Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিধবা। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অম্বু
(p. 59) ambu বি. জল। [সং. অম্ব + উ]। ̃ জ বিণ. জল থেকে বা জলে জন্ম হয়েছে এমন। বি. পদ্ম; শঙ্খ। ̃ জা বি. স্ত্রী. 1 পদ্মিনী; 2 লক্ষ্মী। ̃ দ বিণ. জল দেয় এমন। বি. মেঘ। ̃ ধি, ̃ .নিধি বি. সমুদ্র। ̃ .বাচি, ̃ .বাচী বি. জ্যৈষ্ঠ সংক্রান্তির পর অর্থাত্ আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে মিথুন রাশিতে সূর্য যখন আর্দ্রা নক্ষত্রের প্রথম পাদ ভোগ করে সেই তিথি (এইসময় হিন্দু বিধবারা অগ্নিপক্ক অর্থাত্ আগুনে পাক-করা কোনো খাদ্য গ্রহন করে না)। ̃ .বাসী (-সিন্) বিণ. জলে বাস করে এমন, জলচর। ̃ .বাহ, ̃ .বাহী (-হিন্) বিণ. জল বহন করে এমন। বি. মেঘ। ̃ .বিম্ব বি. জলের বুদবুদ। 8)
ইদ্দত
(p. 114) iddata বি. (মুস.) বিধবা হওয়ার পরে বা তালাক পাওয়ার পরে যে শাস্ত্রবিহিত সময় পার না হলে মুসলমান স্ত্রীলোকের পুনর্বিবাহ নিষিদ্ধ। [আ. ইদ্দত্]। 24)
একাদশী
(p. 145) ēkādaśī বিণ. একাদশ অর্থাত্ এগারো বত্সর বয়স্কা। বি. তিথিবিশেষ (এই তিথিতে বিশেষত হিন্দু বিধবাদের উপবাস পালনীয়)। [সং. একাদশ + ঈ]। 3)
এয়ো
(p. 148) ēẏō বি. বিণ. সধবা রমণী, সধবা (এই উত্সবে পাড়ার এয়োরা সবাই এলেন)। [সং. অবিধবা]। ̃ তি1 বি. সধবার অবস্হা; হিন্দু সধবার চিহ্ন অর্থাত্ শাঁখা, সিন্দুর। ̃ তি2 বিণ. বি সধবা। এয়ো-স্ত্রী বি. সধবা নারী। 26)
কড়ে
(p. 159) kaḍ়ē বিণ. কনিষ্ঠ; ছোট, ক্ষুদ্র (কড়ে আঙুল)। [সং. কনীয়স্-কনিষ্ঠ; হি. কনেঠ]। কড়ে আঙুল মানুষের হাতের বা পায়ের সবচেয়ে ছোট আঙুল। কড়ে রাঁড়ি অল্পবয়স্কা বিধবা। 16)
কাঁচা
(p. 174) kān̐cā বিণ. 1 অপক্ব (কাঁচা ফল); 2 আরাঁধা, অসিদ্ধ (কাঁচা মাংস); 3 অদগ্ধ (কাঁচা ইট); 4 মাটির তৈরি (কাঁচা বাড়ি, কাঁচা রাস্তা); 5 কোমল, কচি (কাঁচা ঘাস); 6 তরুণ (কাঁচা বয়স); 7 অপরিণত (কাঁচা বুদ্ধি); 8 অপটুভাবে কৃত (কাঁচা লেখা, কাঁচা কাজ); 9 অদক্ষ, আনাড়ি (অঙ্কে কাঁচা, কাঁচা হাতের কাজ); 1 সাময়িক, পরিবর্তিত হতে পারে এমন (কাঁচা রসিদ, কাঁচা কথা); 11 প্রাথমিক খসড়া (কাঁচা খাতা); 12 পাকা বা স্হায়ী নয় এমন, টেকে না এমন (কাঁচা রং); 13 অমিশ্র, বিশুদ্ধ (কাঁচা সোনা); 14 কালো (কাঁচা চুল); 15 অশুষ্ক (কাঁচা কাঠ); 16 নির্ধারিত বা বিধিবদ্ধ ওজনের চেয়ে কম (কাঁচা সের); 17 সহজলভ্য; নগদ (কাঁচা পয়সা); 18 অতৃপ্ত, অপূর্ণ (কাঁচা ঘুম); 19 কৃষিজাত বা অসংস্কৃত, স্বাভাবিক অবস্হায় রয়েছে এমন (কাঁচা মাল)। ক্রি. সিদ্ধির পথে অগ্রসর হয়েও পরিত্যক্ত হওয়া, পণ্ড হওয়া (বিয়েটা অল্পের জন্য কেঁচে গেছে)। কাঁচা কলা বি. অনাজি কলা. যে কলা কাঁচাই থাকে এবং তরকারি হিসাবে খাওয়া হয়। কাঁচা খিস্তি বি. অত্যন্ত অশ্লীল গালাগাল। ̃ গোল্লা বি. নরম পাকের সন্দেশবিশেষ। ̃ নো ক্রি. 