Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিমাতা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অসামরিক
(p. 70) asāmarika বিণ. সমর বা যুদ্ধসম্পর্কিত নয় এমন, non-military, civil. [সং. ন + সামরিক]। অসামরিক বিমানবহর, অসামরিক বিমানচলন বি. সাধারণ বিমানচলন, civil aviation. 58)
আলোক
(p. 106) ālōka বি. 1 দীপ্তি, জ্যোতি, প্রভা বা উজ্জ্বলতা, যার সাহায্যে সমস্ত কিছু দৃশ্যমান হয়; 2 কিরণ (সূর্যালোক)। [সং. আ + √লোক্ + অ]। ̃ চিত্র বি. ফোটোগ্রাফ। ̃ চ্ছটা বি. আলোকরশ্মি। ̃ পাত বি. জ্ঞানের আলো নিক্ষেপ, অজানা তথ্যাদি পরিবেষণ (এ বিষয়ে আলোকপাত করুন)। ̃ বর্ষ বি. (জ্যোতি.) এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে, light year. ̃ বিজ্ঞান বি. আলোক ও দৃষ্টিসম্বন্ধীয় তত্ত্ব, দৃষ্টিবিজ্ঞান, optics. ̃ লতা বি. পরগাছাবিশেষ। ̃ শক্তি বি. শক্তিরূপ আলোক, শক্তিতে রূপান্তরিত বা শক্তি হিসাবে ব্যবহৃত আলোক, light energy. ̃ সংকেত বি. জাহাজ বিমানপোত প্রভৃতিকে আলো দেখিয়ে পথের নিশানা জানাবার বিশেষ ব্যবস্হা, beacon. ̃ সজ্জা বি. আলো বা প্রদীপ জ্বেলে মণ্ডপসজ্জা। ̃ সপ্পাত বি. সিনেমা থিয়েটায় ইত্যাদিতে নানা কোণ থেকে নানাভাবে আলো ফেলবার কৌশল। ̃ স্তম্ভ বি. (সচ. সমুদ্রতীরে) জাহাজকে আলো দেখাবার জন্য স্হাপিত উঁচু বাতিঘর, light house. আলোকিত বিণ. আলোকের দ্বারা উজ্জ্বল বা দীপ্তিমান; দীপ্ত, উদ্ভাসিত। আলোকোজ্জ্বল বিণ. উদ্ভাসিত, দীপ্ত। 59)
উড়ান
(p. 119) uḍ়āna বি. উড়ে যাওয়া, উড্ডয়ন, flight (খারাপ আবহাওয়ার জন্যে বিমানের উড়ান বাতিল করা হয়েছে)। [বাং. √ উড্ + আন]। 96)
উড়ো
(p. 119) uḍ়ō বিণ. 1 উড়তে পারে এমন (উড়োজাহাজ); 2 ভিত্তিহীন (উড়ো খবর); 3 ওড়ে এমন (উড়ো খই); 4 অনিশ্চিত, সহসা আগত ও বেনামি (উড়ো চিঠি)। [বাং. √ উড়্ + ও]। উড়ো খই গোবিন্দায় নমঃ যা নিজের কোনো কাজে লাগবে না, বাধ্য হয়ে তা কোনো সত্ কাজে নিয়োগ করা। ̃ জাহাজ বি. বিমান, এরোপ্লেন। 103)
এরো-প্লেন, রো-প্লেন
(p. 149) ērō-plēna, rō-plēna বি. উড়োজাহাজ; বিমান। [ইং. aeroplane]। 9)
খপোত
(p. 221) khapōta বি. বিমান, ব্যোমযান, এরোপ্লেন। [সং. খ + পোত]। 83)
ছত্রী2
(p. 301) chatrī2 (-ত্রিন্) বিণ. ছত্রধারী। [সং. ছত্র + ইন্]। ̃ সেনা, ̃ সৈন্য বি. ছত্রাকৃতি প্যারাশ্যুট-এর সাহায্যে বিমান হেলিকপ্টার ইত্যাদি থেকে ভূতলে অবতরণকারী সৈন্য, parachute troops, paratroops. 31)
জঙ্গযখ2
(p. 312) jaṅgayakha2 বি. যুদ্ধ। ম [ফফা. জংগ]। ̃ ডিঙা বি. রণতরি, যুদ্ধজাহাজ। জঙ্গি বিণ. 1 যুদ্ধসংক্রান্ত, সামরিক (জঙ্গি বিমান); 2 রণোম্মুখ, মারমুখো (জঙ্গি মনোভাব); 3 রণকুশল; 4 শক্তিশালী (জঙ্গি পালোয়ান)। 9)
