Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মড়ার দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অজিন
(p. 8) ajina বি. 1 হরিণের চামড়া; 2 বাঘছাল; 3 পশুর চামড়া (গজাজিন)। [সং. √ অজ্+ইন (ইনন্)]। 119)
অম্রাতক
(p. 59) amrātaka বি. আমড়া। [সং. অম্র + অত্ + ক (স্বার্থে)]। 12)
অস্হি
(p. 73) ashi বি. হাড়; যা দিয়ে মেরুদন্ডী প্রাণীর কঙ্কাল তৈরি হয়। [সং. √ অস্ + থি]। ̃ চর্ম বি. হাড় ও চামড়া; হাড়-মাস। ̃ চর্ম-সার বিণ. শরীরে কেবল হাড় আর চামড়াই আছে, আর কিছুই নেই এমন; অত্যন্ত শীর্ণ। ̃ দান বি. গঙ্গা সমুদ্র প্রভৃতির পবিত্র জলে মৃতের অস্হি নিক্ষেপ। ̃ পঞ্জর বি. শুধু হাড় ও পাঁজরা দিয়ে গঠিত দেহের কাঠামো; কঙ্কাল, skeleton. ̃ পঞ্জর-সার বিণ. হাড়-পাঁজরা বেরিয়ে রয়েছে এমন, হাড়-জিরজিরে, অত্যন্ত শীর্ণ। ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. (নর-) দেহের অস্হিসম্বন্ধীয় শাস্ত্র, osteology, ̃ ভঙ্গ বি. হাড় ভেঙে যাওয়া। জটিল অস্হিভঙ্গ বি. দেহের হাড় ভেঙে চামড়া ভেদ করেছে এমন অবস্হা, compound fracture of bone. সরল অস্হিভঙ্গ বি. হাড় ভেঙেছে কিন্তু চামড়া ভেদ করেনি এমন অবস্হা, single fracture of bone. ̃ সন্ধি বি. 1 দুটি হাড়ের সংযোগস্হল, গাঁট; 2 ভাঙা হাড় জোড়া লাগানো। ̃ সার বিণ. কেবল হাড়ই আছে এমন; অত্যন্ত শীর্ণ। বি. মজ্জা, bone marrow. 25)
আঁচিল
(p. 79) ān̐cila বি. মানুষের চামড়ার উপর ব্রণের মতো ছোট মাংসপিণ্ড; উপমাংস, wart. [দেশি] 10)
আঁধার
(p. 80) ān̐dhāra বি. অন্ধকার, আলোকের অভাব ('ও আমার আঁধার ভালো':রবীন্দ্র)। বিণ. নিরালোক, আলোকহীন ('আঁধার রাতে একলা পাগল': রবীন্দ্র)। [সং. অন্ধকার]। আঁধারা ক্রি. অন্ধকার করা। আঁধারি বি. অন্ধকার (আলো-আঁধারি)। আঁধার ঘরের মানিক বি. দুঃখের জীবনে বা সংসারে একমাত্র সুখের বস্তু; অত্যন্ত প্রিয়জন। মুখ আঁধার করা ক্রি. বি. মুখ গোমড়া করা, অখুশি হওয়া 9)
আনদ্ধ
(p. 94) ānaddha বি. চামড়া দিয়ে মুখ-বন্ধ-করা বাদ্যযন্ত্র (যেমন, মৃদঙ্গ, ঢোল, তবলা)। বিণ. 1 চমড়া দিয়ে ঢাকা রয়েছে এমন (আনদ্ধ যন্ত্র); 2 গ্রথিত, সজ্জিত (আনদ্ধ কেশপাশ); 3 বস্ত্রাদি দিয়ে সজ্জিত। [সং. আ + √ নহ্ + ত]। 2)
আম-বাত
(p. 101) āma-bāta বি. গায়ের চামড়ায় চুলকানিযুক্ত উদ্ভেদবিশেষ। [বাং. আম2 + বাত]। 14)
আমড়া
