Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বেষ্ট দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্ষ
(p. 4) akṣa বি. 1 খেলবার পাশা, পাশা খেলার ঘুঁটি (অক্ষক্রীড়া); 2 পদ্মবীজ; রুদ্রাক্ষ বীজ; 3 তুঁতে; ধুনা; 4 ইন্দ্রিয় (প্রত্যক্ষ, পরোক্ষ); 5 আত্মা; 6 জ্ঞান; 7 জন্মান্ধ ব্যক্তি; 8 সাপ; 9 গরুড়; 1 রাবনের জনৈক পুত্র; 11 (বাণি.) এক ভরি; 12 (বৈদ্য.) দুই তোলা; 13 (ভূগো.) মেরুকেন্দ্র রেখা, axis (বি.প.); 14 রবি মার্গ থেকে কোনো গ্রহের কৌণিক ব্যবধান বা দূরত্বের পরিমাণ, latitude; 15 গ্রহগণের পরিভ্রমণপথ, axis; 16 প্রাণীদেহের প্রধান অস্হি, axis; 17 (জ্যোতি.) রাশিচক্রের অবয়ব; 18 আইন বা রাজনীতি; 19 রথ; 2 রথাদির চাকা বা চাকার মধ্যস্হ দণ্ড বা ঈশ, axle. [সং. √ অক্ষ্+অ]। ̃ ক বি. 1 কণ্ঠাস্হি, কণ্ঠা, calvicle, collar-bone (বি.প.); 2 যে পাশা খেলে। ̃ কর্ণ বি. সমকোণী ত্রিভুজের সমকোণের সম্মুখীন বাহু, hypotenuse (বি.প.)। ̃ কুশল, ̃ কোবিদ বিণ. পাশাখেলায় পটু বা পণ্ডিত। ̃ ক্রীড়া বি. পাশাখেলা। ̃ জ বিণ. ইন্দ্রিয়জাত। বি. 1 বজ্র; 2 হীরক। ̃ দণ্ড বি. পৃথিবীর মধ্যদেশভেদী ও উভয় মেরু স্পর্শকারী কাল্পনিক সরলরেখা; মেরুদণ্ড, axis., ̃ ধুরা (-ধুর্) বি. চাকার অগ্রভাগ, axis, pole of cart, ̃ ধুর্ত বিণ. জুয়াড়ি, পাশা খেলায় দক্ষ, প্রতারক। ̃ পাটি বি. পাশা। ̃ বতী বি. পাশা খেলা। ̃ বাট বি. পাশা খেলার স্হান। ̃ বিচলন বি. চন্দ্রাকর্ষণের ফলে পৃথিবীর মেরুদণ্ডের দ্বারা সৌর অয়নবৃত্তের উপর গঠিত কোণের সাময়িক অথচ নিয়মিত পরিবর্তন, nutation (বি.প.)। ̃ .বিদ, ̃ .বিত্, ̃ বেত্তা বিণ. পাশা খেলায় দক্ষ। ̃ বৃত্ত, ̃ রেখা বি. নিরক্ষবৃত্তের সমান্তরালে ক্রমশ দশ দশ অংশ অন্তর কল্পিত ক্ষুদ্রতর বৃত্ত, parallel of latitude, ̃ মদ বি. পাশা খেলার নেশা। ̃ মালা বি. 1 রুদ্রাক্ষমালা, জপমালা; 2 (সপ্তর্ষিমণ্ডলের দ্বারা মালার ন্যায় পরিবেষ্টিতা) বশিষ্ঠপত্নী অরুন্ধতী। ̃ শক্তি বি. দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারশাসিত জার্মানি, মুসোলিনিশাসিত ইতালি এবং তোজো-মন্ত্রিত্বাধীন জাপানের নেতৃত্বে বিভিন্ন রাষ্ট্রের মিলিত শক্তি, The Axis, ̃ সমান্তরাল-অক্ষবৃত্ত-র অনুরূপ। ̃ মূত্র বি. জপমালা। 25)
অঙ্গুরি, অঙ্গুরী, অঙ্গুরীয়, অঙ্গরীয়ক
(p. 8) aṅguri, aṅgurī, aṅgurīẏa, aṅgarīẏaka বি. 1 আংটি; 2 শনিগ্রহের বলয় বা বেষ্টনী, ring of the Saturn. [সং. অঙ্গুরীয়ক অঙ্গুরি+ঈয়+ক]। 48)
অন্বেষণ
(p. 34) anbēṣaṇa বি. অনুসন্ধান, খোঁজ, গবেষণা। [সং. অনু + √ ইষ্ + অন]। অন্বেষক, অন্বেষী বি. বিণ. অনুসন্ধানকারী। অন্বেষিত বিণ. খোঁজা হচ্ছে এমন। 51)
