Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মাপন। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-মান2
(p. 698) -māna2 বি. 1 মাপার উপকরণ বা মাত্রা; 2 তৌলকরণ, মাপনির্ধারণ; 3 (সংগীতে) তালের বিরাম বা মাত্রা; 4 (গণি.) প্রকৃত মূল্য, value 5 উত্কর্ষের বা অপকর্ষের পরিমাণ, standard (নিম্নমানের ওষুধ, শিক্ষার মান বাড়ানো)। [সং. √ মা + অন] ̃ .চিত্র বি. ভূখণ্ড দেশ বা পৃথিবীর পরিমাপ অনুযায়ী নকশা, ম্যাপ। ̃ .দণ্ড বি. দাঁড়িপাল্লা ('বণিকের মানদণ়্ড': রবীন্দ্র)। ̃ .মন্দির বি. বৈজ্ঞানিক গবেষণাদির জন্য গ্রহনক্ষত্র পর্ষবেক্ষণের গৃহ, ovservatory. 7)
অনু-মাপক
(p. 30) anu-māpaka বিণ. 1 অনুমান করায় এমন; 2 সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করে এমন; 3 অনুমানজনক; 4 নির্ণায়ক; 5 অনুমানের কারণস্বরূপ। [সং. অনু + √ মাপি + অক]। 13)
অপরি-মাণ
(p. 34) apari-māṇa বিণ. 1 পরিমাণ নির্ণয় করা যায় না এমন; অপরিমেয়; 2 প্রচুর। [সং. ন + পরিমাণ। অপরি-মিত বিণ. মাপজোখ বা সীমা-সংখ্যা নেই এমন; প্রচুর, দেদার, অপর্যাপ্ত (অপরিমিত অর্থব্যয়); ন্যায্যের অতিরিক্ত, যতটা প্রয়োজন তার চেয়ে বেশি (অপরিমিত আদরে শিশুর ক্ষতি হয়); অসংযত। অপরি-মেয় বিণ. পরিমাণ স্হির করা যায় না এমন; মাপা যা না এমন; অসীম (অপরিমেয় সৌন্দর্য, অপরিমেয় স্নেহ)। 149)
অমেয়
(p. 57) amēẏa বিণ. মাপা যায় না এমন, পরিমাপ করা যায় না এমন; স্বরূপ বোঝা যায় না এমন (অমেয় জ্ঞানশক্তি, অমেয় প্রেমভক্তি)। [সং. ন + √ মা + য]। 52)
অশ্ব-শক্তি
(p. 66) aśba-śakti বি. বিদ্যুত্ বা বাষ্পের সাহায্যে চালিত যন্ত্রের শক্তিনির্ণয়ের মাপকাঠি; এক অশ্বের শক্তির স্বীকৃত পরিমাণ (অর্থাত্ 1 মিনিটে প্রায় 4 মন ওজন 1 ফুট উঁচু করার জন্য প্রয়োজনীয় শক্তি), horsepower. [সং. অশ্ব + শক্তি]। 21)
অসমাপন
(p. 70) asamāpana বি. সমাপ্তির অভাব, শেষ না-হওয়া। [সং. ন + সমাপন]। অসমাপিত বিণ. শেষ করা হয়নি এমন; সম্পন্ন করা হয়নি এমন। 16)
অসমাপিকা
(p. 70) asamāpikā বিণ. (স্ত্রী.) যে শেষ বা সম্পূর্ণ করে না। [সং. ন + সমাপিকা]। অসমাপিকা ক্রিয়া (ব্যাক.) যে ক্রিয়া বাক্যের সমাপ্তি ঘটাতে পারে না, এবং বাক্যের সমাপ্তির জন্য অন্য ক্রিয়ার আশ্রয় নেয়-যথা করতে, গিয়ে। 17)
অসমাপিত
(p. 70) asamāpita দ্র অসমাপন। 18)
অসম্পন্ন
(p. 70) asampanna বিণ. সমাপন বা শেষ হয়নি এমন (অসম্পন্ন কাজ)। [সং. ন + সম্পন্ন]। 26)
আত্মাপরাধ
(p. 89) ātmāparādha বি. নিজের দোষ। [সং. আত্মন্ + অপরাধ]। 26)
আমা2
(p. 101) āmā2 সর্ব. 1 আমি নিজে, স্বয়ং; 2 আমার (' আমা হতে এই কার্য হবে না সাধন': নবীন: আমাপানে চাও); 3 আমাকে। [সং. অহম্ আমা - তু. পা. অহ্মাকং]। 34)
উদ্-যাপন
(p. 126) ud-yāpana বি. 1 সমাপন, ব্রত-সমাপন; 2 সম্পাদন; 3 নির্বাহ; 4 পালন (জন্মদিন উদ্যাপন করা)। [সং. উত্ + যাপন]। উদ্-যাপিত বিণ. সম্পন্ন বা পালন করা হয়েছে এমন। 28)
কলেজ
