Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিভ্রম। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্ষি
(p. 4) akṣi বি. চক্ষু, নেত্র, চোখ। [সং. √ অক্ষ্+ই়]। ̃ কূট, ̃ কূটিক বি. চোখের তারা। ̃ কোটর বি. চোখের খোল, orbit, socket of the eye, ̃ গত বিণ. 1 নয়নগোচর, দৃষ্টিগোচর; 2 শত্রু। ̃ .গোলক বি. চোখের ভিতরের সমস্ত বর্তুল বা গোল অংশ, eyeball. ̃ তারকা, ̃ তারা বি. চোখের তারা। ̃ পক্ষ্ম বি. চোখের পাতার লোম, eyelash. ̃ পট বি. অক্ষিগোলকের পিছন দিকের অতি সূক্ষ্ম ঝিল্লি বা পরদা, retina, ̃ পটল বি. চোখের ছানি, coat of the eye, ̃ পুট বি. চোখের পাতা, eyelid. ̃ বিভ্রম বি. দৃষ্টিভ্রম, চোখের ভুল; মরীচিকা, optical illusion. ̃ শালাক্য বি. চোখের অস্ত্রোপচারবিদ্যা (স.প.)। 36)
আলেয়া
(p. 106) ālēẏā বি. 1 (সাধারণত রাতে) জলাভূমিতে দৃষ্ট জ্বলন্ত গ্যাস যাতে প্রায়ই পথিকের পথভ্রম ঘটে, will-o-the-wisp; 2 (আল.) বিভ্রান্তিকর বস্তু, প্রহেলিকা। আলেয়ার আলো (আল.) মিথ্যা মায়া। 57)
উচ্চারণ
(p. 119) uccāraṇa বি. 1 কথন, বলা; 2 মুখ দিয়ে শব্দ করা; 3 বাচনভঙ্গি। [সং. উত্ + √ চারি + অন]। ̃ বিভ্রাট বি. বিকৃত বা ভুল উচ্চারণ, উচ্চারণের ভুল। ̃ স্হান মুখমণ্ডলের যে অংশ দ্বারা ধ্বনি উচ্চারণ করা হয়, place of articulation. উচ্চারণীয়, উচ্চার্য বিণ. বলার বা উচ্চারণ করার যোগ্য (সেকথা উচ্চার্য নয়); উচ্চারণ করতে হবে এমন। উচ্চারা ক্রি. উচ্চারণ করা ('উচ্চারিবে সবে')। উচ্চারিত বিণ. বলা বা উচ্চারণ করা হয়েছে এমন। উচ্চার্য-মাণ বিণ. উচ্চারণ করা হচ্ছে এমন। 43)
ঘুলা
(p. 270) ghulā ক্রি. 1 নেড়ে ঘোলা করা বা ঘোলা হওয়া; 2 আলোড়িত করা বা হওয়া ; 3 মিশিয়ে দেওয়া বা মিশে যাওয়া; 4 জটিল করা বা হওয়া; 5 বিভ্রান্ত করা বা হওয়া (বুদ্ধি ঘুলিয়ে যাওয়া, বুদ্ধি ঘুলিয়ে দেওয়া)। [তু. হি. ঘুলনা]। ̃ নো ক্রি. বি. ঘুলা। বিণ. উক্ত সব অর্থে। 11)
চিকিত্সা
