Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বৃদ্ধিপ্রাপ্ত। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

উচ্ছ্রয়, উচ্ছ্রায়
(p. 119) ucchraẏa, ucchrāẏa বি. 1 উচ্চতা; 2 উন্নতি। [সং. উত্ + √ শ্রি + অ]। উচ্ছ্রায়ী (-য়িন্) বিণ. ঊর্ধ্বগামী, উন্নতিশীল। উচ্ছ্রিত বিণ. উন্নত; স্ফীত; বৃদ্ধিপ্রাপ্ত। উচ্ছ্রিয়া অস-ক্রি. স্ফীত বা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ('উচ্ছ্রিয়া উঠিবে বিশ্ব পুঞ্জ পুঞ্জ বস্তুর পর্বতে: রবীন্দ্র)। 62)
কুরণ্ড, (কথ্য) কোরণ্ড
(p. 198) kuraṇḍa, (kathya) kōraṇḍa বি. অণ্ডকোষে জল-জমা রোগ, মুষ্কবৃদ্ধি রোগ বা ওই রোগে বৃদ্ধিপ্রাপ্ত অণ্ডকোষ, hydrocele. [সং. কু + √ রম্ + ড]। 31)
কূপিত
(p. 197) kūpita বিণ. 1 ক্রুদ্ধ, রুষ্ট, কোপযুক্ত; 2 (বৈদ্য.) বৃদ্ধিপ্রাপ্ত, দূষিত (কুপিত বায়ু)। [সং. √ কুপ্ + ত]। বিণ. (স্ত্রী.) কুপিতা। 8)
ঢল
(p. 360) ḍhala বি. 1 ঢালু জায়গা, ঢাল; ক্রমনিম্নতা; 2 পাহাড়ের ঢাল বেয়ে নিম্নগামী জলরাশি; 3 বন্যায় বৃদ্ধিপ্রাপ্ত জলরাশি (ঢল নামা)। [দেশি]। 14)
পরি-ণত
(p. 497) pari-ṇata বিণ. 1 পরিপক্ব (পরিণত ফল, পরিণত জ্ঞান); 2 সম্পূর্ণ বৃদ্ধিপ্রাপ্ত (পরিণত বয়স); 3 পর্যবসিত (নীতিকে কাজে পরিণত করা); 4 বিশেষ অবস্হাপ্রাপ্ত বা অবস্হান্তর প্রাপ্ত (আলাপ অবশেষে প্রেমে পরিণত); 5 শেষ বা চরম অবস্হায় উপনীত। [সং. পরি + √ নম্ + ত]। পরি-ণতি বি. 1 পূর্ণতাপ্রাপ্তি; 2 পর্যবসান; 3 অবস্হা বা অবস্হান্তরপ্রাপ্তি; 4 পরিসমাপ্তি বা শেষ (বিয়োগান্ত পরিণতি)। 30)
পুষ্ট
(p. 526) puṣṭa বিণ. 1 প্রতিপালিত (মামার অন্নে পুষ্ট); 2 বর্ধিত, বৃদ্ধিপ্রাপ্ত (রোদেজলে পুষ্ট গাছ); 3 নধর, মোটাসোটা (পুষ্ট শরীর); 4 পরিণত, সুপক্ব। [সং. √ পুষ্ + ত]। পুষ্টি বি. পোষণ, পালন; বৃদ্ধি; পরিপুষ্ট ভাব; স্হূলতা; পরিণতি; পক্বতা। পুষ্টি-কর, পুষ্টি-কারক বিণ. পুষ্টিদানকারী, যাতে পুষ্টি হয় (পুষ্টিকর খাদ্য)। 86)
পূর্ণ
(p. 529) pūrṇa বিণ. 1 পুরো, ভরতি (পূর্ণকুম্ভ); 2 কমতি বা ঘাটতি নেই এমন (পূর্ণ সুযোগ); 3 সফল, সিদ্ধ (আশা পূর্ণ হওয়া, দাবি পূর্ণ হওয়া); 4 নিঃশেষ, সমাপ্ত (কাল পূর্ণ হয়েছে); 5 অখণ্ড, সমস্ত (পূর্ণদায়িত্ব, পূর্ণমাত্রা)। [সং. √ পুর্ + ত]। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ কাম বিণ. (যার) বাসনা পূর্ণ হয়েছে এমন। ̃ গর্ভা বিণ. (স্ত্রী.) আসন্নপ্রসবা, গর্ভধারণের কাল পূর্ণ হয়েছে এমন। ̃ গ্রাস বি. গ্রহণের সময় চন্দ্র-সূর্যের সম্পূর্ণ অদৃশ্য হওয়া। (তু. খণ্ডগ্রাস)। ̃ চন্দ্র বি. পূর্ণিমার রাতের সম্পূর্ণ গোলাকার চাঁদ। ̃ চ্ছেদ বি. যতিচিহ্নবিশেষ, দাঁড়ি। ̃ পক্ব বিণ. সম্পূর্ণ পাকা; সম্পূর্ণ সিদ্ধ। ̃ বয়স্ক বিণ. পূর্ণযৌবনপ্রাপ্ত; সাবালক। স্ত্রী. ̃ বয়স্কা। ̃ ব্রহ্ম বি. অখণ্ড পরব্রহ্ম। ̃ মন্ত্রী বি. একটি প্রশাসনবিভাগের সম্পূর্ণ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। ̃ মাত্রা বি. পুরো পরিমাণ। ̃ মাসী বি. পূর্ণিমা। ̃ সংখ্যা বি. অখণ্ড বা অভগ্ন সংখ্যা বা রাশি, ভগ্নাংশ নয় এমন সংখ্যা। পূর্ণা বিণ. (স্ত্রী.) পূর্ণ অর্থে। বি. (স্ত্রী.) পঞ্চমী দশমী অমাবস্যা ও পূর্ণিমা তিথি। পূর্ণাঙ্ক বি. পূর্ণ রাশি বা সংখ্যা, integer. পূর্ণাঙ্গ বিণ. 1 সকল অঙ্গবিশিষ্ট; 2 সম্পূর্ণ (পূর্ণাঙ্গ আলোচনা)। পূর্ণানন্দ বি. 1 পরিপূর্ণ আনন্দ; 2 ভগবান। পূর্ণাব-তার বি. নৃসিংহ রামচন্দ্র ও শ্রীকৃষ্ণ। পূর্ণাবয়ব বিণ. সকল অঙ্গবিশিষ্ট, সম্পূর্ণ দেহযুক্ত (পূর্ণাবয়ব চিত্র)। বি. পূর্ণরূপে বৃদ্ধিপ্রাপ্ত দেহ। পূর্ণায়ু (-য়ুঃ) বিণ. 1 শতবর্ষজীবী; 2 দীর্ঘজীবী। পূর্ণাহুতি বি. যজ্ঞাদি শেষ করার আহুতি। 22)
প্রকোপ
(p. 537) prakōpa বি. 1 প্রাবল্য (রোগের প্রকোপ); 2 ভীষণ ক্রোধ (দুর্বাসার প্রকোপ প্রশমিত হল না)। [সং. প্র + কোপ]। ̃ ন বি. 1 উত্তেজন; ক্রুদ্ধকরণ; 2 বৃদ্ধিকরণ। প্রকোপিত বিণ. উত্তেজিত; ক্রুদ্ধ; বৃদ্ধিপ্রাপ্ত। 13)
প্রচিত
(p. 538) pracita বিণ. 1 চয়ন বা সংগ্রহ করা হয়েছে এমন; 2 সঞ্চিত; 3 বৃদ্ধিপ্রাপ্ত। [সং. প্র + √ চি + ত]। 17)
প্রবৃদ্ধ
(p. 548) prabṛddha বিণ. 1 অত্যন্ত বৃদ্ধ; 2 অতিশয় বৃদ্ধিপ্রাপ্ত; 3 সুবিস্তৃত। [সং. প্র + √ বৃধ্ + ত]। প্রবৃদ্ধ-কোণ (জ্যামি.) বি. দুই সমকোণের চেয়ে বড়ো কিন্তু চার সমকোণের চেয়ে ছোটো কোণ, reflex angle. (বি.প.)। 15)
প্রসৃত
(p. 552) prasṛta বিণ. 1 নির্গত, নিঃসৃত; 2 বিস্তৃত, ব্যাপ্ত; 3 বৃদ্ধিপ্রাপ্ত, প্রবৃদ্ধ; 4 প্রশস্ত, বিস্তারযুক্ত; 5 বিনীত, নম্র (প্রসৃতবাক্য)। [সং. প্র + √ সৃ + ত]। প্রসৃতি বি. 1 বিস্তার, ব্যাপ্তি; 2 নির্গমন; 3 বেগ; 4 হাতের কোষ। 19)
বর্ধন
