Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিন্যস্ত]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অবিন্যস্ত
(p. 48) abinyasta বিণ. বিন্যস্ত বা সাজানো নয় এমন, অগোছালো, এলোমেলো (অবিন্যস্ত চুল, অবিন্যস্ত ঘর)। [সং. ন + বিন্যস্ত]। বি. ̃ তা, অবিন্যাস।
অসংস্কৃত
(p. 67) asaṃskṛta বিণ. 1 অশোধিত, অমার্জিত, অপরিমার্জিত; 2 অবিন্যস্ত (অসংস্কৃত কেশপাশ); 3 চূড়াকরণ কর্ণবেধ ইত্যাদি শাস্ত্রীয় সংস্কার হয়নি এমন; 4 সংস্কৃত ভাষা থেকে ভিন্ন। [সং. ন + সংস্কৃত]। অসংস্কৃত বাক্য বি. সংস্কৃত ছাড়া অন্য ভাষায় উক্ত বাক্য; অমার্জিত কথা। 48)
উসকো-খুসকো
(p. 139) usakō-khusakō বিণ. শুকনো ও শ্রীহীন; তেলহীন; রুক্ষ ও অবিন্যস্ত (উসকোখুসকো চেহারা, উসকোখুসকো চুল)। [দেশি]। 18)
ক্যাটালগ
(p. 210) kyāṭālaga বি. সুবিন্যস্ত তালিকা বা সূচি (বইয়ের ক্যাটালগ)। [ইং. catalogue]। 113)
খোলা1, খুলা
(p. 235) khōlā1, khulā ক্রি. 1 উন্মুক্ত করা (দরজা খোলো); 2 বন্ধনমুক্ত করা (জাহাজ খোলা) ; 3 শিথিল করা (খোঁপা খোলা); 4 খসানো, অবিন্যস্ত করা (চুল খোলা); 5 পরিত্যাগ করা, ছাড়া (জামা খোলা); 6 প্রতিষ্ঠা করা, স্হাপন করা (একটা স্কুল খুলেছি); 7 আরম্ভ হওয়া (আজ স্কুল খুলবে); 8 বিকশিত হওয়া, শোভা পাওয়া (তোমার গায়ে জামাটা বেশ খুলেছে) ; 9 আড়ষ্টতা ত্যাগ করা (হাত খুলে খেলো); 1 অকপট হওয়া (মন খুলে কথা বলা); 11 স্খলিত হওয়া (ইট খুলে খুলে পড়ছে)। বি. উক্ত সব অর্থে। বিণ. উক্ত সব অর্থে, এবং বিশেষত উন্মুক্ত; বন্ধনহীন; অকপট (খোলা মন); [বাং. √খুল্ সং. স্খল্ + বাং. আ]। &tilde ;খুলি বিণ. অকপট, স্পষ্ট (খোলাখুলি কথা)। ক্রি-বিণ. অকপটে, স্পষ্টভাবে (একটা কথা তোমাকে খোলাখুলি বলব)। বি. অকপটতা, স্পষ্টতা; বারবার খোলা ও বাঁধা (পঞ্চাশবার এই খোলাখুলি কার ভালো লাগে?)। ̃ নো ক্রি. বি. অন্যকে দিয়ে খুলিয়ে নেওয়া। 6)
গজ2
(p. 236) gaja2 বি. 1 হাতি; 2 দাবা খেলার বল বা ঘুঁটিবিশেষ; 3 শিবের হাতে নিহত অসুরবিশেষ। [সং. √গজ্ + অ]। ̃ কচ্ছপ বি. 1 পুরাণোক্ত দুই সহোদর মুনিকুমার যারা শাপগ্রস্ত হয়ে হাতি ও কচ্ছপের দেহ ধারণ করে পরস্পরের সঙ্গে দীর্ঘকাল লড়াই করতে করতে অবশেষে গরুড়ের হাতে নিহত হয় ; 2 (আল.) দুই বলশালী, স্হূলকায় ও প্রবল প্রতিপক্ষ; 3 (ব্যঙ্গে) অতিকায় ব্যক্তি। গজ-কচ্ছপের লড়াই বি. প্রবল যুদ্ধ; দুই বলশালী প্রতিপক্ষের প্রবল ও দীর্ঘস্হায়ী যুদ্ধ। ̃ কুম্ভ বি. হাতির মাথায় কুম্ভের মতো মাংসপিণ্ড। ̃ গতি বিণ. হাতির মতো ধীর ও গম্ভীর গতিবিশিষ্ট। বি. 