Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিন্দুটি দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অধি-শ্রয়, অধি-শ্রয়ণ
(p. 17) adhi-śraẏa, adhi-śraẏaṇa বি. 1 স্ফটিক ইত্যাদির মধ্য দিয়ে আলোক বিকীর্ণ হলে একটি বিন্দুতে তার কেন্দ্রীভবন, focus; 2 রান্নার জন্য উনুনে (হাঁড়ি) চড়ানো; 3 রান্না, রন্ধন। [সং. অধি+ √ শ্রি+ও, অন]। 94)
অনুভূ
(p. 30) anubhū বি. (জ্যোতি.) গ্রহ-উপগ্রহের বিশেষত চন্দ্রের কক্ষ বা পরিক্রমণপথের যে বিন্দুটি পৃথিবীর নিকটতম, perigee. [সং. অনু + √ ভূ + ধ্বিপ্]। 7)
একাগ্র
(p. 142) ēkāgra বিণ. অনন্যমনা; একনিষ্ঠ; অভিনিবিষ্ট (একাগ্র মনে, একাগ্র চিত্ত)। [সং. এক + অগ্র]। বি. ̃ তা। একাগ্র করা ক্রি. বি. এক বিন্দুতে আনা ('সমস্ত চিত্ত প্রাণপণে একাগ্র করিয়া': শরত্)। 38)
কটাক্ষ
(p. 158) kaṭākṣa বি. 1 অপাঙ্গদৃষ্টি অর্থাত্ দেখার সময় চোখের তারা কোণের দিকে চালনা করা; আড়দৃষ্টি, বাঁকা বা চোরা চাহনি; 2 পরোক্ষভাবে বিরুদ্ধ সমালোচনা বা শ্লেষ (কারও প্রতি কটাক্ষ করা)। [সং. কট + অক্ষি সমাসান্ত]। ̃ পাত বি. বক্রদৃষ্টি; অপাঙ্গদর্শন; শ্লেষ বা বক্রোক্তি; বিন্দুমাত্র নজর। কটাক্ষে ক্রি-বিণ. নিমেষে, অবিলম্বে। 3)
কুবিন্দু
(p. 197) kubindu বি. দর্শকের নিম্নস্হ নভোমণ্ডলের কাল্পনিক সর্বনিম্ন বিন্দু, সর্বোচ্চ বিন্দুর সম্পূর্ণ বিপরীত বিন্দু, nadir (বি. প.)। [সং. কু (পৃথিবী) + বিন্দু]। 27)
কুয়াশা, কুয়াসা
(p. 198) kuẏāśā, kuẏāsā বি. কুজ্ঝটিকা, কুহেলিকা, ভূপৃষ্ঠের কাছাকাছি যে সূক্ষ্ম জলবিন্দুর পুঞ্জ ধোঁয়ার মতো দেখা যায়, fog. [তু. হি. কুহাসা]। 24)
ক্রান্তি
(p. 215) krānti বি. 1 সংক্রমণ; 2 অগ্রগতি; 3 আমূল পরিবর্তন, বিপ্লব; 4 অয়নবৃত্ত; অয়নমণ্ডল (কর্কটক্রান্তি, মকরক্রান্তি); 5 এক কড়ার তিন ভাগের এক ভাগ (কড়াক্রান্তি, ক্রান্তিকিয়া)। [সং. √ ক্রম্ + তি]। ̃ পাত বি. বিষুববৃত্ত ও ক্রান্তিবৃত্ত যে বিন্দুতে পরস্পরকে ছেদ করে, eq uinoctial point. ̃ বলয় বি. বিষুবরেখার প্রায় চল্লিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণে কল্পিত বলয়াকৃতি রেখা। ̃ বৃত্ত, ̃ মণ্ডল বি. অয়নবৃত্ত; সূর্যের আপাত গতিপথ, ecliptic. কড়া-ক্রান্তির হিসাব বি. অতি সূক্ষ্ম হিসাব। ক্রান্তীয় বিণ. সংক্রমণ বা গতি সম্বন্ধীয়। 11)
খমধ্য
