Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ব্যাখ্যান দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনু-গত
(p. 25) anu-gata বিণ. 1 মতের অনুসারী, মত অনুসারে চলে এমন (পিতার অনুগত); 2 অধীন; 3 আশ্রিত; 4 অনুগ (মূলের অনুগত ব্যাখ্যা)। [সং. অনু + √ গম্ + ত]। 78)
অব্যাখ্যা
(p. 50) abyākhyā বিণ. ব্যাখ্যা করা হয়নি এমন, বর্ণনা করা বা বিবৃত করা হয়নি এমন। [সং. ন + ব্যাখ্যাত]। 37)
অর্থোদ্-ঘাটন
(p. 62) arthōd-ghāṭana বি. অর্থের প্রকাশ; অর্থের বোধ; অর্থের ব্যাখ্যা [সং. অর্থ2 + উদঘাটন]। 16)
আখ্যা
(p. 82) ākhyā বি. সংজ্ঞা, নাম; উপাধি। [সং. আ + √ খ্যা + অ + (স্ত্রী) আ]। ̃ তা বিণ. সংজ্ঞাপ্রাপ্ত; কথিত, পরিচিত; ব্যাখ্যাত। ̃ ন বি. কাহিনী, গল্প; ইতিহাস। ̃ .য়ক বি. কথক; প্রচারক। ̃ .য়িকা বি. কাহিনী। ̃ য়ী (-য়িন্) বিণ. বর্ণনাকারী, কথক। আখ্যেয় বিণ. আখ্যাযুক্ত, নামবিশিষ্ট; কথনীয়। 33)
কথক
(p. 160) kathaka বি. 1 পুরাণাদি গ্রন্হের ব্যাখ্যাকারক বা পাঠক; 2 বক্তা। [সং. √ কথ্ + অক]। ̃ ঠাকুর বি. যে ব্রাহ্মণ পুরাণাদি গ্রন্হ পাঠ এবং ব্যাখ্যা করেন। ̃ তা বি. কথকের বৃত্তি; পুরাণাদি পাঠ ও ব্যাখ্যা। 10)
কারিকা
(p. 185) kārikā বি. 1 ছন্দোবদ্ধ ব্যাখ্যা; 2 অল্পাক্ষর ব্যাখ্যার দ্বারা বহু অর্থের বোধক কবিতা; 3 শিল্পকর্ম; 4 (স্ত্রী.) কর্মসম্পাদিকা। বিণ. কর্মসম্পাদিকা, কারয়িত্রী। [সং. √ কৃ + অক + আ]। 26)
কু1
(p. 192) ku1 বি. 1 পৃথিবী; 2 আগম-নিগমাদি বেদাঙ্গের ব্যাখ্যা ('কু-কথায় পঞ্চমুখ': ভা. চ.); 3 পাপ, দোষ, অমঙ্গল (কু পরিহার করা)। বিণ. 1 মন্দ, কুত্সিত (কুকথা, কু-অভ্যাস); 2 অমঙ্গলজনক (কুদৃষ্টি, কুলক্ষণ); 3 কুটিল, দুষ্ট (কুমন্ত্রণা); 4 দুর্লভ (কু-আশা)। [সং. √ কু + উ]। 6)
কুকথা
(p. 192) kukathā বি. 1 কুত্সিত কথা; দুর্বাক্য; অশ্লীল কথা; 2 (বিরল) 'কু' অর্থাত্ পৃথিবী সম্বন্ধে কথা বা তত্ত্ব অথবা আগম-নিগমাদি বেদাঙ্গের ব্যাখ্যা ('কুকথায় পঞ্চমুখ': ভা. চ.)। [সং. কু + কথা]। 43)
কৈফিয়ত,
(p. 207) kaiphiẏata, (বর্জি.) কৈফিয়ত্ বি. 1 কারণের ব্যাখ্যা, কারণপ্রদর্শনসহ জবাব (আমার এই কাজের জন্য উপরওয়ালা কৈফিয়ত চেয়েছে); 2 জমা-খরচের বিস্তারিত বিবরণ, হিসাবনিকেশ (কৈফিয়ত কাটা, কৈফিয়ত মেলানো)। [আ. কইফিয়ত্]। 45)
কৌমুদী
(p. 210) kaumudī বি. 1 জ্যোত্স্না, চাঁদের আলো; 2 (শব্দের শেষে সমাসবদ্ধ হলে) আলোকিত করে এমন ব্যাখ্যা (ব্যাকরণ কৌমুদী, সিদ্ধান্ত কৌমুদী)। [সং. কুমুদ + অ + ঈ]। ̃ পতি বি. চন্দ্র। 85)
