Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ব্যক্তিবর্গ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আমির
(p. 101) āmira বি. 1 সম্ভ্রান্ত ও ধনী মুসলমান; 2 সম্ভ্রান্ত মুসলমানের বা নৃপতির উপাধিবিশেষ; 3 ধনী বা সম্ভ্রান্ত ব্যক্তি। [আ. আমীর]। ̃ ওমরাহ, ̃ ওমরা বি. 1 সম্ভ্রান্ত ও পদস্হ মুসলমান ব্যক্তিবর্গ; 2 মুসলমান শাসকের দরবারের বা রাজ্যের ক্ষমতাশালী মুসলমান গোষ্ঠী। আমিরি বি. আমিরের পদ বা দায়িত্ব বা মর্যাদা। বিণ. আমিরের মতো, আমিরসুলভ (আমিরি চাল)। 44)
ইউরেশিয়ান
(p. 113) iurēśiẏāna বি. ইয়োরোপীয় ও এশীয়দের মিলনজাত ব্যক্তিবর্গ, যাদের মাতাপিতার মধ্যে একজন ইয়োরোপীয় ও অপরজন এশীয়। [ইং. Eurasian]। 8)
তদন্ত
(p. 365) tadanta বি. 1 তার শেষ; 2 স্বরূপ নির্ণয়; 3 প্রকৃত অবস্হা বা ঘটনা সম্বন্ধে অনুসন্ধান বা খোঁজ। [সং. তদ্ + অন্ত]। তদন্ত কমিটি বি. প্রকৃত ঘটনা বা অবস্হা অনুসন্ধানের জন্য নিযুক্ত ব্যক্তিবর্গ। তদন্ত কমিশন - তদন্ত কমিটি -র অনুরূপ। 22)
দল
(p. 400) dala বি. 1 পল্লব, পাতা (বিল্বদল); 2 পাপড়ি (শতদল); 3 সমূহ, পাল, সম্প্রদায় (দস্যুদল, সৈন্যদল); 4 জোট (দল বেঁধে এল); 5 পক্ষ, তরফ; একই মত ও পথের সমর্থক ব্যক্তিবর্গের গোষ্ঠী (আমার দলের ছেলেরা); 6 জলে ভাসমান উদ্ভিদের গুচ্ছ, দাম, শ্যাওলা (কলমির দল, 'গানগুলি মোর শৈবালেরই দল': রবীন্দ্র); 7 (নিন্দায়) অসত্ সংসর্গ (দলে ভিড়ে খারাপ হওয়া, দলে মেশা)। [সং. √ দল্ + অ]। দল পাকানো, দল বাঁধা ক্রি. বি. একজোট হওয়া ('নেকড়েরা দল বাঁধিয়া শিকার করে': তারা.); ঘোঁট পাকানো। দলে ভারী সংখ্যায় অনেক। ̃ কচু বি. বড় বড় পাতাযুক্ত কচুবিশেষ। ̃ গত বিণ. দলীয়, সম্মিলিত (দলগত শক্তি)। ̃ ছাড়া, ̃ চ্যুত, ̃ ভ্রষ্ট বিণ. নিজ শ্রেণি বা গোষ্ঠী থেকে বিচ্যুত। ̃ ছুট বিণ. নিজের দল বা গোষ্ঠী থেকে আলাদা হয়ে গেছে এমন, দলছাড়া। ̃ ত্যাগ বি. দল ছেড়ে দেওয়া। ̃ পতি বি. সর্দার, নেতা। ̃ বদ্ধ বিণ. একদলে মিলিত। ̃ বল বি. স্বপক্ষীয় লোকজন (দলবল নিয়ে হাজির)। ̃ ভুক্ত বিণ. কোনো দলের অন্তর্ভুক্ত। দলাদলি বি. বিভিন্ন পরস্পরবিরোধী দল গঠন বা তাদের মধ্যে বিরোধ। দলীয় বিণ. দলসম্বন্ধীয় (দলীয় রাজনীতি); দলভুক্ত। দলে দলে ক্রি-বিণ. নানা দল বেঁধে; প্রচুর সংখ্যায় (দলে দলে লোক আসছে)। 15)
নিকায়