(p. 281) cikitsā বি. রোগনিরাময়ের জন্য ওষুধপত্রের ব্যবস্হা। [সং. √কিত্ + সন্ + আ]। ̃ ধীন বিণ. চিকিত্সিত হচ্ছে এমন। ̃ লয় বি. যেখানে চিকিত্সা করা হয় বা রোগনিরাময়ের ব্যবস্হা করা হয়, ডাক্তারখানা; হাসপাতাল। চিকিত্সক বি. চিকিত্সাকারী, বৈদ্য, ডাক্তার। চিকিত্সনীয়, চিকিত্ স্য বিণ. চিকিত্সার যোগ্য; চিকিত্সা করা চলবে বা করতে হবে এমন। ̃ বিভ্রাট, ̃ সংকট বি. বহু চিকিত্সককে দিয়ে চিকিত্সার ফলে কিংবা ভুল চিকিত্সার ফলে উদ্ভুত সংকট। চিকিত্সিত বিণ. চিকিত্সা করা হয়েছে এমন।
চিত্ত
(p. 288) citta বি. মন, হৃদয়, অন্তঃকরণ। [সং. √চিত্ + ত]। ̃ ক্ষোভ বি. মনের ক্ষোভ বা দুঃখ। ̃ চাঞ্চল্য বি. মনের চঞ্চলতা বা বিকার। ̃ চোর বি. মনোহরণকারী, প্রেমিক। ̃ দমন বি. আত্মসংযম, মনকে সংযত করা। ̃ দাহ বি. মনের জ্বালা, মর্মযন্ত্রণা। ̃ নিরোধ বি. বাহ্য বিষয় থেকে মনকে নিবৃত্ত করা। ̃ প্রসাদ বি. প্রফুল্লতা, সন্তোষ; মনের আনন্দ। ̃ বিকার বি. মনের বিকৃতি বা নৈতিক অবনতি। ̃ বিক্ষেপ বি. 1 ভিন্ন বিষয়ে আকৃষ্ট হবার ফলে মনোযোগের হানি; 2 যোগে ব্যাঘাতসৃষ্টিকারী মানসিক চাঞ্চল্য। ̃ বিনোদন বি. মানসিক প্রফুল্লতাবিধান, মনকে আনন্দদান। ̃ বিভ্রম বি. মনের বিমূঢ়তা, বুদ্ধিভ্রংশ। ̃ বৃত্তি বি. মনের ধর্ম ক্রিয়া বা প্রকৃতি। ̃ বৈকল্য বি. মনের বিকার; নৈতিক অবনতি; কর্তব্যনির্ণয়ে অক্ষমতা। ̃ ভ্রংশ বি. মনের বিকার; স্মৃতিশক্তির লোপ, মানসিক শক্তির নাশ। ̃ রঞ্জন বি. চিত্তবিনোদন, মনের আনন্দসাধন। বিণ. মনে আনন্দ দেয় এমন। ̃ রঞ্জিনী বৃত্তি বি. মনের যে আনন্দদায়ক প্রকৃতি মানুষকে সৌন্দর্য ও রস উপভোগে প্রবৃত্ত করায়। ̃ শুদ্ধি বি. মনের পাপ মালিন্য বা কু-ভাব দূর করে মনকে নির্মল করা। ̃ স্হৈর্য বি. মানসিক অচঞ্চলতা; উদ্বেগহীনতা। ̃ হারী (-রিন্) বিণ. মন-ভুলানো, চিত্তাকর্ষক। চিত্তাকর্ষক বিণ. 1 মনোহর; 2 কৌতূহল জাগায় এমন। চিত্তোন্নতি বি. মানসিক উন্নতি, চিত্তবৃত্তির উন্নতি। 41)
ঝলক
(p. 334) jhalaka বি. 1 দমক, কোনোকিছুর যতটুকু অংশ একবারে উত্ক্ষিপ্ত হয় বা ছড়িয়ে পড়ে (এক ঝলক আলো, এক ঝলক রক্ত); 2 তীব্র আলোকের জন্য দৃষ্টিবিভ্রম ('চোখে আমার ঝলক লাগে': রবীন্দ্র); 3 উদ্ভাস (রূপের ঝলক, সুরের ঝলক)। [সং. জ্বলকা-তু. প্রাকৃ. ঝলক্ক]। ঝলকা বি. ঝলক -এর অনুরূপ। ঝলকানি বি. ঝমমকানি, তীব্র আলোকের দীপ্তি বা আকস্মিক আবির্ভাব। ঝলকানো ক্রি. বি. ঝলকে ঝলকে ছড়িয়ে পড়া; ঝকমক্ করা। ঝলকিত বিণ. উজ্জ্বল আলোকে উদ্ভাসিত; ঝকমকে। 43)