(p. 580) bardhana বি. 1 বৃদ্ধিকরণ বা বৃদ্ধি (আনন্দবর্ধন করা, শোভা বর্ধন করা); 2 উন্নতি; 3 বৃদ্ধিপ্রাপ্তি। বিণ. বৃদ্ধিজনক, বৃদ্ধিকর (গৌরববর্ধন কার্য)। [সং. √ বর্ধি + অন]। বর্ধক বিণ. 1 বর্ধনকারী (শোভাবর্ধক); 2 ছেদক, ছেদনকারী। বর্ধমান, বর্ধিষ্ণু বিণ. বাড়ছে এমন, বৃদ্ধিশীল (ক্রমবর্ধমান জনসংখ্যা, বর্ধিষ্ণু পরিবার)। বর্ধিত বিণ. বাড়ানো হয়েছে এমন (বর্ধিত আয়)। 125)
বিবর্ধন
(p. 619) bibardhana বি. 1 সম্যক বৃদ্ধিসাধন। [সং. বি + √ বৃধ্ + ণিচ্ + অন]; 2 সম্যক বৃদ্ধি। [সং. বি + √ বৃধ্ + অন্]। বিবর্ধিত বিণ. সম্যক বর্ধিত; বিশেষভাবে বৃদ্ধিপ্রাপ্ত (বিবর্ধিত উপার্জন)। 51)
সম়ৃদ্ধ
(p. 814) sam়ṛddha বিণ. 1 সম্যক বৃদ্ধিপ্রাপ্ত; 2 সম্পদশালী; 3 প্রাচুর্যযুক্ত (ফলপুষ্পসমৃদ্ধ বৃক্ষ)। [সং. সম্ + √ ঋধ্ + ত]। স্ত্রী. সমৃদ্ধা। সমৃদ্ধি বি. সম্যক বৃদ্ধি; উন্নতি; সম্পদ, ঐশ্বর্য। সমৃদ্ধি-শালী বিণ. ঐশ্বর্যযুক্ত। 32)
সমুচ্ছ্রায়, সমুচ্ছ্রয়
(p. 814) samucchrāẏa, samucchraẏa বি. 1 অতিশয় স্ফীতি বা উচ্চতা; 2 অত্যুন্নতি। [সং. সম্ + উদ্ + √ শ্রি + অ]। সমুচ্ছ্রিত বিণ. অতিশয় স্ফীত বা বৃদ্ধিপ্রাপ্ত; 2 অত্যুন্নতি। 6)
হৃত্
(p. 872) hṛt (-হৃদ্) বি. 1 হৃদয়; মন, অন্তঃকরণ; 2 বক্ষস্হল; বুকের ভিতরের অংশ। [সং.]। ̃ কমল বি. হৃদয়রূপ পদ্ম। ̃ কম্প বি. হৃত্পিণ়্ডের স্পন্দন; ভয়াদিজনিত হৃত্পিণ্ডের বৃদ্ধিপ্রাপ্ত স্পন্দনবেগ (দুঃসংবাদ শুনে হৃত্কম্প)। হৃদ্-গত বিণ. মনোগত (হৃদ্গত অভিলাষ)। ̃ পিণ্ড, হৃদ্-যন্ত্র বি. বুকের মধ্যে স্পন্দনশীল রক্তসঞ্চালক যন্ত্র, heart. হৃদ্-রোগ বি. বুকের ব্যাধি (হৃদ্রোগে আক্রান্ত)। ̃ স্পন্দন বি. হৃত্পিণ্ডের স্বাভাবিক গতি বা চলন। হৃদ্বোধ বি. ধারণা। 17)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534664
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140156
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730319
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942494
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883483
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838424
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696592
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603046

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us