Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মেজাজ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঙ্গুলি
(p. 8) aṅguli বি. আঙুল। [সং. অঙ্গ্+উলি]। অঙ্গুলিত্র, অঙ্গুলি-ত্রাণ বি. 1 ছুঁচের খোঁচা থেকে আঙ্গুলকে বাঁচাবার এবং ছুঁট ঠেলবার জন্য আঙ্গুলে পরবার টুপিবিশেষ; 2 সেতারবাদকের মেজরাপ। ̃ .নির্দেশ বি. আঙুলের সংকেতের সাহায্যে নির্দেশ। ̃ .মেয় বিণ. আঙ্গুলে গোনা যায় এমন। ̃ .মোটন বি. আঙুল মটকানো। ̃ সংকেত বি. আঙুল নেড়ে নির্দেশ দেওয়া। ̃ .হেলন বি. আঙুল নেড়ে ইশারা করা। অঙ্গুলীয়ক বি. আংটি। 49)
অঙ্গুষ্ঠানা, অঙ্গুস্তানা
(p. 8) aṅguṣṭhānā, aṅgustānā বি. 1 অঙ্গুলিত্র, অঙ্গুলিত্রাণ; 2 চামটি; 3 মেজরাপ। [ফা. অঙ্গুস্তানা-তু সং. অঙ্গুষ্ঠত্রাণ]। 51)
উগ্র
(p. 119) ugra বিণ. 1 প্রচণ্ড, ঘোর, তীব্র, চড়া (উগ্র তেজ, উগ্র গন্ধ); 2 কর্কশ, কোপন (উগ্র স্বভাব); 3 রূঢ়, নিষ্ঠুর। [সং. √ উচ্ + র]। বি. ̃ তা। ̃ কণ্ঠ, ̃ স্বর বিণ. কর্কশ ও ক্রুদ্ধ কণ্ঠস্বরবিশিষ্ট। ̃ কর্মা (-র্মন্) বিণ. ভয়ানক বা হিংসাজনক কাজ করে এমন। ̃ ক্ষত্রিয় বি. (মূলত বর্ধমান জেলার ও তত্সন্নিহিত রাঢ় অঞ্চলের) হিন্দু সম্প্রদায়বিশেষ, আগুরি। ̃ চণ্ডা বিণ. অত্যন্ত কোপনস্বভাব; অত্যন্ত ক্রোধী; প্রচণ্ড চড়া মেজাজবিশিষ্ট। উগ্র জাতীয়তা-বাদ বি. নিজের দেশ ও জাতিই শ্রেষ্ঠ এবং অন্যের উপর তার কর্তৃত্ব স্হাপন করা উচিত এই অসহিষ্ণু ও যুক্তিহীন মতবাদ। ̃ পন্হী বিণ. দলীয় বা গোষ্ঠী স্বার্থে হিংসাত্মক বা নাশকতামূলক ক্রিয়াকলাপের সমর্থক। বি. ̃ পন্হা। ̃ প্রকৃতি, ̃ স্বভাব বিণ. ক্রোধী, ক্রোধপরায়ণ; চড়া মেজাজযুক্ত। ̃ বীর্য বিণ. তীব্র তেজঃপূর্ণ। ̃ মূর্তি বিণ. অতি ক্রুদ্ধ বা ভয়ংকর মূর্তিবিশিষ্ট। উগ্রা বিণ. স্ত্রী. অতি কোপনস্বভাবা ও কলহপরায়ণা। বি. 1 প্রখরা নারী; 2 যোগিনীবিশেষ। 22)
কড়া৩
(p. 158) kaḍ়ā3 বিণ. 1 শক্ত, কঠিন, কঠোর (কড়া শাসন); 2 তীব্র, প্রখর (কড়া রোদ, কড়া তাপ); 3 প্রবল, উগ্র (কড়া মেজাজ); 4 কটু (কড়া কথা); 5 কর্কশ (কড়া আওয়াজ)। বি. চামড়ায় ঘর্ষণজনিত কাঠিন্য, ঘাঁটা (হাত-পায়ের কড়া)। [সং. কঠোর]। ̃ কড়, ̃ ক্কড় বিণ. কঠিন, কঠোর। বি. কড়াকড়ি (বেশি কড়াক্কড় ভালো নয়)। ̃ কড়ি, ̃ ক্কড়ি বি. বাঁধাবাঁধি; কঠোর শাসন। 28)