দৃষ্টি
(p. 418) dṛṣṭi বি. 1 দর্শন, দেখা, অবলোকন (দৃষ্টিপাত, দৃষ্টিভ্রম, দৃষ্টিকোণ); 2 দৃষ্টিশক্তি, দেখার ক্ষমতা (দৃষ্টিহীন); 3 জ্ঞান, বোধ (স্হূলদৃষ্টি); 4 চক্ষু, যে ইন্দ্রিয় দুয়ে দেখা হয়; 5 নজর, লক্ষ্য (এদিকে একটু দৃষ্টি দাও); 6 কুনজর (আমার সৌভাগ্যে দৃষ্টি দিয়ো না)। [সং. √ দৃশ্ + তি]। ̃ কটু বিণ. দেখতে খারাপ লাগে এমন (দৃষ্টিকটু চালচলন, দৃষ্টিকটু পোশাক)। ̃ কৃপণ বিণ. বেশি খরচ করতে বা দান করতে অনিচ্ছুক, ছোট নজরওয়ালা। ̃ কোণ বি. 1 সূক্ষ্মভাবে দেখার দিক; 2 বিচার বা বিশ্লেষণ করার ভঙ্গি, দৃষ্টিভঙ্গি, point of view (বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা)। ̃ ক্ষুধা বি. প্রকৃত ক্ষুধা না থাকা সত্ত্বেও খাবার দেখে খাওয়ার লোভ। ̃ গোচর বিণ. দেখা যায় এমন, দৃষ্টিপথে এসেছে এমন (অপরের দোষ সহজেই তার দৃষ্টিগোচর হয়)। ̃ নন্দন বিণ. দেখতে সুন্দর এমন; যা দেখলে আনন্দ হয়। ̃ পথ বি. যতদূর পর্যন্ত দেখা যায়। ̃ পাত বি. দৃষ্টিনিক্ষেপ, দেখা, অবলোকন। ̃ ভঙ্গি বি. দেখবার বা আলোচনা করার রীতি বা ধরন (বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি)। ̃ ভ্রম, ̃ বিভ্রম বি. দেখার ভুল। ̃ শোভন বিণ. দৃষ্টিনন্দন -এর অনুরূপ। ̃ সীমা বি. যতদূর পর্যন্ত দেখা যায় (দৃষ্টিসীমার বাইরে চলে গেল)। ̃ হীন বিণ. দেখার শক্তি নেই এমন, অন্ধ। বি. ̃ হীনতা। 10)
ধাঁধা
(p. 433) dhān̐dhā বি. 1 দৃষ্টিভ্রম, চোখের ভুল (চোখে কেমন যেন ধাঁধা লেগে গেল); 2 ধোঁকা, সংশয়, ধন্দ; 3 দুরূহ সমস্যা, জটিল ব্যাপার; 4 কৌতূহলজনক ও বিদ্ধিবিভ্রমকারী প্রশ্ন, হেঁয়ালি। ক্রি. দৃষ্টিভ্রম জন্মানো বা হওয়া (চোখ ধেঁধে যায়)। [প্রাকৃ. ধন্ধঅ-তু. হি. ধন্ধা]। ̃ নো ক্রি. দৃষ্টিভ্রম জন্মানো, চোখ ঝলসানো; ধাঁধা লাগানো। বি. বিণ. উক্ত সব অর্থে। 22)
বিভ্রম
(p. 621) bibhrama বি. 1 ভ্রান্তি (দৃষ্টিবিভ্রম); 2 (প্রধানত প্রণয়জনিত) মানসিক চাঞ্চল্য বা বিমূঢ়তা; 3 লীলা; 4 বিলাস; 5 শোভা। [সং. বি + ভ্রম]। বিভ্রান্ত বিণ. বিভ্রমযুক্ত; বিমূঢ়। বিভ্রান্তি বি. 1 বিভ্রান্ত ভাব; বিমূঢ়তা; 2 সংশয়, ভ্রান্তি (জনমনে বিভ্রান্তি স়ৃষ্টি করা); 3 ত্বরা। 53)