(p. 459) nikāẏa বি. 1 সমূহ; 2 সমান ধর্মবিশিষ্ট ব্যক্তিবর্গ; 3 পালি ভাষায় বৌদ্ধ ধর্মের বিশেষ বিশেষ সংগ্রহ গ্রন্হ (দীঘনিকায়, অঙ্গুত্তরনিকায়); 4 লক্ষ্য; 5 গৃহ, আবাস (দেবনিকায়); 6 পরব্রহ্ম। [সং. নি + √ চি + অ]। 7)
নির্বাচক
(p. 468) nirbācaka বিণ. বি. নির্বাচনকারী; নির্বাচনে যোগ দিতে বা ভোট দিতে অধিকারী ব্যক্তি; elector, voter (স. প.)। [সং. নির্ + √ বচ্ + ণিচ্ + অক]। ̃ মণ্ডল, ̃ মণ্ডলী বি. নির্বাচনকারী ব্যক্তিবর্গ; নির্বাচনকেন্দ্রের ভোটাধিকারপ্রাপ্ত জনসমষ্টি, constituency (স. প.)। 87)
পুষ্যি
(p. 526) puṣyi বিণ. (কথ্য) যাকে পোষণ বা প্রতিপালন করতে হয়; 2 দত্তক (পুষ্যি নিয়েছি, পুষ্যিপুত্তুর)। বি. প্রতিপাল্য ব্যক্তি বা ব্যক্তিবর্গ (তাঁর পুষ্যি অনেকগুলো)। [সং. পোষ্য]। 89)
পোষ্য
(p. 534) pōṣya বিণ. প্রতিপাল্য, পালন করতে হবে এমন। [সং. √ পুষ্ + য]। ̃ পুত্র বি. দত্তকপুত্র, আনুষ্ঠানিকভাবে স্বীয় পুত্ররূপে গৃহীত ও প্রতিপালিত অপরের পুত্র। ̃ বর্গ বি. প্রতিপাল্য ব্যক্তিবর্গ। 41)
মাতৃ
(p. 692) mātṛ বি. মাতা শব্দের সংস্কৃত মূল রূপ। ক বিণ. 1 মাতাসম্বন্ধীয় (তু. পৈতৃক); 2 (সমাসের উত্তরপদে) মাতারূপে পরিগণিত বা কল্পিত (নদীমাতৃক)। কা বি. 1 মাতা; গৌরী পদ্মা শচী মেধা সাবিত্রী বিজয়া জয়া দেবসেনা স্বধা স্বাহা শান্তি পুষ্টি ধৃতি তুষ্টি আত্মদেবতা কুলদেবতা-এই ষোড়শ দেবী; 3 মাতামহী; 4 ধাত্রী; 5 কারণ; 6 অ আ ক খ প্রভৃতি বর্ণ। ̃ কুল বি. মায়ের বংশ। ̃ গণ বি. ব্রাহ্মী মাহেশ্বরী ঐন্দ্রী বরাহী বৈষ্ণবী কৌমারী চামুণ্ডা বা কৌবেরী ও চর্চিকা-এই অষ্ট শক্তি। ̃ ঘাতক, ̃ ঘাতী (-তিন্) বিণ. মাতার প্রাণবধকারী। ̃ দায় বি. মৃতা জননীর শ্রাদ্ধাদির দায়িত্ব বা তদ্রূপ অবশ্যকরণীয় কর্ম। ̃ দুগ্ধ বি. মায়ের স্তনের দুধ। ̃ পক্ষ বি. মাতৃকুলের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিবর্গ। ̃ .বত্ বিণ. মায়ের মতো (মহিলাকে সে মাতৃবত্ দেখে)। ̃ .বন্দনা বি. জননীকে বা জন্মভূমিকে বা দেবীকে আরাধনা বা অভিবাদন। ̃ .বিয়োগ বি. মায়ের মৃত্যু। ̃ .ভক্ত বিণ. মায়ের অনুগত বা মায়ের প্রতি অনুরক্ত ও শ্রদ্ধাশীল। ̃ .ভক্তি বি. মায়ের প্রতি শ্রদ্ধা ও অনুরাগ। ̃ .ভাষা বি. স্বজাতির ভাষা, কোনো ব্যক্তির নিজের ও তার স্বজাতির ভাষা। ̃ .ভূমি বি. স্বদেশ, জন্মভূমি। ̃ .শাসন বি. রাজ্য পরিবার বা গোষ্ঠীর শাসনে বা পরিচালনায় স্ত্রীলোকের কর্তৃত্ব, matriarchy. ̃ .