Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ব্যাঘাত]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপ্রতি-বন্ধ, অপ্রতি-বন্ধক
(p. 40) aprati-bandha, aprati-bandhaka বি. প্রতিবন্ধ বা বাধার অভাব, বাধাহীনতা, ব্যাঘাতহীনতা। বিণ. অপ্রতিহত, অবাধ, বাধাহীন। [সং. ন + প্রতিবন্ধ]। 66)
অব্যাহত
(p. 50) abyāhata বিণ, বাধা নেই এমন, অবাধ ব্যাঘাতহীন (অব্যাহত শাস্ত্রচর্চা, অব্যাহত অর্থব্যয়); অপ্রতিহত (অব্যাহত গতি); অব্যর্থ। [সং. ন + ব্যাহত]। অব্যাহতি বি. রেহাই, নিস্তার, মুক্তি, নিষ্কৃতি (বিপদ থেকে অব্যাহতি)। 40)
চিত্ত
(p. 288) citta বি. মন, হৃদয়, অন্তঃকরণ। [সং. √চিত্ + ত]। ̃ ক্ষোভ বি. মনের ক্ষোভ বা দুঃখ। ̃ চাঞ্চল্য বি. মনের চঞ্চলতা বা বিকার। ̃ চোর বি. মনোহরণকারী, প্রেমিক। ̃ দমন বি. আত্মসংযম, মনকে সংযত করা। ̃ দাহ বি. মনের জ্বালা, মর্মযন্ত্রণা। ̃ নিরোধ বি. বাহ্য বিষয় থেকে মনকে নিবৃত্ত করা। ̃ প্রসাদ বি. প্রফুল্লতা, সন্তোষ; মনের আনন্দ। ̃ বিকার বি. মনের বিকৃতি বা নৈতিক অবনতি। ̃ বিক্ষেপ বি. 1 ভিন্ন বিষয়ে আকৃষ্ট হবার ফলে মনোযোগের হানি; 2 যোগে ব্যাঘাতসৃষ্টিকারী মানসিক চাঞ্চল্য। ̃ বিনোদন বি. মানসিক প্রফুল্লতাবিধান, মনকে আনন্দদান। ̃ বিভ্রম বি. মনের বিমূঢ়তা, বুদ্ধিভ্রংশ। ̃ বৃত্তি বি. মনের ধর্ম ক্রিয়া বা প্রকৃতি। ̃ বৈকল্য বি. মনের বিকার; নৈতিক অবনতি; কর্তব্যনির্ণয়ে অক্ষমতা। ̃ ভ্রংশ বি. মনের বিকার; স্মৃতিশক্তির লোপ, মানসিক শক্তির নাশ। ̃ রঞ্জন বি. চিত্তবিনোদন, মনের আনন্দসাধন। বিণ. মনে আনন্দ দেয় এমন। ̃ রঞ্জিনী বৃত্তি বি. মনের যে আনন্দদায়ক প্রকৃতি মানুষকে সৌন্দর্য ও রস উপভোগে প্রবৃত্ত করায়। ̃ শুদ্ধি বি. মনের পাপ মালিন্য বা কু-ভাব দূর করে মনকে নির্মল করা। ̃ স্হৈর্য বি. মানসিক অচঞ্চলতা; উদ্বেগহীনতা। ̃ হারী (-রিন্) বিণ. মন-ভুলানো, চিত্তাকর্ষক। চিত্তাকর্ষক বিণ. 1 মনোহর; 2 কৌতূহল জাগায় এমন। চিত্তোন্নতি বি. মানসিক উন্নতি, চিত্তবৃত্তির উন্নতি। 41)
নিরব-গ্রহ
(p. 461) niraba-graha বিণ. 1 ব্যাঘাতহীন, অব্যাহত; 2 স্বতন্ত্র; 3 অনাবৃষ্টি নেই এমন। [সং. নির্ + অবগ্রহ]। 141)
প্রতি-বন্ধ
