Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিশেষ্যে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অব্যয়ী-ভাব
(p. 50) abyaẏī-bhāba বি. (ব্যাক.) সমাসবিশেষ, যাতে অব্যয়ের সঙ্গে বিশেষ্যের যোগে সমাস হয়, যথা প্রতিদিন, অনুদিন। 34)
কর্ম-ধারয়
(p. 169) karma-dhāraẏa বি. (ব্যাক.) সমাসবিশেষ, যাতে সমান বিভক্তিযুক্ত বিশেষণ ও বিশেষ্য পদের মিলন হয় এবং পরপদ বিশেষ্যের অর্থ প্রধান হয় - যথা, নীলোত্পল, কানাকড়ি। [সং. কর্মন্ + √ ধৃ + ণিচ্ + অ]। 22)
কর্ম-প্রবচনীয়
(p. 169) karma-prabacanīẏa বি. অব্যয় পদবিশেষ, যা নির্দিষ্ট অর্থে কোনো বিশেষ্য বা সর্বনামের পর ব্যবহৃত হয়ে তাকে বিভক্তিযুক্ত করে - যথা, হাত দিয়ে খাও, গাছ থেকে পড়ে, তোমার প্রতি বিশ্বাস; অনুসর্গ। [সং. কর্মন্ + প্র + বচনীয়]। 23)
জাতি2
(p. 321) jāti2 বি. 1 প্রকার, শ্রেণি (নানা জাতির ফুল); 2 সমলক্ষণ বিভাগ (মানবজাতি, স্ত্রীজাতি); 3 ধর্ম, রাষ্ট্র, জন্মভূমি আদিম বংশ ব্যবসায় ইত্যাদি অনুযায়ী বিভাগ (হিন্দু জাতি, আর্য জাতি); 4 হিন্দুদের বর্ণ বা তার অন্তর্গত সামাজিক উপবিভাগ (জাতিভেদ, কায়স্হ জাতি)। [সং. √ জন্ + তি]। ̃ গত বিণ. জাতির প্রকৃতি অনুযায়ী, জাতীয় (জাতিগত প্রভেদ)। ̃ চ্যুত বিণ. স্বীয় সমাজ বা জাতি থেকে বহিষ্কৃত। ̃ তত্ত্ব বি. মানবজাতির বিভিন্ন শ্রেণির বৈশিষ্ট্য ও পরস্পর সম্বন্ধ বিষয়ক তত্ত্ব বা বিদ্যা। ̃ ধর্ম বি. 1 জাতির বিশেষ প্রকৃতি; 2 জাতির বিহিত ধর্মকর্মাদি। ̃ নাশ, ̃ পাত বি. সমাজচ্যুত হওয়া, জাতি নষ্ট হওয়া। ̃ বর্ণ-নির্বিশেষে ক্রি-বিণ. জন্ম বংশ প্রভৃতির ভেদ না করে (জাতিবর্ণনির্বিশেষে সকলকেই আহ্বান করা হয়েছে)। ̃ বাচক বিণ. 1 জাতিনির্দেশক বা শ্রেণিনির্দেশক (জাতিবাচক উপাধি); 2 (ব্যাক.) শ্রেণিসূচক (জাতিবাচক বিশেষ্য)। ̃ বিদ্বেষ বি. এক জাতির প্রতি অন্য জাতির বিরূপতা; জাতিতে জাতিতে শত্রুতা। ̃ বৈর বি. জন্মগত শত্রুতা; জাতিবিদ্বেষ। ̃ ব্যবসায় বি. বংশগত পেশা বা ব্যাবসা। ̃ ভেদ বি. হিন্দুদের চার বর্ণের বিভাগের মধ্যে পরস্পর পার্থক্য বা ভেদাভেদ। ̃ ভ্রষ্ট - জাতিচ্যুত -র অনুরূপ। ̃ সংঘ বি. বিভিন্ন জাতি বা রাষ্ট্রের সম্মেলন বা সভা, League of Nations;প্রথম মহাযুদ্ধের পর বিভিন্ন রাষ্ট্রকে নিয়ে গঠিত সংস্হাবিশেষ। ̃ সত্তা বি. (নিজ) জাতির বৈশিষ্ট্য সম্পর্কে সচেতনতা। ̃ স্মর বিণ. (যার) পূর্বজন্মের কথা মনে আছে এমন। 14)
তা৬
(p. 372) tā6 ভাবার্থে প্রযুক্ত তদ্ধিত প্রত্যয়বিশেষ-এই প্রত্যয়যোগে বিশেষণ শব্দ বিশেষ্যে পরিণত হয় (নম্রতা, লঘুতা, বন্ধুতা)। 25)
নাম
(p. 454) nāma (-মন্) বি. 1 যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয় জানা যায়, আখ্যা বা সংজ্ঞা (নাম রাখা, নাম দেওয়া, লোকের নাম, জিনিসের নাম); 2 খ্যাতি (নামডাক, এ কাজে কোনো নাম নেই, সে বেশ নাম করেছে); 3 পরিচয় (নামহীন, গোত্রহীন); 4 স্মরণ (আজই তোমার নাম করছিলাম); 5 উল্লেখ ('বিয়ের নামে নেচে ওঠে': দীনবন্ধু); 6 ইষ্টদেবতার নাম (নাম জপ করে); 7 শপথ, দোহাই, দিব্যি (ধর্মের নামে বলছি); 8 অজুহাত (কাজের নামে ছুটি নিয়েছে); 9 পরিচয়ে বা বর্ণনায় কিন্তু আসলে নয় (নামেই নেতা); 1 আভাসমাত্র, যত্কিঞ্চিত্, অতি সামান্য পরিমাণ (কাজের নাম নেই, নামমাত্র); 11 (ব্যাক.) বিভক্তিহীন (বস্তুবাচক বা বস্তুর বিশেষণবাচক) শব্দ। [সং. নামন্ তু. ফা. নাম]। নাম করা ক্রি. 1 স্মরণ বা উল্লেখ করা (যাওয়ার নামই করে না); 2 খ্যাতি অর্জন করা। ̃ করণ বি. শিশু বা প্রতিষ্ঠানাদির নাম দেওয়া; আখ্যান। ̃ করা, ̃ জাদা বিণ. বিখ্যাত। নাম কাটা ক্রি. বাদ দেওয়া (তালিকা থেকে তার নামটা কেটে দাও)। ̃ গন্ধ বি. সামান্যতম চিহ্ন বা উল্লেখ, আভাস। ̃ গান বি. ইষ্টদেবতার নাম কীর্তন। নাম জপা ক্রি. বি. ইষ্টনাম জপ করা। ̃ জাদা - নামকরা -র অনুরূপ। ̃ জারি বি. নাম ঘোষণা; দলিলপত্রে নাম লেখা বা লেখানো। ̃ ডাক বি. যশ ও প্রতিপত্তি, খ্যাতি। নাম ডাকা ক্রি. বি. নাম ধরে ডেকে উপস্হিতি জানাতে বলা বা হাজির হতে বলা। নাম ডোবানো ক্রি. বি. সুনাম নষ্ট করা। ̃ ত, (বর্জি) তঃ অব্য. নামে, নামে মাত্র (তিনি নামত সেক্রেটারি)। নাম ধরা ক্রি. নাম উচ্চারণ করা (গুরুজনের নাম ধরে ডাকতে নেই)। ̃ ধাতু বি. (ব্যাক.) প্রত্যয়ের যোগে নাম (অর্থাত্ বিশেষ্য ও বিশেষণ) থেকে গঠিত ধাতু যথা ধ্বংস ধ্বংসা বা ধ্বংসানো। ̃ ধাম বি. নাম পরিচয় ও বাসস্হান, নাম ও ঠিকানা।