Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভিক্ষুক দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অভোজ্য
(p. 55) abhōjya বিণ. ভোজনের অর্থাত্ খাওয়ার অযোগ্য, অখাদ্য (দুর্ভিক্ষের সময় মানুষ অভোজ্য খাদ্যও খেতে বাধ্য হয়)। [সং. ন + ভোজ্য]। 10)
উপাশ্রয়
(p. 133) upāśraẏa বি. 1 আশ্রয়, অবলম্বন; 2 জৈন ভিক্ষুণীদের মঠ; 3 আশ্রয়কর্তা। বিণ. আশ্রয়ের যোগ্য, অবলম্বনীয়। [সং. উপ + আশ্রয়]। 110)
কাঙাল, কাঙালি
(p. 177) kāṅāla, kāṅāli 1 বিণ. দরিদ্র, নিঃস্ব; 2 দীন; 3 অতিশয় লোলুপ (যশের কাঙাল, অর্থের কাঙাল); 4 দুঃখী। বি. ভিক্ষুক (কাঙালের দল, কাঙালি বিদায়)। [দেশি]। স্ত্রী. কাঙালিনি। কাঙালের কথা বাসি হলে খাটে (প্র.) গৌরবহীন গুরুত্বহীন লোকের উক্তি অন্যের কাছে প্রথমে উপেক্ষার বস্তু হলেও পরে প্রমাণিত হয় যে তা-ই সত্য। কাঙালের ঘোড়ারোগ দরিদ্রের সাধ্যতীত ব্যয়বহুল শখ। ̃ খানা বি. অনাথ আশ্রম। ̃ পনা বি. দীনতা; কাঙালের মতো আচরণ; অতিশয় লোলুপতা; দীন যাচ্ঞা। কাঙাল বিদায়, কাঙালি বিদায় বি. দরিদ্র ও ভিখারিদের অন্নবস্ত্র ও অর্থ দান; (গৌণ অর্থে) অবজ্ঞার সঙ্গে দান।
চীবর
(p. 290) cībara বি. সন্ন্যাসীদের, বিশেষত বৌদ্ধভিক্ষুদের পরিধেয় গৈরিক বসন, কৌপীন; চীর। [সং. √চি + বর]। 60)
জীবক
(p. 326) jībaka বি. 1 সাপুড়ে; 2 ভৃত্য; 3 ভিক্ষুক; 4 কুসীদজীবী; 5 বুদ্ধদেবের চিকিত্সকবিশেষ। [সং. √ জীব্ + অক]। 17)
পরি-ব্রাজক
(p. 499) pari-brājaka বি. 1 অনবরত পর্যটনকারী ভিক্ষু বা সন্ন্যাসী; 2 পর্যটক। [সং. পরি + √ ব্রজ্ + অক]। স্ত্রী. পরিব্রাজিকা। 36)
প্রব্রজিত
(p. 548) prabrajita বি. বিণ. 1 সংসারত্যাগী চতুর্থ আশ্রম অবলম্বনকারী বৌদ্ধ ভিক্ষু; 2 জৈন সন্ন্যাসী। [সং. প্র + √ ব্রজ্ + ত]। 20)
ফকির
(p. 560) phakira বি. 1 মুসলমান সাধু; 2 (সচ. মুসলমান) ভিক্ষুক; 3 (আল.) ভিখারি, অতি দরিদ্র ও নিঃস্ব ব্যক্তি (পথের ফকির, কাল রাজা আজ ফকির)। [আ. ফকীর]। ফকিরি বি. ফকিরের বৃত্তি বা ভাব। বিণ. ফকিরসংক্রান্ত (ফকিরি চালচলন)। ফকিরা মালা, ফকরে মালা বি. ফকিরের জপমালা। 6)
বসু
(p. 580) basu বি. 1 গণদেবতাবিশেষ, গঙ্গার আট পুত্র; 2 ধন; 3 বাঙালি কায়স্হের পদবিবিশেষ। [সং. √ বস্ + উ]। ̃ কীট বিণ. 1 ধনাকাঙ্ক্ষী; 2 কৃপণ। বি. ভিক্ষুক। ̃ দেব বি. 1 শ্রীকৃষ্ণের পিতা; 2 ধনাধিপতি কুবের। ̃ ধা, ̃ ন্ধরা, ̃ মতী, ̃ মাতা বি. পৃথিবী। ̃ ধারা বি. বিবাহাদি হিন্দু-অনুষ্ঠানে দেওয়ালে আঁকা সিঁদুরবিন্দুসহ ঘিয়ের পাঁচটি বা সাতটি স্রোত। অষ্ট-বসু বি. গঙ্গা ও শান্তনুর অষ্টপুত্র-ভব ধ্রুব সোম বিষ্ণু অনল অনিল প্রত্যুষ প্রভাব। 223)
বৈরাগী
(p. 644) bairāgī (-গিন্) বিণ. সংসারে অনাসক্ত, বিষয়-বাসনামুক্ত (বৈরাগী হয়ে জীবন কাটানো)। বি. (বাং.) বৈষ্ণব ভিক্ষু। [সং. বৈরাগ + ইন্]। 63)
বৈষ্ণব