(p. 541) prati-bandha বি. বাধা, ব্যাঘাত, বিঘ্ন, অন্তরায়। [সং. প্রতি + √ বন্ধ্ + অ]। ̃ ক বিণ. বাধাজনক; পরিপন্হী। বি. বাধা, অন্তরায় (পদে পদে প্রতিবন্ধক)। ̃ কতা বি. 1 বাধাদান (কাজে প্রতিবন্ধকতা করা); 2 বাধা (কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা)। প্রতি-বন্ধী (-ন্ধিন্) বিণ. বি. বাধাযুক্ত; বাধাজনক; দৈহিক শক্তির একান্ত অভাবের জন্য বা অঙ্গহানির জন্য যারা আশৈশব বাধাপ্রাপ্তমূক বধির খঞ্জ ইত্যাদি। 34)
প্রতি-রোধ
(p. 543) prati-rōdha বি. 1 নিবারণ (রোগ প্রতিরোধ); 2 বাধাদান (অন্যায়ের প্রতিরোধ); 3 অবরোধ; 4 আটক; 5 প্রতিবন্ধ, ব্যাঘাত। [সং. প্রতি + রোধ]. প্রতি-রুদ্ধ, প্রতি-রোধিত বিণ. প্রতিরোধ করা হয়েছে এমন; বাধাপ্রাপ্ত; নিবারিত। ̃ ক, প্রতিরোধী (-ধিন্) বিণ. প্রতিরোধকারী। প্রতিরোধ্য বিণ. প্রতিরোধ করা সম্ভব বা উচিত এমন। 6)
বাগড়া
(p. 591) bāgaḍ়ā বি. ব্যাঘাত, প্রতিবন্ধক, বাধা (কাজে বাগড়া দেওয়া)। [সং. ব্যাঘাত]। 46)
বাধ
(p. 598) bādha বিণ. 1 ব্যাঘাত, বাধা (অবাধ গতি); 2 উপদ্রব; 3 পীড়া। [সং. √ বাধ্ + অ]।
বাধা2
(p. 599) bādhā2 বি. 1 ব্যাঘাত, বিঘ্ন, প্রতিবন্ধ (কাজে বাধা, কথায় বাধা পড়া, বাধা অতিক্রম); 2 নিষেধ (দৈবের বাধা, নিয়তির বাধা); 3 উপদ্রব। [সং. √ বধ্ + অ + আ]। ̃ দান বি. বাধা দেওয়া, বিঘ্ন সৃষ্টি করা (অন্যের কাজে বাধাদান)। ̃ নিষেধ বি. বারণ, মানা, নিষেধ। ̃ প্রাপ্ত বিণ. ব্যাহত, বাধা পেয়েছে এমন (গতি বাধাপ্রাপ্ত হওয়া)। ̃ বন্ধ বি. 1 বাধা, প্রতিবন্ধ; 2 নিষেধ। ̃ বিঘ্ন বি. ব্যাঘাত, বাধা। 4)
বিঘটন
(p. 605) bighaṭana বি. 1 বিশ্লেষণ, analysis; 2 ব্যাঘাত; 3 বিরোধ; 4 অনিষ্ট, ক্ষতি (অঘটন-বিঘটন); 5 বিকাশ; 6 অশুভ বা অশান্তিজনক ঘটনা। [সং. বি + √ ঘট্ + অন]। বিঘটিত বিণ. 1 বিশ্লেষিত; 2 ব্যাহত; 3 বিশেষরূপে রচিত; 4 বিকশিত; 5 এলোমেলোভাবে ঘটেছে এমন। বি. (ব্রজ.) বিপরীত বা মন্দ ঘটনা, অনিষ্ট ('এ বিঘটিত বিহি নিরমাণ': বিদ্যা)। 132)
বিঘাত
(p. 610) bighāta বি. 1 আঘাত (আঘাত-বিঘাত, শরবিঘাত); 2 বিনাশ, হত্যা, ধ্বংস; 3 নিবারণ, নিরাকরণ; 4 ব্যাঘাত, বাধাবিঘ্ন। [সং. বি + √ হন্ + অ]। ̃ ক, বিঘাতী (-তিন্) বিণ. 1 বিনাশকারী (প্রাণবিঘাতক); 2 আঘাত করে এমন; 3 বাধাজনক, বিঘ্নকর; 4 নিবারক। 4)
বিঘ্ন