জাপ
(p. 322) jāpa বিণ. জাপানি (জাপ বিমানবাহিনী)। [ইং. Jap Japanese]। 23)
জীবন
(p. 326) jībana বি. 1 প্রাণ; 2 প্রাণধারণ (জীবনকাল, জীবনযাত্রা); 3 জীবনকাল (আজীবন); 4 আয়ু (জীবন ফুরিয়ে এল); 5 প্রাণস্বরূপ অতি প্রিয়পাত্র ('জীবনস্বরূপা সে স্বামীর শিরোমণি': ভা. চ.); 6 জল। [সং. √ জীব্ + অন]। ̃ কাল বি. আয়ুষ্কাল, জীবদ্দশা। ̃ চরিত, ̃ বৃত্তান্ত বি. (কারও) জীবনের ঘটনাবলি ও চরিত্রের বিবরণ, জীবনী। ̃ জিজ্ঞাসা বি. জীবন বা জগত্ সম্পর্কে প্রশ্ন কৌতূহল বা অনুসন্ধান। ̃ দর্শন বি. জীবনের স্বরূপ ও উদ্দেশ্য সম্পর্কে বোধ ও ধারণা; জীবনের স্বরূপ অবধারণ। ̃ প্রবাহ বি. সংসারস্রোত, জীবনযাপন, বহমান শ্রোতোরূপ জীবন ('জীবনপ্রবাহ বহি কালসিন্ধু পানে ধায়': মধু)। ̃ বিজ্ঞান - জীববিজ্ঞান -এর অনুরূপ। ̃ বিমা বি. যে বিমা-চুক্তিতে নির্দিষ্ট মেয়াদের শেষে বিমাকারী বা তার মৃত্যু ঘটলে তার উত্তরাধিকারী টাকা পায়। ̃ বেদ বি. জীবনের মূলমন্ত্র ও নিয়ন্ত্রক নীতি। ̃ যাত্রা বি. জীবিকানির্বাহ, সংসার চালানো। ̃ যাপন বি. জীবন কাটানো। ̃ যৌবন বি. জীবন ও যৌবন; প্রাণ ও তারুণ্য। ̃ সঙ্গী বি. 1 সারা জীবনের সঙ্গী, চিরসহচর; 2 স্বামী। স্ত্রী. ̃ সঙ্গিনী। ̃ স্মৃতি বি. আত্মচরিত, নিজের জীবনের স্মৃতিচারণা। 21)
জেট
(p. 327) jēṭa বি. জেটইঞ্জিনচালিত বিমানপোত। [ইং. jet]। 61)
দ্বৈমাতৃক
(p. 426) dbaimātṛka বিণ. নদী ও বৃষ্টি এই দুই মাতৃতুল্যা পালিকার জলে প্রচুর শস্য উত্পন্ন হয় এমন (দেশ)। [সং. দ্বিমাতৃ + ক]। 39)
প্লেন৩
(p. 559) plēna3 বি. বিমানপোত, উড়োজাহাজ। [ইং. plane aeroplane]। 20)
ফৌজ
(p. 570) phauja বি. সৈন্যদল। [আ. ফউজ]। ̃ দার বি. সেনাপতি; কোতোয়াল; আঞ্চলিক শাসনকর্তা। [আ. ফউজ + ফা. দার]। ̃ দারি বি. ফৌজদারি মামলা। বিণ. মারপিট খুনজখম ইত্যাদি সম্বন্ধীয়। [আ. ফউজ + ফা. দার + বাং. ই]। ফৌজি বিণ. সামরিক, জঙ্গি (ফৌজি বিমান, ফৌজি আক্রমণ)। 23)
বিমা, (বর্জি.) বীমা
(p. 621) bimā, (barji.) bīmā বি. কিস্তিতে কিস্তিতে প্রদেয় চাঁদার বিনিময়ে নির্দিষ্ট মেয়াদ শেষ হলে কিংবা মৃত্যু বা দুর্ঘটনা ঘটলে মেয়াদের পূর্বেই জীবন সম্পত্তি বা মূল্যবান দ্রব্যাদির ক্ষতিপূরণবাবদ অর্থ পাবার চুক্তি, insurance. [ফা. বিমাহ্]। ̃ পত্র বি. বিমার দলিল, insurance policy. 64)
বিমাতা
(p. 621) bimātā (-র্তৃ) বি. সত্মা। [সং. বি (বিরুদ্ধ) + মাতৃ]। 65)
বিমাতৃ-সুলভ
(p. 621) bimātṛ-sulabha বিণ. 1 বিমাতার আচরণ-সংক্রান্ত; 2 (আল.) উপেক্ষাযুক্ত (কর্তৃপক্ষের বিমাতৃসুলভ আচরণ)। [সং. বিমাতৃ + সুলভ]। 67)