খাট্টা
(p. 226) khāṭṭā বি. টক স্বাদ, অম্ল স্বাদ। বিণ. 1 টক, টকো, অম্ল স্বাদযুক্ত; 2 (কথ্য) বিগড়ে গেছে এমন, বিরক্ত (মেজাজ খাট্টা হওয়া)। [হি. খট্টা]। 19)
খারাপ
(p. 226) khārāpa বিণ. 1 মন্দ, বদ (খারাপ কাজ, খারাপ লোক); 2 খেলো, নিকৃষ্ট, বাজে (খারাপ কাপড়) ; 3 দুষ্ট, নষ্ট (খারাপ চরিত্রের লোক); 4 অভদ্র (খারাপ ব্যবহার); 5 অশ্লীল, অশালীন (খারাপ কথা); 6 রুক্ষ, উগ্র (খারাপ মেজাজ) ; 7 দুঃখিত, ব্যথিত (মন খারাপ); 8 অসুস্হ (শরীর খারাপ) ; 9 বিকল, অব্যবহার্য (ফোন খারাপ হয়েছে); 1 দুর্দশাগ্রস্ত (খারাপ অবস্থা); 11 দুশ্চিকিত্ স্য ; সংক্রামক (খারাপ রোগ); 12 দূষিত (খারাপ রক্ত) ; 13 অশুভ (খারাপ দিন); 14 কুশ্রী, অসুন্দর (খারাপ চেহারা) ; 15 বিকৃত (মাথা খারাপ); 16 নোংরা (মুখ খারাপ করা); 17 অসত্ মতলব বা অভিপ্রায়যুক্ত (খারাপ নজর, খারাপ দৃষ্টি)। [আ. খরাব্]। 78)
খুশ, খুশখবর, খুশনবিশ, খুশনাম, খুশমেজাজ
(p. 231) khuśa, khuśakhabara, khuśanabiśa, khuśanāma, khuśamējāja দ্র খোশ। 35)
খোশ
(p. 235) khōśa বিণ. আনন্দজনক, প্রীতিকর (খোশখবর)। [ফা. খুশ্]। ̃ কবালা বি. পাকাপাকিভাবে স্বত্ব হস্তান্তরের দলিল। ̃ খবর বি. সুসংবাদ। ̃ খেয়াল বি. খামখেয়াল, মরজি। ̃ খোরাক বি. শৌখিন আহার। ̃ খোরাকি বিণ. শৌখিন আহারে অভ্যস্ত; ভোজনবিলাসী। ̃ গল্প বি. আমোদজনক হালকা গল্পগুজব বা আলাপ (সারাটা দিন খোশগল্প করেই কেটে গেল)। ̃ নবিশ বি. অতি সুন্দর হস্তাক্ষরবিশিষ্ট ব্যক্তি; সুলেখক। ̃ নাম বি. সুনাম, সুখ্যাতি। ̃ পোশাক বি. শৌখিন পোশাক। ̃ পোশাকি বিণ. পোশাকবিলাসী। ̃ বু, খুশবু, ̃ বাই, ̃ বয় বি. সুগন্ধ ̃ মেজাজ বি. প্রফুল্লতা; প্রফুল্ল মন। 9)
গরম
(p. 242) garama বি. 1 উত্তাপ, উষ্ণতা (চৈত্রের গরম); 2 গ্রীষ্ম (গরমের সময়) ; 3 ঔদ্ধত্য (কথার গরম); 4 দর্প, দম্ভ, অহংকার (টাকার গরম); 5 বিকার, রোগ (পেট গরম)। বিণ. 1 উষ্ণ, তপ্ত (গরম জল); 2 গ্রীষ্ম (গরম কাল) ; 3 শীতনিবারক (গরম জামা); 4 উদ্ধত; উগ্র, গর্বিত, ক্রুদ্ধ (গরম চোখে তাকানো, গরম মেজাজ); 5 কড়া, তিরস্কারপূর্ণ (গরম গরম