Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ব্যতীত) দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অদ্বৈত
(p. 17) adbaita বিণ. 1 দ্বৈতহীন; 2 দ্বিতীয়ত্বহীন অর্থাত্ জীব ও ব্রহ্ম ভেদশূন্য। বি. 1 ব্রহ্ম; 2 শ্রীচৈতন্যের অন্যতম প্রধান পার্ষদ ও অনুগামী। [সং. ন+দ্বৈত]। ̃ .বাদ বি. ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় কিছু নেই, ব্রহ্মই একমাত্র সত্য, জগত্ মিথ্যা-শংকরাচার্য-প্রতিষ্ঠিত এই দার্শনিক মত। ̃ .বাদী (-দিন্) বি. যিনি অদ্বৈতবাদ মানেন। বিণ. অদ্বৈতবাদসম্মত। 24)
অনাধি-কার
(p. 21) anādhi-kāra বি. অধিকার না থাকা, অধিকারের বা যোগ্যতার অভাব; দখলের অভাব। [সং. ন+অধিকার়]। ̃ চর্চা বি. অনুচিত বা অনায়ত্ত বিষয়ে হস্তক্ষেপ বা তত্সম্বন্ধে আলোচনা; যে বিষয়ে আলোচনা করার যোগ্যতা নেই সেই বিষয়ে আলোচনা। ̃ প্রবেশ বি. অনুমতি বা অধিকার ব্যতীত অন্যের অধিকৃত স্হানে প্রবেশ; অন্যায়ভাবে প্রবেশ, trespass. অনাধি-কারী (-রিন্) বিণ. যার অধিকার নেই; অযোগ্য। অনধি-কৃত বিণ. যা অধিকার করা হয়নি; অনায়ত্ত। 28)
অযোনি
(p. 60) ayōni বিণ. জন্মহীন। বি. যোনি ব্যতীত অন্য স্হান। [সং. ন + যোনী]। ̃ জ, ̃ .সম্ভব, ̃ .সম্ভৃত বিণ. নারীর গর্ভে জন্ম হয়নি এমন; যোনী থেকে উত্পন্ন হয়নি এমন। বি. 1 ব্রহ্মা; 2 পরমেশ্বর। ̃ জা, ̃ .সম্ভবা, ̃ .সম্ভূতা স্ত্রী. বিণ. নারীর গর্ভে জন্ম হয়নি এমন। বি. 1 সীতা; 2 দ্রৌপদী। 17)
অর্ধ
(p. 62) ardha বি. 1 সমান দুই ভাগের এক ভাগ (ব্যাসার্ধ); 2 দুই ভাগের যেকোনো এক ভাগ। বিণ. বিণ- বিণ. 1 আধা, আধাআধি (অর্ধাংশ); 2 দুই ভাগে বিভক্ত (অর্ধবঙ্গ); 3 অসম্পূর্ণ বা আংশিক (অর্ধাশন; অর্ধাহার)। ক্রি-বিণ. আংশিকভাবে (অর্ধনির্মিত, অর্ধভুক্ত)। [সং. √ ঋধ্ + অ]। ̃ কথন বি. অসম্পূর্ণ কথা। ̃ .কথিত বিণ. কিছুটা বলা হয়েছে এমন, আংশিক বলা হয়েছে এমন। ̃ কৃত বিণ. অর্ধেক করা হয়েছে বা দুটি অংশে ভাগ করা হয়েছে এমন। ̃ .গ্রাস বি. আংশিক গ্রাস। ̃ .চন্দ্র বি. 1 চাঁদের অংশ; অর্ধপ্রকাশিত চাঁদ; 2 (ব্যঙ্গে) গলাধাক্কা; গলাধাক্কা দিয়ে বিতাড়িত করা (অর্ধচন্দ্র দেওয়া)। ̃ .চন্দ্রাকার, ̃ .চন্দ্রাকৃতি বিণ. আধখানা চাঁদের আকারবিশিষ্ট। ̃ .দিবস বি. 1 অর্ধেক দিন; দুই প্রহর; 2 মধ্যাহ্ন; 3 এক দিন-রাত্রির অর্ধেক; চার প্রহর। ̃ .নারীশ্বর বি. এক দেহে মিলিত হর ও গৌরীর অর্থাত্ শিব ও পার্বতীর যুগলমূর্তি; (আল.) নারী ও পুরুষের যুগলমূর্তি। ̃ .