(p. 610) bighna বি. 1 বাধা, ব্যাঘাত, প্রতিবন্ধ; 2 বিপদ। [সং. বি + √ হন্ + অ]। ̃ কর, ̃ কারী (-রিন্) বিণ. বাধাজনক; বাধা সৃষ্টি করে এমন। ̃ নাশন, ̃ বিনাশন, ̃ হর, ̃ হারী (-হারিন্) বিণ. বিঘ্ন দূরকারী। বি. সিদ্ধিদাতা গণেশ। ̃ পূর্ণ, ̃ ময় বিণ. বাধাজনক, বিঘ্নসংকুল। ̃ সংকুল বিণ. বাধাবিঘ্নযুক্ত, বিঘ্নপূর্ণ। বিঘ্নিত বিণ. বাধাপ্রাপ্ত; প্রতিহত (শান্তি বিঘ্নিত হওয়া, অগ্রগতি বিঘ্নিত হওয়া)। 7)
বিহত
(p. 630) bihata বিণ. 1 বিনাশিত, বিনষ্ট; 2 ব্যাহত, প্রতিহত, বিঘ্নিত; 3 তাড়িত (বায়ুবিহত)। [সং. বি + √ হন্ + ত]। বিহতি বি. বিনাশ; বিঘ্ন; তাড়ন। বিহনন বি. বিনাশন, নিধন; ব্যাঘাত। 39)
ব্যাঘাত
(p. 648) byāghāta বি. বাধা, বিঘ্ন (কাজের ব্যাঘাত, ঘুমের ব্যাঘাত)। [সং. বি + আ + √ হন্ + অ]। ̃ ক বিণ. ব্যাঘাতকারী; বাধাজনক; প্রতিবন্ধক। 58)
ভঙ্গ
(p. 655) bhaṅga বি. 1 ভেঙে যাওয়া (ঊরুভঙ্গ, ধনুর্ভঙ্গ); 2 রক্ষা বা পালন না করা (প্রতিশ্রুতিভঙ্গ); 3 লঙ্ঘন (চুক্তিভঙ্গ, বিশ্বাসভঙ্গ); 4 নষ্ট হওয়া (স্বাস্হ্যভঙ্গ); 5 সমাপ্তি (সভাভঙ্গ); 6 বক্রতা (ত্রিভঙ্গ); 7 ভঙ্গি (ভ্রুভঙ্গ, তরঙ্গভঙ্গ); 8 পরাজিত হয়ে পালানো (রণে ভঙ্গ দেওয়া); 9 বাধা বা ব্যাঘাত (ধ্যানভঙ্গ); 1 বিশৃঙ্খলা (ছত্রভঙ্গ)। [সং. √ ভন্জ্ + অ]। বিণ. ভগ্ন। ̃ .কুলীন বি. কৌলিন্যের বিধি বা নিয়ম যে-কুলীন লঙ্ঘন করেছে। ̃ .পয়ার বি. পয়ার ছন্দের রকমফেরবিশেষ। ̃ .প্রবণ বিণ. সহজেই ভেঙে যায় এমন, ভঙ্গুর, পলকা, ঠুনকো। 20)
ভজ-কট
(p. 655) bhaja-kaṭa বি. ব্যাঘাত, ঝামেলা, ঝঞ্ঝাট, ফ্যাসাদ (জমিজমার বিক্রি নিয়ে ভজকট বেধেছে)। বিণ. জটিল ও ঝঞ্ঝাটপূর্ণ (সে এক ভজকট ব্যাপার)। [দেশি]। 24)
যোগ
(p. 728) yōga বি. 1 মিলন ('সেইখানে যোগ তোমার সাথে আমারও': রবীন্দ্র); 2 সম্বন্ধ, সম্পর্ক (রক্তের যোগ); 3 সংস্রব, সংসর্গ (দলের সঙ্গে যোগ রেখে চলা, এই ব্যাপারের সঙ্গে তার কোনো যোগ নেই); 4 সহযোগিতা (একযোগে); 5 ধ্যান, সাধনা, তপস্যা, যম নিয়ম প্রাণায়ামাদি (যোগে বসা, যোগসাধনা); 6 সমাধি বা তন্ময়তা 7 উপায়, অবলম্বন (নৌকাযোগে); 8 মারফত (ডাকযোগে); 9 সাধনার পন্হা (কর্মযোগ); 1 সময় (রজনীযোগে); 11 (জ্যোতিষ.) তিথিনক্ষত্রের মিলনবিশেষ (বিষ্কুম্ভযোগ, মৃত্যুযোগ) 12 শুভকাল (বিবাহের যোগ); 13 ওষুধ (মুষ্টিযোগ); 14 সৌভাগ্য (প্রাপতিযোগ, লাভের যোগ চলছে); 15 প্রয়োগ, নিবেশ (মনোযোগ); 16 (গণি.) সংকলন, সমষ্টি (দুইয়ে আর দুইয়ে যোগ); 17 সংকলনের চিহ্ন, '+'; 18 সংগীতের রাগবিশেষ। [সং. √ যুজ্ + অ]। ̃ .