Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মুণ্ডিত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অমুণ্ডিত
(p. 57) amuṇḍita বিণ. মুণ্ডিত বা মুড়ানো নয় এমন (অমুণ্ডিত মস্তক)। [সং. ন + মুণ্ডিত]। 44)
কতল, কোতল
(p. 160) katala, kōtala বি. 1 মুণ্ডচ্ছেদ, শিরচ্ছেদ; 2 হত্যা, খুন; 3 প্রাণদণ্ড (রাজার আদেশে তাকে কতল করা হবে)। [আ. কত্ল্]। 4)
কন্ধ
(p. 162) kandha বি. 1 কাঁধ; 2 মাথা; 3 মুণ্ডহীন দেহ, ধড়। [সং. স্কন্ধ]। ̃ কাটা বিণ. মস্তকহীন। বি. কবন্ধ, মস্তকহীন ভূত। 19)
কপাল
(p. 163) kapāla বি. 1 মাথার খুলি, করোটি; 2 ললাটস্হল; ভ্রূ ও মাথার মধ্যবর্তী অংশ, forehead; 3 ভাগ্য, অদৃষ্ট; 4 কলসির অর্ধাংশ, খাপরা। [সং. ক + √ পালি + অ]। ̃ ক্রমে ক্রি-বিণ. ভাগ্যক্রমে, ভাগ্যগুণে; হঠাত্। কপাল চাপড়ানো ক্রি. বি. হা-হুতাশ করা, আফশোস করা। ̃ জোর বি. ভাগ্যের জোর, ভাগ্যের অনুকূলতা। কপাল ঠুকে কাজে নামা ক্রি. বি. ফলাফল ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে কাজ আরম্ভ করা। কপাল ঠোকা ক্রি. বি. 1 মাটিতে মাথা ঠুকে প্রণাম করা, মাথা খোঁড়া; 2 যে কাজের ফল অনিশ্চিত তাতে সাফল্য অর্জনের জন্য মাথা খুঁড়ে দৈবের সাহায্য পাবার চেষ্টা করা। ̃ পোড়া বিণ. হতভাগ্য। কপাল ফেরা ক্রি. বি. ভাগ্যের উন্নতি হওয়া। কপাল ভাঙা ক্রি. বি. ভাগ্যহত হওয়া। ̃ ভৃত্, ̃ মালী বি. (নরমুণ্ডধারী) শিব। কপালের ফের বি. ভাগ্যের বিড়ম্বনা। কপালের লেখা বি. ভাগ্যলিপি, ভবিতব্য। 8)
করাল
(p. 167) karāla বিণ. 1 বড় বড় দাঁতযুক্ত, দন্তুর; 2 ভয়ানক আকৃতিবিশিষ্ট; ভীতিজনক; 3 ভীষণ; 4 তুঙ্গ। [সং. কর + √ অল্ + অ]। ̃ বদনা বিণ. (স্ত্রী.) ভীষণ মুখবিশিষ্টা বি. মহাকালী। করালী বি. (স্ত্রী.) 1 চামুণ্ডা, চণ্ডী; 2 অগ্নিজিহ্বাবিশেষ। 31)
কেশ
(p. 207) kēśa বি. চুল। [সং. কে (মস্তকে) + √ শী + অ]। ̃ কর্ম (-র্মন্) বি. চুল বাঁধা; কবরী রচনা। ̃ কলাপ, ̃ গুচ্ছ, ̃ দাম, ̃ পাশ বি. চুলের গোছা। ̃ কীট বি. চুলের পোকা, উকুন। ̃ গ্রহণ বি. চুল ধরা। ̃ ঘ্ন বি. টাক। ̃ তৈল বি. চুলে বা মাথায় মাখার উপযুক্ত তেল। ̃ প্রসাধন বি. চুলের পরিচর্যা; চুলের সংস্কার ও শোভা বর্ধন। ̃. বতী বি. (স্ত্রী.) ভালো চুল আছে যে নারীর। ̃. বিন্যাস বি. চুল বাঁধা; চুলের সংস্কার; চুল আঁচড়ানো; চুলের বাহার। ̃. মুণ্ডন বি. মাথা মুড়িয়ে ফেলা, নেড়া হওয়া। 24)
চামুণ্ডা
(p. 281) cāmuṇḍā বি. দুর্গাদেবীর রূপবিশেষ-এই রূপে দুর্গা চণ্ড ও মুণ্ড নামে দুই দৈত্যকে বিনাশ করেছিলেন। [সং. চণ্ড-মুণ্ড]। 136)
ঝিঙা, (কথ্য) ঝিঙে