নিমীলিত বিণ. আধবোজা। ̃ .নির্মিত বিণ. আংশিক তৈরি হয়েছে এমন। ̃ .পথ বি. মাঝপথ; মাঝামাঝি পথ (অর্ধপথ অতিক্রম করার পর)। ̃ .পরিস্ফুট বিণ. কিছুটা বা আংশিকভাবে বোঝা গেছে এমন; অস্পষ্ট। ̃ .বয়স্ক বিণ. মাঝবয়সী; প্রৌঢ়। ̃ .ভাগ বি. অর্ধেক। ̃ .মাত্রা বি. নির্দিষ্ট পরিমাণের অর্ধেক। ̃ .মৃত বিণ. আধমরা। ̃ .রাত্র বি. মাঝরাত। ̃ .শত বি. একশোর অর্ধেক পঞ্চাশ। ̃ .স্ফুট বিণ. অস্পষ্ট; আধফোটা। অর্ধাংশ বি. সমান দুই ভাগের এক ভাগ, অর্ধেক। অর্ধাঙ্গ বি. দেহের অর্ধাংশ, শরীরের অর্ধেক। অর্ধাঙ্গিনী বি. (স্ত্রী.) স্ত্রী। অর্ধার্ধ বি. অর্ধেকের অর্ধেক; সিকি ভাগ। অর্ধার্ধি বিণ. ক্রি-বিণ. দুই সমান অংশে, আধা-আধি (অর্ধার্ধি ভাগ করা)। অর্ধাশন বি. আধপেটা খাওয়া (অর্ধাশনে দিন কাটানো)। অর্ধাসন বি. আসনের অর্ধেক। অর্ধেক বি. বিণ. অর্ধ -র অনুরূপ। অর্ধেন্দু আংশিকভাবে উদিত চাঁদ; চাঁদের অংশ। অর্ধেন্দু-শেখর বি. মহাদেব (মস্তকে অর্ধ চাঁদ আছে বলে)। অর্ধোচ্চারিত বিণ. অসম্পূর্ণভাবে উচ্চারিত; অস্পষ্টভাবে উচ্চারিত। অর্ধোদয় বি. পূণ্য তিথিবিশেষ; পৌষ বা মাঘ মাসের অমাবস্যায় রবিবার দিনের বেলা শ্রবণা নক্ষত্র ও ব্যতীপাতঘটিত যোগ। অর্ধোদিত বিণ. আংশিক উদিত। 20)
এতত্
(p. 146) ētat (-তদ্) সর্ব. বিণ. এই, ইনি, উপস্হিত ব্যক্তি বা বস্তু (এতদ্বিষয়ে, এতদ্দেশে, এতদ্দ্বারা)। [সং. এতদ্]। ̃ কালীন বিণ. এইসময়ের; একালের, ইদানীন্তন। এতদতিরিক্ত বিণ. এর বেশি; এ ছাড়া। এতদবস্হা বি. এই অবস্হা। এতদর্থে ক্রি-বিণ. এই জন্য; এই মর্মে। এতদীয় বিণ. এই ব্যক্তি বা বস্তুসম্বন্ধীয়, এতত্সংক্রান্ত। এতদুদ্দেশ্যে ক্রি-বিণ. এই অভিপ্রায়ে; এই জন্য; এই উপলক্ষ্যে। এতদ্দেশ বি. এই দেশ। এতদ্দেশীয় বিণ. এই দেশের। এতদ্রূপ বিণ. এইরূপ, এইরকম। এতদ্ব্যতীত অব্য. এ ছাড়া। এতদ্ভিন্ন অব্য. এ ছাড়া। 41)
ছাড়া
(p. 304) chāḍ়ā ক্রি. 1 ত্যাগ করা (সংসার ছাড়বে); 2 পরিবর্তন করা, বদল করা (কাপড় ছাড়া); 3 যাত্রা করা, স্হানত্যাগ করে চলতে আরম্ভ করা (গাড়ি কখন ছাড়বে?); 4 মুক্তি দেওয়া (পুলিশ আসামিকে ছেড়ে দিল); 5 দূর হওয়া (জ্বর ছেড়েছে); 6 অভ্যাস ত্যাগ করা (ধূমপান ছেড়েছে, সেই কবে ধুতি ছেড়েছি); 7 উপেক্ষা করা (ওর কথা ছাড়ো); 8 ক্ষমা করা (অন্যায় করলে কেউ তোমাকে ছেড়ে দেবে না); 9 শিথিল হওয়া, খোলা (জোড় ছেড়ে গেছে; বাঁধন ছেড়ে গেছে); 1 জড়তা ত্যাগ করা, স্বর উঁচুতে তোলা (গলা ছেড়ে গাও); 11 ডাকে দেওয়া, বাইরে পাঠানো (চিঠি ছাড়া); 12 স্পন্দহীন হওয়া (নাড়ি ছেড়ে গেছে); 13 প্রসব করা (মাছটা ডিম ছেড়েছে); 14 নিক্ষেপ করা (বাণ ছাড়া); 15 অবারিত বা বাধাহীন করা (পথ ছাড়ো); 16 সঙ্গ ত্যাগ করা (মাকে ছেড়ে থাকতে পারে না); 17 নিষ্কৃতি দেওয়া (খেয়ে তবে ছেড়েছে)। বিণ. 1 পরিত্যক্ত (ছাড়া ভিটা); 2 বঞ্চিত (ভিটা-ছাড়া, মা-ছাড়া); 3 স্বাধীন, বন্ধনহীন (ছাড়া গোরু); 4 বর্জিত (লক্ষ্মীছাড়া); 5 বহির্ভূত (সৃষ্টিছাড়া)। বি. ক্রিয়ার সব অর্থে (গাড়ি ছাড়ার সময়, কাপড় ছা়ড়ার ঘর, সংসার ছাড়ার ইচ্ছা, মাছের ডিম ছাড়া দেখেছি, ছাড়া পাওয়া)। অব্য. অনু. ব্যতীত (এ ছাড়া কী করার আছে? লাভ ছাড়া লোকসান নেই)। [পা. √ ছড্ড √ ছর্দ্]। ছাড়া ছাড়া বিণ. বিরল, ফাঁক ফাঁক, বিচ্ছিন্ন (ছাড়া ছাড়া কতগুলি শব্দ, সবাই আজকাল ছাড়া ছাড়া থাকে)। ̃ ছাড়ি বি. বিচ্ছেদ। 4)
তদ্ব্যতিরিক্ত, তদ্ব্যতীত
(p. 367) tadbyatirikta, tadbyatīta বিণ. তদ্ভিন্ন, তা ছাড়া, তার অতিরিক্ত (আমি তদ্ব্যতিরিক্ত কাউকে জানি না; তদ্ব্যতীত বিষয়ে তাঁর জ্ঞান নাই)। ক্রি-বিণ. তা ছাড়া, তদ্ব্যতিরেকে (তিনি তদ্ব্যতিরিক্ত জানেন না)। [সং. তদ্ + বি + অতিরিক্ত, + অতীত]। 3)
তৃতীয় বিশ্ব
(p. 375) tṛtīẏa biśba বি. উন্নত ও শক্তিশালী ধনতান্ত্রিক আমেরিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইত্যাদি এবং রাশিয়া ইত্যাদি দেশ ব্যতীত বিশ্বের (প্রধানত এশিয়া ও আফ্রিকার) বিপুলসংখ্যক অনুন্নত বা উন্নতিশীল দেশের সমষ্টিগত নাম। [ইং. Third World - এর অনুবাদ]। 247)
না৩
(p. 451) nā3 অব্য. বি. বৈপরীত্য বা নিষেধসূচক (যাব না, ' যেওনা যেওনা ফিরে': রবীন্দ্র); 2 আপত্তি বা অমতসূচক (তার সবকিছুতেই না); 3 অনুরোধ বা আদেশসূচক ('আমায় থাকতে দে না': রবীন্দ্র; চিঠিটা পড়েই দেখ না); 4 সংশয়, সন্দেহ বা অনিশ্চয়তাসূচক (রোদ উঠবে না?); 5 আধিক্যসূচক (সেখানে কত-না মজা); 6 প্রশ্নসূচক বা বিস্ময়সূচক (বেড়াতে যাবে না? সে কি আজও যাবে না?); 7 অভাবসূচক (আমার না আছে টাকা না আছে জমি); 8 অথবা, কিংবা (কিছুই নেই, না অন্ন না বস্ত্র); 9 বিনা, ব্যতীত (না বুঝে কাজ কোরো না); 1 স্বকথিত প্রশ্ন ও উত্তরের সংযোগবাচক (অর্থ কী? না অনর্থের মূল); 11 ছড়ায় বা গানে স্বার্থে (একই অর্থে) প্রযুক্ত ('কোন না কোন কাম করে') [সং. ন]। ̃ বাচক, ̃ ধর্মী বিণ. না বোঝায় এমন, negative. 11)
