Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মলাশয় দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঙ্ঘ্রি
(p. 8) aṅghri বি. 1 চরণ, পদ, পা ('কমলাঙ্ঘ্রিতল': কাশী.); 2 শিকড়; 3 এক-চতুর্থাংশ, সিকিভাগ। [সং. √ অঙ্ঘ্+রি]। ̃ প বি. যে পা অর্থাত্ শিকড়ের সাহায্যে পান করে; বৃক্ষ, গাছ। 52)
অসামাল
(p. 72) asāmāla বিণ. সামলাতে পারে না এমন, বেসামাল; অসর্তক; এলোমেলো, শিথিল স্বভাববিশিষ্ট; অসংযত (কাপড়চোপ়ড় অসামাল হওয়া)। [বাং. অ + হি. সম্ভাল সামাল]। 2)
আগলানো
(p. 82) āgalānō ক্রি. 1 আটক করা; 2 পাহারা দেওয়া, সামলানো। বি. উক্ত অর্থে (ছেলে আগলানোর লোক)। [বাং. √ আগ্লা + আনো]। 52)
আপিল
(p. 97) āpila (বর্জি.) আপীল বি. উচ্চতর আদালতে কোনো মামলার পুনর্বিচারের জন্য আবেদন (আমি হাইকোর্টে আপিল করব)। [ইং appeal] 5)
আমলানো
(p. 101) āmalānō ক্রি. ক্রমশ বা একটু একটু করে বেদনা অনুভূত হওয়া। বি. বিণ. উক্ত অর্থে। [বাং. আমলা + আনো]। 30)
কমল
(p. 164) kamala বি. 1 পদ্ম; 2 জল। [সং. কম্ + √ অল্ + অ]। কমল-আঁখি বি. 1 পদ্মের মতো সুন্দর চক্ষু; 2 পদ্মের মতো চক্ষুবিশিষ্ট ব্যক্তি। ̃ কলি বি. পদ্মের কুঁড়ি। ̃ যোনি বি. বিষ্ণুর নাভিপদ্ম থেকে যার জন্ম বা উত্পত্তি, ব্রহ্মা। ̃ লোচন বি. পদ্মের মতো চক্ষু। বিণ. পদ্মের মতো চক্ষুবিশিষ্ট। কমলাক্ষ-কমললোচন এর অনুরূপ। কমলালয়া, কমলাসনা বি. লক্ষ্মীদেবী। কমলাসন বি. ব্রহ্মা। 46)
কমলা2
(p. 164) kamalā2 বি. 1 লেবুবিশেষ, লেবুজাতীয় অম্লমধুর ফলবিশেষ; 2 কমলালেবুর বর্ণের অনুরূপ বর্ণ; 3 পাণ্ডুরোগ, jaundice. [তু. প্রাকৃ. কঁঅলা]। 48)
কমলাকর
(p. 164) kamalākara বি. পদ্মবহুল জলাশয়; সরোবর। [সং. কমল + আকর]। 49)
কমলালয়া, কমলাসন, কমলাসনা
(p. 164) kamalālaẏā, kamalāsana, kamalāsanā দ্র কমল। 51)
কমলে-কামিনী
(p. 164) kamalē-kāminī বি. দুর্গার রূপবিশেষ; সাগরোত্থিতা ও কমলাসনা দেবী চণ্ডী (কবিকঙ্কণ মুকুন্দরাম কর্তৃক বর্ণিত)। [সং. কমলে (আসীনা) কামিনী]। 53)
কিনারা
(p. 190) kinārā বি. 1 তীর, কূল (নদীর কিনারা); 2 সীমা, প্রান্ত, পার্শ্ব (পথের কিনারা); 3 উপায়, বন্দোবস্ত (সমস্যার কিনারা করা); 4 প্রতিকার (বিপদের কিনারা); 5 সত্য উদ্ঘাটন (চুরির কিনারা করা); 6 উদ্ধার, অনুসন্ধান, খোঁজ (হারানো টাকার কিনারা করা); 7 নিষ্পত্তি, মীমাংসা, সমাধান (মামলার কিনারা করা)। [ফা. কিনারা]। 12)
কোমল
(p. 210) kōmala বিণ. 1 নরম (কোমল স্পর্শ, কোমল শয্যা); 2 মৃদু; ললিত (কোমল কলরব, কোমল কণ্ঠ); 3 সুকুমার, মধুর (কোমল স্বর, কোমল হৃদয়); 4 (সংগীতে) শুদ্ধ স্বরের চেয়ে নিচু পরদা (কোমল ধা, কোমল নি)। [সং. √ কম্ + অল]। বি. ̃ তা, ̃ ত্ব। বিণ. স্ত্রী. কোমলা। কোমলাঙ্গ বিণ. কোমল বা নরম দেহবিশিষ্ট। কোমলায়ন বি. প্রথমে তাপপ্রয়োগের দ্বারা উত্তপ্ত করে পরে ধীরে ধীরে ঠাণ্ডা করে কঠিন বা শক্ত করার প্রণালী annealing (বি.প.)। 27)
