Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিধেয়]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপ্রতি-বিধান
(p. 40) aprati-bidhāna বি. প্রতিবিধান বা প্রতিকারের অভাব, অপ্রতিকার। [সং. ন + প্রতিবিধান]। অপ্রতি-বিহিত বিণ. প্রতিবিধান বা প্রতিকার করা হয়নি এমন। অপ্রতি-বিধেয় বিণ. প্রতিবিধান নেই এমন বা নিবারণ করা যায় না এমন, প্রতিবিধানের অসাধ্য। 67)
অবিধেয়
(p. 48) abidhēẏa বিণ. 1 বিধিসম্মত নয় এমন; অন্যায়; 2 অনুচিত বা অকর্তব্য। [সং. ন + বিধেয়]। 31)
উদ্দেশ্য
(p. 128) uddēśya বিণ. 1 উদ্দেশ করা হয় বা হয়েছে এমন; 2 অভিপ্রেত (ওকথা বলা আমার উদ্দেশ্য ছিল না)। বি. 1 অভিপ্রায়, মতলব, অভিসন্ধি; 2 লক্ষ্য (আগে উদ্দেশ্যটা ঠিক করো); 3 (ব্যাক।) বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় (উদ্দেশ্য ও বিধেয়)। [সং. উত্ + √ দিশ্ + য]। ̃ বিহীন, ̃ হীন বিণ. কোনো লক্ষ্য বা স্হির অভিপ্রায় নেই এমন (উদ্দেশ্যবিহীন ঘোরাঘুরি)। 3)
করণীয়
(p. 167) karaṇīẏa বিণ. 1 করার যোগ্য; করা উচিত এমন; বিধেয় কর্তব্য; করতে হবে এমন; 2 বিবাহ সম্বন্ধের উপযুক্ত। [সং.√ কৃ + অনীয়]। 7)
কর্তব্য
(p. 169) kartabya বিণ. 1 করণীয়; অনুষ্ঠেয়; 2 উচিত, বিধেয়। বি. করণীয় কর্ম ('একা আমি বসে আছি কর্তব্য সাধিতে': রবীন্দ্র)। [সং. √ কৃ + তব্য]। ̃ তা বি. ঔচিত্য (আমার কাজের কর্তব্যতা আমিই স্হির করব)। 4)
কল্প্য
(p. 172) kalpya বিণ. 1 কল্পনাযোগ্য; 2 বচনীয়; 3 বিধেয়। [সং. √ ক্9প্ + ণিচ্ + য]। 39)
কার্য
(p. 186) kārya বি. 1 কাজ, কর্ম; 2 প্রয়োজন (কোন কার্যে এখানে আগমন?); 3 ফল, উপকার (এতে কোনো কার্য দর্শাবে কি?)। বিণ. কর্তব্য, করণীয় (অবশ্যকার্য)। [সং. √ কৃ + য]। ̃ কর, ̃ কারী (কারিন্) বিণ. উপযোগী; ফলদায়ক। স্ত্রী. ̃ করী, ̃ কারিণী। ̃ করতা, ̃ কারিতা বি. উপযোগিতা, প্রয়োজন সাধনের ক্ষমতা। ̃ কলাপ বি. কাজকর্ম, নানাবিধ কাজ। ̃ কারণ সম্বন্ধ বি. কার্য ও তার কারণের মধ্যে আপেক্ষিক সম্বন্ধ। ̃ কাল বি. চাকরি প্রভৃতির ব্যাপ্তিকাল; প্রয়োজন (কার্যকালে বন্ধুদের দেখা পাওয়া যায় না)। ̃ কুশল বিণ. দক্ষ, কর্মণিপুণ। ̃ ক্রম বি. করণীয় কাজের ক্রমানুযায়ী তালিকা, programme. ̃ ক্ষম বিণ. কাজ করতে সমর্থ; কর্মদক্ষ। ̃ গতিকে ক্রি-বিণ. কাজের প্রয়োজনে বা তাগিদে। ̃ ঞ্চাগে অব্য. লিপি, দলিল প্রভৃতির প্রারম্ভিক পাঠবিশেষ, যার অর্থ: কাজের আদেশ দেওয়া হচ্ছে। [সং. কার্যম্ + চ + বাং. আগে]। ̃ ত (বর্জি.) ̃ তঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. ফলত, প্রকৃতপ্রস্তাবে; প্রয়োজনের সময়, কার্যকালে। ̃ পরম্পরা বি. ক্রমানুযায়ী কাজ, কাজের ক্রম। ̃ বশত (বর্জি.) বশতঃ অব্য. ক্রি-বিণ. কার্যানুরোধে, কাজের জন্য। ̃ বাহ বি. সভাসমিতিতে আলোচিত বা নির্বাহিত বিষয়সমুহ, proceeding (স.প.)। ̃ সিদ্ধি বি. অভীষ্টলাভ; সাফল্য। কার্যাকার্য বি. কাজ ও অকাজ; বিধেয় ও অবিধেয় কর্ম। কার্যানুরোধে ক্রি-বিণ. কাজের প্রয়োজনে, কাজের তাগিদে, কাজের দাবিতে; কাজের জন্য। কার্যান্তর বি. ভিন্ন কর্ম, অন্য কাজ। কার্যোদ্ধার বি. কার্যসিদ্ধি, কাজ সম্পাদন, কাজ হাসিল। কার্যোপলক্ষ্যে ক্রি-বিণ. কাজের জন্য, কাজের উদ্দেশ্যে। 18)
বিধাতব্য
(p. 616) bidhātabya বিণ. করণীয়, বিধেয়। [সং. বি + √ ধা + তব্য]। 15)
বিধেয়
(p. 616) bidhēẏa বিণ. 1 বিধিসম্মত, ন্যায়সংগত, উচিত (এ কাজ বিধেয় নয়); 2 করণীয় (বিধেয় কর্মের অনুষ্ঠান); 3 বশীকৃত (বিধেয়াত্মা)। বি. 1 (ব্যাক.) যে বাক্যাংশ সম্বন্ধে কিছু বলা হয় অর্থাত্ ক্রিয়া ও তার সহযোগী শব্দসমূহ, predicate; 2 (দর্শ.) অপরিজ্ঞাত বিষয় বা বস্তু 'অনুবাদ'-এর বিপরীত ('অনুবাদ আগে পিছে বিধেয় স্হাপন': চৈ. চ.)। [সং. বি + √ ধা + য]। বিধেয়ক বি. প্রবর্তনের জন্য বিধানসভায় উপস্হাপিত আইনের খসড়া, bill (স.প.)। 29)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535176
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140637
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730951
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943153
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883662
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838524
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603114

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us