বই৪, (বর্জি.) বৈ
(p. 572) bi4, (barji.) bai অব্য, ব্যতীত, ছাড়া, ভিন্ন (একদিন বই দুদিন নয়)। [সং. ব্যতীত]। ̃ কি অব্য. নিশ্চয়তা, ঔচিত্য আগ্রহ ইত্যাদি সূচক (হবে বইকি, যায় বইকি, তা বইকি)। 6)
বাদ৩
(p. 598) bāda3 বি. 1 ছাড়, বিয়োগ (দশ টাকা থেকে পাঁচ টাকা বাদ দাও); 2 বর্জন (তার কথা বাদ দাও, ওকে বাদ দিয়ে এ কাজ হবে না)। [আ. বাদ]। ̃ বাকি বিণ. অবশিষ্ট যা বাকি রয়েছে (বাদবাকি লোকজন)। ̃ সাদ বি. ছাড়, ছাড়ছোড়, কিছুপরিমাণে বাদ (খরচখরচা বাদসাদ দিয়ে কত থাকল?)। বাদে অব্য. ব্যতীত, ছাড়া (তুমি বাদে অন্য সবাই জানে)। ক্রি-বিণ. পরে (এক মাস বাদে কী হবে জানি না)। 6)
বিনা1
(p. 616) binā1 অব্য. ভিন্ন, ছাড়া, ব্যতীত (বিনা প্রমাণে, বিনামূল্যে, 'দুঃখ বিনা সুখভোগ হয় কি মহীতে')। [সং. বি + না]। বিনা বাক্যব্যয়ে ক্রি-বিণ. কোনো কথা না বলে (বিনা বাক্যব্যয়ে পিতার আদেশ মেনে নিল)। বিনা বাধায় ক্রি-বিণ. কোনো বাধা না পেয়ে, অপ্রতিহতভাবে। ̃ মূল্যে ক্রি-বিণ. কোনো মূল্য ছাড়াই, মাগনা। 43)
ব্যতি-রেক
(p. 648) byati-rēka বি. 1 অভাব (শিক্ষাব্যতিরেকে, অন্বয়ব্যতিরেক); 2 ভেদ, প্রভেদ; 3 অতিক্রম; 4 আধিক্য, বৃদ্ধি; 5 (অল.) যে অলংকারে উপমানের চেয়ে উপমেয়কে অধিকতর প্রধান্য দিয়ে বর্ণনা করা হয়যেমন 'খঞ্জন-গঞ্জন আঁখি'। [সং. বি + অতি + √ রিচ্ + অ]। ব্যতি-রেকী (-কিন্) বিণ. 1 অভাববিশিষ্ট; 2 পার্থক্যবিশিষ্ট। ব্যতি-রেকে ক্রি-বিণ. বাদে, ব্যতীত, ছাড়া, নাহলে (শিক্ষা ব্যতিরেকে উন্নতি নেই)। 17)
ব্যতিরিক্ত
(p. 648) byatirikta বিণ. 1 ব্যতীত, ভিন্ন, বাদে; 2 অতিরিক্ত। [সং. বি + অতিরিক্ত]। 16)
ব্যতী-পাত
(p. 648) byatī-pāta বি. 1 উত্পাত; 2 ভূমিকম্প ধূমকেতুর উদয় প্রভৃতি নৈসগিক দুর্যোগ বা উত্পাত; 3 (জ্যোতিষ.) অশুভ যোগবিশেষ। [সং. বি + অতি + √ পত্ + অ]। 20)
ব্যতীত
(p. 648) byatīta বিণ. 1 বিগত, অতিক্রান্ত, অতিবাহিত (ব্যতীত যুগ, ব্যতীত কাল)। অব্য. (বাং.) বাদে, ছাড়া, বিনা (কারণ ব্যতীত কার্য হয় না)। [সং. বি. + অতীত]। 19)
ভিন্ন
(p. 664) bhinna বিণ. 1 অন্য (ভিন্ন ব্যাপার, ভিন্ন কথা); 2 আলাদা, পৃথক (ভিন্ন হয়ে বসো); 3 বিচ্যুত, বিযুক্ত, খণ্ডিত, বিভক্ত (ছিন্নভিন্ন দেহ); 4 একান্নবর্তী নয় এমন, হাঁড়ি আলাদা এমন (ভাইয়েরা ভিন্ন হয়েছে)। অব্য. অনু. ছাড়া, বিনা, ব্যতীত (এ কাজ সে ভিন্ন আর কেউই পারবে না)। [সং. √ ভিদ্ + ত]। ̃ তা বি. অন্যত্ব; পার্থক্য (চালচলনের ভিন্নতা)। ̃ .রুচি বিণ. আলাদা বা অন্যরকম রুচিবিশিষ্ট। ভিন্নার্থ বি. অন্য অর্থ বা তাত্পর্য। বিণ. অন্য অর্থ বা তাত্পর্যযুক্ত। ভিন্নার্থক বিণ. ভিন্ন অর্থযুক্ত (ভিন্নার্থক শব্দ)। 55)