(p. 221) khamadhya বি. মাথার ঠিক সোজাসুজি উপরে আকাশে কল্পিত বিন্দুবিশেষ, সুবিন্দু, zenith (বি.প.)। [সং. খ + মধ্য]।
চন্দ্র
(p. 278) candra বি. 1 চাঁদ; 2 (তত্পুরুষ সমাসে শব্দের পরে) শ্রেষ্ঠ বা সুন্দর ও আনন্দজনক ব্যক্তি (কুলচন্দ্র)। [সং. √চন্দ্ + র]। ̃ ক বি. ময়ূরপুচ্ছের অর্ধচন্দ্রকার চিহ্ন। ̃ কর বি. চাঁদের কিরণ, জ্যোত্স্না। ̃ কলা বি. চন্দ্রমণ্ডলের 1/16 অংশ, চাঁদের ষোলো ভাগের এক ভাগ। ̃ কান্ত বি. মণিবিশেষ, চন্দ্রকিরণের স্পর্শে সমধিক দীপ্তিশালী মণি। ̃ কান্তা বি. (স্ত্রী.) 1 চন্দ্রপত্নী; 2 তারকা; 3 জ্যোত্স্না; 4 রাত্রি। ̃ কান্তি বিণ. চাঁদের মতো কান্তিবিশিষ্ট বি. রুপো। ̃ কিরণ বি. জ্যোত্স্না। ̃ কোষ বি. সংগীতের রাগবিশেষ। ̃ গ্রহণ বি. পৃথিবীর ছায়াপাতে চন্দ্রের আচ্ছাদিত হওয়া। ̃ চূড় বি. শিব। ̃ ধর বি. শিব। ̃ পুলি বি. অর্ধচন্দ্রাকৃতি মিঠাইবিশেষ। ̃ প্রভ বিণ. 1 চাঁদের মতো প্রভাবিশিষ্ট; 2 সৌম্যমূর্তি। ̃ প্রভা বি. জ্যোত্স্না। বিণ. (স্ত্রী.) চাঁদের মতো প্রভাবিশিষ্টা। ̃ বংশ বি. চন্দ্র থেকে উত্পন্ন পৌরাণিক রাজবংশ (কৌরব যাদব ইত্যাদি বংশ)। ̃ বদন বিণ. বি. চাঁদের মতো (সুন্দর) মুখ বা মুখবিশিষ্ট, চাঁদমুখ। স্ত্রী. ̃ বদনা। ̃ বিন্দু বি. বিন্দুযুক্ত অর্ধচন্দ্রাকৃতি চিহ্ন; 3 -এই ধ্বনি বা চিহ্ন। ̃ বোড়া বি. ফণাহীন বিষধর সাপবিশেষ। ̃ ভাগা বি. পঞ্জাবের নদীবিশেষ, সিন্ধুর শাখানদী চেনাব। ̃ মণি বি. চন্দ্রকান্তমণি। ̃ মল্লিকা বি. সুপরিচিত ফুলবিশেষ। ̃ মা বি. চাঁদ। ̃ মুখ বি. বিণ. চাঁদের মতো (সুন্দর) মুখ বা মুখবিশিষ্ট। স্ত্রী. ̃ মুখী। ̃ মৌলি বি. শিব। ̃ রেখা, ̃ লেখা বি. 1 চন্দ্রকলা; 2 অপ্সরাবিশেষ; 3 সংস্কৃত ছন্দবিশেষ। ̃ রেণু বি. কাব্যচোর, কুম্ভীলক, plagiarist. ̃ লেখা দ্র চন্দ্ররেখা। ̃ লোক বি. 1 চন্দ্রের উপরিস্হ ভূমি; 2 চন্দ্র-অধিষ্ঠিত পৌরাণিক স্হান। ̃ শালা, ̃ শালিকা বি. চিলেকোঠা। ̃ শেখর বি. শিব। ̃ সম্ভব বি. চন্দ্রের পুত্র, বুধ। ̃ সুধা বি. জ্যোত্স্না। ̃ হার বি. 1 মেখলাবিশেষ; 2 গলার হারবিশেষ। ̃ হাস বি. খড়্গ বা তরবারিবিশেষ। 14)
তিরি
(p. 375) tiri বি. তিন বিন্দুযুক্ত বা ফোঁটাযুক্ত তাস (ইস্কাবনের তিরি)। [ সং. ত্রি]। 143)
তিল