1 হাতির গমনভঙ্গি ; 2 সংস্কৃত ছন্দোবিশেষ। ̃ গামী (-মিন্) বিণ. 1 গজে চড়ে যায় এমন; 2 হাতির মতো ধীর ও গম্ভীর গমনভঙ্গি যার। স্ত্রী. ̃ গামিনী। ̃ ঘণ্টা বি. দূর থেকে লোকজনকে সাবধান করে দেবার জন্য হাতির গলায় যে বৃহদাকার ঘণ্টা বেঁধে দেওয়া হয়। ̃ চক্ষু বি. ঈষত্ বাঁকা এবং দেহের তুলনায় ছোট চোখ। ̃ দন্ত বি. 1 হাতির দাঁত, ivory; 2 মানুষের একটি দাঁতের উপরে যে দাঁত ওঠে, উঁচু দাঁত; 3 গণেশ। ̃ পতি বি. 1 শ্রেষ্ঠ হাতি; 2 হাতিদের প্রধান; 3 ওড়িশার প্রাচীন নৃপতিদের উপাধিবিশেষ। ̃ বীথি বি. হাতিদের সুবিন্যস্ত ও সুশৃঙ্খল শ্রেণি। ̃ ভুক্ত-কপিত্থ-বত্ অব্য. ক্রি-বিণ. ভিতরে সারবস্তু কিছুই অবশিষ্ট নেই এইভাবে; অন্তঃসারহীনভাবে; গজ নামের ক্ষুদ্র কীটে খাওয়া কয়েতবেল যেমন বাইরে অটুট কিন্তু ভিতরে অন্তঃসারশূন্য, সেইরকম। ̃ মোতি, ̃ মুক্তা বি. হাতির মাথায় যে মুক্তা জন্মে বলে প্রবাদ আছে। গজাজিন বি. গজাসুরের চামড়া, শিবের পরিধেয়। গজানন বি. যার মুখ হাতির মতো, গণেশ। গজানীক বি. গজারোহী সৈন্যদল। গজারি বি. 1 হাতির শত্রু সিংহ; 2 গজাসুরের হন্তা শিব ; 3 গাছবিশেষ। গজারূঢ় বিণ. হাতির পীঠে চড়ে আছে এমন। গজারোহী বি. বিণ. হাতির পিঠে আরোহণ করে আছে যে (গজারোহী রাজা)। 14)
গুছা, গোছা
(p. 250) guchā, gōchā ক্রি. 1 সাজানো, সুবিন্যস্ত করা (জিনিসপত্র গোছাও, সব কথা গুছিয়ে বলা যাবে না); 2 সংস্হান করা, সংগ্রহ করা, ব্যবস্হা করা (ঘর গুছিয়ে নিয়েছে); 3 হাসিল করা (কাজ গুছিয়ে নিয়েছে)। ̃ নো ক্রি. গুছা, গোছা। বি. উক্ত অর্থে। বিণ. গুছিয়ে রাখা হয়েছে এমন (গোছানো সংসার); গুছিয়ে রাখতে অভ্যস্ত। ̃ নে বিণ. গুছিয়ে রাখতে অভ্যস্ত। 36)
গোছালো
(p. 256) gōchālō বিণ. 1 সুবিন্যস্ত, সুশৃঙ্খলভাবে স্হাপিত (গোছালো সংসার); 2 শৃঙ্খলার সঙ্গে বা পরিপাটিভাবে কাজ করে এমন (গোছালো স্বভাবের মানুষ)। [বাং. গোছ + আলো (যুক্তার্থে)]। 66)
গোল-মাল
(p. 256) gōla-māla বি. 1 বহু লোকের মিলিত চিত্কার, হট্টগোল (ওখানে এত গোলমাল কীসের?); 2 বিশৃঙ্খলা (তুমি কাজে হাত দিয়েই তো সব গোলমাল করে ফেলেছ); 3 বিঘ্ন; হাঙ্গামা (এখন এই গোলমাল থেকে উদ্ধার কী করে পাব?)। [হি. গোলমাল]। গোল-মেলে বিণ. 1 জটিল; 2 বিশৃঙ্খল (গোলমেলে ব্যাপার); 3 অবিন্যস্ত, অসংলগ্ন, এলোমেলো। 146)
গ্রথন, গ্রন্হন, গ্রন্হনা
(p. 261) grathana, granhana, granhanā বি. 1 গাঁথা, গাঁথনি; 2 রচনা; 3 বিন্যাস। [সং. √গ্রন্হ্ + অন, + আ]। গ্রথিত. গ্রন্হিত বিণ. 1 গাঁথা হয়েছে এমন; 2 রচিত; 3 সাজানো বা বিন্যস্ত। 42)
জটা