অব-রুদ্ধ
(p. 45) aba-ruddha বিণ. 1 আবদ্ধ; আটক, ব্যাহত, নিরূদ্ধ (অবরুদ্ধ বাসনা, দৃষ্টি অবরূদ্ধ); 2 পরিবেষ্টিত (অবরুদ্ধ শহর); 3 রুদ্ধ (অবরুদ্ধ স্বর)। [সং. অব + রুদ্ধ]। 27)
অব-রোধ
(p. 45) aba-rōdha বি. 1 বাধা, প্রতিবন্ধক; পরিবেষ্টন blockade; 2 কারাগার, জেলখানা; 3 অন্তঃপুর; 4 বন্দিত্ব, আটক, detention. [সং. অব + রোধ]। অব-রোধক বিণ. অবরোধকারী, বাধা সৃষ্টি করে এমন। ̃ প্রথা বি. পর্দা প্রথা, নারীদের পর্দানাশিন থাকার নিয়ম, নারীদের অন্তঃপুরে থাকার বা রাখার প্রথা। 30)
অরুন্ধতী
(p. 61) arundhatī বি. সপ্তর্ষিমন্ডলের দ্বারা বেষ্টিত ক্ষীণ নক্ষত্রবিশেষ; বশিষ্ঠমুনির পত্নী। [সং. ন + √ রুধ্ + ত + ঈ (স্ত্রী.)]। 18)
অসূয়ক
(p. 72) asūẏaka বিণ. অন্যের গুণকে ঈর্ষা করে বা অস্বীকার করে এমন, বিদ্বেষী; নিন্দুক। বি. স্বভাবতই সবকিছুর প্রতি বিদ্বেষযুক্ত বা অসূয়াপরবশ ব্যক্তি, cynic (বি. প.)। [সং. অসূয় + অক]। 22)
আত্মানু-শাসন
(p. 89) ātmānu-śāsana বি. আত্মার বিশেষ উপদেশ বা নির্দেশ। [সং. আত্মন্ + অনুশাসন]। আত্মানু-সন্ধান, আত্মান্বেষণ বি. 1 আত্মস্বরূপের অনুসন্ধান, ব্রহ্মজ্ঞান লাভের জন্য অনুসন্ধান বা সাধনা; 2 নিজের দোষ-গুণের বিচার। [সং. আত্মন্ + অনুসন্ধান, অন্বেষণ]। আত্মানু-সন্ধায়ী (-য়িন্), আত্মান্বেষী (-ষিন্) বিণ. আত্মানুসন্ধান করে এমন। 25)
আপকা-ওয়াস্তে
(p. 95) āpakā-ōẏāstē অব্য. 1 আপনার জন্য; 2 নিজের জন্য। বিণ. স্বার্থান্বেষী; তোষামোদকারী। [হি. আপ্কা ওয়াস্তে]। 35)
আবৃত
(p. 99) ābṛta বিণ. 1 আচ্ছাদিত, ঢাকা; 2 বেষ্টিত (মেখলাবৃত); 3 ব্যাপ্ত (মেঘাবৃত)। [সং. আ + ̃বৃ + ত]। আবৃতি বি. 1 আবরণ, আচ্ছাদন; 2 বেষ্টন; 3 প্রাচীর, বেড়া; 4 বেষ্টিত স্হান। 24)
আবেষ্টক
(p. 99) ābēṣṭaka দ্র আষ্টন। 31)
আবেষ্টন
(p. 99) ābēṣṭana বি. 1 সম্পূর্ণভাবে বেষ্টন বা ঘেরাও করা পরিবেষ্টন (অগ্নির আবেষ্টন); 2 বেড়া; 3 পরিপার্শ্বিক অবস্হা, প্রতিবেশ। [সং. আ + বেষ্টন]। আবেষ্টক বিণ. আবেষ্টন করে বা ঘিরে এমন। বি বেড়া, প্রাচীর। আবেষ্টনী বি. (স্ত্রী.) 1 বেষ্টনী, বেড়া; 2 পরিধি; 3 পারিপার্শ্বিকতা (পারিবারিক আবেষ্টনী, পল্লিজীবনের আবেষ্টনী), environment. আবেষ্টিত বিণ. আবেষ্টন বা ঘেরাও করা হয়েছে এমন। 32)
ঈশ্বর