(p. 172) kalēja বি. (স্কুলের শিক্ষা সমাপনান্তে) উচ্চতর শিক্ষালাভের জন্য প্রতিষ্ঠান, মহাবিদ্যালয়। [ইং. college]। কলেজীয় বিণ.কলেজসংক্রান্ত (কলেজীয় শিক্ষার শেষে)। 20)
কালি1
(p. 188) kāli1 বি. 1 সংকলন; একত্রীকরণ; 2 ক্ষেত্রের বা ঘন পদার্থের পরিমাপবিশেষ; ঘনফল; বর্গফল (কাঠাকালি, বিঘাকালি)। [সং. √ কল্]। কালি করা, কালি কষা ক্রি. বি. ক্ষেত্রফল বার করা। 3)
কুনিকা
(p. 196) kunikā বি. শস্যাদি মাপার পাত্রবিশেষ, রেক, ছটাক। [সং. কুঞ্চি]। 22)
ক্রাউন
(p. 215) krāuna বি. 1 রাজমুকুট; 2 কাগজের মাপবিশেষ। [ইং. crown]। 9)
খুঁচি
(p. 230) khun̐ci বি. ধান চাল ইত্যাদি মাপবার পাত্রবিশেষ, কুনকে। [সং. কুঞ্চি]। 11)
গজ1
(p. 236) gaja1 বি. দুই হাত বা 36 ইঞ্চি পরিমাণ মাপবিশেষ। বিণ. ওই মাপের (দুই গজ কাপড়)। [তু. সং. 'সাধারণ নরাঙ্গুল্যা ত্রিংশদঙ্গুলকো গজঃ']। ̃ কাঠি বি. এক গজ মাপের কাঠি। গজি বিণ. এক গজ পরিমাণবিশিষ্ট (পাঁচগজি কাপড়)। 13)
গিরা2
(p. 246) girā2 বি. বস্ত্রাদি মাপার (বর্ত. অপ্র.) পরিমাণবিশেষ (=1/16 গজ)। [ফা. গিরা]। 117)
গ্রাম1
(p. 261) grāma1 বি. ওজনের মাপবিশেষ, কিঞ্চিদধিক 7 1/2 রতি, এক কিলোগ্রামের এক হাজার ভাগের এক ভাগ, 1/1 কিলোগ্রাম। [ইং. gram(me), কিলো দ্র]। 62)
চাপ2
(p. 281) cāpa2 বি. 1 ভার, পেষণ, পীড়ন (পায়ের চাপ, কাজের চাপ); 2 (বি. প.) প্রেষ, pressure (রক্তের উচ্চচাপ); 3 পীড়াপীড়ি, পরোক্ষ পীড়ন (চাপ দিয়ে কাজ আদায় করা); 4 জমাট বস্তু, ডেলা, চাঙড় (চাপ চাপ রক্ত, মাটির চাপ ভেঙে পড়েছে)। বিণ. ঘন, ঠাস, জমাট (চাপবুনন, চাপদই)। [বাং. √চাপ্ + অ]। চাপ-মান-যন্ত্র বি. বায়ুর চাপ মাপার যন্ত্রবিশেষ, barometer. 109)
জোক, জোখ
(p. 327) jōka, jōkha বি. মাপ; পাশাপাশি রেখে নেওয়া মাপ (মাপজোক, জোক নেওয়া)। [হি. √ জুখ]। 96)
জোখা, জুখা
(p. 327) jōkhā, jukhā ক্রি. 1 পরিমাণ নির্ণয় করা; 2 ওজন করা; 3 পাশাপাশি রেখে তুলনামূলকভাবে মাপা। বি. বিণ. উক্ত সব অর্থে (লেখাজোখা)। [হি √ জুখ]। 97)
ডিমাই
(p. 357) ḍimāi বি. কাগজের মাপবিশেষ, বাইশ ইঞ্চি লম্বা ও আঠারো ইঞ্চি চওড়া-এই মাপ। বিণ. কাগজের এই মাপবিশিষ্ট। [ইং. demy]। 17)
ড্রাম1
(p. 359) ḍrāma1 বি. তরল ওষুধ বা অন্য কোনো তরল পদার্থের মাপবিশেষ, 3.888 গ্রাম। [ইং. dram]। 11)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535186
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140653
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730962
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943155
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883664
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838525
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696739
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603116

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us