কোষ্ঠ
(p. 210) kōṣṭha বি. 1 প্রকোষ্ঠ, ঘর; 2 গৃহের অভ্যন্তর; 3 শস্যের গোলা; 4 পেটের ভিতরের মলভাণ্ড, মলাশয় (কোষ্ঠ পরিষ্কার হয়নি)। [সং. √ কুষ্ (=নিঃসারণ) + থ]। ̃ কাঠিন্য বি. মলাশয়ের মল ঠিকমতো পরিষ্কার না হওয়া; মলে কাঠিন্যহেতু মলত্যাগে কষ্টবোধ। ̃ বদ্ধ, ̃ বদ্ধতা বি. কোষ্ঠকাঠিন্য, constipation. ̃ শুদ্ধি বি. কোষ্ঠ পরিষ্কার হওয়া; যথোচিত পরিমাণ মল বার হওয়া। 68)
কোয়া
(p. 210) kōẏā বি. 1 ফলের বীজ; 2 কোষ (কাঁঠালের কোয়া. কমলালেবুর কোয়া)। [সং. কোষ]। 30)
খাদা
(p. 226) khādā বি. 1 জমির পরিমাণবিশেষ, 16 বিঘা; 2 কাঠের বা পাথরের তৈরি গামলাজাতীয় পাত্রবিশেষ। [দেশি]। 34)
গুল-বদন
(p. 253) gula-badana বিণ. গোলাপ ফুলের মতো কোমলাঙ্গ। বি. রেশমি শাড়ি। [ফা. গুল্বদন্]। গুল-বদনি বিণ. (স্ত্রী.) কোমলাঙ্গী। 45)
চাড়ি
(p. 281) cāḍ়i বি. মাটির বড় গামলাবিশেষ। [দেশি]। 94)
চিলমচি
(p. 290) cilamaci বি. খাওয়ার পর হাত-মুখ ধোয়ার জন্য গামলাজাতীয় পাত্রবিশেষ। [তুর. চিলম্চী]। 53)
জায়-মান
(p. 322) jāẏa-māna বিণ. জন্মলাভ করছে এমন, উত্পদ্যমান। [সং. √ জন্ + মান (শানচ্)]। 56)
জিল, জিল্দ
(p. 326) jila, jilda বি. 1 বইয়ের ফর্মা যা বাঁধবার আগে একসঙ্গে সেলাই করা হয়; 2 বইয়ের মলাট বা তার ভিতরের দিকের অংশ। [আ. জিলদ্]। 7)
জ্ঞান
(p. 331) jñāna বি. 1 বোধ, বুদ্ধি, বোঝবার শক্তি (গভীর জ্ঞানের অধিকারী); 2 সংজ্ঞা, চেতনা (রোগীর জ্ঞান ফেরেনি); 3 ধারণা, বিবেচনা (মাত্রাজ্ঞান, সমজ্ঞান, আত্মীয়জ্ঞানে কাজ করা); 4 অভিজ্ঞতা (ব্যবসায়ে জ্ঞান); 5 বিদ্যাবত্তা, শিক্ষা, পাণ্ডিত্য (শাস্ত্রজ্ঞান); 6 তত্ত্বজ্ঞান (গীতার জ্ঞানযোগ)। [সং. √ জ্ঞা + অন]। ̃ কাণ্ড বি. বেদের তত্ত্বজ্ঞানসম্বন্ধীয় অংশ, প্রধানত উপনিষদের বিষয়বস্তু। ̃ কৃত বিণ. সজ্ঞানে বা সচেতনভাবে করা হয়েছে এমন (জ্ঞানকৃত অপরাধ) ̃ কোষ বি. নানা জ্ঞান বা বিদ্যার কোষগ্রন্হ, encyclopaedia. ̃ গম্য বিণ. জ্ঞানের দ্বারা লভ্য। ̃ গম্যি বি. (কথ্য) বুদ্ধিশুদ্ধি। ̃ গরিমা বি. জ্ঞানগৌরব, জ্ঞানের গরিমা। ̃ গর্ভ বিণ. জ্ঞানপূর্ণ, সারগর্ভ। ̃ চক্ষু বি. অন্তর্দৃষ্টি; জ্ঞানরূপ দৃষ্টি। ̃ ত ক্রি-বিণ. সজ্ঞানে, জ্ঞাতসারে। ̃ তৃষ্ণা বি. জ্ঞানের জন্য প্রবল আগ্রহ। ̃ দ বিণ. জ্ঞানদায়ক। ̃ দা বিণ. (স্ত্রী.) জ্ঞানদায়িনী। ̃ পবন (কথ্য) বি. বুদ্ধিশুদ্ধি। ̃ পাপী (-পিন্) বিণ. জেনেশুনে পাপকাজ করে এমন। ̃ পিপাসা - জ্ঞাততৃষ্ণা -র অনুরূপ। ̃ বাদ বি. জ্ঞানই মোক্ষলাভের একমাত্র উপায়, এই দার্শনিক মত। ̃ বান (-বত্) বিণ. জ্ঞানযুক্ত, জ্ঞানশালী, জ্ঞানী। ল্ত্রী. ̃ বতী। ̃ বৃদ্ধ বিণ. জ্ঞানী, জ্ঞানসমৃদ্ধ; প্রচুর জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ। ̃ ময় বিণ. জ্ঞানপূর্ণ; জ্ঞানস্বরূপ। বি. পরব্রহ্ম, যিনি নিখিল জ্ঞানের আধার এবং যিনি কেবল জ্ঞানযোগের দ্বারা লভ্য। ̃ যোগ বি. জ্ঞানরূপ যোগ; ব্রহ্মলাভার্থ জ্ঞানমার্গীয় সাধনপ্রণালী; জ্ঞানলাভের উপায় বা শাস্ত্র। ̃ লিপ্সা বি. জ্ঞানলাভের ইচ্ছা, জ্ঞানপিপাসা। ̃ শক্তি বি. শ্রীকৃষ্ণের শক্তিত্রয়ের অন্যতম; জ্ঞানরূপ শক্তি; জ্ঞান যে শক্তি দেয়। ̃ শূন্য, ̃ হীন বিণ. জ্ঞানবর্জিত অজ্ঞান; মূর্খ। জ্ঞান দেওয়া (কথ্য) অবাঞ্ছিত উপদেশ দেওয়া। 12)