(p. 312) jaṭā বি. 1 বিশৃঙ্খলভাবে জড়ানো বা চাপ খাওয়া কেশরাশি, জট; 2 কেশর; 3 গাছের ঝুরি (বটের জটা)। [সং. √ জট (পরস্পর লগ্ন) + অ + আ]। ̃ জাল, ̃ জূট বি. জটারাশি; লম্বিত অবিন্যস্ত কেশরাশি। ̃ ধর, ̃ ধারী (-রিন্), ̃ জূট-ধারী বিণ. মাথায় জটা আছে এমন (জটাজূটধারী সন্ন্যাসী)। বি. জটাধারী শিব। ̃ মাংসী বি. ছোট গুল্মজাতীয় গাছ থেকে প্রস্তুত মলমের মতো সুগন্ধ দ্রব্যবিশেষ। ̃ ল বিণ. জটাযুক্ত। 20)
ঠিক
(p. 350) ṭhika বিণ. 1 যথার্থ, সত্য (ঠিক কথা, খবরটা ঠিক নয়); 2 স্হির (এখনও কিছু ঠিক হয়নি); 3 নির্ধারিত (দিন ঠিক করা); 4 নির্ভূল (অঙ্কটা ঠিক হয়েছে); 5 অবিকল, কমবেশি নয় এমন (ঠিক দুমাস); 6 উপযুক্ত (ঠিক লোকের কাছেই গেছে); 7 দোষমুক্ত, নির্দোষ (ঠিক পথে চলবে); 8 প্রস্তুত (জামাকাপড় পরে ঠিক হয়ে আসি); 9 বিন্যস্ত, পরিপাটি, গোছালো (চূলটা ঠিক করে নাও, কাপড়টা ঠিক করো); 1 বিবেচিত, পরিগণিত (তাকে কি পণ্ডিত বলে ঠিক করেছ?); 11 জব্দ, ঢিট (মেরে ঠিক করে দাও)। বি. 1 স্হিরতা (বিয়ের এখনও ঠিক নেই); 2 সুস্হতা (মাথার ঠিক নেই); 3 সত্যতা (কথার ঠিক নেই); 4 যোগ, সমষ্টি (ঠিক দিয়ে দেখো)। ক্রি-বিণ. নিশ্চিন্তভাবে, নিশ্চয় (ঠিক বলছি, ঠিক যাব)। [সং. স্হিত ঠিঅ ঠিক]। ̃ ঠাক বিণ. অবিকল, যথাযথ, পাকাপাকিভাবে স্হিরীকৃত। ঠিক ঠিক বিণ. যথার্থ, সত্য; পুরোপুরি ঠিক। ক্রি-বিণ. ঠিক করে, ঠিকভাবে। ̃ ঠিকানা বি. 1 নিশ্চয়তা, স্হিরতা (কী করে বসবে তার ঠিকঠিকানো নেই); 2 সন্ধান, নির্দিষ্ট বাসস্হান। ̃ মতো বিণ. ক্রি-বিণ. নির্ভূল; নির্ভূলভাবে, যথাযথভাবে (ঠিকমতো দেখে বলো)। ঠিক দেওয়া ক্রি. বি. যোগ দেওয়া, যোগ করা। ঠিকে ভুল বি. যোগে ভুল; বিচারে বা সিদ্ধান্তে ভূল। 33)
দোপাট্টা
(p. 421) dōpāṭṭā বিণ. 1 দুই ভাগে বিভক্ত; দুই স্তরে বিন্যস্ত (দোপাট্টা দাড়ি); 2 মাঝে লম্বালম্বি জোড়া দেওয়া হয়েছে এমন (দোপাট্টা চাদর)। [হি. দো + বাং. পাট্টা ( হি. পট্টা)]। 89)
নিবদ্ধ
(p. 461) nibaddha বিণ. 1 বদ্ধ, আবদ্ধ (মূর্তিতে নিবদ্ধ দেবতা); 2 আটকানো, সংলগ্ন; 3 পরিহিত; 4 নিবেশিত (কাহিনীর মধ্যে ইতিহাস নিবদ্ধ); 5 নিবিষ্ট, স্হাপিত, স্হির করে রাখা হয়েছে এমন (নিবদ্ধ দৃষ্টি); 6 গ্রথিত, বিন্যস্ত (ধারানিবদ্ধ)। [সং. নি + √ বন্ধ্ + ত]। নিবদ্ধী-করণ বি. রেজিস্ট্রিভুক্তকরণ, registration (স.প.)। 57)
নিবিষ্ট
(p. 461) nibiṣṭa বিণ. 1 গভীর মনোযোগযুক্ত, একাগ্র, অভিনিবেশযুক্ত (নিবিষ্ট মনে চিন্তা করা); 2 মগ্ন (ধ্যাননিবিষ্ট); 3 বিন্যস্ত; 4 প্রবিষ্ট (মনকে নিবিষ্ট করা)। [সং. নি + √ বিশ্ + ত]। স্ত্রী. নিবিষ্টা। বি. ̃ তা। 76)
