Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মসৃণ]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অমসৃণ
(p. 57) amasṛṇa বিণ. মসৃণ নয় এমন, কর্কশ; এবড়োখেবড়ো, অসমতল। [সং. ন + মসৃণ]। ̃ তা বি. কর্কশতা, রুক্ষতা, এবড়োখেবড়ো অবস্হা। 13)
আনা-রস
(p. 94) ānā-rasa বি. পুরু ও অমসৃণ খোসাযুক্ত এবং মিষ্টি শাঁসযুক্ত রসালো ফলবিশেষ, pineapple. [পো. ananas]। 24)
ইস্তিরি, ইস্ত্রি
(p. 116) istiri, istri বি. বস্ত্রাদি মসৃণ ও চকচকে করা, বস্ত্রাদি মসৃণ ও চকচকে করার জন্য ধাতুনির্মিত যন্ত্রবিশেষ। [পো. estirar]।
এনামেল
(p. 146) ēnāmēla বি. 1 কেওলিন নামে মাটি পাথর সিসা লবণ ইত্যাদির চূর্ণ তৈরি প্রলেপ; 2 ধাতুর পাত্রের উপর একরকম সাদা মসৃণ ও স্বচ্ছ কলাই; 3 দাঁতের স্বচ্ছ মসৃণ প্রলেপ। [ইং. enamel]। 62)
কর্কশ
(p. 167) karkaśa বিণ. 1 অমসৃণ, খরখরে (কর্কশ মেঝে, কর্কশ দেওয়াল); 2 শ্রুতিকটু, কঠোর (কর্কশ বাক্য); 3 নির্মম, নিষ্ঠুর (কর্কশ প্রকৃতি); 4 নীরস, শুষ্ক। [সং. কর্ক + শ (অস্ত্যর্থে)]। বি. ̃ তা। 49)
কষ্টি
(p. 174) kaṣṭi বি. 1 পরীক্ষণ; যাচাই করা; 2 যে কালো মসৃণ পাথরে ঘষে সোনা পরীক্ষা করা হয়, নিকষ (কষ্টিপাথর)। [সং. √ কষ্ + তি; তু. হি. কসৌটী]। ̃ পাথর বি. সোনা পরীক্ষা করার জন্য ব্যবহৃত কালো মসৃণ পাথর। 6)
খরাদ
(p. 224) kharāda বি. কুঁদযন্ত্রে কাঠ চেঁছে মসৃণ করা। [আ.]। 20)
খস
(p. 224) khasa অব্য. খসে পড়ার শব্দ। [ধ্বন্যা.]। ̃ খস1 অব্য. শুকনো পাতা বস্ত্র প্রভৃতি পড়ার বা পরস্পর ঘর্ষণের শব্দ। ̃ খসানি বি. খসখস শব্দ (শুকনো পাতার খসখসানি)। ̃ খসে বিণ. 1 খসখস শব্দ করে এমন; 2 অমসৃণ, কর্কশ (কাপড়ের জমিটা খসখসে, গায়ের চামড়া খসখসে)। 41)
গিলা1
(p. 250) gilā1 বি. চ্যাপটা ও মসৃণ লতাফলবিশেষ। [দেশি]। গিলা-করা বিণ. গিলার সাহায্যে কুঞ্চিত করা হয়েছে এমন (গিলা-করা পাঞ্জাবি)। 8)
চাঁচা, চাঁছা
(p. 281) cān̐cā, cān̐chā ক্রি. 1 অস্ত্রের সাহায্যে উপরের অংশ বা ছাল তুলে ফেলা (বাঁশের টুকরোটাকে চেঁছে মসৃণ করো); 2 মসৃণ বা পরিষ্কার করা (দাড়ি চাঁচা)। বি. বিণ. উক্ত অর্থে। [প্রাকৃ. √চচ্ছ, চংছ ( সং. √তক্ষ্) বাং. চাঁছ + আ]। ̃ ছোলা বিণ. 1 উপরের ছাল তুলে মসৃণ করা হয়েছে এমন, মার্জিত; 2 (আল.) রূঢ়ভাবে স্পষ্ট, মাধুর্যহীন (চাঁচাছোলা কথাবার্তা)। 33)
চিকন1, (বর্জি.) চিকণ
(p. 281) cikana1, (barji.) cikaṇa বিণ. 1 চকচকে, উজ্জ্বল ('চিকণ বরণী: চণ্ডী); 2 মসৃণ; 3 স্নিগ্ধ, সুশ্রী, সুন্দর (চিকনকালা)। [সং. চিক্কণ]। ̃ কালা বি. শ্রীকৃষ্ণ, শ্যামসুন্দর। 198)
চিক্কণ
(p. 288) cikkaṇa বিণ. 1 চিকন, মসৃণ ও উজ্জ্বল; চকচকে (তৈলচিক্কণ কেশদাম); 2 স্নিগ্ধ, সুন্দর, শোভন। [সং. √চিত্ + কণ]। 5)
চোস্ত
(p. 299) cōsta বিণ. 1 সমতল; 2 মসৃণ; 3 নির্দোষ; 4 চটপটে, চৌকস (চোস্ত বাংলা বলে); 5 আঁটসাট। বি. খুব আঁটসাট পায়জামাবিশেষ। [ফা. চুস্ত্]। 4)
তেল
