Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মুষিত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

উদূখল
(p. 127) udūkhala বি. উখলি, যে পাত্রের মধ্যে শস্যাদি রেখে মুষল দিয়ে পেষাই বা পরিষ্কার করা হয়। [সং. উত্ + উ + খ + √ লা + অ]। 21)
কণ্ডন
(p. 159) kaṇḍana বি. কাঁড়ানো, শস্য ছেঁটে তুষ নিষ্কাশিত করা। [সং. √ কণ্ড্ + অন]। কণ্ডনী বি. মুষল; শস্য কাঁড়াবার উদূখল। 24)
কোঁতকা, (বর্জি.) কোত্কা
(p. 209) kōn̐takā, (barji.) kōtkā বি. মোটা লাঠি বা মুষল। কোঁতকা মারা ক্রি. বি. লাঠি কনুই ইত্যাদি দিয়ে গুঁতো বা গোত্তা দেওয়া (ভিড়ের মধ্যে লোকটা কনুই দিয়ে আমাকে এমন কোঁতকা মারল)। [তুর. কুত্কা]। 13)
গড়1
(p. 236) gaḍ়1 বি. 1 দুর্গ, কেল্লা (গড়ের মধ্যে বন্দি সৈন্য); 2 খাত, পরিখা (গড় পার হয়ে কেল্লায় ঢুকেছে) ; 3 ধান ভানার সময় মুষলের আঘাত যে গহ্বরের মধ্যে পড়ে। [সং. গর্ত গড্ড]। ̃ খাই বি. দুর্গের চারপাশের খাত বা পরিখা। [গড় + খাত খাই]। গড়ের বাদ্যি বি. 1 কেল্লার সৈন্যদলের বাজনা ; 2 বিলাতি ব্যাণ্ডপার্টির বাজনা; গোরার বাজনা। গড়ের মাঠ বি. 1 নগরদুর্গ ও নগরভবনগুলির মধ্যবর্তী মাঠ বা সমতল জমি esplanade; 2 (আল.) খালি, শূন্য (পকেট গড়ের মাঠ)। 31)
ছে
(p. 304) chē বি. (আঞ্চ.) 1 খণ্ড, ছিন্ন অংশ (কাঠের ছে); 2 বিরাম, ছেদ (বৃষ্টির ছে নেই)। [সং. ছেদ]। ছে কাঠ বি. ঢেঁকির মুষল। 119)
দিস্তা, (কথ্য) দিস্তে
(p. 408) distā, (kathya) distē বি. বিণ. 1 (কাগজের) চব্বিশটি (দুই দিস্তা কাগজ); 2 24টি বা 24খানা; 3 প্রচুরসংখ্যক (দিস্তা দিস্তা লুচি ভাজা হচ্ছে)। বি. মুষল (হামানদিস্তা)। [ফা. দস্তা]। 47)
দুর্-মুশ
(p. 413) dur-muśa বি. 1 (খোয়া, সুরকি ইত্যাদি) পিটিয়ে বসাবার জন্য লম্বা হাতলবিশিষ্ট মুষলবিশেষ; 2 উক্ত মুষল দিয়ে পেটাই। [তু. হি. দুর্মট]। দুরমুশ করা ক্রি. বি. 1 দুরমুশ দিয়ে পেটানো; 2 (আল.) প্রচণ্ড প্রহার করা। 17)
ধারা2
(p. 433) dhārā2 বি. 1 স্রাব, প্রবাহ (রক্তধারা, অশ্রুধারা, আলোকধারা); 2 বৃষ্টি ('শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে': রবীন্দ্র); 3 ঝরনা (সহস্রধারা); 4 পদ্ধতি, ধরম, নিয়ম (তার কাজের ধারাই আলাদা); 5 পরম্পরা (ধারাবাহিক); 6 রীতি, রকম (কেমনধারা লোক তুমি?); 7 আইনের বিধি (এই আইনের তৃতীয় ধারা)। [সং. √ ধৃ + ণিচ্ + আ]। ̃ কদম্ব বি. নীপ ফুল বা তার গাছ, কদম ফুল বা তার গাছ। ̃ কারে ক্রি-বিণ. ধারা বা বৃষ্টির মতো; অজস্র ধারায় (ধারাকারে নেমে আসে)। ̃ ক্রমে ক্রি-বিণ. পরম্পরা অনুযায়ী; রীতি অনুসারে। ̃ ঙ্কুর বি. 