Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ব্যাদিত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অত্যুত্-পাদন
(p. 14) atyut-pādana বি. (শস্য ও শিল্পদ্রব্যাদির) চাহিদার তুলনায় অনেক বেশি উত্পাদন, overproduction. [সং. অতি+উত্পাদন]। 58)
অধি-বাস2
(p. 17) adhi-bāsa2 বি. মাঙ্গল্য দ্রব্যাদির দ্বারা অর্থাত্ গম্ধমাল্য, ধূপ, ধান ইত্যাদির দ্বারা সংস্কার; বিবাহাদি শুভ কর্মের পূর্ববতী মাঙ্গলিক অনুষ্ঠান। [সং. অধি+√ বাসি (=বস্+ণিচ্)+অ]। ̃ ন বি. অধিবাসের কাজ। 75)
অনু-লেপ
(p. 31) anu-lēpa বি. লেপন; প্রলেপ। [সং. অনু + √ লিপ্ + অ]। ̃ ন বি. (গন্ধদ্রব্যাদি দ্বারা) লেপন; প্রলেপ; লেপনের উপযোগী গন্ধদ্রব্য, যেমন চন্দন। 13)
অব-চয়
(p. 43) aba-caẏa বি. 1 অপচয়, বাজে খরচ; 2 সম্পত্তি, জমি বা দ্রব্যাদির দাম কমা, মূল্যহ্রাস, depreciation (বি. প.); 3 ফুল চয়ন করা, পুষ্পচয়ন। [সং. অব + √ চি + অ]।
উখা2
(p. 119) ukhā2 বি. ধাতুদ্রব্যাদি ঘষে সমান করার জন্য ব্যবহৃত দাঁতওয়ালা যন্ত্রবিশেষ, রেতি, file, rasp. [দেশি]। 19)
উদ্বর্তন2
(p. 128) udbartana2 বি. 1 গন্ধদ্রব্যাদি দিয়ে লেপন; গন্ধলেপন; 2 অঙ্গমার্জনা; 3 বিলেপনদ্রব্য ('রাধাপ্রতি কৃষ্ণস্নেহ সুগন্ধি-উদ্বর্তন: চৈ. চ)। [সং. উত্ + √ বৃত্ + ণিচ্ + অন]। 12)
উদ্যোগ
(p. 128) udyōga বি. 1 উদ্যম, চেষ্টা, সযত্ন চেষ্টা; 2 উপক্রম, আয়োজন (একটা বিরাট অনুষ্ঠানের উদ্যোগ চলছে); 3 (হিন্দির প্রভাবে)। শিল্পদ্রব্যাদি উত্পাদন বা উত্পাদনের চেষ্টা (গ্রামোদ্যোগ)। [সং. উত্ + √ যুজ্ + অ]। উদ্যোগী (-গিন্) বিণ. যত্নশীল, চেষ্টাযুক্ত; উদ্যমী, উত্সাহী (উদ্যোগী পুরুষ)। উদ্যোক্তা বিণ. আয়োজনকারী; উদ্যোগকারী। 46)
এঁটো, এঁঠো
(p. 142) ēn̐ṭō, ēn̐ṭhō বিণ. উচ্ছিষ্ট, ভুক্তাবশিষ্ট; রান্না-করা সামগ্রীর বা উচ্ছিষ্ট দ্রব্যের ছোঁয়া লেগেছে এমন (এঁটো থালা, এঁটো হাত)। বি. উচ্ছিষ্ট খাবার; ভুক্তাবশিষ্ট দ্রব্যাদি (এঁটো কুড়ানো, এঁটো পরিষ্কার করা)। [সং. উচ্ছিষ্ট]। ̃ খেকো বিণ. (আল.) অতি হীন ও পরমুখাপেক্ষী; অন্যের পরিত্যক্ত খাবার খেয়ে বেঁচে থাকে এমন। এঁটো পাত কখনো স্বর্গে যায় না পরান্নভোজী বা পরমুখাপেক্ষী লোক কখনো বড় হতে পারে না। 14)
কন-ট্রোল
(p. 160) kana-ṭrōla বি. অত্যাবশ্যকীয় দ্রব্যাদি নির্দিষ্ট মূল্যে সরবরাহের জন্য সরকারি ব্যবস্হা (কনট্রোলের চাল, কনট্রোলের দোকান)। [ইং. control]।
কব্য
(p. 164) kabya বি. পরলোকগত পিতৃপুরুষকে নিবেদিত ভোজ্যদ্রব্যাদি। [সং. √ কব্ + য]। ̃ বাহ, ̃ বাহন বি. কব্য যে বহন করে, কব্যের বাহন, অগ্নি। 35)
কৃত্য
(p. 204) kṛtya বিণ. করণীয় (কৃত্যকর্ম)। বি 1 কার্য, কর্তব্যকর্ম (নিত্যকৃত্য, প্রাতঃকৃত্য); 2 (ব্যাক.) তব্যাদি প্রত্যয়। [সং. √কৃ + য]। ̃. ক বি. সরকারি চাকরি, service (স. প.)। ̃. কৃত্যা বি. (স্ত্রী.) 1 আভিচারিক তন্ত্রমন্ত্র; 2 কার্য, ক্রিয়া। কৃত্যাকৃত্য বি. কর্তব্য-অকর্তব্য, কার্যাকার্য। 20)
