Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মার্জক দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্ষ
(p. 4) akṣa বি. 1 খেলবার পাশা, পাশা খেলার ঘুঁটি (অক্ষক্রীড়া); 2 পদ্মবীজ; রুদ্রাক্ষ বীজ; 3 তুঁতে; ধুনা; 4 ইন্দ্রিয় (প্রত্যক্ষ, পরোক্ষ); 5 আত্মা; 6 জ্ঞান; 7 জন্মান্ধ ব্যক্তি; 8 সাপ; 9 গরুড়; 1 রাবনের জনৈক পুত্র; 11 (বাণি.) এক ভরি; 12 (বৈদ্য.) দুই তোলা; 13 (ভূগো.) মেরুকেন্দ্র রেখা, axis (বি.প.); 14 রবি মার্গ থেকে কোনো গ্রহের কৌণিক ব্যবধান বা দূরত্বের পরিমাণ, latitude; 15 গ্রহগণের পরিভ্রমণপথ, axis; 16 প্রাণীদেহের প্রধান অস্হি, axis; 17 (জ্যোতি.) রাশিচক্রের অবয়ব; 18 আইন বা রাজনীতি; 19 রথ; 2 রথাদির চাকা বা চাকার মধ্যস্হ দণ্ড বা ঈশ, axle. [সং. √ অক্ষ্+অ]। ̃ ক বি. 1 কণ্ঠাস্হি, কণ্ঠা, calvicle, collar-bone (বি.প.); 2 যে পাশা খেলে। ̃ কর্ণ বি. সমকোণী ত্রিভুজের সমকোণের সম্মুখীন বাহু, hypotenuse (বি.প.)। ̃ কুশল, ̃ কোবিদ বিণ. পাশাখেলায় পটু বা পণ্ডিত। ̃ ক্রীড়া বি. পাশাখেলা। ̃ জ বিণ. ইন্দ্রিয়জাত। বি. 1 বজ্র; 2 হীরক। ̃ দণ্ড বি. পৃথিবীর মধ্যদেশভেদী ও উভয় মেরু স্পর্শকারী কাল্পনিক সরলরেখা; মেরুদণ্ড, axis., ̃ ধুরা (-ধুর্) বি. চাকার অগ্রভাগ, axis, pole of cart, ̃ ধুর্ত বিণ. জুয়াড়ি, পাশা খেলায় দক্ষ, প্রতারক। ̃ পাটি বি. পাশা। ̃ বতী বি. পাশা খেলা। ̃ বাট বি. পাশা খেলার স্হান। ̃ বিচলন বি. চন্দ্রাকর্ষণের ফলে পৃথিবীর মেরুদণ্ডের দ্বারা সৌর অয়নবৃত্তের উপর গঠিত কোণের সাময়িক অথচ নিয়মিত পরিবর্তন, nutation (বি.প.)। ̃ .বিদ, ̃ .বিত্, ̃ বেত্তা বিণ. পাশা খেলায় দক্ষ। ̃ বৃত্ত, ̃ রেখা বি. নিরক্ষবৃত্তের সমান্তরালে ক্রমশ দশ দশ অংশ অন্তর কল্পিত ক্ষুদ্রতর বৃত্ত, parallel of latitude, ̃ মদ বি. পাশা খেলার নেশা। ̃ মালা বি. 1 রুদ্রাক্ষমালা, জপমালা; 2 (সপ্তর্ষিমণ্ডলের দ্বারা মালার ন্যায় পরিবেষ্টিতা) বশিষ্ঠপত্নী অরুন্ধতী। ̃ শক্তি বি. দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারশাসিত জার্মানি, মুসোলিনিশাসিত ইতালি এবং তোজো-মন্ত্রিত্বাধীন জাপানের নেতৃত্বে বিভিন্ন রাষ্ট্রের মিলিত শক্তি, The Axis, ̃ সমান্তরাল-অক্ষবৃত্ত-র অনুরূপ। ̃ মূত্র বি. জপমালা। 25)
অগ্র-হায়ণ
(p. 8) agra-hāẏaṇa বি. বাংলা বত্সরের বা সনের অষ্টম মাস; মার্গশীর্ষ মাস (এই মাসই পূর্বে বত্সরের প্রথম মাসরূপে গণ্য হত)। [সং. অগ্র+হায়ন (বত্সর)]। 8)
অপরি-মার্জিত