(p. 338) jhiṅā, (kathya) jhiṅē বি. গ্রীষ্মের সবজি ফলবিশেষ। [মুণ্ডারি ঝিঙ্গা]। ̃ ফুল বি. ঝিঙের ফুল। ̃ শাল বি. সরু চালের ধানবিশেষ। 3)
ঝুড়ি
(p. 338) jhuḍ়i বি. বাঁশ বেত প্রভৃতি দিয়ে তৈরি বড় চুপড়ি বা চ্যাঙারি। [মুণ্ডারি ঝুরি (=ডালপালা)]। ঝুড়ি ঝুড়ি ক্রি-বিণ. বিণ. অনেক, অনেক পরিমাণে, রাশি রাশি (ঝুড়ি ঝুড়ি আম)। 34)
ধাওড়া
(p. 433) dhāōḍ়ā বি. (প্রধানত সাঁওতাল) কুলিদের কুঁড়েঘর বা বস্তি। [তু. মুণ্ডারি ওড়া (=গৃহ)]। 18)
নায়ক
(p. 454) nāẏaka বিণ. বি. 1 নেতা (দেশনায়ক); 2 পরিচালক (ষড়যন্ত্রের নায়ক); 3 সর্দার, প্রধান (দলনায়ক); 4 অগ্রণী। বি. 1 কণ্ঠহারের লকেট; 2 গল্প-উপন্যাস বা নাটকের প্রধান যে চরিত্রকে কেন্দ্র করে কাহিনী অগ্রসর হয় (উপন্যাসের নায়ক); 3 প্রণয়ী পুরুষ; 4 (আল.) কাব্য নাটকাদির প্রধান চরিত্র। [সং. √ নী + অক]। নায়িকা বিণ. বি. (স্ত্রী.) 1 নায়ক -এর স্ত্রীলিঙ্গ; 2 নেত্রী; কর্ত্রী; 3 পরিচালিকা; 4 প্রধানা; 5 ভগবতীর অষ্টশক্তি যথা উগ্রচণ্ডা প্রচণ্ডা চামুণ্ডা প্রভৃতি। 59)
ফাঁক
(p. 563) phān̐ka বি. 1 তফাত, ব্যবধান (দুই বাড়ির মাঝখানের ফাঁক); 2 ছিদ্র, ফাটল (দরজার ফাঁক); 3 ফাঁকা জায়গা (ফাঁকে বেড়ানো); 4 অবসর (কাজের ফাঁকে); 5 সুযোগসুবিধা (এই ফাঁকে পালাল, ফাংক পেলেই পালাবে); 6 বাদ (আমিই ফাঁক পড়লাম); 7 দো, ত্রুটি (তার কাজের ফাঁক পাবে না); 8 শূন্য, লুঠ (তহবিল ফাঁক করা); 9 সংগীতের মাত্রাবিশেষ (তিন তাল এক ফাঁক)। বিণ. 1 পৃথক, তফাত; 2 ফাঁকযুক্ত (ঠোঁট ফাঁক হয়ে আছে); 3 নিঃশেষ (তহবিল ফাঁক হয়ে গেছে)। [মুণ্ডা. ফাঙ্ক (=খোলা জায়গা)]। ̃ তাল বি. হঠাত্ পাওয়া সুযোগ (ফাঁকতালে কাজ গোছানো)। ফাঁক-ফাঁক বিণ. পরস্পর থেকে তফাতে অবস্হিত (ফাঁক-ফাঁক হয়ে দাঁড়ানো)। ̃ ফোকর বি. 1 ফাটল বা ছিদ্র (ফাঁকফোকরে বিছে আছে; 2 সুযোগ (লোকটা সবসময় ফাঁকফোকর খোঁজে)। ফাঁকে ফাঁকে ক্রি-বিণ. 1 আড়ালে আড়ালে; 2 এড়িয়ে এড়িয়ে; 3 কাজের মাঝে মাঝে। 7)
ফাঁকি
(p. 563) phān̐ki বি. 1 বঞ্চনা, ছলনা, প্রতারণা (চালাকি করতে গিয়ে সে নিজেই ফাঁকিতে পড়েছে); 2 ধাপ্পা, ধোঁকা (তাকে ফাঁকি দিয়ে কাজ হাসিল করতে চায়); 3 কর্তব্যে অবহেলা (কাজে ফাঁকি দেওয়া তাঁর স্বভাববিরুদ্ধ); 4 কূটতর্ক (ন্যায়ের ফাঁকি); 5 গুঁড়ো, সূক্ষ্ম চূর্ণ। [মুণ্ডা. ফাঙ্ক বাং. ফাঁক + ই-তু. সং. ফক্কিকা]। ̃ বাজ বিণ. ফাঁকি দিতে অভ্যস্ত বা পটু। ̃ বাজি বি. ফাঁকিবাজের আচরণ; প্রবঞ্চনা; কাজে অবহেলা। 9)
বঁটি
(p. 572) ban̐ṭi বি. বসে বসে মাছ তরকারি প্রভৃতি কাটার বাঁটাযুক্ত অস্ত্রবিশেষ। [মুণ্ডা. বইন্টি]। 27)
বাপন