গ্রাহ্য
(p. 261) grāhya বিণ. 1 গ্রহণযোগ্য, স্বীকার্য (এই ব্যাখ্যা গ্রাহ্য নয়); 2 জ্ঞেয় (বুদ্ধিগ্রাহ্য) ; 3 বিবেচ্য; 4 গণনীয়। [সং. √গ্রহ্ + য]। গ্রাহ্য করা ক্রি. বি. মেনে নেওয়া বা সমীহ করা (আমার কথা কেউ গ্রাহ্য করে না)। গ্রাহ্য হওয়া ক্রি. বি. 1 স্বীকৃত হওয়া; 2 বিবেচনার যোগ্য বলে গৃহীত হওয়া (আবেদন গ্রাহ্য হবে না)। 68)
চন্দ্রিকা
(p. 278) candrikā বি. 1 জ্যোত্স্না; 2 আলোকদায়িনী ব্যাখ্যা (বেদান্তচন্দ্রিকা, অলংকারচন্দ্রিকা); 3 চাঁদামাছ; 4 সংস্কৃত ছন্দবিশেষ। [সং. চন্দ্র + ইক + আ (স্ত্রী.)]। 22)
চিত্রানুগ
(p. 288) citrānuga বিণ. 1 ছবির অনুসরণ বা ব্যাখ্যা করে এমন (চিত্রানুগ বর্ণনা); 2 ছবির মতো বর্ণিত, picturesque; 3 অতি স্পষ্ট। [সং. চিত্র + অনুগ]। 57)
টিপ্পনী
(p. 343) ṭippanī বি. 1 গ্রন্হাদির অংশবিশেষ সম্বন্ধে ব্যাখ্যা, ভাষ্য, মন্তব্য; টীকা; 2 কথাবার্তার মধ্যে বিদ্রূপাত্মক মন্তব্য, ফোড়ন (কথায় কথায় টিপ্পনী দেয়)। [সং. √ টিপ্ + ক্বিপ্ + পন + ক + ঈ]। 71)
টীকা
(p. 343) ṭīkā বি. দুরূহ শব্দাদির ব্যাখ্যা বা ব্যাখ্যাপুস্তক; ভাষ্য, ব্যাখ্যান। [সং. √ টীক্ + অ + আ]। 78)
ডিটেল
(p. 357) ḍiṭēla বি. বিশদ বর্ণনা বা ব্যাখ্যা (ছবিটির ডিটেলের কাজ খুব ভালো)। [ইং. detail]। 4)
দীপিকা
(p. 408) dīpikā বি. (স্ত্রী) 1 জ্যোত্স্না; 2 প্রদীপ; 3 সংগীতের রাগিণীবিশেষ; 4 গ্রন্হাদির টীকা বা ব্যাখ্যা যা গ্রন্হের বিষয়বস্তুর উপর আলোকপাত করে (সাংখ্যদীপিকা)। বিণ. (স্ত্রী.) দীপ্তকারিণী; প্রজ্বালিকা। [সং. দীপক + আ]। 63)
নিরুক্ত
(p. 468) nirukta বি. যাস্কপ্রণীত বেদের দুরূহ শব্দসমূহের ব্যুত্পত্তি ও ব্যাখ্যাসংবলিত গ্রন্হবিশেষ। বিণ. 1 নিশ্চয়রূপে কথিত বা উক্ত; 2 মীমাংসিত; নির্ণীত। [সং. নির্ + উক্ত]। 12)
নির্বচন
(p. 468) nirbacana বি. 1 বিশেষভাবে বা নিশ্চিতভাবে বলা; 2 শব্দের ব্যুত্পত্তিসহ ব্যাখ্যা; 3 নিরুক্তি, definition; 4 (গণি.) জ্যামিতির উপপাদ্যের সূত্রাকারে বিষয়নির্দেশ, enunciation (বি. প.)। বিণ. বচনহীন। [সং. নির্ + বচন]। 78)
নির্বাচন
(p. 468) nirbācana বি. 1 (অনেকের মধ্য থেকে) বেছে নেওয়া; 2 স্হিরীকরণ, নির্ধারণ (সভাপতিনির্বাচন, স্হাননির্বাচন); 3 ভোটার বা নির্বাচকমণ্ডলীর দ্বারা মনোনয়ন, election. [সং. নির্ + √ বাচি (√ বচ্ + ণিচ্) + অন]। ̃ কেন্দ্র, ̃ ক্ষেত্র বি. যে এলাকা থেকে কোনো প্রতিনিধি নির্বাচিত হয়, constituency (স. প.)। নির্বাচিত বিণ. যাকে নির্বাচন করা হয়েছে, elected. নির্বাচনী বিণ. নির্বাচনসম্বন্ধীয় (নির্বাচনী বক্তৃতা)। নির্বাচ্য বিণ. 1 নির্বাচনের যোগ্য; 2 বলার যোগ্য; 3 ব্যাখ্যা করা উচিত এমন। 88)