শ্রাদ্ধ বি. মায়ের মৃত্যুর পর পারলৌকিক ক্রিয়াদি। ̃ .ষ্বসা দ্র মাতুঃষ্বসা। ̃ .ষ্বস্রীয়া বি. মাসতুতো বোন। ̃ .সদন বি. 1 মায়ের গৃহ; 2 যেখানে নারী মা হয় অর্থাত্ প্রসূতিগৃহ। ̃ .সমা বিণ. মায়ের সমান (মাতৃসমা জন্মভূমি)। ̃ .সেবা বি. মায়ের পরিচর্যা। ̃ .স্নেহ বি. মায়ের ভালোবাসা। ̃ .স্তন্য বি. মায়ের বুকের দুধ। ̃ .হত্যা বি. মায়ের প্রাণনাশ করা। ̃ .হন্তা (ন্তৃ), ̃ .হন্তারক বি. মাতৃঘাতক, মায়ের হত্যাকারী। ̃ .হীন বিণ. মা-মরা। স্ত্রী. ̃ .হীনা। মাতোয়ারা, (বিরল) মাতোয়ালা বিণ. 1 বিভোর, আত্মহারা (নেশায় মাতোয়ারা, অহংকারে মাতোয়ারা); 2 মাতাল, মত্ত। [হি. মতবালা]। 113)
মিশন
(p. 706) miśana বি. 1 ধর্মপ্রচার; 2 বিশেষ কোনো (গুরুতর) কার্যের জন্য প্রেরিত ব্যক্তিবর্গ (ক্যাবিনেট মিশন); 3 ধর্মপ্রচার সমিতি (রামকৃষ্ণ মিশন)। [ইং. mission]। মিশনারি বি. ধর্মপ্রচারক। বিণ. 1 ধর্মপ্রচার-সম্বন্ধীয় (মিশনারি পরিকল্পনা); 2 ধর্মপ্রচার-সমিতি কর্তৃক পরিচালিত (মিশনারি কলেজে)। 25)
স্বয়ং
(p. 853) sbaẏa (-য়ম্) অব্য. আপনি, নিজে। [সং. সু + √ ই বা √ অয়্ + অম্]। ̃ কৃত, (বিরল) স্বয়ঙ্কৃত বিণ. নিজ দ্বারা কৃত, স্বকৃত। ̃ প্রকাশ বিণ. (পরের সাহায্য ব্যতীত) নিজে নিজেই প্রকাশিত, নিজ শক্তিবলে প্রকাশিত। ̃ প্রধান বিণ. পরের দ্বারা প্রাধান্যদানের অপেক্ষা না রেখেই নিজেকে প্রধান বলে জাহির করে এমন। ̃ প্রভ বিণ. স্বীয় জ্যোতিতে দীপ্তিশীল। স্ত্রী. ̃ প্রভা। ̃ বর, (অশু.) স্বয়ম্বর বি. আমন্ত্রিত ব্যক্তিবর্গের মধ্য থেকে স্বয়ং কন্যা কর্তৃক পতিনির্বাচন (স্বয়ংবর-সভা)। ̃ বরা, (অশু.) স্বয়ম্বরা বিণ. বি. (স্ত্রী.) যে কন্যা নিজেই পতি নির্বাচন করে। ̃ সিদ্ধ বিণ. গুরু বা অন্য কারও শিক্ষা ব্যতিরেকে কেবল স্বীয় চেষ্টাদ্বারাই সিদ্ধিলাভকারী; স্বতঃসিদ্ধ। 7)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534872
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140387
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730611
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942803
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883563
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696638
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603077

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us