A ̃ ধারী (-রিন্) বিণ. নামযুক্ত, নামবিশিষ্ট। ̃ ধেয় বিণ. নামযুক্ত। বি. নাম। নাম নেওয়া, নাম লওয়া ক্রি. স্মরণ করা; উপাসনা করা। ̃ মাত্র বিণ. একটুখানি পরিমাণ, সামান্য পরিমাণ। ̃ মুদ্রা বি. নামাঙ্কিত সিলমোহর বা আংটি। নাম রটা ক্রি. বি. সুখ্যাতি বা অখ্যাতি প্রচার হওয়া। নাম রাখা ক্রি. বি. 1 নামকরণ করা (ছেলের কী নাম রাখলে?); 2 সুনাম অক্ষুণ্ণ রাখা (বংশের নাম রাখা, বাপের নাম রাখা); 3 খ্যাতি লাভ করা (পৃথিবীতে নাম রেখে গেছেন)। নাম লওয়া দ্র নাম নেওয়া। নাম লেখানো ক্রি. বি. ভরতি বা দলভুক্ত হওয়া। নাম শোনানো ক্রি. বি. হরিনাম বা ইষ্টদেবতার নাম বা নামগান শোনানো। ̃ সংকীর্তন বি. দেবতার স্তুতিগান বা মহিমাকীর্তন। নাম হওয়া ক্রি. বি. খ্যাতি বা যশ প্রচারিত হওয়া। ̃ হীন বিণ. 1 নাম নেই এমন; 2 অপরিচিত বা অখ্যাত। নামে নামে ক্রি-বিণ. প্রত্যেকের নাম করে, জনে জনে (প্রত্যেকের নামে নামে জিনিস রাখা হয়েছে)। 44)
পদ
(p. 488) pada বি. 1 পা, চরণ (পদধ্বনি); 2 পদক্ষেপ (প্রতিপদে, পদে পদে); 3 পায়ের চিহ্ন বা দাগ (পদানুসরণ); 4 কবিতার চরণ বা পঙ্ক্তি (ত্রিপদী, চতুর্দশপদী); 5 বৈষ্ণব কবিদের রচিত শ্লোক বা গান বা গীতিকবিতা (পদকর্তা); 6 কাজের ভার অধিকার বা চাকরি (পদপ্রার্থী); 7 আধিপত্য, অবস্হা, উপাধি (পদগৌরব, পদমর্যাদা); 8 বিভিন্ন প্রকারের বস্তু (অনেক পদ রান্না হয়েছে); 9 (ব্যাক.) বিভক্তিযুক্ত শব্দ (বিশেষ্যপদ)। [সং. √ পদ্ + অ]। ̃ কর্তা (-র্তৃ) বিণ. বি. বৈষ্ণব পদ বা গীতিকবিতা রচনাকারী। স্ত্রী. ̃ কর্ত্রী। ̃ কার বিণ. বাক্য বা শ্লোক রচনাকারী। বি. বেদের মন্ত্রপদবিভাজক গ্রন্হকার। ̃ ক্ষেপ বি. পা ফেলা, কদম; পদার্পণ। ̃ .গৌরব বি. পদের বা আধিপত্যের মর্যাদা। ̃ .চারণ বি. পায়চারি। ̃ .চিহ্ন বি. পায়ের দাগ। ̃ .চ্যুত বিণ. অধিকারভ্রষ্ট কর্মচ্যুত কর্মভার বা চাকরি থেকে বরখাস্ত। বি. ̃ .