1 কাঁচা করা; 2 পুনরায় পূর্বাবস্হায় নিয়ে যাওয়া; 3 পণ্ড করা। বি. বিণ. উক্ত সব অর্থে। কাঁচা-মাথা বি. তরুণবয়স্কদের মাথা; (আল.) অপরিনত বুদ্ধি (কাঁচামাথার কাজ)। ̃ মাল বি. শিল্পদ্রব্য তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান, raw material. ̃ মিঠে, ̃ মিঠা বিণ. কাঁচা অবস্হাতেও মিষ্টি স্বাদের এমন (কাঁচা-মিঠে আম)। কাঁচা নাড়ি সদ্যপ্রসূতা নারীর দুর্বল হজমের অবস্হা, সদ্যপ্রসূতার হজমের দুর্বলতা। কাঁচা রাঁড়ি বালবিধবা। কাঁচা-সর্দি সর্দির প্রথম অবস্হা, তরল সর্দি। 55)
দাস্যা
(p. 407) dāsyā বি. (স্ত্রী.) 1 শূদ্রার পদবি; 2 শূদ্রবিধবার পদবি। [সং. দাস্যাঃ]। 8)
দেব্যা
(p. 421) dēbyā (বর্ত. অপ্র.) বিধবা ব্রাহ্মণ নারীদের নামের শেষে ব্যবহৃত উপনাম বা পদবিবিশেষ। [সং. দেবী]। 20)
নিকা1,
(p. 459) nikā1, (কথ্য) নিকে বি. 1 মুসলমানদের বিবাহ (নিকানামা); 2 বিধবাবিবাহ; 3 অন্যের তালাক-দেওয়া স্ত্রীকে বিবাহ (নিকার বউ)। [আ. নিকাহ্]। ̃ নামা বি. বিবাহের চুক্তিপত্র। 5)
পতি
(p. 488) pati বি. স্বামী, ভর্তা (পতিপুত্র, ভগিনীপতি); 2 কর্তা, প্রভু, অধীশ্বর (ভূপতি, পৃথিবীপতি); 3 পালক, রক্ষক; 4 পরিচালক, নেতা (দলপতি); 5 সর্বাধ্যক্ষ, প্রধান ব্যক্তি (রাষ্ট্রপতি, সভাপতি)। [সং. √ পা (=পালন করা) + অতি]। পতিং-বরা বিণ. বি. স্বয়ংবরা, নিজেই নিজের পতি নির্বাচনকারিণী। ̃ ঘাতিনী বিণ. (স্ত্রী.) স্বামীর হত্যাকারিণী, স্বামীহন্ত্রী। ̃ ত্ব বি. পতির পদ বা কাজ (পতিত্বে বরণ করা)। ̃ দেবতা বি. পতিরূপ দেবতা। ̃ পরায়ণা বিণ. (স্ত্রী.) পতির প্রতি একান্ত অনুরক্তা। ̃ প্রাণা বিণ. (স্ত্রী.) স্বামীকে নিজের প্রাণস্বরূপ জ্ঞানকারিণী; পতিব্রতা। ̃ বত্নী বিণ. (স্ত্রী.) সভর্তৃকা, সধবা। ̃ ব্রতা বিণ. (স্ত্রী.) পতিসেবাকে পুণ্য ব্রতরূপে গ্রহণকারিণী, সাধ্বী। ̃ মতী বিণ. 1 পতি আছে এমন, সধবা; 2 প্রভুযুক্তা (পতিমতী পৃথ্বী)। ̃ সেবা বি. স্ত্রীকর্তৃক পতির পরিচর্যা। ̃ হীনা বিণ. (স্ত্রী.) স্বামীহীনা; বিধবা। 14)
পুনর্বিবাহ
(p. 523) punarbibāha বি. একবার বিবাহের পর আবার বিবাহ (হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন)। [সং. পুনঃ + বিবাহ]।
পুনর্ভূ
(p. 526) punarbhū বি. 1 বিধবা হওয়ার পর পুনরায় বিবাহিতা নারী; 2 বাগ্দত্তা হওয়ার পর অন্যের সঙ্গে বিবাহিতা নারী। [সং. পুনর্ + √ ভূ + ক্বিপ্]। 4)
বাল
(p. 602) bāla বি. 1 বালক; 2 শিশু (বালক্রীড়া, বালভাষিত)। [সং. √ বল্ + অ]। স্ত্রী. বালা। ̃ কাণ্ড বি. রামায়ণে রামচন্দ্রের বাল্যরচিতবিষয়ক অধ্যায়, রামায়ণের আদিকাণ্ড। ̃ ক্রীড়া বি. শিশুদের খেলা, ছেলেখেলা। ̃ খিল্য বি. আঙুলের মতো ক্ষুদ্রকায় পৌরাণিক ঋষিবিশেষ সংখ্যায় যাঁরা ছিলেন ষাট হাজার। ̃ গোপাল বি. বালক শ্রীকৃষ্ণ। ̃ চর্যা বি. শিশুপালন। ̃ চাপল্য বি. শিশুসুলভ চপলতা। ̃ বাচ্চা বি. ছোটো ছেলেমেয়ে, ছেলেপুলে। [হি. বাল সং. বাল + বাচ্চা]। ̃ বিধবা বি. বালিকা অবস্হায় বিধবা হয়েছে এমন রমণী। ̃ বৈধব্য বি. বালিকাবস্হায় বৈধব্যদশা। ̃ ভোগ বি. বালগোপালের প্রাতঃকালীন ভোগ। ̃ ভোগ্য বিণ. শিশুদের উপভোগের যোগ্য। ̃ শশী (শশিন্) বি. শুক্লপক্ষের দ্বিতীয়ার চাঁদ। ̃ সুলভ বিণ. বালকের পক্ষে বা শিশুর পক্ষে স্বাভাবিক এমন, বালকোচিত। ̃ সূর্য বি. প্রভাতের নবোদিত সূর্য। 61)