বিমাতৃজ
(p. 621) bimātṛja বি. বৈমাত্রেয় ভ্রাতা, সত্ভাই। [সং, বিমাতৃ + √ জন্ + অ]। 66)
বিমান
(p. 621) bimāna বি. 1 এরোপ্লেন প্রভৃতি আকাশগামী যান; 2 সপ্ততল প্রাসাদ; 3 আকাশ (বিমানপথ)। [সং. বি + √ মন্ + অ]। ̃ ঘাঁটি বি. বিমানপোতের বা এরোপ্লেনের মেরামতি ব্যবস্হাসংবলিত উড়ান ও অবতরণের স্হান, aerodrome, airbase. ̃ চারী (রিন্) বি. বিণ. বিমানচালক বা বিমানযাত্রী। ̃ ডাক বি. বিমানে বাহিত ডাক, airmail. ̃ বন্দর বি. বিমানপোতের ওড়া ও নামার জায়গা, airport. ̃ বল, ̃ বাহিনী বি. বৈমানিক সৈন্যবাহিনী, airforce. ̃ বাহী (-হিন্) বিণ. বিমান বহন করে এমন (বিমানবাহী জাহাজ)। ̃ বিধ্বংসী বিণ. (শত্রুর) বিমানপোত ধ্বংস করতে পারে এমন (বিমানবিধ্বংসী) বোমা)। ̃ সেবিকা বি. বিমানপোতে যাত্রীদের স্বাচ্ছন্দ্য বিধানকারিণী মহিলা কর্মী, air-hostess. 68)
বিমাননা
(p. 621) bimānanā বি. অসম্মান, অবমাননা। [সং. বি + √ মানি + অন + আ]। 69)
বিমার্গ
(p. 621) bimārga বি. কুপথ; ভ্রষ্টাচার। [সং. বি (অসত্) + মার্গ]। ̃ গামী (-মিন্) বিণ. বিপথে চালিত, উন্মার্গগামী। 70)
বৈমাত্র, বৈমাত্রেয়
(p. 644) baimātra, baimātrēẏa বিণ. বিমাতার গর্ভজাত (বৈমাত্রেয় ভাই)। [সং. বিমাতৃ + অ, এয়]। স্ত্রী. বৈমাত্রী, বৈমাত্রেয়ী। 53)
বৈমানিক
(p. 644) baimānika বিণ. 1 বিমানসংক্রান্ত; 2 বিমানচারী। বি. 1 বিমানপোতের চালক (বৈমানিকদের প্রশিক্ষণ); 2 বিমানে ভ্রমণকারী। [সং. বিমান + ইক]। 54)
বোমা1
(p. 646) bōmā1 বি. ছুড়ে মারা হয় এমন মারাত্মক বিস্ফোরক অস্ত্রবিশেষ বা ওই জাতীয় আতশবাজিবিশেষ। [পো. bomba]। ̃ বাজি বি. বোমা ছোড়াছুড়ি। ̃ রু বিণ. বোমা-নিক্ষেপক, যা থেকে বোমা নিক্ষেপ করা হয় (বোমারু বিমান)। 47)
ব্যোম
(p. 652) byōma বি. 1 আকাশ, শূন্য; 2 (আল.) ফাঁকি। [সং. √ ব্যে + মন্]। ̃ .কেশ বি. শিব। ̃ .চারী (-রিন্) বিণ. আকাশপথে যায় এমন। বি. 1 দেবতা 2 বৈমানিক। ̃ .যাত্রা বি. বিমানপোতে চড়ে শূন্যে ভ্রমণ। ̃ .যাত্রী বি. বিমানপোতে শূন্যে ভ্রমণকারী। ̃ .যান বি. আকাশগামী যান, বিমান, এরোপ্লেন। 16)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535151
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140631
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730939
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943146
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883653
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838521
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us