চ্যুতি। ছায়া, চ্ছায়া বি. চরণতলে আশ্রয় অনুগ্রহ। ̃ .ত্যাগ বি. আধিপত্য কর্মভার বা চাকরি ত্যাগ। ̃ .দলিত বিণ. পায়ের তলায় পিষ্ট। স্ত্রী. ̃ .দলিতা। ̃.ধূলি বি. পায়ের তলার ধূলো। ̃ .ধ্বনিপদশব্দ -র অনুরূপ ('শুনেছে অন্তরপথে বিপ্লবের নিত্য পদধ্বনি': সু. দ.)। ̃ .ন্যাস বি. পা ফেলা, পদচালনা পদস্হাপন। ̃ .পঙ্কজ বি. পাদপদ্ম, চরণরূপ পদ্ম। ̃ .পল্লব বি. পল্লবের মতো কোমল চরণ। ̃ .পৃষ্ঠ বি. পায়ের পাতা। ̃ .প্রান্ত বি. চরণতল পায়ের কাছের স্হান। ̃ .প্রার্থী (-র্থিন) বিণ. 1 কোনো পদ বা চাকরি লাভে ইচ্ছুক 2 চরণাশ্রয়প্রার্থী। স্ত্রী. ̃ .প্রার্থিনী। ̃.বিক্ষেপ বি. পদক্ষেপ পা ফেলা, কদম ('কাহার পদবিক্ষেপের এ শব্দ' ব. চ.। ̃ .ব্রজ বি. পায়ে হেঁটে যাওয়া। ̃ .মর্যাদা-পদগৌরব এর অনুরূপ। ̃ .যাত্রা বি. 1 পায়ে হেঁটে যাওয়া 2 পায়ে হেঁটে মিছিল। ̃ .রজ, ̃.রজঃ বি. পদধূলি। ̃ .রেণু বি. পদধূলি। ̃ .লেহন বি. পা চাটা অত্যন্ত হীনভাবে তোষামোদ। ̃ .শব্দ বি. হাঁটার সময় পায়ের আওয়াজ। ̃ .সঞ্চার, ̃.সঞ্চালন বি. কদম, পা ফেলা, হাঁটা। ̃ .সেবা বি. পা টেপা। ̃ .স্খলন বি. 1 পা পিছলে পড়া 2 অধঃপতন। ̃ .স্খলিত বিণ. 1 পা পিছলে পড়েছে এমন 2 অধঃপতিত। স্ত্রী. ̃ .স্খলিতা। ̃স্হ বিণ. 1 পদে বা অধিকারে প্রতিষ্ঠিত; 2 উঁচু পদে অধিষ্ঠিত (পদস্হ চাকুরে)। পদে পদে, প্রতি-পদে ক্রি-বিণ. সবসময় যতই অগ্রসর হওয়া যায় ততই (পদে পদে বাধা)। 33)
প্রাতি-পাদিক
(p. 554) prāti-pādika বি. (ব্যাক.) বিভক্তিহীন বিশেষ্য বা বিশেষণ শব্দ। বিণ. প্রতিপদ-সম্বন্ধীয়। [সং. প্রতিপদ + ইক]। 37)
বিশেষণ
(p. 627) biśēṣaṇa বি. 1 গুণ নির্দেশ ('বিশেষণে সবিশেষ কহিবারে পারি': ভা. চ.); 2 বিশেষিতকরণ; 3 বিশেষ ধর্ম বা চিহ্ন; 4 (ব্যাক.) বিশেষ্য বা সর্বনামের গুণ অথবা অবস্থা নির্দেশক পদ। [সং. বি + √ শিষ্ + অন]। বিশেষিত বিণ. বিশেষণ বা বিশেষ গুণোল্লেখের দ্বারা নির্দিষ্ট; পৃথক্কৃত। 13)
বিশেষ্য
(p. 627) biśēṣya বি. (ব্যাক.) ব্যক্তি প্রাণী বস্তু জাতি ক্রিয়া গুণ ভাব প্রভৃতির সংজ্ঞানির্দেশক বা নামসূচক পদ। বিণ. 1 প্রভেদ্য, বিশেষিত করার যোগ্য; 2 ধর্মী। [সং. বি + √ শিষ্ + য]। 16)
