দাহ। বিরহাতুর বিণ. প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদের জন্য কাতর। বিরহিত বিণ. 1 বিহীন; বর্জিত; 2 বিযুক্ত। বিরহী (-হিন্) বিণ. বিরহপীড়িত। স্ত্রী. বিরহিণী। 100)
বিয়োগ
(p. 621) biẏōga বি. 1 বিচ্ছেদ, বিরহ (বিয়োগব্যথা); 2 মৃত্যু (আত্মীয়বিয়োগ); 3 অভাব; 4 (গণি.) এক রাশি থেকে জন্য রাশি বাদ দেওয়া, ব্যবকলন। [সং. বি + যুজ্ + অ]। ̃ ফল বি. (গণি.) বিয়োগ করার পর যে রাশি অবশিষ্ট থাকে। ̃ বিধুর বিণ. বিচ্ছেদের কষ্টে কাতর। ̃ ব্যথা বি. বিচ্ছেদের বা বিরহের কষ্ট। বিয়োগান্ত বিণ. 1 নায়ক-নায়িকার বিচ্ছেদে পরিসমাপ্ত (বিয়োগান্ত নাটক); 2 দুঃখে যার সমাপ্তি। বিয়োগী (-গিন্) বিণ. (বাং. অপ্র.) বিচ্ছেদযুক্ত; বিরহী। স্ত্রী. বিয়োগিনী। 91)
মজ্জা
(p. 676) majjā বি. জীবদেহের হাড়ের মধ্যে যে নরম স্নেহজাতীয় পদার্থ থাকে। [সং √ মস্জ্ + অ + আ]। ̃ .গত বিণ. 1 অন্তর্নিহিত, জন্মগত, অবিচ্ছেদ্য (মজ্জাগত সন্দেহ, মজ্জাগত বিদ্বেষ, মজ্জাগত সংস্কার); 2 অসংশোধনীয়। 21)
মিলন
(p. 706) milana বি. 1 সংযোগ, সন্ধি; 2 সদ্ভাবস্হাপন (দুই পূর্বতন শত্রুর মিলন); 3 কলহান্তে পুনরায় সদ্ভাব, বিচ্ছেদের পর ঐক্য (নায়ক-নায়িকার মিলন); 4 সাক্ষাত্কার (প্রণয়ী-প্রণয়িনীর মিলন) 5 সম্মেলন (মিলনোত্সব); 6 রতি, যৌন সংগম (যৌনমিলন)। [সং. √মিল্ + অন]। মিলনান্তক বিণ. (নাটক কাব্যাদি সম্বন্ধে) উপসংহার নায়ক-নায়িকার মিলনসাধন হয় এমন। 11)
লপ্ত
(p. 756) lapta বি. অবিচ্ছেদ্য অংশ, পাশাপাশি থাকার ভাব (এক লপ্তে তিনটি ঘর)। [সং. লিপ্ত]। 3)
সন্তান
(p. 803) santāna বি. 1 অপত্য, পুত্র বা কন্যা; 2 বংশধর (এই বংশের সন্তান); 3 অবিচ্ছেদ্য ধারা; 4 বিস্তার। [সং. সম্ + √ তন্ + অ]। ̃ ধারণ বি. (স্ত্রীলোকের) গর্ভে সন্তানের জন্ম দেওয়া। ̃ বতী বিণ. (স্ত্রী.) সন্তানের জন্ম দিয়েছে এমন; সন্তান আছে এমন (সন্তানবতী নারী)। পুং. ̃ বান (বত্)। ̃ বাত্সল্য বি. সন্তানের প্রতি স্নেহ। ̃ সন্ততি বি. 1 পুত্রকন্যা, ছেলেমেয়ে; 2 বংশধরগণ। ̃ সম্ভাবনা বি. সন্তানের জন্ম হওয়ার সম্ভাবনা, অন্তঃসত্ত্বা অবস্হা। ̃ হীন বিণ. নিঃসন্তান, সন্তান নেই এমন। স্ত্রী. ̃ হীনা। সন্তানোচিত বিণ. সন্তানের পক্ষে উপযুক্ত বা করণীয়। সন্তানোত্-পাদন বি. সন্তানের জন্মদান। 54)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227924
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839840
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098897
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916356
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856850
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719468
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us