খাবি
(p. 226) khābi বি. নিশ্বাস বাধাপ্রাপ্ত হলে নিশ্বাস গ্রহণের চেষ্টায় মুখ ব্যাদান। [দেশি]। খাবি খাওয়াঁ ক্রি. বি. 1 বাধাপ্রাপ্ত নিশ্বাস গ্রহণের জন্য শেষ চেষ্টা করা; 2 (আল.) বিপদ থেকে উদ্ধার পাবার জন্য প্রাণপণ চেষ্টা করা। 64)
খুঁটি-নাটি
(p. 230) khun̐ṭi-nāṭi বি. 1 তুচ্ছ দ্রব্যাদি; অকিঞ্চিত্কর বিষয়; সূক্ষ্ম ও ছোটখাটো ব্যাপারসমূহ, details; 2 অকিঞ্চিত্কর দোষত্রুটি। [তু. বাং. খুঁট্]। 17)
গন্ধাধি-বাস, গন্ধাধি-বাসন
(p. 240) gandhādhi-bāsa, gandhādhi-bāsana বি. পূজায় বা বিবাহাদি শুভকার্যে গন্ধদ্রব্যাদির দ্বারা কৃত সংস্কারবিশেষ। [সং. গন্ধ + অধিবাস, অধিবাসন]। 21)
গুণীভূত ব্যঙ্গ্য
(p. 250) guṇībhūta byaṅgya বি. (অল.) কাব্যাদি যে রচনায় ব্যঙ্গ্যার্থ বা অভিভাবিতা (suggestiveness) অপেক্ষা বাচ্যার্থ (primary meaning) অধিক চিত্তাকর্ষক। [সং. গুণীভূত (গৌণ) + ব্যঙ্গ্য]। 83)
জিনিস
(p. 325) jinisa বি. 1 বস্তু; দ্রব্য (অনেক জিনিস চাই); 2 সারবস্তু (এতে জিনিস কিছু নেই)। [আ. জিন্স্]। ̃ পত্র বি. নানারকম দ্রব্য; দ্রব্যাদি, বস্তুসমূহ। 19)
জৃম্ভণ, জৃম্ভ
(p. 327) jṛmbhaṇa, jṛmbha বি. 1 হাই; মুখ্যব্যাদান; 2 স্ফুরণ, বিকাশ। [সং. √ জৃম্ভ্ + অন, অ]। জৃম্ভক বিণ. 1 যে হাই তোলে; 2 আলস্যজনক বা নিদ্রাকারক। জৃম্ভকাস্ত্র বি. যে অস্ত্রপ্রয়োগে হাই ওঠে এবং ঘুম পায়। জৃম্ভমাণ বিণ. 1 হাই তুলছে এমন; 2 বিকাশশীল। জৃম্ভিত বিণ. 1 জৃম্ভণযুক্ত; 2 প্রকাশিত, বিকশিত। 59)
ঝন
(p. 334) jhana বি. ধাতুদ্রব্যাদি পড়ার বা আঘাত পাওয়ার তীক্ষ্ণ শব্দ। ̃ ঝন বি. 1 অপেক্ষাকৃত দীর্ঘ সময় ধরে ক্রমাগত ঝন শব্দ; 2 টনটন (মাথাটা ঝনঝন করছে)। ঝন-ঝনা, ঝঞ্ঝনা বি. 1 (ঝনঝন আওয়াজ, ঝনত্কার (অস্ত্রের ঝনঝনা); 2 বজ্র ('ঝঞ্ঝনা পড়ুক তার মাথার উপর': চণ্ডী)। ঝন-ঝনানো ক্রি. ঝনঝন আওয়াজ করা বা হওয়া; আঘাত ইত্যাদির জন্য টনটন করা, বেদনা বোধ করা (মাথাটা ঝনঝনাচ্ছে)। বি. উক্ত অর্থে। 24)
টিপ
(p. 343) ṭipa বি. 1 আঙুলের ডগা; 2 বুড়ো আঙুলের ডগার ছাপ; 3 দুই আঙুলের ডগা পরস্পর চেপে যে পরিমাণ দ্রব্য ধরা যায় (নাস্যির এক টিপ); 4 কপালের ফোঁটা বা ফোঁটার মতো প্রসাধনী বা অলংকারবিশেষ (চন্দনের টিপ, কপালে টিপ পরেছে); 5 আঙুলের ডগার চাপ ('অঙ্গুলির টিপ দিয়া ঘুচায় যন্ত্রণা': বি. গু.); 6 তাগ, লক্ষ্য (বন্দুকের টিপ)। বিণ. দুই আঙুলের ডগায় চেপে ধরে রাখা যায় এমন পরিমিত (এক টিপ নস্য)। [হি. টীপ]। ̃ কল বি. 1 টিপে আটকানো যায় এমন যন্ত্রযুক্ত দ্রব্যাদি; 2 নলকূপ, টিউবওয়েল। ̃ ছাপ, ̃ সই, ̃ সহি বি. বুড়ো আঙুলের ডগায় কালি মাখিয়ে গৃহীত ছাপ, fingerprint. 64)
ঠুকর, (চলিত) ঠোকর