কথা); 6 চড়া, মহার্ঘ (বাজার খুব গরম) ; 7 উত্তেজনাপূর্ণ, যুদ্ধোম্মুখ (গরম পরিস্হিতি); 8 টাটকা (গরম খবর)। [ফা. গর্ম্]। গরম গরম, গরমা-গরম বিণ. একেবারে সদ্য-ভাজা (গরমাগরম লুচি); টাটকা (গরমাগরম খবর)। গরম মশলা বি. এলাচ দারচিনি ও লবঙ্গ এই তিনটি উত্তেজক মশলা। গরম মোজা বি. পশমি মোজা। কুসুমকুসুম গরম বিণ. ঈষদুষ্ণ. কবোষ্ণ। গুমোট গরম, ভ্যাপসা গরম যে গরমে বায়ুপ্রবাহ বন্ধ থাকে এবং খুব ঘাম হয়। পচা গরম ভ্যাপসা গরম, বেশি ঘাম হয় এমন গরম। 21)
চড়া2
(p. 276) caḍ়ā2 বিণ. 1 উদ্ধত, উগ্র (চড়া মেজাজ); 2 তীব্র, তীক্ষ্ণ, তেজালো (চড়া রোদ, চড়া গলা); 3 উচ্চ (চড়া সুর, চড়া দাম)। [সং. চণ্ড]। 12)
ঝাঁজ2, ঝাঁজ
(p. 336) jhān̐ja2, jhān̐ja বি. 1 আঁচ, প্রখর তেজ (রোদের ঝাঁজ); 2 তীব্র গন্ধ বা স্বাদ (ওষুধের ঝাঁজ); 3 ক্রুদ্ধ ভাব, উগ্র মেজাজ (কথার ঝাঁজ, ঝাঁজ দেখিয়ে চলে গেল)। [তু. হি. ঝাঁঝ]। ঝাঁজালো, ঝাঁঝালো বিণ. ঝাঁজয়ুক্ত, তীব্র, তীক্ষ্ণ; উগ্র। 5)
টং1
(p. 341) ṭa1 বিণ. 1 অত্যন্ত ক্রুদ্ধ, অগ্নিমূর্তি, মেজাজ চড়ে আছে এমন (রেগে টং হয়ে আছে); 2 ভরপুর (মদে টং হওয়া)। [সং. টঙ্ক]। 4)
টেড়া, ট্যাড়া
(p. 347) ṭēḍ়ā, ṭyāḍ়ā বিণ. 1 কুটিল, বাঁকা (টেড়া কথা); 2 রুক্ষ, উগ্র (টেড়া মেজাজ)। [তু. হি. টেঢ়া]। 13)
টেণ়্ডাই-মেণ্ডাই
(p. 347) ṭēṇ়ḍāi-mēṇḍāi বি. 1 সক্রোধ আস্ফালন (এখানে তোমার টেণ্ডাইমেণ্ডাই চলবে না); 2 গরম মেজাজ। [দেশি]। 19)
তবিয়ত
(p. 367) tabiẏata বি. 1 স্বাস্হ্য, শারীরিক অবস্হা (আজ তাঁর তবিয়ত ঠিক নেই); 2 মেজাজ। [আ. তবীঅত্]। 59)
তাত2
(p. 375) tāta2 বি. 1 উত্তাপ, আঁচ (আগুনের তাত); 2 (আল.) ক্রুদ্ধ মেজাজ। [সং. তপ্ত]। 2)
তিরিক্ষি, তিরিক্ষে
(p. 375) tirikṣi, tirikṣē বিণ. উগ্র, একটুতেই রেগে ওঠে বা উত্তেজিত হয় এমন, রগচটা (তিরিক্ষি মেজাজের লোক)। [প্রাকৃ. তিরিক্খ; তু. সং. তির্যক্]। 144)
তেজালো
(p. 375) tējālō বিণ. 1 তেজযুক্ত (তেজালো মেজাজ); 2 তীব্র (তেজালো কণ্ঠ)। [বাং. তেজ + আলো]। 278)
দরবার