(p. 375) tēla বি. 1 তৈল; তিল সরিষা নারকেল প্রভৃতির নির্যাস; 2 (ব্যঙ্গে) তেজ বা অহংকার (তার খুব তেল বেড়েছে)। [সং. তৈল]। তেল দেওয়া ক্রি. বি. 1 যন্ত্রাদিতে তেল বা তৈলাক্ত পদার্থ লাগানো; 2 (আল.) হীনভাবে তোষামোদ করা। তেস মাখানো বি. ক্রি. 1 (অন্যের শরীরে) তেল লাগানো; 2 (আল.) হীনভাবে তোষামোদ করা। তেলে-বেগুনে জ্বলে ওঠা বি. ক্রি. অত্যন্ত রেগে যাওয়া। ̃ কাজলা বিণ. তেলতেলা ও কালো (তেলকাজলা মেয়ে, তেলকাজলা গা)। ̃ কাপড় বি. যে-কাপ়ড় পরে স্নানের আগে গায়ে তেল মাখা হয়। ̃ কুচ-কুচে, ̃ চুক-চুকে বিণ. যেন বেশি করে তেল মাখা বা মাখানো হয়েছে এমন চকচকে। ̃ চিটে বিণ. তৈলাক্ত ও মলিন। ̃ তেলা, ̃ তেলে বিণ. তৈলাক্তবত্; মসৃণ বা পিছল। ̃ পড়া বি. (রোগ দূরীকরণের জন্য) মন্ত্রপূত তেল। 310)
তেলা
(p. 375) tēlā বিণ. 1 তৈলাক্ত; 2 মসৃণ, পিচ্ছিল (তেলা মাথা)। [বাং. তেল + আ]। তেলা মাথায় তেল দেওয়া ক্রি. বি. যার প্রচুর আছে তাকে আরও দেওয়া। 311)
তেলা-কুচা, (কথ্য) তেলা-কুচো
(p. 375) tēlā-kucā, (kathya) tēlā-kucō বি. পটোলের মতো ফলবিশেষ, বিম্বফল যা পাকলে রক্তবর্ণ হয়। [বাং. তেলা (তৈলবত্ মসৃণ) + কুচা (=কুঁচ ফলের মতো লাল)]। 312)
তেলানো
(p. 375) tēlānō বি. ক্রি. 1 তৈলযুক্ত বা চর্বিযুক্ত হওয়া; 2 তেল মাখানো; 3 (ব্যঙ্গে, অশোভন) হীনভাবে তোষামোদ করা (তাকে অত তেলাচ্ছ কেন?)। বিণ. উক্ত সব অর্থে। [তেলা দ্র]। তেলানি বি. 1 তৈলযুক্ত বা চর্বিযুক্ত হওয়া; 2 (ব্যঙ্গে) তোষামোদ; 3 তেলতেলে বা মসৃণ ছোট মাটির হাঁড়ি। 313)
পপলিন
(p. 488) papalina বি. মসৃণ বুনটযুক্ত সুতিবস্ত্রবিশেষ। [ইং. poplin]। 75)
পালিশ
(p. 518) pāliśa বি. 1 মসৃণতা; 2 ঔজ্জ্বল্য; 3 উজ্জ্বলতা সম্পাদন; 4 উজ্জ্বল বা ঝকঝকে করবার জন্য প্রলেপ (জুতোর পালিশ); 5 মার্জিত ভাব বা আচরণ (ভদ্রতার পালিশ)। [ইং. polish]। 12)
পিচ্ছিল, (বিরল) পিচ্ছল
(p. 519) picchila, (birala) picchala বিণ. 1 পিছল; 2 পা হড়কে যায় এমন মসৃণ; 3 হড়হড়ে, লালাময়। [সং. √ পিচ্ছ্ + ইল]।
পিছলা2
(p. 520) pichalā2 ক্রি. পিছলানো, পিছলে যাওয়া। [সং. পিচ্ছল]। ̃ নো ক্রি. বি. ভূমিতলের মসৃণতার জন্য পা হড়কে যাওয়া। 5)
প্লেন1
(p. 559) plēna1 বিণ. মসৃণ, সমতল। [ইং. plane]। 18)
বার্নিশ
(p. 602) bārniśa বি. মসৃণ ও উজ্জ্বল করার জন্য প্রলেপ বা তার প্রয়োগ।[ইং. varnish]। 53)
বেলন,
(p. 642) bēlana, (কথ্য) বেলনা, (কথ্য) বেলুন বি. 1 রুটি, লুচি প্রভৃতি বেলবার জন্য ব্যবহৃত মসৃণ দণ্ড; 2 গোল দণ্ডের মতো বস্তু, cylinder. [সং. বেল্লন (=কম্পিত গতি)]। বেলনাকার বিণ. বেলনের মতো আকৃতিবিশিষ্ট, cylindrical. (বি.প.)। 17)
মখ-মল
(p. 675) makha-mala বি. নরম মসৃণ ও মোটা কাপড়াবিশেষ, ভেলভেট। আ. মখ্মল্। 30)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534897
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140442
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730665
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942855
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883576
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838484
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696658
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603081

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us