(p. 350) ṭhukara, (calita) ṭhōkara বি. 1 পাখির ঠোঁটের অগ্রভাগ দিয়ে আঘাত; 2 কিছুর মুখ বা অগ্রভাগ দিয়ে আঘাত (বুটের ঠোকর); 3 হোঁচট (দেওয়ালে ঠোকর খাওয়া); 4 কঠিন ধমক (মনিবের কাছে ঠোকর খেয়েছে); 5 অযাচিত মন্ত্রব্যাদির দ্বারা বাধাদান বা তির্যক মন্তব্য (প্রতি কথায় ঠোকর দেয়)। [ধ্বন্যা.]। ঠুকরা, ঠোকরা ক্রি. ঠোকর দেওয়া, ঠোঁট বা কোনোকিছুর ডগা দিয়ে আঘাত করা; খোঁটা। বি. বিণ. উক্ত অর্থে। 43)
ডেয়ারি
(p. 357) ḍēẏāri বি. দুধ এবং দুগ্ধজাত দ্রব্যাদি তৈরি ও সংরক্ষণের স্হান। [ইং. dairy]। 56)
দস্তুরি
(p. 402) dasturi বি. 1 দ্রব্যাদি বিক্রির সময় বিক্রেতা মূল্যের যে অংশ ছেড়ে দেয়, discount; 2 খরিদ্দার জুটিয়ে আনার দরুন পারিশ্রমিকরূপে মূল্যের যে অংশ প্রাপ্য, দালালি, কমিশন। [ফা. দস্তরি]। 9)
দ্রব্য
(p. 426) drabya বি. 1 বস্তু, পদার্থ, জিনিস; 2 উপাদান। [সং. √ দ্রু + য]। ̃ গুণ বি. 1 পদার্থের ধর্ম বা ক্রিয়া; 2 প্রাণিদেহের উপর দ্রব্যের প্রভাব বা ক্রিয়া; 3 বিভিন্ন দ্রব্যের গুণাবলি সম্পর্কে আয়ুর্বেদীয় গ্রন্হবিশেষ। ̃ জাত বিণ. দ্রব্যাদির দ্বারা উত্পন্ন। বি. দ্রব্যসমূহ। ̃ বিনিময় বি. জিনিসপত্রের আদান-প্রদান। ̃ ময় বিণ. দ্রব্যে বা উপকরণে পূর্ণ (দ্রব্যময় যজ্ঞ)। ̃ সামগ্রী বি. দ্রব্যাদি, জিনিসপত্র। 61)
পাল্লা
(p. 518) pāllā বি. 1 প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা (পাল্লা দেওয়া); 2 কবল, আয়ত্তি, সঙ্গ (ডাকাতের পাল্লায় পড়া); 3 তৌলযন্ত্রে দ্রব্যাদি বা বাটখারা রাখার আধারবিশেষ (পাল্লায় মাল চাপানো); 4 খণ্ড, স্তর, পরদা (এক পাল্লা চামড়া); 5 জোড়ার একটি, দুই খণ্ড বা দুই ভাগের একটি; 6 দরজা বা জানালার পাট (দরজার পাল্লা); 7 বাটখারা (পাল্লা চাপানো); 8 দূরত্ব, ব্যবধান (দূর পাল্লার গাড়ি, বন্দুকের পাল্লা); 9 গতি, বেগ (পায়ের পাল্লা)।[তু. হি. পল্লা]। 19)
পেটেণ্ট
(p. 532) pēṭēṇṭa বি. সরকারি আদেশবলে দ্রব্যাদি বিক্রয়ের বা প্রস্তুত করার একচেটিয়া অধিকার (পেটেণ্ট করা)। বিণ. 1 স্বত্ব সংরক্ষিত হয়েছে এমন (পেটেণ্ট ওষুধ); 2 (আল.) একঘেয়ে, বৈচিত্রহীন (পেটেণ্ট রসিকতা)। [ইং. patent]। 10)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534945
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140486
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730703
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942910
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883585
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838494
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696671
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603089

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us