নিবেশ
(p. 461) nibēśa বি. 1 স্হাপন, বিন্যাস (মনোনিবেশ); 2 শিবির (সেনানিবেশ); 3 স্হান; 4 অবস্হান, বাসস্হান; 5 প্রবেশ; 6 উপবেশন; 7 মনোযোগ (অভিনিবেশ)। [সং. নি + √ বিশ্ + অ]। ̃ ক বিণ. নিবেশকারী; স্হাপক; গ্রন্হভুক্তকারী, recorder (স.প.)। ̃ ন বি. স্হাপন; প্রবেশ; গৃহ; স্হান; গ্রন্হভুক্তকরণ, recording (স. প.)। নিবেশিত বিণ. স্হাপিত, বিন্যস্ত; প্রবেশিত; সংক্রামিত। 82)
পরি-পাটি
(p. 498) pari-pāṭi বি. 1 সুবিন্যাস; 2 শৃঙ্খলা; 3 নৈপুণ্য। বিণ. 1 সুবিন্যস্ত (পরিপাট পোশাক); 2 সুশৃঙ্খল (পরিপাটি কাজকর্ম, পরিপাটি সংসার); 3 নিপুণ (পরিপাটিরূপে সাজানো, পরিপাটি অভিনয়)। [সং. পরি + পাটি1]। 30)
প্রক্ষেপ
(p. 537) prakṣēpa বি. 1 নিক্ষেপ; 2 অন্তরে স্হাপন; 3 বিন্যাস; 4 রচনার মধ্যে লেখক ভিন্ন অন্য কারও দ্বারা সন্নিবেশিত অংশ, interpolation. [সং. প্র + √ ক্ষিপ্ + অ]। প্রক্ষিপ্ত বিণ. নিক্ষিপ্ত; অন্তরে স্হাপিত; বিন্যস্ত; রচনার মধ্যে লেখক ভিন্ন অন্য কারও দ্বারা সন্নিবেশিত, interpolated (প্রক্ষিপ্ত শ্লোক)। ̃ ক বিণ. বি. প্রক্ষেপকারী। ̃ ণ বি. প্রক্ষিপ্ত করা। ̃ ণীয় বিণ. প্রক্ষেপযোগ্য। 20)
বংশ2
(p. 572) baṃśa2 বি. 1 পুরুষপরম্পরা (বংশানুক্রমে); 2 কুল, গোষ্ঠী, গোত্র (একই বংশের সন্তান); 3 সন্তানসন্ততি (বংশরক্ষা, নির্বংশ)। [সং. √ বম্ + শ]। ̃ কৌলীন্য বি. বংশমর্যাদা, উঁচু বংশের গৌরব। ̃ গত বিণ. পুরুষানুক্রমে প্রাপ্ত (বংশগত রোগ); বংশের বৈশিষ্ট্যস্বরূপ। ̃ গতি বি. বংশানুক্রমে দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যের সংক্রমণ, heredity (বি. প.)। ̃ চরিত বি. বংশের ইতিহাস। ̃ চ্যুত বিণ. বংশ থেকে বিচ্যুত। ̃ জ বিণ. 1 বংশে জাত; 2 সদ্বংশীয়; 3 কুলভ্রষ্ট কুলীন, মৌলিক। ̃ তিলক বি. বিণ. বংশের গৌরব বা গৌরবস্বরূপ। ̃ ধর বি. যে কুলের অস্তিত্ব বজায় রাখে, বংশের পরবর্তী সন্তান; সন্তান। ̃ নাশ ̃ ক্ষয়, ̃ ধ্বংস বি. বংশের অবলুপ্তি। ̃ পরম্পরা বি. বংশের ধারা। ̃ বৃদ্ধি বি. বংশের সন্তানদের জন্ম; বংশধরদের সংখ্যাবৃদ্ধি। ̃ মর্যাদা বি. বংশের ঐতিহ্য অনুযায়ী প্রাপ্য সম্মান, আভিজাত্য। ̃ রক্ষা বি. সন্তানের জন্মদান করে বংশকে অব্যাহত রাখা। ̃ লোপ - বংশনাশ -এর অনুরূপ। ̃ লতা বি. শাখাপ্রশাখাক্রমে বিন্যস্ত বংশতালিকা। বংশে বাতি দেওয়া ক্রি. বি. 1 মৃত পিতৃপুরুষদের আত্মার মঙ্গল কামনায় কার্তিক মাসের পিতৃপক্ষে আকাশপ্রদীপ জ্বালা; 2 (আল.) বংশধররূপে বংশ বাঁচিয়ে রাখা। 15)
বদ্ধ