রোম
(p. 750) rōma (-মন্) বি. 1 কেশ 2 (প্রধানত মাথা ও মুখমণ্ডল ব্যতীত দেহের অন্যান্য অংশের) চুল (রোমশ দেহ, রোমকূপ)। [সং. √ রু + মন্]। ̃ .কূপ বি. রোম-এর মূলদেশস্হ অতিক্ষুদ্র ছিদ্র। ̃ জ বিণ. 1 রোম বা লোম থেকে উত্পন্ন; 2 পশমি। ̃ .ফোড়া বি. রোমকূপের মুখে উদ্গত ফোড়া। ̃ .রাজি বি. রোমসমূহ। ̃ .শ বিণ. রোমপূর্ণ; রোমবহুল। ̃ .হর্ষ বি. শিহরণ; ভয় বিস্ময়াদিতে শরীরের রোম খাড়া হয়ে যাওয়া, গায়ে কাঁটা দেওয়া। ̃ .হর্ষক বিণ. শিহরণ জাগায় এমন, অত্যন্ত ভীতিপ্রদ (রোমহর্ষক দৃশ্য)। ̃ .হর্ষণ বি. রোমহর্ষ। বিণ. শিহরণ জাগায় এমন; রোমাঞ্চকর। 32)
লহনা
(p. 757) lahanā বি. 1 খাজনা ব্যতীত অন্য পাওনা; 2 লভ্য, পাওনা [হি. লহনা সং. √ লভ্]। 13)
স্বয়ং
(p. 853) sbaẏa (-য়ম্) অব্য. আপনি, নিজে। [সং. সু + √ ই বা √ অয়্ + অম্]। ̃ কৃত, (বিরল) স্বয়ঙ্কৃত বিণ. নিজ দ্বারা কৃত, স্বকৃত। ̃ প্রকাশ বিণ. (পরের সাহায্য ব্যতীত) নিজে নিজেই প্রকাশিত, নিজ শক্তিবলে প্রকাশিত। ̃ প্রধান বিণ. পরের দ্বারা প্রাধান্যদানের অপেক্ষা না রেখেই নিজেকে প্রধান বলে জাহির করে এমন। ̃ প্রভ বিণ. স্বীয় জ্যোতিতে দীপ্তিশীল। স্ত্রী. ̃ প্রভা। ̃ বর, (অশু.) স্বয়ম্বর বি. আমন্ত্রিত ব্যক্তিবর্গের মধ্য থেকে স্বয়ং কন্যা কর্তৃক পতিনির্বাচন (স্বয়ংবর-সভা)। ̃ বরা, (অশু.) স্বয়ম্বরা বিণ. বি. (স্ত্রী.) যে কন্যা নিজেই পতি নির্বাচন করে। ̃ সিদ্ধ বিণ. গুরু বা অন্য কারও শিক্ষা ব্যতিরেকে কেবল স্বীয় চেষ্টাদ্বারাই সিদ্ধিলাভকারী; স্বতঃসিদ্ধ। 7)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534954
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140492
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730714
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942921
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883591
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838494
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696674
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603089

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us