(p. 118) īśbara বি. 1 ভগবান; 2 জগতের স্রষ্টা; 3 প্রভু, স্বামী (প্রাণেশ্বর); 4 রাজা, অধিপতি (রাজ্যেশ্বর); 5 শ্রেষ্ঠ বা প্রধান ব্যক্তি (যোগীশ্বর); 6 মৃত ব্যক্তির বা পুণ্যতীর্থের নামের আগে মহিমাসূচক চিহ্ন -* (*ভূদেব মুখোপাধ্যায়, *বারাণসী)। [সং. √ ঈশ্ + বর]। স্ত্রী. ঈশ্বরী। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ দত্ত বিণ. ভগবানের কাছ থেকে পাওয়া গেছে এমন, ঈশ্বরের কৃপায় প্রাপ্ত (ঈশ্বরদত্ত কণ্ঠ)। ̃ দ্বেষী (-ষিন্) বিণ. ঈশ্বরের বিরোধী; ঈশ্বরের ক্ষমতা বা মহিমা বা অস্তিত্ব অস্বীকার করে এমন; নাস্তিক। ̃ নিষ্ঠ, ̃ পরায়ণ বিণ. ঈশ্বরভক্ত, ধার্মিক। বি. ̃ নিষ্ঠা, ̃ পরায়ণতা। ̃ প্রাপ্তি বি. ঈশ্বরকে পাওয়া; মৃত্যু। ̃ বিরোধী-ঈস্বরদ্বেষী -র অনুরূপ। ̃ ভক্ত, &tilde ; ভক্তি যথাক্রমে ঈশ্বরনিষ্ঠ ও ঈশ্বরনিষ্ঠা -র অনুরূপ। ঈশ্বরাজ্ঞা, ঈশ্বরাদেশ বি. ঈশ্বরের নির্দেশ। ঈশ্বরাধীন বিণ. ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভরশীল; দৈবাধীন। ঈশ্বরীয় বিণ. ঈশ্বরসম্বন্ধীয়, ঐশ্বরিক। 13)
উদ্যুক্ত
(p. 128) udyukta বিণ. উদ্যোগবিশিষ্ট; বেষ্টিত; যত্নবান। [সং. উত্ + √ যুজ্ + ত]। 45)
উপ-দ্বীপ
(p. 132) upa-dbīpa বি. প্রায় সম্পূর্ণভাবে জলবেষ্টিত ভূভাগ, peninsula. [সং. উপ + দ্বীপ]। উপ-দ্বীপীয় বিণ. উপদ্বীপসংক্রান্ত, peninsular. 11)
উপ-সাগর
(p. 133) upa-sāgara বি. তিন দিকে স্হলবেষ্টিত সমুদ্রের অংশ; প্রায় সম্পূর্ণরূপে স্হল দ্বারা বেষ্টিত সমুদ্রাংশ, bay, gulf. [সং. উপ + সাগর]। 67)
ওড়না
(p. 153) ōḍ়nā বি. স্ত্রীলোকের পাতলা চাদর বা উত্তরীয়। [সং. অববেষ্টন; তি. হি. ওঢ়না]। 6)
ওয়াড়, ওড়
(p. 153) ōẏāḍ়, ōḍ় বি. বালিশ লেপ ইত্যাদির ঢাকনা খোল বা আবরণ। [সং. অববেষ্ট-তু. হি. মরা. ওঢ়ণী]। 31)
কাঁটা
(p. 174) kān̐ṭā বি. 1 সূক্ষ্মাগ্র অর্থাত্ ছুঁচলো বস্তু; কণ্টক (গাছের কাঁটা, খোঁপার কাঁটা); 2 কাঁটার মতো লোহার ছুঁচ (ঘড়ির কাঁটা); 3 সূক্ষ্ম ও সূক্ষ্মাগ্র হাড় (মাছের কাঁটা); 4 খাদ্যবস্তু মুখে তোলার জন্য শলাকাবিশেষ, fork; 5 তুলাদণ্ড, বড় নিক্তি (কাঁটার ওজন); 6 ছোট পেরেক; 7 পুলক, রোমাঞ্চ ('শুনে তোমার গায়ে দেবে কাঁটা': রবীন্দ্র)। [সং. কণ্টক]। কাঁটা করা ক্রি. বি. ওজন করা (আলুর বস্তাটা এখনও কাঁটা করা হয়নি)। কাঁটা-চামচ, কাঁটা-ছুরি বি. ইয়োরোপীয় প্রথায় ভোজনের জন্য কাঁটা অর্থাত্ fork এবং চামচ বা ছুরি। ̃ ঝাঁপ বি. চড়কের সময় বাঁশের ভারার উপর থেকে মাটিতে খাড়াভাবে বিছানো লোহার কাঁটার উপর ঝাঁপ দেওয়া। ̃ ঝোপ, ̃ বন বি. কাঁটাওয়ালা গাছে ভরা ঝোপ বা বন। ̃ তারের বেড়া বি. কাঁটার মতো সূক্ষ্মাগ্র লোহার শলাকাযুক্ত বাঁকানো তারের বেষ্টনী, barbed wire. ̃ নটে বি. শাকবিশেষ। কাঁটায় কাঁটায় ক্রি-বিণ. ঠিক ঠিক, সময়ের এতটুকু ব্যতিক্রম না করে (কাঁটায় কাঁটায় কাজ করা)। কাঁটা দিয়ে কাঁটা তোলা ক্রি. বি. এক দুষ্টের বিরুদ্ধে অন্য এক দুষ্টকে লেলিয়ে দিয়ে উভয়েরই বিনাশ করা। গায়ে কাঁটা দেওয়া-গাঁ3 দ্র। কাঁটা হওয়া ক্রি. বি. ভয়ে শিউরে ওঠা। পথের কাঁটা বি. বাধা, পথের প্রতিবন্ধক; উন্নতি বা সাফল্যের পথে বাধা। 64)