(p. 575) baddha বিণ. 1 বাঁধা, আবদ্ধ (নিয়মবদ্ধ); 2 গ্রথিত (বদ্ধকবরী); 3 রুদ্ধ, বন্ধ (বদ্ধদ্বার); 4 আটক, বন্দি (সংসারবন্ধনে বদ্ধ); 5 অবরুদ্ধ (বদ্ধজলা, বদ্ধস্রোত); 6 যুক্ত (বদ্ধাঞ্জলি); 7 বিন্যস্ত (লিপিবদ্ধ); 8 দৃঢ়, অপরিবর্তনীয় (বদ্ধমূল, বদ্ধধারণা); 9 সম্পূর্ণ, নিরেট (বদ্ধপাগল)। [সং. √ বদ্ধ্ + ত]। ̃ দৃষ্টি বি. স্হির বা অনিমেষ দৃষ্টি বা লক্ষ্য। বিণ. স্হির দৃষ্টিসম্পন্ন। ̃ পরিকর বিণ. 1 কোমর বা কটিবন্ধ বেঁধেছে এমন; 2 দৃঢ়প্রতিজ্ঞ। ̃ মুষ্টি বিণ. মুষ্টি দৃঢ় করেছে এমন। ̃ মূল বিণ. শিকড় মাটিতে শক্তভাবে নিহিত হয়ে আছে এমন; দৃঢ়, বিচ্যুত করা যায় না এমন (ধারণা হৃদয়ে বদ্ধমূল)। ̃ মৌন বিণ. কথা বলে না এমন, মৌনাবলম্বী। বদ্ধাঞ্জলি বিণ. অঞ্জলিবদ্ধ, দুই হাত যুক্ত করে রয়েছে এমন। 55)
বিছা2
(p. 611) bichā2 ক্রি. বিছানো (চাদর বিছাও)। [ সং. বি +√ স্তৃ + বাং. আ-তু. হি. বিস্তারা]। ̃ নো ক্রি. বি. 1 বিস্তার করা, পাতা (মাদুর বিছানো); 2 ছড়ানো, বিন্যস্ত করা (কাঁকর বিছানো)। বিণ. উক্ত সব অর্থে (কাঁকর বিছানো পথ)। 20)
বিনি-বেশ
(p. 618) bini-bēśa বি. সংস্হাপন, বিন্যাস (অঙ্গুলি-বিনিবেশ, চরণবিনিবেশ)। [সং. বি + নি + √ বেশি + অ]। বিনি-বেশিত বিণ. স্হাপিত, বিন্যস্ত (দুই বাহু স্কন্ধে বিনিবেশিত)। 2)
বিন্যস্ত
(p. 618) binyasta দ্র বিন্যাস। 23)
বিন্যাস
(p. 618) binyāsa বি. 1 সুশৃঙ্খলভাবে স্হাপন বা রক্ষণ; 2 সুন্দরভাবে বা পরিপাটিভাবে রচনা বা সজ্জা (শব্দবিন্যাস, কেশবিন্যাস)। [সং. বি + নি + √ অস্ + অ]। বিন্যস্ত বিণ. সুশৃঙ্খলভাবে স্হাপিত বা রচিত (সুবিন্যস্ত বেশবাস, সুবিন্যস্ত যুক্তিপরম্পরা)। 24)
বিশৃঙ্খল
(p. 627) biśṛṅkhala বিণ. 1 শৃঙ্খলাহীন, নিয়মশূন্য, অরাজক (দেশের বিশৃঙ্খল অবস্থা, তাদের অফিসে এখন বিশৃঙ্খল অবস্থা); 2 বিপর্যস্ত, অবিন্যস্ত, এলোমেলো (জিনিসপত্র সব বিশৃঙ্খল অবস্থায় রয়েছে)। [সং. বি (বিগত) + শৃঙ্খলা]। বি. ̃ তা, বিশৃঙ্খলা। 10)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535202
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140655
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730970
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943156
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883665
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838531
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696743
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603117

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us