(p. 399) darabāra বি. 1 রাজসভা; 2 সভা; 3 উচ্চপদস্হ ব্যক্তির বৈঠকখানা; 4 আদালত (বিধাতার দরবারে); 5 কোনো বিষয়ে তদবির বা অভিযোগ (কর্তৃপক্ষের কাছে দরবার করা)। [ফা. দরবার]। দরবারি বিণ. 1 দরবারে যাতায়াতকারী (দরবারি লোক); 2 দরবারের উপযুক্ত বা দরবারে ব্যবহৃত (দরবারি পোশাক, দরবারি সংগীত); 3 আভিজাত্যপূর্ণ (দরবারি মেজাজ, দরবারি চালচলন)। বি. উচ্চাঙ্গ সংগীতের রাগবিশেষ। দরবারি কানাড়া বি. উচ্চাঙ্গ সংগীতের রাত্রিকালীন বিষাদগম্ভীর রাগবিশেষ। 23)
ধাত
(p. 433) dhāta বি. 1 মানসিক প্রকৃতি, স্বভাব, মেজাজ (তার ঘাত বোঝা শক্ত, ওসব আমার ধাতে নেই); 2 নাড়ি (ধাত ছেড়ে যাওয়া); 4 শুক্র বা বীর্য (ধাতের রোগ)। [সং. ধাতু]। ̃ সহ বিণ. ধাতে বা শরীরের প্রকৃতিতে সহ্য হয় এমন। ̃ স্হ বিণ. প্রকৃতিস্হ, সুস্হ, শান্তলব (এতক্ষণে সে একটু ধাতস্হ হল)। 28)
নবাব
(p. 447) nabāba বি. 1 মুসলমান সামন্তশাসক বা বাদশাহের প্রতিনিধি; 2 অভিজাত মুসলমানদের সরকারি খেতাববিশেষ; 3 (বিদ্রূপে) নবাবের তুল্য অহংকারী আরামপ্রিয় ও বিলাসী ব্যক্তি। [আ. নবাব্]। ̃ জাদা বি. নবাবের পুত্র। স্ত্রী. ̃ জাদি। ̃ পুত্তুর বি. (ব্যঙ্গে) নবাবজাদার মতো বিলাসী ও আরামপ্রিয় লোক। নবাবি বি. নবাবের মতো আচার-আচরণ। বিণ. 1 নবাবসুলভ (নবাবি মেজাজ); 2 নবাবসম্বন্ধীয় (নবাবি আমল)। 14)
নরম
(p. 447) narama বিণ. 1 কোমল (নরম শরীর, নরম মাটি); 2 মৃদু (নরম সুর); 3 শান্ত, অনুগ্র (নরম মেজাজ); 4 স্নেহ মায়া প্রভৃতি কোমল প্রবৃত্তিবিশিষ্ট (নরম মনের মানুষ); 5 শিথিল, ঢিলা (নরম বাঁধন); 6 ঈষত্ বিকৃত বা নষ্ট, টাটকা নয় (মাছটা নরম হয়ে গেছে); 7 ঘনীভূত নয় এমন, কড়া নয় এমন (নরম পাকের সন্দেশ); 8 অপ্রবল, অকঠোর, অদৃঢ় (তাকে নরম পেয়ে সবাই জ্বালায়, নরম ধাতের লোক); 9 খাস্তা বা মুচমুচে নয় এমন (নরম মু়ড়ি, নরম বিস্কুট); 1 হ্রাসপ্রাপ্ত, চড়ার বদলে পড়তি (বাজার নরম হয়েছে); 11 স্নিগ্ধ (সকাল বেলার নরম রোদ)। [ফা. নর্ম্]। ̃ গরম বিণ. মিঠে-কড়া; মৃদু ও কঠোর। বি. মিঠে ও কড়া কথা; মৃদু ও কঠোর ব্যবহার। নরমে গরমে ক্রি-বিণ. মৃদুতে ও কঠোরে; মৃদু কথা ও কড়া কথা মিলিয়ে (নরমে গরমে অনেক কথা তাকে শুনিয়ে দেওয়া হয়েছে)। 68)
পুলিশ
(p. 526) puliśa বি. 1 শান্তিরক্ষাদি কাজে নিযুক্ত সরকারি বিভাগ (পুলিশে চাকরি করেন); 2 উক্ত বিভাগের কর্মচারী, আরক্ষিক। [ইং. police]। পুলিশি বিণ. 1 পুলিশসংক্রান্ত (পুলিশি হাঙ্গামা); 2 পুলিশসুলভ (পুলিশি মেজাজ)। পুলিশ কমিশনার বি. জেলাস্তরের বা সদরের উচ্চপদস্হ পুলিশ কর্মচারীবিশেষ। ̃ সাহেব বি. উচ্চ পদস্হ পুলিশ কর্মচারীবিশেষ। 78)
ফূর্তি
(p. 567) phūrti বি. আনন্দ, হর্ষ, স্ফূর্তি (ফুর্তিতে ডগমগ)। [সং. স্ফূর্তি]। ̃ বাজ বিণ. আমুদে; হাসিখুশি মেজাজের। 18)
বদ
(p. 575) bada বিণ. 1 খারাপ, মন্দ (বদগন্ধ); 2 অসত্ (বদ সঙ্গ, বদ বুদ্ধি); 3 রুক্ষ, রূঢ় (বদমেজাজ); 4 দূষিত (বদরক্ত); 5 ভিন্ন, অন্য ('বদ হাওয়া লেগে খাঁচায় পাখি কখন উড়ে যায়')। [ফা. বদ]। ̃ খত বিণ. 1 হাতের লেখা ভালো নয় এমন; 2 বেয়াড়া, দুষ্টু। ̃ খেয়াল বি. অসত্ প্রবৃত্তি। ̃ জবান বি. কুবাক্য, গালি। ̃ জাত, ̃ জাতি যথাক্রমে বজ্জাত ও বজ্জাতি -র মূল রূপ। ̃ নাম বি. দুর্নাম, অখ্যাতি, অপযশ। ̃ নেশা বি. খারাপ নেশা বা অভ্যাস। ̃ বু বি. বাজে গন্ধ, দুর্গন্ধ। ̃ বুদ্ধি বি. অসত্ বুদ্ধি; দুষ্ট বুদ্ধি। ̃ ভ্যাস বি. খারাপ বা ক্ষতিকর অভ্যাস। ̃ মতলব বি. বদবুদ্ধি -র অনুরূপ। ̃ মাশ, ̃ মায়েশ, ̃ মাইশ বিণ. দুষ্ট, দুর্বৃত্ত। বি. ̃ মাশি, ̃ মায়েশি, ̃ মাইশি। ̃ মেজাজ বি. রুক্ষ বা উগ্র মেজাজ। বিণ. উগ্র বা রুক্ষ মেজাজযুক্ত। ̃ মেজাজি বিণ. বদমেজাজবিশিষ্ট। ̃ রং বি. 1 বেরং বা ভিন্ন রঙের তাস; 2 খারাপ রং। বিণ. বিবর্ণ। ̃ রসিকতা বি. স্হূল বা কুরুচিপূর্ণ রসিকতা। ̃ রাগি বিণ. রগচটা, একটুতেই রেগে যায় এমন, বদমেজাজি। ̃ হজম বি. অজীর্ণ, হজম না হওয়া। 43)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535202
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140655
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730974
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943158
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883666
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838531
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696749
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603117

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us