(p. 646) baiṣṇaba বিণ. 1 বিষ্ণুসম্বন্ধীয় (বৈষ্ণব-উপাসনা); 2 বিষ্ণুভক্ত। বি. 1 বিষ্ণু-উপাসক ধর্মসম্প্রদায়বিশেষ; 2 শ্রীচৈতন্যের অনুগামী সম্প্রদায়ভুক্ত ব্যক্তি। [সং. বিষ্ণু + অ]। বৈষ্ণবী বিণ. (স্ত্রী.) বৈষ্ণবের তুল্য (বৈষ্ণবী বিনয়, বৈষ্ণবী দীনতা)। বি. (স্ত্রী.) (বাং.) বৈষ্ণব ভিক্ষুণী। 10)
ভিক্ষা
(p. 664) bhikṣā বি. 1 প্রার্থনা, যাচ্ঞা (প্রাণ ভিক্ষা চাওয়া); 2 দরিদ্র ও নিঃস্ব ব্যক্তি কর্তৃক অন্যের কাছ থেকে পয়সা চালডাল বস্ত্র ইত্যাদি দয়ার দান চাওয়া; 3 দয়ার দান। [সং. √ ভিক্ষ্ + অ + আ]। ̃ .চর্যা বি. ভিক্ষাবৃত্তি, ভিক্ষা চাওয়া, ভিক্ষা চাওয়ার পেশা। ̃ .জীবী, ভিক্ষোপ-জীবী বিণ. ভিক্ষাকারী, ভিক্ষা করে যা পাওয়া যায় তাই দিয়ে জীবিকানির্বাহকারী। স্ত্রী. ভিক্ষা-জীবিনী, ভিক্ষোপ-জীবিনী। ̃ ন্ন বি. ভিক্ষাকরে যে অন্ন পাওয়া গেছে। ̃ .পাত্র বি. ভিক্ষালব্ধ বস্তু রাখবার পাত্র। ̃ .পুত্র বি. ব্রাহ্মণের পইতের সময় ব্রতভিক্ষা গ্রহণ করে পুত্রস্হানীয় হয়েছে এমন ব্রাহ্মণবালক। ̃ .বৃত্তি-ভিক্ষাচর্যা -র অনুরূপ। মা বি. উপনয়নে যে নারী ভিক্ষা দেন। ̃ র্থী বিণ. ভিক্ষাপ্রার্থী, যে ভিক্ষা চায়, যাচক। স্ত্রী. ̃ র্থিনী। ̃ .লব্ধ বিণ. ভিক্ষা করে পাওয়া গেছে এমন (ভিক্ষালব্ধ চাল)। ভিক্ষিত বিণ. চাওয়া বা প্রার্থনা করা হয়েছে এমন। 41)
ভিক্ষু
(p. 664) bhikṣu বি. 1 ভিক্ষার সাহায্য জীবনধারণ করে এমন বৌদ্ধ সন্ন্যাসী, শ্রমণ; 2 চতুর্থাশ্রমী সন্ন্যাসী; 3 ভিখারি। [সং. √ ভিক্ষ্ + উ]। স্ত্রী. ̃ ণী। 42)
ভিক্ষুক
(p. 664) bhikṣuka বিণ. বি. ভিখারি; ভিক্ষাজীবী; ভিক্ষাপ্রার্থী, ভিক্ষা চায় এমন। [সং. ভিক্ষু + ক]। 43)
ভৈক্ষ, ভৈক্ষ্য
(p. 670) bhaikṣa, bhaikṣya বিণ. ভিক্ষা করে পাওয়া গেছে এমন, ভিক্ষালব্দ (ভৈক্ষ তণ্ডুল)। বি 1 সন্ন্যাসাশ্রম, ভিক্ষুধর্ম; 2 ভিক্ষালব্ধ অন্ন; 3 ভিক্ষা [সং. ভিক্ষা + অ, য]। 53)
যতি1
(p. 723) yati1 বি. 1 সন্ন্যাসী, তপস্বী; 2 ভিক্ষু; 3 পরিব্রাজক। [সং. √ যত্ + ই়]। 2)
শ্রমণ
(p. 786) śramaṇa বি. বৌদ্ধ সন্ন্যাসী, ভিক্ষু। [সং. √ শ্রম্ + অন]। স্ত্রী. শ্রমণা। 57)
সংঘ
(p. 792) saṅgha বি. 1 দল, সমূহ (সংঘবদ্ধ); 2 সমিতি (সংঘের সদস্য); 3 বৌদ্ধ ভিক্ষুদের সমাজ (তু. 'সংঘং শরণং গচ্ছামি')। [সং. সম্ + √ হন্ + অ]। 51)
সংঘারাম
(p. 792) saṅghārāma বি. বৌদ্ধ ভিক্ষু বা সন্ন্যাসীদের আবাসস্হান, বৌদ্ধ মঠ। [সং. সংঘ + আরাম]। 57)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534476
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2139991
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730118
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942259
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883417
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838385
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696551
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603025

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us