ঝল-মল
(p. 334) jhala-mala বি. ঝলকে ঝলকে উজ্জ্বলতার প্রকাশ; ঝকমকানি (আলো ঝলমল করছে)। ঝল-মলা ক্রি. ঝলমলানো, ঝলমল করা। ঝল-মলানো ক্রি. ঝলমল করা। বি. বিণ. উক্ত অর্থে। ঝল-মলানি বি. উজ্জ্বলতা; ঝলমলে ভাব। ঝল-মলে বিণ. ঝলমল করে এমন, উজ্জ্বলতাযুক্ত। 45)
টল-মল
(p. 341) ṭala-mala বি. 1 অস্হির আন্দোলিত বা পতনোম্মুখ হওয়ার লক্ষণ (ধরণী টলমল করছে); 2 উচ্ছলিত হওয়ার লক্ষণ (বর্ষায় নদীর জল টলমল করছে)। [বাং. টল + মল (সহচর শব্দ)]। বিণ. উক্ত সব অর্থে (টলমল অবস্হা)। টল-মলা ক্রি. টলমল করা; টলমল করানো। টল-মলানি বি. টলমল করার অবস্হা। টল-মলায়-মান, টল-মলে বিণ. টলমল করছে এমন; দোলায়মান, পতনোম্মুখ। 54)
টাল2
(p. 343) ṭāla2 বি. 1 বাঁকা ভাব (তলোয়ারে টাল আছে); 2 এক দিকে ঝোঁক (চাকায় টাল আছে); 3 হেলে পড়ার ভাব (টাল খেয়ে চলা); 4 ধাক্কা, ঝুঁকি, বিপদ (টাল সামলানো); 5 স্তোকবাক্য, ছলনা। [সং. √ টল্]। ̃ বাহানা বি. দেরি; মিথ্যা ওজর। ̃ মাটাল বি. অতিশয় অস্হিরতা, চাঞ্চল্য, সংশয় বা বিপদের ভাব (টালমাটাল চলছে)। বিণ. অতিশয় অস্হির বা নড়বড়ে (কোম্পানির এখন টালমাটাল অবস্হা)। 36)
ঠেলা
(p. 350) ṭhēlā বি. 1 ধাক্কা (ঠেলা দেওয়া); 2 বল প্রয়োগ করে সামনের দিকে এগিয়ে দেওয়া (নৌকাটাকে ঠেলতে হবে); 3 সংকট, দায় (ঠেলা সামলানো); 4 হাত দিয়ে ঠেলে চালাতে হয় এমন মালবাহী গাড়িবিশেষ (ঠেলাওয়ালা)। ক্রি. 1 ধাক্কা দেওয়া; 2 জোরে আঘাত করে অগ্রসর করানো; 3 অগ্রাহ্য বা অমান্য করা (কথা ঠেলা); 4 বর্জন করা ('না ঠেলহ ছলে অবলা অখলে': চণ্ডী.); 5 একঘরে করা (জাতে ঠেলা)। [হি. ঠেলনা]। ̃ গাড়ি বি. যে মালবাহী গাড়ি মানুষে ঠেলে নিয়ে যায়। ̃ ঠেলি বি. পরস্পর ধাক্কাধাক্কি (ঠেলাঠেলি লেগে গেল)। ঠেলার নাম বাবাজি চিরদিন যাকে অবজ্ঞা করা হয়েছে বিপদে পড়ে তাকেও লোকে সমাদর করে। 62)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535202
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140655
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730974
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943159
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883666
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838531
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696749
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603117

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us