(p. 375) tila বি. 1 তৈলপ্রদ ক্ষুদ্র শস্যবিশেষ, তৈলবীজ (তিলের তেল); 2 গায়ে তিলের মতো ক্ষুদ্র কালো চিহ্নবিশেষ (গালে তিল); 3 এক কড়ার আশি ভাগের এক ভাগ; 4 (আল.) অতি সামান্য পরিমাণ বা অংশ (আমি এক তিলও পাইনি, তাকে এক তিলও বিশ্বাস করি না)। বিণ. বিন্দুমাত্র, অতি সামান্যমাত্র ('তিল ঠাঁই আর নাহি রে': রবীন্দ্র)। [সং. √ তিল্ + অ]। তিলকে তাল করা ক্রি. বি. অতিরঞ্জিত করা, সামান্য জিনিসকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা। তিলধারণের জায়গা না থাক অত্যন্ত ভিড় হওয়া, ঠাসাঠাসি হওয়া (এ ঘরে আর তিলধারণের জায়গা নেই)। তিল তিল করে ক্রি-বিণ. একটু একটু করে; ক্রমে ক্রমে কিন্তু অবিচ্ছিন্নভাবে (দীর্ঘদিন ধরে তিল তিল করে ওই টাকা জমিয়েছি)। ̃ কল্ক বি. তিলের খইল। ̃ কাঞ্চন বি. মাতাপিতার শ্রাদ্ধের জন্য ব্যবহৃত তিল ও যত্সামান্য সোনা। ̃ কুটো বি. তিল বা তিলচূর্ণ দিয়ে প্রস্তুত সন্দেশবিশেষ। ̃ তুলসী, তুলসী-তিল বি. তিল ও তুলসী-হিন্দুদের কাছে পবিত্র বলে বিশুদ্ধ দানের বা নিঃশেষে দানের উপকরণ ('দেই তুলসী তিল দেহ সমর্পিলু: বিদ্যা.)। ̃ পিটালি, ̃ পিটুলি বি. তিল-মিশানো পিটুলির গোলা। ̃ মাত্র, তিলার্ধ, তিলার্ধেক, একতিল বি. অতি সামান্য অংশও (তাকে তিলার্ধ বিশ্বাস করি না)। ক্রি-বিণ. ক্ষণমাত্র; একটুও (সেখানে তিলার্ধ না দাঁড়িয়ে চলে গেল)। তিলে তিলে - তিল তিল করে -র অনুরূপ। 147)
তিলেক
(p. 375) tilēka বি. তিলমাত্র, সামান্য অংশও। বিণ. অত্যল্প, বিন্দুমাত্র (জীবনে তিলেক সুখ পেলাম না)। ক্রি-বিণ. 1 ক্ষণমাত্র, ক্ষণকাল (তিলেক দাঁড়াও); 2 একটুও (তোমাকে সে তিলেক সহ্য করতে পারে না)। [সং. তিল + এক (বাং. সন্ধি)]। 156)
পিরামিড়
(p. 522) pirāmiḍ় বি. 1 জ্যামিতিক আকারবিশেষ যা চতুষ্কোণ ভূমিবিশিষ্ট এবং ক্রমশ উপরের দিকে একটি বিন্দুতে শেষ হয়; 2 (প্রধানত মিশরে) পাথর দিয়ে তৈরি উক্ত আকৃতির উঁচু সমাধিস্তূপবিশেষ। [ইং. pyramid]। 18)
ফোঁটা
(p. 569) phōn̐ṭā বি. 1 তিলক, টিপ (চন্দনের ফোঁটা, ভাইফোঁটা); 2 বিন্দুবত্ তরল পদার্থ (রক্তের ফোঁটা, বৃষ্টির ফোঁটা); 3 বিন্দুর মতো চিহ্ন; 4 তাসের চিহ্ন (তাসের ফোঁটা)। বিণ. অতি ক্ষুদ্র (এক ফোঁটা ছেলে); অতি সামান্য অংশ (এক ফোঁটা ভাতও নেই)। [সং. √ স্ফুট্]। 23)
বসু
(p. 580) basu বি. 1 গণদেবতাবিশেষ, গঙ্গার আট পুত্র; 2 ধন; 3 বাঙালি কায়স্হের পদবিবিশেষ। [সং. √ বস্ + উ]। ̃ কীট বিণ. 1 ধনাকাঙ্ক্ষী; 2 কৃপণ। বি. ভিক্ষুক। ̃ দেব বি. 1 শ্রীকৃষ্ণের পিতা; 2 ধনাধিপতি কুবের। ̃ ধা, ̃ ন্ধরা, ̃ মতী, ̃ মাতা বি. পৃথিবী। ̃ ধারা বি. বিবাহাদি হিন্দু-অনুষ্ঠানে দেওয়ালে আঁকা সিঁদুরবিন্দুসহ ঘিয়ের পাঁচটি বা সাতটি স্রোত। অষ্ট-বসু বি. গঙ্গা ও শান্তনুর অষ্টপুত্র-ভব ধ্রুব সোম বিষ্ণু অনল অনিল প্রত্যুষ প্রভাব। 223)