বালতি2
(p. 602) bālati2 বি. 1 শিশুসন্তানবতী বিধবা; 2 দরিদ্রা বা দুঃখিনী নারী। [ সং. বালপুত্রিকা]। 64)
বাল্য
(p. 602) bālya বি. ছেলেবেলা, বালকবয়স, সাধারণত ষোলো বত্সর বয়স পর্যন্ত জীবনকাল। [সং. বাল + য]। ̃ কাল বি. শৈশব, বালকবয়স। ̃ প্রণয়, ̃ প্রেম বি. অপ্রাপ্তবয়সে সঞ্জাত প্রেম। ̃ বন্ধু, ̃ সখা, সুহৃত্ বি. বাল্যকাল থেকে যার সঙ্গে বন্ধুত্ব অক্ষুণ্ণ রয়েছে। ̃ বিধবা বি. বালিকা বয়সেই যে রমণী বিধবা হয়েছে। ̃ বিবাহ বি. অপ্রাপ্তবয়সে বিবাহ। ̃ শিক্ষা বি. প্রাথমিক শিক্ষা, শিশুবয়সের প্রথম শিক্ষা। ̃ সঙ্গী, ̃ সহচর বি. বাল্যকালের বন্ধু বা সঙ্গী। বাল্যাবধি ক্রিবিণ. শিশুকাল থেকে, ছেলেবেলা থেকে। বাল্যাবস্হা বি. বালকবয়স, শৈশব। 88)
বিধবা
(p. 616) bidhabā বিণ. বি. পতিহীনা, মৃতভর্তৃকা, যে নারীর স্বামী মৃত। [সং. বি + ধব (স্বামী) + আ]। বি. বৈধব্য। ̃ বিবাহ বি. বিধবা স্ত্রীলোকের পুনর্বিবাহ। 12)
বেওনা
(p. 633) bēōnā বি. সন্তানহীনা এবং (সচ. অসহায়া) বিধবা নারী। [ফা.]। 103)
বৈধব্য
(p. 644) baidhabya বি. বিধবার অবস্হা। [সং. বিধবা + য]। ̃ দশা বি. বিধবার অবস্হা। 38)
যতি2
(p. 723) yati2 বি. বিধবা। [সং. √ যম্ + তি]। 3)
যতী
(p. 723) yatī (-র্তিন) বি. তপস্বী, মুনি, সন্ন্যাসী। বিণ. সংযত (যতীন্দ্র); 2 জিতেন্দ্রিয়। [সং. যত (=সংযম) + ইন্]। যতিনী বি. স্ত্রী. সদাচারপরায়ণা বিধবা। 5)
রণ্ড
(p. 733) raṇḍa বিণ. 1 (ব্যক্তি সম্বন্ধে) সন্তান উত্পাদনে অক্ষম; 2 (বৃক্ষাদি সম্বন্ধে) ফলফুল উত্পাদনে অক্ষম। বি. অফলা গাছ। [সং. √ রম্ + ড। রণ্ডা বিণ. (স্ত্রী.) 1 বন্ধ্যা; 2 বিধবা, রাঁড়। বি. বেশ্যা। 43)
রাঁড়
(p. 738) rān̐ḍ় বি. 1 বিধবা নারী; 2 বেশ্যা; 3 রক্ষিতা, উপপত্নী। [সং. রণ্ডা]। রাঁড়ের বাড়ি বি. বেশ্যালয়। 25)
রাঁড়ি
(p. 738) rān̐ḍ়i বি. বিধবা। [সং. রণ্ডা]। 27)
সাঙা1
(p. 823) sāṅā1 বি. নিম্নজাতির মধ্যে প্রচলিত হিন্দু বিধবাবিবাহবিশেষ। [সং. সঙ্গ]। 26)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535010
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140540
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730798
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942993
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883606
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838500
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696702
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603093

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us