(p. 34) apari-mārjita বিণ. পরিমার্জনা অর্থাত্ সংশোধন বা সংস্কার করা হয়নি এমন, অসংশোধিত। [সং. ন + পরিমার্জিত]। 150)
অপা-মার্গ
(p. 40) apā-mārga বি. ক্ষারযুক্ত উদ্ভিদবিশেষ, আপাং গাছ। [সং. অপ + আ + মৃজ্ + অ]। 13)
অমার্জনীয়
(p. 57) amārjanīẏa বিণ. ক্ষমার অযোগ্য, ক্ষমা করা যায় না এমন (অমার্জনীয় অপরাধ, অমার্জনীয় ত্রুটি)। [সং. ন + মার্জনীয়]। 28)
অমার্জিত
(p. 57) amārjita বিণ. 1 পরিষ্কার করা হয়নি এমন; 2 সংস্কার করা হয়নি এমন; অপরিমার্জিত; 3 অভদ্র, অশিষ্ট (অমার্জিত রুচি); 4 মার্জনা বা ক্ষমা করা হয়নি এমন। [সং. ন + মার্জিত]। 29)
অশিষ্ট
(p. 66) aśiṣṭa বিণ. অভদ্র, অসভ্য; শালীনতাবর্জিত; ভদ্রতার বাইরে (অশিষ্ট আচরণ, অশিষ্ট কথা)। [সং. ন + শিষ্ট]। ̃ তা বি. অভদ্রতা, অসভ্যতা; অমার্জিত বা শালীনতাহীন ব্যবহার। 5)
অশোধিত
(p. 66) aśōdhita বিণ. 1 শোধিত বা সংশোধিত হয়নি এমন, অমার্জিত (অশোধিত তেল); পরিমার্জনা হয়নি এমন; 2 পরিশোধ বা শোধ করা হয়নি এমন (অশোধিত ঋণ)। [সং. ন + শোধিত]। 14)
অসংস্কৃত
(p. 67) asaṃskṛta বিণ. 1 অশোধিত, অমার্জিত, অপরিমার্জিত; 2 অবিন্যস্ত (অসংস্কৃত কেশপাশ); 3 চূড়াকরণ কর্ণবেধ ইত্যাদি শাস্ত্রীয় সংস্কার হয়নি এমন; 4 সংস্কৃত ভাষা থেকে ভিন্ন। [সং. ন + সংস্কৃত]। অসংস্কৃত বাক্য বি. সংস্কৃত ছাড়া অন্য ভাষায় উক্ত বাক্য; অমার্জিত কথা। 48)
অসভ্য
(p. 67) asabhya বিণ. সভ্য নয় এমন; অভদ্র, অমার্জিত, অশিষ্ট (অসভ্য লোক); অসামাজিক; বর্বর; বন্য (অসভ্য জাতি)। [সং. ন + সভ্য]। বি. ̃ তা। 85)
আব্বা
(p. 99) ābbā বি (মুসা.) বাবা, পিতা। [আ. বাবা]। ̃ জান বি. (মুস. সম্ভ্রমার্থে) বাবা। 34)
আলাপ
(p. 106) ālāpa বি. 1 কথাবার্তা; 2 সম্ভাষণ; 3 মার্গ বা উচ্চাঙ্গ সংগীতে প্রারম্ভিক সুরবিস্তার; 4 (বাং.) জানাশুনা, পরিচয় (দুদিনের আলাপে মানুষ চেনা যায় না)। [সং. আ + √লপ্ + অ]। ̃ চারী বি. 1 সুরের আলাপ, সুর ভাঁজা; 2 কথাবার্তা, কথোপকথন। বিণ. আলাপযোগ্য। ̃ ন বি. কথোপকথন, কথাবার্তা। ̃ পরিচয়, ̃ সালাপ বি. পরস্পর কথোপকথন; ঘনিষ্ঠ আলাপ। আলাপিত বিণ. 1 আলাপ করা হয়েছে এমন; 2 (বাং.) পরিচিত। আলাপী (-পিন্) বিণ. 1 আলাপপ্রিয়; 2 (বাং.) পরিচিত। বি. পরিচিত ব্যক্তি (উনি আমার এক পুরোনো আলাপী)। স্ত্রী. আলাপিনী। 24)
আলিসা -আলসে
(p. 106) ālisā -ālasē র মার্জিত কিন্তু বর্ত. অপ্র. রূপ। [দ্র আলসে1]। 38)
ইনি
(p. 114) ini সর্ব. (সম্ভ্রমার্থে) এই ব্যক্তি, এই জন। [ সং. এতত্]। 33)