বিন্দু
(p. 618) bindu বি. 1 ফোঁটা (রক্তবিন্দু); 2 অনুস্বার বা অনুরূপ আকারের চিহ্নবিশেষ (বিন্দুবিসর্গ); 3 (জ্যামি.) দৈর্ঘ্যপ্রস্হ-বেধহীন অবস্হাননির্দেশক চিহ্নবিশেষ; 4 শুক্র (বিন্দুধারণ); 5 কণা বা কণিকা (একবিন্দুও অবশিষ্ট নেই)। [সং. √ বিন্দ্ + উ]। বিন্দুতে সিন্ধুজ্ঞান সামান্য বা অত্যল্প পরিমাণকেই প্রচুর বলে কল্পনা। ̃ বিসর্গ বি. (আল.) 1 অতি সামান্য পরিমাণ; 2 সামান্যতম আভাস (সে এ-ব্যাপারের বিন্দুবিসর্গও জানত না)। ̃ মাত্র বি. সামান্যমাত্র, লেশমাত্র (বিন্দুমাত্র সন্দেহ করেনি)। 20)
ভূমি
(p. 668) bhūmi বি. 1 পৃথিবী; 2 ভূপৃষ্ঠ, মাটি; 3 মেঝে (ভূমিশয্যা); 4 ক্ষেত্র, জমি (নিষ্কর ভূমি, ভূমিহীন প্রজা); 5 আধার (বিশ্বাসভূমি); 6 দেশ (জন্মভূমি); 7 তল, তলা (সপ্তভূমিক অট্টালিকা); 8 (জ্যামি.) ত্রিভূজের শীর্ষবিন্দুর বিপরীত দিকের বাহু, basc. [সং. √ ভূ + মি]। ̃ .কম্প বি. ভূমির অর্থাত্ পৃথিবীর কম্পন। ̃ গর্ভ বি. পৃথিবীর অভ্যন্তর, ভূপৃষ্ঠে নিম্নবর্তী স্হান। ̃ জ বিণ. মাটিতে বা খেতে উত্পন্ন; কৃষিজাতা। ̃ .তল বি. ভূপৃষ্ঠ, মাটির বা জমির উপরিতল, ভূতল। ̃ .দাস বি. অন্যের জমিতে বাধ্যতামূলক ভাবে যে শ্রমিক বেগার খাটে, সার্ফ। ̃ .শয্যা বি. মাটিতে পড়ে যাওয়া, ধরাশায়ী হওয়া; ভূমিরূপ শয্যা। ̃ .সংস্কার বি. চাষের জমির এবং চাষির অবস্হার উন্নতিসাধন। ̃ .সাত্ বিণ. ভূমিতে পতিত; মাটির সঙ্গে মিশে গেছে এমন (ঘরবাড়ি সব ভূমিসাত্ হয়ে গেছে)। 34)
হাফ-টোন
(p. 865) hāpha-ṭōna বি. বিভিন্ন আকারের বিন্দুসহযোগে রচিত আলোকচিত্র। [ইং. half-tone]। 28)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534950
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140488
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730713
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942915
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883585
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838494
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696671
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603089

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us