বিভ্রাট
(p. 621) bibhrāṭa বি. 1 (বাং.) সংকট, আপদ; 2 গোলযোগ, ঝামেলা, ঝঞ্ঝাট; 3 আকস্মিক দুর্ঘটনা। [সং. বিভ্রাট্ (=অলেকারভূষিত)-বাংলায় অর্থান্তরিত। 54)
বিভ্রান্ত, বিভ্রান্তি
(p. 621) bibhrānta, bibhrānti দ্র বিভ্রম। 55)
বেভুল, বেবভুল
(p. 641) bēbhula, bēbabhula বিণ. বিহ্বল, বিবশ, অভিভূত, বিভ্রান্ত। বি. ভুল; সংশয়, বিভ্রান্তি। [ সং. বিহ্বল]। 19)
ভ্রু, ভ্রূ
(p. 674) bhru, bhrū বি. দুই চোখের উপর কিছুটা বাঁকা লোমের গুচ্ছ, ভুরু। [সং √ ভ্রম্ + উ + ঊ]। ̃ কুঞ্চন, ̃ কুটি, ̃ ভঙ্গ, ̃ ভঙ্গি বি. ভুরু কোঁচকানো বা বাঁকানো, বিরক্তি, বিস্ময় অবিশ্বাস প্রভৃতি বোঝাতে দুই ভুরু কোঁচকানো। ̃ ক্ষেপ বি. 1 দৃষ্টিপাত; 2 (আল.) গুরুত্ব দেওয়া, গ্রাহ্য করা (কথাটা শুনেও কোনো ভ্রুক্ষেপই করল না)। ̃ বিলাস, ̃ বিভ্রম বি মনোরম ভ্রুভঙ্গি। ̃ মধ্য বি দুই ভ্রুর মাঝের জায়গা। ̃ লতা বি. লতার মতো সুন্দর দুটি ভ্রু। ̃ সংকেত বি. ভ্রু কুঁচকে ইশারা। 6)
মাথা
(p. 692) māthā বি. 1 মানুষ ও প্রাণীর দেহের যে-উপরিভাগে মুখমণ্ডল চক্ষুকর্ণাদি ইন্দ্রিয় এবং মস্তিষ্ক আছে, মস্তক (মাথা ঠোকা, মাথা নাড়ানো); 2 শীর্ষ, উপরিভাগ, চূড়া (পাহাড়ের মাথায়); 3 আগা, ডগা (আঙুলের মাথায় ব্যাথা); 4 প্রান্ত, আরম্ভস্হল (মোড়ের মাথায়, রস্তার মাথায়); 5 মোড়, বাঁক; 6 নৌকোর অগ্রভাগ বা গলুই; 7 মস্তিষ্ক, বোধশক্তি (অঙ্কে মাথা আছে); 8 প্রধান ব্যক্তি, সর্দার (গাঁয়ের মাথা); 9 ঝোঁক, প্রভাব (রাগের মাথায়); 1 কিছু-না-এই অর্থবোধক উক্তি (তুমি আমার মাথা করবে)। [প্রাকৃ. মত্থঅ সং. মস্তক]। মাথা আঁচড়ানো ক্রি. বি. চিরুনি দিয়ে চুল বিন্যাস করা। মাথা উঁচু করা, মাথা তোলা ক্রি. বি. (আল.) 1 সতেজ হয়ে ওঠা; 2 উন্নতি করা; 3 অভ্যুত্থিত হওয়া; 4 সগৌরবে নিজেকে জাহির করা; 5 বিদ্রোহী হওয়া; 6 বিপদ ইত্যাদি কাটিয়ে ওঠা। ̃ .ওয়ালা বিণ. বুদ্ধিমান। মাথা কাটা ক্রি. বি. 1 বধ বা হত্যা করা; 2 (আল.) অত্যন্ত অপমান করা বা তিরষ্কার করা। মাথা কাটা যাওয়া ক্রি. বি. অত্যন্ত্য লজ্জা পাওয়া; সম্ভ্রমহানি হওয়া। মাথা কেনা ক্রি. বি. সীমাহীন অধিকার পাওয়া; দণ্ডমুণ্ডের কর্তা হওয়া (চাকরি পেয়ে সে যেন সকলের মাথা কিনে রেখেছে)। মাথা কোটা, মাথা খোঁড়া ক্রি. বি. 