স2
(p. 792) sa2 বিণ. (সমাসে বিশেষ্যসূচক শব্দের পূর্বে সহ ও সমান শব্দের রূপ), 1 সহ-অর্থে (সচন্দন, সপরিবার); 2 সমান অর্থে (সগোত্র, সতীর্থ)। 3)
সংজ্ঞা
(p. 792) sañjñā বি. 1 চৈতন্য (সংজ্ঞালোপ); 2 নাম, আখ্যা, (দর্শনে বা বিজ্ঞানে) বিশেষ অর্থে ব্যবহৃত শব্দ; 3 সূর্যপত্নী; 4 গায়ত্রী; 4 জ্ঞান, বুদ্ধি; 6 বিশেষ্যপদ। [সং. সম্ + √ জ্ঞা + অ + আ]। সংজ্ঞ ক বিণ. নামযুক্ত, আখ্যাযুক্ত (আর্দ্রাসংজ্ঞক নক্ষত্র)। ̃ ন বি. চৈতন্য; স্পষ্ট জ্ঞান। ̃ র্থ বি. পারিভাষিক অর্থ, বিভিন্ন শাস্ত্রের বিশেষার্থবাচক শব্দের ব্যাখ্যা, definition (বি.প.)। সংজ্ঞিত বিণ. 1 আখ্যাত, নামযুক্ত; 2 কথিত। 60)
সমান
(p. 808) samāna বিণ. 1 সদৃশ, তুল্য, একরূপ (দুজনের চেহারা সমান, তোমার সমান বুদ্ধি); 2 অভিন্ন (দুটি দ্রব্যেরই মূল্য সমান); 3 একটানা, সমানভাবে (সে সমানে দাঁড়িয়ে রইল); 4 ঋজু, সোজা (লাইন সমান করা); 5 সমতল (ছাদ পিটে সমান করা)। [সং. সম্ + আ + √ অন্ + অ]। সমান-সমান বিণ. 1 তুল্যমূল্য; 2 তুল্যবলশালী; 3 সদৃশ, অভিন্ন। সমানাধি-করণ বি. একজাতীয় সাধারণ গুণ, যাতে সমানজাতীয় কোনো পদার্থেরই ভিন্নভাব থাকে না। বিণ. 1 আশ্রয়স্হল বা অবস্হা এক এমন; 2 (ব্যাক.) বিশেষ্যবিশেষণসম্বন্ধযুক্ত এবং এক এক বা অভিন্ন বিভক্তিবিশিষ্ট। সমানাধি-কার বি. রাষ্ট্রে ধনিদরিদ্র-জাতিধর্মনির্বিশেষে সমস্ত নাগরিকের সমান অধিকার বা ক্ষমতা। 95)
সর্ব
(p. 818) sarba বিণ. 1 সব, সকল; 2 সম্পূর্ণ। বি. 1 বিষ্ণু; 2 শিব; 3 নিখিল বিশ্ব, বিশ্বমানব, সর্বব্যাপী সত্তা ('আমারে ফিরায়ে লহ সেই সর্ব মাঝে': রবীন্দ্র)। [সং. √ সর্ব + অ]। ং-সহ বিণ. সব-কিছু সহ্য করে এমন। ̃ ং-সহা বিণ. (স্ত্রী.) সব-কিছু সহ্যকারিণী (সর্বসংহা পৃথিবী)। বি. পৃথিবী। ̃ কনিষ্ঠ বিণ. বয়সে সবচেয়ে ছোটো। ̃ কর্ম বি. সমস্ত কাজ। ̃ কালীন বিণ. সকল যুগের সম্বন্ধে প্রযোজ্য, চিরন্তন (সর্বকালীন আদর্শ)। ̃ গ, ̃ গামী (-মিন্) বিণ. সর্বত্র গমনকারী। স্ত্রী. ̃ গা, ̃ গামিনী। ̃ গত বিণ. সর্বব্যাপী, সর্বত্রস্হিত। ̃ গুণ-নিধি, ̃ গুণাধার বিণ. সমস্তরকম গুণের অধিকারী। ̃ গ্রাস বি. (বাং.) সম্পূর্ণ আত্মসাত্; পূর্ণগ্রাস। ̃ গ্রাসী (-সিন্) বিণ. সমস্ত কিছু গ্রাস করে বা করতে পারে এমন (সর্বগ্রাসী ক্ষুধা)। স্ত্রী. ̃ গ্রাসিনী। ̃ জন বি. সমস্ত নরনারী ('সর্বজনে নারি তুষিবারে')। ̃ জনীন বিণ. 1 সকলের পক্ষে হিতকর, সকলের জন্য কৃত অনুষ্ঠিত বা উদ্দিষ্ট; 2 বারোয়ারি (সর্বজনীন পূজা, সর্বজনীন প্রচেষ্টা)। বি. ̃ জনীনতা। ̃ জয়া বি. 1 অগ্রহায়ণমাসে পালনীয় মেয়েদের ব্রতবিশেষ; 2 পুষ্পবৃক্ষবিশেষ; 3 (বাং.) দুর্গা। ̃ জ্ঞ বিণ. সমস্ত-কিছু জানে এমন, সবজান্তা। ̃ ত অব্য. ক্রি-বিণ. সকল প্রকারে দিকে বা বিষয়ে, সম্পূর্ণরূপে। ̃ তো-ভদ্র বি. 1 সর্ববিষয়ে মঙ্গলজনক কর্ম; 2 শুভকর্মে অঙ্কিত চতুষ্কোণ মণ্ডল বা আলপনাবিশেষ; 3 চতুর্দিকে দ্বারযুক্ত গৃহবিশেষ; 4 প্রাচীন ভারতের যুদ্ধব্যুহবিশেষ; 5 নবদুর্গার ও শিবের মূর্তিযুক্ত নগর; 6 চিত্রকাব্যবিশেষ; 7 (জ্যোতিষ.) শুভাশুভ-জ্ঞানার্থ মণ্ডলবিশেষ। ̃ তো-ভাবে ক্রি-বিণ. সকল প্রকারে। ̃ তো-মুখ বিণ. সকল দিকে মুখবিশিষ্ট, সর্বদিগ্বর্তী। বি. 1 শিব; 2 ব্রহ্মা; 3 আত্মা; 4 জল; 5 আকাশ। স্ত্রী. ̃ তো-মুখা, ̃ তো-মুখী (সর্বতোমুখী প্রতিভা, সর্বতোমুখী প্রভুতা)। ̃ ত্যাগী বিণ. 1 সমস্তকিছু ত্যাগ করেছে এমন; 2 সর্ববিষয়ে বিরাগী। ̃ ত্র ক্রিবিণ. সমস্ত স্হানে কালে দিকে বা বিষয়ে। ̃ থা অব্য. ক্রি-বিণ. সমস্ত স্হানে কালে দিকে বা বিষয়ে। ̃ থা অব্য. ক্রি-বিণ. সর্বপ্রকারে। ̃ দর্শী (-র্শিন) বিণ. সমস্তকিছু দেখতে পারেন বা দেখেন এমন। বি. ঈশ্বর। ̃ দা অব্য. ক্রি. বিণ. সকল সময়ে। ̃ দেশীয় বিণ. 1 সমস্ত দেশ সম্বন্ধীয়; 2 সমস্ত দেশের প্রতি প্রযোজ্য। ̃ ধর্ম বি. সমস্ত রকমের ধর্ম; সকল পালনীয় আচার-আচরণ ও করণীয় কাজকর্ম। ̃ নাম (-মন্) বি. 1 (ব্যাক.) বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহার করা যায়; 2 যে 'নাম' বা শব্দ সকলের সম্বন্ধে প্রযোজ্য। ̃ নাশ বি. 