1 জলকণা; 2 করকা, শিল। ̃ জল বি. বৃষ্টি। ̃ ধর বি. মেঘ। ̃ পাত বি. 1 অবিরাম বর্ষণ; 2 পাটীগণিতের নামতা ইত্যাদির প্রাথমিক সূত্রাদিসংবলিত বই। ̃ বর্ণনা বি.কোনো চলতি বা ঘটমান বিষয়ের তাত্ক্ষণিক বিবরণ, running commentary. ̃ বর্ষ, ̃ বর্ষণ বি. মূষলধারে বৃষ্টি। ̃ বাহিক, ̃ বাহী (-হিন্) বিণ. 1 ছেদহীনভাবে চলে আসছে এমন, অবিচ্ছেদে প্রচলিত; 2 ক্রমিক, পরম্পরাযুক্ত (ধারাবাহিক ইতিহাস)। বি. ̃ বাহিকতা, ̃ বাহিতা (ঘটনার ধারাবাহিকতা)। ̃ বিবরণী, ̃ ভাষ্য - ধারাবর্ণনা -র অনুরূপ। ̃ যন্ত্র বি. 1 ফোয়ারা; 2 পিচকারী; 3 স্নানের কৃত্রিম ঝরনা, shower. ̃ সম্পাত বি. অঝোরে বৃষ্টিপাত। ̃ সার (ধারা + আসার) বি. অঝোরে বা মুষলধারে বৃষ্টিপাত। ̃ স্নান বি. ঝরনায় বা কৃত্রিম ফোয়ারায় স্নান। 75)
মুষড়ানো
(p. 712) muṣaḍ়ānō ক্রি. বি. 1 হতাশ বা হতোদ্যম হওয়া; 2 বিষন্ন হওয়া; 3 ম্লান বা শুষ্কপ্রায় হওয়া। [ সং. মুষিত =হতবুদ্ধি)] মুষড়ে পড়া ক্রি. বি. হতাশ বা নিরুদ্যম হওয়া। 39)
মুষল
(p. 712) muṣala বি. 1 গদা, মুদ্গর; 2 ঢেঁকির মোনা; 3 উদুখলের পেষনদণ্ড বা ওই-জাতীয় পদার্থ।[সং. √ মুষ্ + অল]। ̃ .ধার, ̃ .ধার বি. অত্যন্ত মোটা ধারা (মুষলধারায় বৃষ্টি)। মুষলী (-লিন্) বি. বলরাম। 40)
মুষা
(p. 712) muṣā বি. স্বর্ণাদি ধাতু গলাবার পাত্র, মুচি। [সং. √ মুষ্ + অ + আ]। 41)
মুসল-মুষল
(p. 712) musala-muṣala এর বানানভেদ। 48)
মূষ1, মূষা
(p. 714) mūṣa1, mūṣā বি. স্বর্ণাদি ধাতু গলাবার পাত্র, মুচি। [মুষা দ্র]। 9)
মোনা
(p. 719) mōnā বি. ঢেঁকির মুষল। [দেশি.]। 17)
মৌষল, মৌসল
(p. 721) mauṣala, mausala বিণ. 1 মুষলসম্বন্ধীয়; 2 মহাভারতের পর্ববিশেষ। [সং. মুষল, মুসল + অ]। 7)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535187
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140653
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730962
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943155
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883664
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838525
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696739
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603116

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us