1 অসহ্য দুঃখকষ্টে অথবা অসহায় অবস্হায় পড়ে ভূমিতে বা দেওয়ালের উপর মাথা ঠোকা; 2 সনির্বন্ধ অনুরোধ করা, নাছোড়বান্দা হয়ে মনতি করা। মাথা খাও মাথার দিব্যি দিচ্ছি-এই অর্থসূচক শপথবিশেষ। মাথা খাওয়া ক্রি. বি. সর্বনাশ করা; উত্সন্নে দেওয়া, বখিয়ে বা বিগড়ে দেওয়া (লাই দিয়ে ছেলের মাথা খেয়েছে)। মাথা খাটানো ক্রি. বি. বুদ্ধি খাটানো, চিন্তা করা। ̃ .খারাপ বিণ. পাগল, অপ্রকৃতিস্হ। মাথা খারাপ করা ক্রি. বি. দুশ্চিন্তা ইত্যাদির জন্য অস্হির বা বিভ্রান্ত হওয়া। মাথা খেলানো ক্রি. বি. বুদ্ধি চালনা করা ̃ .গরম বি. রাগ, ক্রোধ। বিণ. রাগী, ক্রুদ্ধ (মাথাগরম লোক)। মাথা গরম করা ক্রি. বি. ক্রুদ্ধ বা উত্তেজিত হওয়া। মাথা গুলিয়ে দেওয়া, মাথা গুলানো ক্রি. বি. হতবুদ্ধি করা। মাথা গোঁজা ক্রি. কোনোরকমে আশ্রয় নেওয়া বা বাস করা। মাথা ঘষা ক্রি. বি. চুলে সাবান শ্যামপু ইত্যাদি প্রয়োগ করে চুল পরিষ্কার করা। বি. চুলে মাখবার বা কেশতেলে মিশাবার সুগন্ধ মশলাবিশেষ। মাথা ঘামানো ক্রি. বি. (অনর্থক) মস্তিষ্ক চালনা করা বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। মাথা ঘোরা ক্রি. বি. 1 চতুর্দিকে ঘুরছে এমন বোধ হওয়া বা এমন শিরঃপীড়া হওয়া; 2 (আল.) বিহ্বল ও দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। মাথা চাড়া দেওয়া ক্রি. বি. মাথা তোলা -র অনুরূপ। মাথা চুলকানো ক্রি. বি. জবাব-উপায়-সংকল্প ইত্যাদি স্হির করতে না পারার জন্য মাথার মধ্যে আঙুল চালানো। মাথা ঠাণ্ডা করা ক্রি. বি. শান্ত বা প্রকৃতিস্হ হওয়া, উত্তেজনা দূর করা। মাথা ঠিক রাখা ক্রি. বি. (সকল পরিস্হিতিতে) অবিচলিত থাকা, বিচলিত বা উত্তেজিত না হওয়া। মাথা তোলা ক্রি. বি. মাথা উঁচু করা -র অনুরূপ। মাথা দেওয়া ক্রি. বি. 1 জীবন উত্সর্গ করা; 2 কোনো কাজে বা বিষয়ে মনোযোগ দেওয়া। মাথা ধরা ক্রি. বি. মাথার মধ্যে যন্ত্রণা হওয়া। মাথা নিচু হওয়া ক্রি. বি. (আল.) অপমানে বা লজ্জায় অত্যন্ত কুণ্ঠিত বোধ করা বা ক্ষুদ্র বোধ করা মাথা নেই তার মাথা ব্যথা উক্তি অকারণ দুশ্চিন্তা। মাথা নোয়ানো ক্রি. বি. নতি বা অধীনতা স্বীকার করা। ̃ .