প্রবক্তা
(p. 546) prabaktā বি. 1 বেদের ব্যাখ্যাতা; 2 ব্যাখ্যাতা; 3 মুখপাত্র, spokesperson. বিণ. সুবক্তা; বাক্পটু। [সং. প্র + বক্তা (-ক্তৃ)]। 50)
প্রবচন
(p. 546) prabacana বি. 1 প্রবাদ; 2 বহুপ্রচলিত উক্তি; 3 বাক্পটুতা; 4 ব্যাখ্যান (স্মৃতিপ্রবচন, বেদপ্রবচন)। [সং. প্র + বচন]। প্রবচনীয় বিণ. 1 প্রকৃষ্টরূপে বাচ্য বা বচনীয়; 2 উত্তমরূপে ব্যাখ্যা করার যোগ্য। 51)
বর্ণন, বর্ণনা
(p. 580) barṇana, barṇanā বি. 1 বিবরণ (ঘটনার বর্ণনা); 2 বিস্তৃত পরিচয়দান, ব্যাখ্যা (রূপের বর্ণনা); 3 দোষগুণ কথন; 4 বর্ণবিন্যাস; 5 রঙের প্রলেপ বা লেপন। [সং. √ বর্ণ্ + অন, + আ]। বর্ণনা-কুশল বিণ. বর্ণনা করতে পটু। বর্ণনাতীত বিণ. বর্ণনার অতীত, বর্ণনা করা যায় না এমন (বর্ণনাতীত নিষ্ঠুরতা, বর্ণনাতীত সৌন্দর্য)। বর্ণনা-পত্র বি. লিখিত বিবরণ; বিবরণসংবলিত কাগজ বা দলিল। বর্ণনীয় বিণ. বর্ণনার যোগ্য; বর্ণনা করতে হবে বা বর্ণনা করা যায় এমন। বর্ণিত বিণ. 1 বর্ণনা করা হয়েছে এমন, বিরত; 2 রঞ্জিত, রং দেওয়া হয়েছে এমন, রং প্রয়োগ করা হয়েছে এমন। 98)
বাখান
(p. 591) bākhāna বি. 1 ব্যাখ্যান, ব্যাখ্যা; 2 গুণকীর্তন, প্রশংসা; 3 বিস্তৃত বর্ণনা; 4 অতিরঞ্জিত বর্ণনা (রূপের বাখান)। [সং. ব্যাখ্যান]। বাখানা ক্রি. (কাব্যে) 1 বর্ণনা করা; 2 প্রশংসা করা ('বাখানি সাহস তোর': মধু.)। 39)
বাচন
(p. 591) bācana বি. 1 কথন, উক্তি (স্বাস্তিবাচন, বাচনভঙ্গি); 2 পাঠ; 3 ব্যাখ্যাকরণ (শাস্ত্রবাচন)। [সং. √ বচ্ + ণিচ্ + অন]। বাচনিক বিণ. 1 মৌখিক; 2 কথার দ্বারা প্রকাশিত বা জ্ঞাপিত। বাচনীয় বিণ. কথনীয়, উক্তিযোগ্য, বাচ্য, বচনীয়। 91)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534939
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140482
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730700
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942906
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883585
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838494
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696667
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603087

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us