কালা-পাহাড়
(p. 186) kālā-pāhāḍ় বি. 1 মুসলমান আমলের ইতিহাসবিশ্রুত হিন্দু ব্রাহ্মণ যিনি ইসলামধর্ম গ্রহণ করেন এবং বহু মন্দির ধ্বংস করে কালাপাহাড় নামে পরিচিত হন; 2 (আল.) স্বধর্মদ্বেষী অত্যাচারী ও ভয়ংকর ব্যক্তি; 3 প্রচলিত ধর্ম ও সংস্কারের বিরোধী ব্যক্তি। [বাং. কালা2 + পাহাড়]। কালা-পাহাড়ি বিণ. বি. কালাপাহাড়ের মতো; কালাপাহাড়ের মতো আচরণ। 50)
কুঞ্জ1
(p. 194) kuñja1 বি. 1 উপবন; 2 লতাবেষ্টিত স্হান বা গৃহ (কুঞ্জকানন, কুঞ্জবন); 3 বৈষ্ণবদের আশ্রম। [সং. √ কুজ্ + অ, ঞ্ আগম]। ̃ বাটিকা, ̃ বাটী বি. বৈষ্ণবদের ভজনস্হান, যেখানে রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠিত থাকে। 31)
কুল-কুণ্ডলিনী
(p. 199) kula-kuṇḍalinī বি. (তন্ত্রশাস্ত্র ও যোগশাস্ত্রমতে) দেহমধ্যে মূলাধার পদ্মে অর্থাত্ অধোমুখে, তিনটি বেষ্টনে কুণ্ডলীভাবে বিরাজিত জীবগণের পরমাশক্তি বা শিবশক্তি; এই শক্তি জীবগণের নিশ্বাস-প্রশ্বাসের মধ্যে জীবনদায়ী শক্তিরূপে বিরাজ করে। [সং. কুল2 কুণ্ডলিনী]। 29)
কুহেলিকা, কুহেড়িকা, কুহেলি, কুহেলী
(p. 202) kuhēlikā, kuhēḍ়ikā, kuhēli, kuhēlī বি. কুজ্ঝটিকা, কুয়াশা। [সং. কু (পৃথিবী) + √ হেড়্ (বেষ্টন করা) + ইক + আ, ই, ঈ; ড=ল]। 17)
গণ্ডি, গণ্ডী
(p. 236) gaṇḍi, gaṇḍī বি. বেষ্টনরেখা, সীমা (নিজের গণ্ডির মধ্যে আবদ্ধ, সমাজের গণ্ডি); মন্ত্রবলে যে স্হান নিরাপদ করা হয়েছে। [সং. √গণ্ড্ + ই, ঈ]।
গবেষণা, গবেষণ
(p. 241) gabēṣaṇā, gabēṣaṇa বি. তত্ত্বানুসন্ধান, research. [সং. √গবেষ্ (অন্বেষণ করা) + অন + আ]। গবেষক বিণ. বি. গবেষণাকারী। গবেষিত বিণ. গবেষণা করা হয়েছে এমন। গবেষণাগার বি. যেখানে গবেষণা করা হয়, laboratory. গবেষণা-লব্ধ বিণ. গবেষণা করে জানা গেছে এমন (গবেষণালব্ধ জ্ঞান)। 14)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534973
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140510
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730738
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942938
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883596
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838498
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696684
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603090

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us