পাগলা বিণ. পাগলাটে খ্যাপাটে ̃ .পিছু ক্রি বি. জনপ্রতি, প্রত্যেক লোক হিসাবে। মাথা পেতে দেওয়া ক্রি. বি. সম্পূর্ণ মেনে নেওয়া শীরধার্য করা। মাথা বিকানো ক্রি. বি. সম্পূর্ণ বশ্যতা স্বীকার করা। ̃ .ব্যথা বি 1 মাথার মধ্যে যন্ত্রণা; 2 আল. দুশ্চিন্তা; 3 গরজ। ̃ .মুণ্ডু বি. বোধমগ্য বিষয় তার কথার কি কোনো মাথামুণ্ডু আছে, ও-চিঠি মাথামুণ্ডু কিছুই বুঝলাম না। মোটা বিণ. স্হূলবুদ্ধি বোকা মাথামোটা লোক মাথায় ওঠা ক্রি. বি মাধায় চড়া -র অনুরূপ। মাথায় করা ক্রি বি. 1 অত্যন্ত আদর বা প্রশ্রয় দেওয়া; 2 অত্যন্ত সম্মান ভক্তি বা সমাদর করা; 3 উপেক্ষা করা ঝড়বৃষ্টি মাথায় করে বেরিয়ে গেল মাথায় কাঠাল ভাঙা কি. বি ভাঙা দ্রব্য। মাথায় কাপড় দেওয়া ক্রি. বি. মাথায় ঘোমটা দেওয়া। মাথায় খাটো বিণ. বেঁটে খর্বাকৃতি। মাথায় খুন চাপা ক্রি. বি. অত্যন্ত উদ্রেক হওয়া প্রচণ্ড রাগ হওয়া। মাথায় ঘোলা ঢালা দ্র ঘোলা। মাথায় চড়া ক্রি. বি. প্রশ্রয় পায়ে স্পর্ধাযুক্ত ও উদ্ধত হওয়া। মাথায় ঢোকা ক্রি বোধগম্য হওয়া। মাথায় তোলা ক্রি. অত্যাধিক প্রশ্রয় বা লাই দেওয়া। মাথায় মাথায় ক্রি. বিণ. একেবারে সীমা পর্যন্ত সমান-সমান চৌবাচ্চার মাথায় মাথায় জল মাথায় রাখা ক্রি. বি. 1 ভক্তি সম্মান বা আদরযত্ন করা; 2 মনে রাখা বা খেয়াল রাখা ব্যাপারটা মাথায় রেখো কিছু। মাথায় হাত বিস্ময় সর্বনাশ ইত্যাদি কারনে বিমূঢ়তা দাম শুনে তাঁর তো মাথায় হাত। মাথায় হাত বুলানো ক্রি. বি. কৌশলে বা ফাঁকি দিয়ে অপহরণ বা হাসিল করার চেষ্টা করা। মাথার উপর কেউ না থাকা ক্রি. বি. অভিভাবকহীন হওয়া। মাথার খুলি করোটি। মাথার ঘাম পায়ে ফেলা ক্রি. বি. অত্যন্ত পরিশ্রম করা। মাথার ঘি বি. ঘিলু মস্তিষ্ক বুদ্ধি। মাথার ঠাকুর বি অতি শ্রদ্ধেয় ব্যক্তি মাথার ঠিক না থাকা ক্রি. বুদ্ধিভ্রংশ হওয়া। মাথার দিব্যি বি. আমার মাথা খাও অর্থাত্ আমার মৃত্যুর কারণ হও এই শপথ। ̃ লো বিণ মাথাওয়ালা বুদ্ধিমান মাথা হেট হওয়া ক্রি. বি. সম্মানিত হওয়া, অত্যন্ত লজ্জা পাওয়া। 118)
ম্যাজিক