(p. 600) bāpana বি. (পরের দ্বারা) বপন, বয়ন ও মুণ্ডন। [সং. √ বপ্ + ণিচ্ + অন]। বাপক বিণ. বি. বাপনকারী। বাপিত বিণ. বাপন করা হয়েছে এমন। 4)
মাতৃ
(p. 692) mātṛ বি. মাতা শব্দের সংস্কৃত মূল রূপ। ক বিণ. 1 মাতাসম্বন্ধীয় (তু. পৈতৃক); 2 (সমাসের উত্তরপদে) মাতারূপে পরিগণিত বা কল্পিত (নদীমাতৃক)। কা বি. 1 মাতা; গৌরী পদ্মা শচী মেধা সাবিত্রী বিজয়া জয়া দেবসেনা স্বধা স্বাহা শান্তি পুষ্টি ধৃতি তুষ্টি আত্মদেবতা কুলদেবতা-এই ষোড়শ দেবী; 3 মাতামহী; 4 ধাত্রী; 5 কারণ; 6 অ আ ক খ প্রভৃতি বর্ণ। ̃ কুল বি. মায়ের বংশ। ̃ গণ বি. ব্রাহ্মী মাহেশ্বরী ঐন্দ্রী বরাহী বৈষ্ণবী কৌমারী চামুণ্ডা বা কৌবেরী ও চর্চিকা-এই অষ্ট শক্তি। ̃ ঘাতক, ̃ ঘাতী (-তিন্) বিণ. মাতার প্রাণবধকারী। ̃ দায় বি. মৃতা জননীর শ্রাদ্ধাদির দায়িত্ব বা তদ্রূপ অবশ্যকরণীয় কর্ম। ̃ দুগ্ধ বি. মায়ের স্তনের দুধ। ̃ পক্ষ বি. মাতৃকুলের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিবর্গ। ̃ .বত্ বিণ. মায়ের মতো (মহিলাকে সে মাতৃবত্ দেখে)। ̃ .বন্দনা বি. জননীকে বা জন্মভূমিকে বা দেবীকে আরাধনা বা অভিবাদন। ̃ .বিয়োগ বি. মায়ের মৃত্যু। ̃ .ভক্ত বিণ. মায়ের অনুগত বা মায়ের প্রতি অনুরক্ত ও শ্রদ্ধাশীল। ̃ .ভক্তি বি. মায়ের প্রতি শ্রদ্ধা ও অনুরাগ। ̃ .ভাষা বি. স্বজাতির ভাষা, কোনো ব্যক্তির নিজের ও তার স্বজাতির ভাষা। ̃ .ভূমি বি. স্বদেশ, জন্মভূমি। ̃ .শাসন বি. রাজ্য পরিবার বা গোষ্ঠীর শাসনে বা পরিচালনায় স্ত্রীলোকের কর্তৃত্ব, matriarchy. ̃ .শ্রাদ্ধ বি. মায়ের মৃত্যুর পর পারলৌকিক ক্রিয়াদি। ̃ .ষ্বসা দ্র মাতুঃষ্বসা। ̃ .ষ্বস্রীয়া বি. মাসতুতো বোন। ̃ .সদন বি. 1 মায়ের গৃহ; 2 যেখানে নারী মা হয় অর্থাত্ প্রসূতিগৃহ। ̃ .সমা বিণ. মায়ের সমান (মাতৃসমা জন্মভূমি)। ̃ .সেবা বি. মায়ের পরিচর্যা। ̃ .স্নেহ বি. মায়ের ভালোবাসা। ̃ .স্তন্য বি. মায়ের বুকের দুধ। ̃ .হত্যা বি. মায়ের প্রাণনাশ করা। ̃ .হন্তা (ন্তৃ), ̃ .হন্তারক বি. মাতৃঘাতক, মায়ের হত্যাকারী। ̃ .হীন বিণ. মা-মরা। স্ত্রী. ̃ .হীনা। মাতোয়ারা, (বিরল) মাতোয়ালা বিণ. 1 বিভোর, আত্মহারা (নেশায় মাতোয়ারা, অহংকারে মাতোয়ারা); 2 মাতাল, মত্ত। [হি. মতবালা]। 113)
মালা৩
(p. 700) mālā3 বি. 1 মাল্য, হার (মুণ্ডমালা, কন্ঠমালা, মটরমালা); 2 পুষ্পমাল্য; 3 শ্রেণি, সমূহ (ঊর্মিমালা)। [সং. মা + √ লা + অ + আ]। ̃. কর, ̃. কার বি. বিণ. 1 পুষ্পমাল্যরচনাকারী, মালী ('আমি তব মালঞ্চের হব মালাকার': রবীন্দ্র); 2 বি. বাঙ্গালি হিন্দুর পদবিবিশেষ। ̃. চন্দন বি. পূজ্য বা সম্মানার্হ ব্যক্তিকে বরণ করার উপকরণরূপে ব্যবহৃত পুষ্পমাল্য ও চন্দন। ̃. বদল বি. 1 বিবাহে বরকনের পরস্পর মালাবিনিময়ের অনুষ্ঠান; 2 বিবাহ। 77)