(p. 101) āmaḍ়ā বি. লম্বাটে গোলধরনের টক স্বাদযুক্ত ফলবিশেষ। [সং. আম্রাতক]। ̃ গাছি বি. (বিশেষ উদ্দেশ্যসাধনের জন্য) তোষামোদ। 6)
আম্রাত, আম্রাতক
(p. 101) āmrāta, āmrātaka বি. আমড়া গাছ; আমড়া ফল। [সং. আম্র + √ অত + অ, অক]। 56)
উদ্ভেদ
(p. 128) udbhēda বি. 1 প্রকাশ, বিকাশ, প্রকটন; 2 প্রস্ফুটন (পুষ্পোদ্ভেদ); 3 উদগম (অঙ্কুরোদ্ভেদ); 4 আবিষ্কার (অর্থোদ্ভেদ); 5 ফোড়া অর্বুদ ইত্যাদি যা দেহের ভিতর থেকে চামড়ার উপর বেরোয়। [সং. উত্ + √ ভিদ্ + অ]। উদ্ভেদী (-দিন্) বিণ. মাটি ভেদ করে ওঠে এমন। 41)
উপা-নত্, উপা-নহ
(p. 133) upā-nat, upā-naha বি. চামড়ার জুতো। [সং. উপ + আ + √ নহ্ + ক্বিপ্]। 100)
উলকি, উল্কি
(p. 133) ulaki, ulki বি. চামড়ায় ছুঁচ ফুটিয়ে বিশেষ প্রক্রিয়ায় আঁকা চিত্র: (আল.) চিত্র ('দুধারে দেয়ালের উলকিগুলি হাতছানি দেয়': শ. ঘো.)। [দেশি]। 154)
ঐণেয়
(p. 150) aiṇēẏa বি. হরিণের চামড়া। বিণ. হরিণসম্বন্ধীয়। [সং. এণ + এয়]। 21)
কচ1
(p. 156) kaca1 অব্য. তীক্ষ্ণ অস্ত্র দিয়ে নরম জিনিস কাটবার বা দাঁত দিয়ে কামড়াবার অনুকারধ্বনিবিশেষ। ̃ কচ অব্য. ক্রমাগত পেঁচিয়ে কাটবার চিবানোর শব্দবিশেষ। ̃ কচানি, ̃ কচি বি. 1 একটানা কচকচ শব্দ; 2 ঝগড়াঝাঁটি; 3 তর্কবিতর্ক (আইনের কচকচি)। ̃ কচে বিণ. চিবানোর ফলে কচকচ শব্দ হয় এমন। 32)
কট1
(p. 156) kaṭa1 অব্য. শক্ত জিনিস কাটবার বা কামড়ে ভাঙবার শব্দবিশেষ। [সং. কট্ট]। কট-কট অব্য. কট করে কামড়ালে যেমন ব্যথা বোধ হয় সেইরকম (কান কটকট করা). কট-কটে বিণ. 1 কটকট শব্দকারী (কটকটে ব্যাঙ); 2 কঠোর, কর্কশ; 3 মর্মভেদী; 4 নীরস (কটকটে কথা)। কট-মট অব্য. ক্রোধের ভাব প্রকাশ (কটমট করে তাকানো)। কট-মটে বিণ. নীরস, কঠোর। 61)
কড়-কড়, কড়-মড়
(p. 158) kaḍ়-kaḍ়, kaḍ়-maḍ় অব্য. মেঘের শব্দ বা কঠিন জিনিস চিবানোর শব্দ। [ধ্বন্যা.]। কড়-কড়ে বিণ. 1 শুকনো (কড়কড়ে ভাত); 2 ভঙ্গুর; 3 যা চিবালে কড়কড় করে। কড়-কড়ানি, কড়-মড়ানি বি. কড়কড় বা কড়মড় শব্দ। 19)
কড়মড়, কড়মড়ানি
(p. 158) kaḍ়maḍ়, kaḍ়maḍ়āni দ্র কড়কড়। 24)
কড়া৩
(p. 158) kaḍ়ā3 বিণ. 1 শক্ত, কঠিন, কঠোর (কড়া শাসন); 2 তীব্র, প্রখর (কড়া রোদ, কড়া তাপ); 3 প্রবল, উগ্র (কড়া মেজাজ); 4 কটু (কড়া কথা); 5 কর্কশ (কড়া আওয়াজ)। বি. চামড়ায় ঘর্ষণজনিত কাঠিন্য, ঘাঁটা (হাত-পায়ের কড়া)। [সং. কঠোর]। ̃ কড়, ̃ ক্কড় বিণ. কঠিন, কঠোর। বি. কড়াকড়ি (বেশি কড়াক্কড় ভালো নয়)। ̃ কড়ি, ̃ ক্কড়ি বি. বাঁধাবাঁধি; কঠোর শাসন। 28)