(p. 721) myājika বি. ইন্দ্রজাল, ভেলকি, হাতের কৌশলে বা যান্ত্রিক কৌশলে দৃষ্টিবিভ্রম সৃষ্টির খেলা। [ইং. magic]। 15)
স্মৃতি
(p. 855) smṛti বি. 1 মনে মনে বিগত বিষয়ের পুনরাবৃত্তি বা জ্ঞান, স্মরণ, ধ্যান; 2 স্মরণশক্তি; 3 স্মারকচিহ্ন; 4 বেদবিহিত ধর্মানুযায়ী প্রণীত ধর্মশাস্ত্র; মনু-যাজ্ঞ বল্ক্য ইত্যাদির কৃত ধর্মসংহিতা। [সং. √ স্মৃ + তি]। ̃ কথা বি. স্মৃতির সাহায্যে বর্ণিত অতীত কাহিনি। ̃ কর্তা (-র্তৃ), ̃ কার বিণ. স্মৃতিশাস্ত্ররচয়িতা। ̃ চারণা বি. স্মৃতির বিষয়ীভূত ব্যক্তি বা ঘটনার বর্ণনা। ̃ চিহ্ন বি. স্মারকচিহ্ন। ̃ পট বি. পুরোনো বিষয়ের স্মৃতি। ̃ পথ বি. স্মরণরূপ পথ, স্মরণ। ̃ বার্ষিকী বি. বত্সরান্তে ঠিক একই দিনে মৃত ব্যক্তি বা বিগত ঘটনাদির স্মরণে অনুষ্ঠিত সভা। ̃ বিভ্রম বি. স্মরণশক্তির বিপর্যয়, বিস্মরণ। ̃ বিরুদ্ধ বিণ. ধর্মশাস্ত্রের বিরোধী। ̃ ভাণ্ডার বি. 1 স্মৃতিরক্ষাকল্পে চাঁদা-সংগ্রহ বা ফাণ্ড; 2 স্মরণ করে রাখা বিষয়সমূহ। ̃ ভ্রংশ, ̃ লোপ, ̃ হানি বি. স্মরণশক্তিলোপ। ̃ ভ্রষ্ট বিণ. বিস্মৃত। ̃ মান (-মত্) বিণ. প্রভূত স্মরণশক্তিসম্পন্ন। ̃ রক্ষা বি. মৃত ব্যক্তি বা বিগত কোনো ঘটনাকে চিরস্মরণীয় করে রাখবার ব্যবস্হা। ̃ রোমন্হন বি. মনে মনে বিগত বা অতীত বিষয় বা বস্তুকে নিয়ে চিন্তা। ̃ শক্তি বি. স্মরণ করবার বা মনে রাখবার ক্ষমতা। ̃ শাস্ত্র বি. মনু-প্রণীত ধর্মসংহিতা। 29)
হিং. টিং ছট্
(p. 867) hi. ṇṭi ñchaṭ (বিদ্রূপে) সংস্কৃতের মতো কিন্তু প্রকৃতপক্ষে অর্থহীন ও বিভ্রান্তিজনক শব্দসমষ্টি। 73)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534973
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140509
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730738
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942937
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883596
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838496
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696684
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603090

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us