1 সমূহ বিনাশ; 2 ঘোর অনিষ্ট; 3 ভীষণ বিপদ। ̃ নাশা, ̃ নেশে বিণ. সর্বনাশকারী (সর্বনাশা ভেদবুদ্ধি, সর্বনেশে প্রস্তাব)। স্ত্রী. (বাং.) ̃ নাশী। ̃ নাশী (-শিন্) বিণ. সর্বনাশকারী। স্ত্রী. ̃ নাশিনী। ̃ নিয়ন্তা (-ন্তৃ) বিণ. বি. সমস্তকিছুর নিয়ন্ত্রণকারী; ঈশ্বর। স্ত্রী. ̃ নিয়ন্ত্রী। ̃ প্রকার বিণ. সমস্তরকম। ̃ প্রকারে ক্রি-বিণ. 1 সমস্তরকমে; 2 সর্বভাবে; 3 সমস্ত উপায়ে; 4 সব দিক দিয়ে। ̃ প্রথম বিণ. প্রথম; সর্বাগ্রবর্তী। ̃ প্রথমে ক্রি-বিণ. সবার আগে; প্রথমে। ̃ প্রধান বিণ. সকলের মধ্যে শীর্ষস্হানীয়। ̃ প্রযত্ন বি. সমস্তরকম চেষ্টা। ̃ প্রিয় বিণ. সকলের প্রিয়। ̃ বাদি-সম্মত বিণ. সমস্তপ্রকার মতাবলম্বীরা যাতে সম্মতি দিয়েছে এমন; সমস্ত লোক কর্তৃক স্বীকৃত। ̃ ব্যাপী (-পিন্) বিণ. সর্বত্র ব্যাপ্ত বা বিদ্যমান। স্ত্রী. ̃ ব্যাপিনী। ̃ ভক্ষ, ̃ ভক্ষ্য, ̃ ভুক (-ভুজ্) বিণ. সমস্ত কিছুই খায় এমন। ̃ ভূত বি. সমস্ত প্রাণী (সর্বভূতে দয়া)। ̃ মঙ্গলা বি. (সকলের মঙ্গ লকারিণী) দুর্গাদেবী। ̃ মঙ্গল্য বিণ. সর্বশুভকর। স্ত্রী. ̃ মঙ্গল্যা। ̃ ময় বিণ. সর্বাত্মক, সর্বব্যাপী; একমাত্র (সর্বময় কর্তা); সর্বেসর্বা। বি. ঈশ্বর। স্ত্রী. ̃ ময়ী। ̃ লোক বি. 1 সমগ্র সৃষ্টি বা ব্রহ্মাণ্ড; 2 সকল ব্যক্তি, সর্বজন। ̃ শ (-শস্), (বর্জি.) ̃ শঃ অব্য. ক্রি-বিণ. সর্বপ্রকারে। ̃ শক্তি-মান (-মত্) বিণ. সকল প্রকার শক্তির অধিকারী। বি. ঈশ্বর। ̃ শুদ্ধ ক্রি-বিণ. সবসমেত; মোট। ̃ শ্রেষ্ঠ বিণ. সকলের চেয়ে উত্কৃষ্ট, সর্বোত্তম; সর্বপ্রধান। স্ত্রী. ̃ শ্রেষ্ঠা। ̃ সমক্ষে ক্রি-বিণ. সব লোকের সামনে। ̃ সম্মত বিণ. সকলের অনুমোদিত। ̃ সম্মতি বি. সকলের অনুমোদন। ̃ সম্মতি-ক্রমে ক্রি-বিণ. সকলের মতানুসারে বা অনুমোদনে। ̃ সাধারণ বি. সর্বজন, উচ্চ-নীচ নরনারী, সমস্ত লোক। ̃ সিদ্ধি বি. সকল প্রকার সাফল্য বা অভীষ্টপূরণ। ̃ স্ব বি. সমস্ত সম্পদ বা সম্বল। ̃ স্বান্ত বিণ. সমস্ত সম্পদ হারিয়েছে এমন, সর্বনাশগ্রস্ত (সর্বস্বান্ত হওয়া)। সর্বাঙ্গ বি. সমস্ত শরীর। সর্বাঙ্গসুন্দর বিণ. সমস্ত শরীরে কোথাও খুঁত নেই এমন; নিখুঁত, সম্পূর্ণ সুন্দর বা ত্রুটিহীন। সর্বাঙ্গীণ বিণ. 1 সর্বাঙ্গব্যাপী; 2 পূর্ণাঙ্গ; সম্পূর্ণ (সর্বাঙ্গীণ কুশল, সর্বাঙ্গীণ ঐক্য)। সর্বাণী বি. (স্ত্রী.) সর্ব অর্থাত্ শিবের স্ত্রী, দুর্গাদেবী। সর্বাতি-রিক্ত বিণ. সবচেয়ে বেশি। সর্বাত্মক বিণ. 1 সর্বত্র বা সব-কিছুতে প্রসারিত (সর্বাত্মক ধর্মঘট); 2 অবাধ। সর্বাদৃত বিণ. সকলের নিকট বা সর্বত্র আদরপ্রাপ্ত। সর্বাধার বি. সকল প্রাণী ও পদার্থের আধার বা আশ্রয়; ঈশ্বর। সর্বাধি-কারী (-রিন্) বিণ. 1 সকল বিষয়ে অধিকারসম্পন্ন; 2 সার্বভৌম কর্তৃত্বসম্পন্ন; 3 বাঙালি হিন্দুদের পদবিবিশেষ। সর্বাধ্যক্ষ বি. সকলের ও সবকিছুর কর্তা। সর্বানু-ভূত বিণ. সকলে উপলব্ধি করেছে এমন। সর্বানু-ভূতি বি. সকল বিষয়ের উপলব্ধি। সর্বান্তর্যামী (-মিন্) বিণ. যিনি সকলের অন্তরে অবস্হান করেন এবং মনের কথা জানেন। সর্বাবস্হায় ক্রি-বিণ. সকল অবস্হায়। সর্বার্থ বি. সকল অভীষ্ট বা প্রয়োজন। সর্বার্থ-সাধক বিণ. সমস্ত অভীষ্ট বা প্রয়োজন পূর্ণ করে এমন। বিণ. স্ত্রী. সর্বার্থ-সাধিকা। সর্বার্থ-সিদ্ধি বি. সমস্ত রকমের অভীষ্টলাভ। সর্বালং-কার-ভূষিতা বিণ. সমস্ত রকম গহনাদি-পরা। সর্বাশী (-র্শিন্) সর্বভুক। সর্বেশ্বর বি. বিণ. 1 সকলের বা সব-কিছুর প্রভু; 2 সার্বভৌম; 3 শিব। সর্বে-সর্বা বিণ. সকলের ও সবকিছুর একমাত্র কর্তা, সর্বময় কর্তা, সর্বপ্রধান। সর্বৈব ক্রি-বিণ. পুরোপুরি, সম্পূর্ণ (কথাটা সর্বৈব মিথ্যা)। সর্বোত্তম বিণ. সর্বাপেক্ষা উত্কৃষ্ট। সর্বোত্তর বিণ. 1 সকলের অপেক্ষা অধিক; 2 সর্বপ্রধান। (বাং.) বি. উত্তরদিকে সর্বপেক্ষা দূরবর্তী স্হান। সর্বোপরি অব্য. সকলের উপর। সর্বোপায়ে ক্রি-বিণ. সমস্ত উপায়ে। সর্বৌষধি বি. সমস্ত ওষধি। 33)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535150
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140631
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730936
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943141
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883652
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838518
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us