কষ1
(p. 172) kaṣa1 বি. 1 হরীতকী আম গাব প্রভৃতি ফল বা গাছের কষায় রস (কলার কষ); 2 ওই রসের ছোপ (কষ লাগা); 3 চামড়া পাকাবার কষায় রস বা ক্বাথ, tannin. [সং. কষায়]। 55)
কষন1
(p. 172) kaṣana1 বি. (চামড়ায়) কষ দেওয়া, কষানো tanning. [বাং. কষ1 + অন; তু. সং. √ কষায়ি + অন]। 58)
কষা৫, কষানো
(p. 172) kaṣā5, kaṣānō ক্রি. (চামড়ায়) কষ দেওয়া, কষায় রসযুক্ত করা। বি. বিণ. উক্ত অর্থে। [বাং. √ কষ1 + আ (নাম ধাতু), আনো; তু. সং. √ কষায়ি]। 64)
কামড়
(p. 181) kāmaḍ় বি. 1 দংশন, দন্তাঘাত (বিড়ালের কামড়); 2 দাঁত দিয়ে আঁকড়ে ধরা (মরণকামড়); 3 নির্দয় বা অত্যধিক দাবি (মহাজনের সুদের কামড়); 4 বেদনা, যন্ত্রণা (পেটের কামড়); 5 তীব্রতা (শীতের কামড়)। [দেশি]। কামড়া, কামড়ানো ক্রি. বি. দংশন করা, দাবি করা; সবলে চেপে ধরা (মেশিনটা তার হাত কামড়ে ধরেছে); দৃঢ়সংলগ্ন হয়ে থাকা (মাটি কামড়ে থাকা)। কামড়ানি, কামড়ি1 বি. কামড়ের ভাব বা যন্ত্রণাবোধ। কামড়া-কামড়ি বি. 1 পরস্পর ক্রমাগত দংশন; 2 মারামারি। 85)
কামড়ি2
(p. 181) kāmaḍ়i2 বি. ধাতুর পাতের কিনারা মুড়ে দেওয়া জোড়। [দেশি]। 86)
কালাজিন
(p. 186) kālājina বি. কৃষ্ণসারের চামড়া। [সং. কাল3 + অজিন]। 41)
কালো
(p. 188) kālō বিণ. 1 কৃষ্ণবর্ণ, অন্ধকারের রং (কালো চুল); 2 ময়লা, মলিন (জামাকাপড় কালো হয়েছে); 3 বিষণ্ণ, গোমড়া (মুখ কালো করা)। [ সং. কাল3]। ̃ টাকা বি. বেআইনিভাবে আয় করা টাকা; হিসাববহির্ভূত টাকা। ̃ বাজার বি. সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জিনিস বিক্রয়ের বাজার; নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জিনিস কেনা-বেচা। ̃ বাজারি বি. কালোবাজারে জিনিস বিক্রির কাজ। 21)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577634
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185322
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785372
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026150
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901035
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848095
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708529
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619997

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us