ক্ষেম বি. অলব্ধ বস্তুর লাভ ও লব্ধ বস্তুর সংরক্ষণ। ̃ .দান বি. 1 সহযোগ 2 শামিল হওয়া। ̃ .নিদ্রা বি. প্রলয়কালে বিষ্ণুর আংশিক নিদ্রিতভাব ও আংশিক যোগাবস্হা, যোগরূপ নিদ্রা। ̃ .ফল বি. (গণি.) সংকলনের ফলে প্রাপ্ত রাশি। ̃ .বল বি. যোগলব্ধ ক্ষমতা, যোগের প্রভাব। ̃ .বাহী (-হিন্) বিণ. সংযোগকারী সংযোগী। ̃ .ব্যায়াম বি. যৌগিক আসন। ̃ .ভঙ্গ বি. যোগসাধনে বিরতি বা ব্যাঘাত। ̃ .ভ্রষ্ট বিণ 1 সিদ্ধিলাভের পূর্বেই তপস্যা ত্যাগ করছে এমন; 2 যোগমার্গ থেকে স্খলিত বা বিচ্যুত। ̃ .মায়া বি. 1 সত্ত্বরজস্তমোগুণের যোগরূপ মায়া; 2 সৃষ্টিকার্যে ভগবানের অনন্ত শক্তি; 3 দুর্গাদেবী; 4 আদ্যাশক্তি। ̃ .মার্গ বি. যোগসাধনার বা যোগসাধনরূপ পথ। ̃ .যুক্ত বিণ সমাধিযুক্ত। ̃ .রূঢ় বিণ. প্রকৃতি-প্রত্যয়যোগে গঠিত অথচ বিশেষ একটি অর্থে সীমাবদ্ধ, যেমন, পঙ্কজ, জলদ। ̃ .শাস্ত্র বি. যোগসাধনাবিষয়ক শাস্ত্র বা গ্রন্হ। ̃ .সাজশ বি. 1 (সচ. অন্যায় কাজে) গোপন সংস্রব ও সহযোগিতা; 2 ষড়যন্ত্র (দুজনে যোগসাজশ করে একাজ করেছে)।̃ .সাধন, ̃.সাধনা বি. 1 দেহ ও মনের সম্পূর্ণ গতিরোধ 2 যম-নিয়ম-প্রাণায়ামাদি অভ্যাস। ̃ .সিদ্ধি বি. যোগসাধনায় সাফল্য। ̃ .সূত্র বি. 1 যোগাযোগ, সম্পর্ক; 2 বন্ধন। যোগাদ্যা বি. আদ্যাশক্তি; ভগবতী; কালী। যোগাযোগ বি. 1 মিলন, ঐক্য; 2 কার্যকারণের সামঞ্জস্য 3 যোগ, সংস্রব; 4 খবরাখবর লেনদেন 5 দেখাশোনা 6 সহযোগিতা। যোগারূঢ় বিণ. 1 যোগসাধনায় মগ্ন; 2 যোগাসনে উপবিষ্ট। যোগাসন বি. 1 যোগসাধনায় বসবার প্রণালী 2 যোগসাধনার্থ উপবেশন; 3 যৌগিক ব্যায়ামের প্রণালী। যোগাসীন বিণ. যোগসাধনায় বা যৌগিক ব্যায়ামে উপবিষ্ট, যোগরত। 37)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535029
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140555
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730821
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943027
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883619
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838501
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696705
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603097

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us