মুড়া2, মোড়া
(p. 710) muḍ়ā2, mōḍ়ā (কথ্য). মুড়ো বি. 1 মুণ্ড (মাছের মুড়ো); 2 আগা; 3 প্রান্ত (এ-মুড়ো থেকে ও-মুড়ো); 4 আঁচলছেঁড়া কাপড়; পরিধেয় বস্ত্র খুঁট বা টুকরো। বিণ. 1 মুণ্ডিত (মোড়া মাথা, মোড়া গাছ); 2 ক্ষয়প্রাপ্ত (মুড়ে ঝাঁটা); 3 নির্জল (মুড়া মাখন)। ক্রি. 1 মুণ্ডিত করা (মাথা মোড়ানো); 2 অগ্রভাগ বা বাড়তি ডালপালা ছাঁটা (গাছ মোড়ানো); 3 বৃক্ষাদির ডগা খাওয়া (ছাগলে গাছগুলো মুড়িয়েছে)। [সং. √ মুণ্ড্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 মুণ্ডিত করা বা করানো, ন্যাড়া করা বা করানো; 2 আগা ছাঁটা বা ছাটানো। বিণ. উক্ত সব অর্থে। 26)
মুড়ি৩
(p. 710) muḍ়i3 বি. 1 মুণ্ড, মাথা (পাঁঠার মুড়ি, মাছের মুড়ি); 2 প্রথম প্রান্তের অংশ (চেকমুড়ি)। [বাং. মুড়া 2 + ইতু. মুণ্ডি]। ̃ .ঘন্টা বি. মাছের মুড়ো ডাল ইত্যাদি দিয়ে প্রস্তুত ব্যঞ্জনবিশেষ। 29)
মুণ্ড
(p. 710) muṇḍa বি. মাথা, মস্তক। [সং. √ মুণ্ড্ + অ]। &tick .;চ্ছেদ, ̃.চ্ছেদন বি. মাথা কাটা মাথা কাটা যাওয়া। ̃ .পাত বি. 1 শিরশ্ছেদ, মুণ্ডচ্ছেদ; 2 (আল.) আভিশাপ, কঠোর তিরস্কার। ̃ .মালা বি. নরমুণ্ডে গাঁথা মালা। ̃ .মালিনী বিণ. (স্ত্রী.) মুণ্ডমালাধারিণী। বি. কালিকাদেবী। 31)
মুণ্ডন
(p. 710) muṇḍana বি. 1 (মাথার) চুল ক্ষৌর করা, মুড়ানো, ন্যাড়া করা; 2 (গাছপালার অগ্রভাগ ছাঁটা বা ডালপালা ছাঁটা)। [সং. √ মুণ্ড্ + অন]। 32)
মুণ্ডি1
(p. 710) muṇḍi1 দ্র. মুণ্ডি1। 33)
মুণ্ডি2
(p. 710) muṇḍi2 দ্র মুণ্ডি2। 34)
মুণ্ডিত
(p. 710) muṇḍita বিণ. মুণ্ডন করা হয়েছে এমন (মুণ্ডিতমস্তক)।[সং. √ মুণ্ড্ + ত]। ̃ .কেশ বিণ. মাথা ন্যাড়া করা হয়েছে এমন। 35)
মুন্ডি2
(p. 710) munḍi2 বি. মুন্ডু, মাথা (টাকা পাবি না তোর মুন্ডি পাবি)। বিণ. মুণ্ডযুক্ত (নেড়ামুন্ডি) [সং. মুণ্ড]।
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535104
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140608
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730914
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943100
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883639
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838515
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696732
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603109

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us