উদ্বর্তন2
(p. 128) udbartana2 বি. 1 গন্ধদ্রব্যাদি দিয়ে লেপন; গন্ধলেপন; 2 অঙ্গমার্জনা; 3 বিলেপনদ্রব্য ('রাধাপ্রতি কৃষ্ণস্নেহ সুগন্ধি-উদ্বর্তন: চৈ. চ)। [সং. উত্ + √ বৃত্ + ণিচ্ + অন]। 12)
উনি
(p. 128) uni সর্ব (সম্ভ্রমার্থে) সামনের ওই ব্যক্তি, তিনি (উনি কি এসব জানেন?)। [ সং. অদস্]। 55)
উন্মার্গ
(p. 130) unmārga বি. 1 অসত্পথ, কুপথ; 2 ভ্রষ্টাচার, অসদাচরণ। বিণ. কুপথগামী, কদাচারী। [সং. উদ্ + মার্গ]। ̃ গামী (-মিন্) বিণ. কুপথে গেছে এমন, কুপথগামী, অসদাচারী। 18)
উরু
(p. 133) uru বিণ. বিশাল; মহান। [সং. √ উর্ + উ]। ̃ কীর্তি বিণ. বিশাল বা বিরাট কীর্তি অর্জন করেছে এমন। ̃ ক্রম বি. বামনদেব। ̃ বুক বি. এরণ্ড বা ভেরেণ্ডা গাছ। ̃ মার্গ বি. বিশাল বা প্রশস্ত পথ। 146)
একার্থ
(p. 145) ēkārtha বিণ. সমার্থবোধক; একই অভিপ্রায় বা উদ্দেশ্যবিশিষ্ট। [সং.এক + অর্থ]। 17)
এডিটর
(p. 146) ēḍiṭara বি. সংবাদপত্র সাময়িকপত্র ইত্যাদির সম্পাদক। [ইং. editor]। এডিট করা ক্রি. বি. সংবাদপত্র ইত্যাদির জন্য প্রাপ্ত বা সংগৃহীত রচনা সংশোধন পরিমার্জন বা সংক্ষেপ করা। এডিটরি বি. এডিটরের বা সম্পাদকের কাজ। 35)
ওড়ব, ঔড়ব
(p. 153) ōḍ়ba, auḍ়ba বি. মার্গসংগীতের রাগের জাতিবিশেষ যাতে মাত্র পাঁচটি স্বর ব্যবহৃত হয় - যেমন ভূপালি হিন্দোল প্রভৃতি। [সং. ওড়ব, ওড়ব + অ]। 8)
ককুভ
(p. 156) kakubha বি. 1 মার্গসংগীতের রাগিণীবিশেষ; 2 অর্জুন গাছ; 3 দিক। [সং. ক + √ স্কুভ্ + অ]। 20)
কমিউনিজম
(p. 164) kamiunijama বি. কার্ল মার্কস প্রবর্তিত সাম্যবাদ। [ই. communism]। কমিউনিস্ট বি. বিণ. সাম্যবাদে বিশ্বাসী, সাম্যবাদী। 58)
কর্মার্হ
(p. 169) karmārha বিণ. 1 কার্যোপযুক্ত (কর্মার্হ কাল, কর্মার্হ সময়); 2 কর্মক্ষম। [সং. কর্মন্ + অর্হ]। 30)
কামোপহত
(p. 181) kāmōpahata বিণ. কামার্ত, কামপীড়িত। [সং. কাম + উপহত]। 114)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534873
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140389
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730616
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942811
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883563
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696641
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603078

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us