Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মেঝে। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আল-পনা
(p. 104) āla-panā বি. (সচ. জলে গোলা চালের গুঁড়ো দিয়ে) পূজার মণ্ডপ, দেবস্হান, ঘরের মেঝে প্রভৃতিতে আঁকা মাঙ্গল্য চিত্র। [ সং. আলেপন]। 67)
কক্ষ
(p. 156) kakṣa বি. 1 ঘর, প্রকোষ্ঠ, কামরা; 2 বাহুমূল, বগল (কক্ষপুট); 3 গ্রহগুলির পরিভ্রমণপথ, orbit (কক্ষচ্যুত নক্ষত্র); 4 (উদ্ভি.) কাণ্ড ও পাতার মধ্যেকার কোণ, axil. [সং. কষ্ + স]। ̃ চ্যুত, ̃ ভ্রষ্ট বিণ. কক্ষ বা নির্দিষ্ট পথ থেকে পতিত বা বিচ্যুত। ̃ তল বি. 1 গৃহতল, ঘরের মেঝে; 2 বগল। ̃ পুট বি. বগল। 21)
কর্কশ
(p. 167) karkaśa বিণ. 1 অমসৃণ, খরখরে (কর্কশ মেঝে, কর্কশ দেওয়াল); 2 শ্রুতিকটু, কঠোর (কর্কশ বাক্য); 3 নির্মম, নিষ্ঠুর (কর্কশ প্রকৃতি); 4 নীরস, শুষ্ক। [সং. কর্ক + শ (অস্ত্যর্থে)]। বি. ̃ তা। 49)
কুট্টিম
(p. 194) kuṭṭima বি. 1 চাতাল; 2 পাকা মেঝে (গৃহকুট্টিম); 3 রত্নের খনি। [সং. কুট্ট + ইম]। 52)
খট, খট্
(p. 221) khaṭa, khaṭ অব্য. বি. কাঠ, শক্ত মেঝে প্রভৃতি কঠিন পদার্থে ধাক্কা খাওয়ার আওয়াজ (দরজায় খটখট আওয়াজ); শক্ত সোলের জুতো শক্ত মেঝেতে ঠোকার আওয়াজ; ঘোড়ার খুরের আওয়াজ। [দেশি]। খটখট, খটাখট অব্য. ক্রমাগত 'খট' শব্দ; অতি শুষ্কতার লক্ষণ প্রকাশ (শুকিয়ে খটখট করা)। খট-খটে বিণ. শুকনো, জলহীন (খটখটে মেঝে, খটখটে দিন)। 27)
খাটাল
(p. 226) khāṭāla বি. 1 গৃহতল, ঘরের মেঝে; 2 অন্তর, মধ্যস্হল; 3 গোরুমোষ রাখার স্হান, বাথান, গোয়াল। [দেশি]। 12)
গজ-গিরি, গজ-গির
(p. 236) gaja-giri, gaja-gira বি. 1 কুয়োর চার দিকের শান-বাঁধানো চাতাল; 2 পঙ্খের কাজ বা ঘরের মেঝেতে চুনের প্রলেপ বা কারুকার্য। [হি. গচগীরী-তু. মরাঠি গচগিরী]। 16)
গালিচা
(p. 246) gālicā বি. কার্পেট, পশুলোমে প্রস্তুত আবরণ বস্ত্রবিশেষ, ঘরের মেঝেতে পাতবার শৌখিন ফরাশবিশেষ। [ফা. গালীচা]। 102)
ডেক1
(p. 357) ḍēka1 বি. জাহাজ বা স্টিমারের পাটাতন বা মেঝে। [ইং. deck]। ̃ চেয়ার বি. জাহাজ বা স্টিমারের ডেকে পেতে বসার উপযুক্ত হালকা চেয়ার। 46)
ধপ
(p. 430) dhapa অব্য. বি. 1 ভারী বস্তু পতনের শব্দ (বস্তাটা ধপ করে ফেলল); 2 হঠাত্ বসার শব্দ (ধপ করে মেঝেতে বসে পড়ল)। [ধ্বন্যা.]। 31)
নিকা2
(p. 459) nikā2 ক্রি. নিকানো। [দেশি]। ̃ নো ক্রি. গোবর-গোলা বা মাটি-গোলা জলে ভিজানো ন্যাকড়া দিয়ে মেঝে দেওয়াল প্রভৃতি মাজা বা লেপন করা (গোবর নিকানো, দাওয়া নিকানো)। বি. বিণ. উক্ত অর্থে। 6)
ন্যাতা
(p. 481) nyātā বি. 1 ছেঁড়া বা জীর্ণ কাপড়; 2 ঘরের মেঝে মোছার কাজে ব্যবহৃত কাপড়ের টুকরো। [সং. নক্তক]। 34)
পঙ্ক
(p. 484) paṅka বি. 1 কাদা, পাঁক (পঙ্কোদ্ধার); 2 (দেহে চন্দনাদির) প্রলেপ; 3 ঘরের মেঝে বা দেওয়ালে চুনের প্রলেপ দিয়ে কারুকার্য, পঙ্খ। [সং. পঞ্চ্ + অ]। ̃ জ বিণ. কর্দমজাত, কাদায় উত্পন্ন। বি. পদ্মফুল। স্ত্রী. ̃ জা। ̃ জিনী বি. (স্ত্রী.) 1 যেখানে পদ্ম জন্মে এমন পুকুর; 2 পদ্মের ঝাড়; পদ্মসমূহ। ̃ রুহ বি. পদ্ম। পঙ্কিল বিণ. কর্দমাক্ত, কাদাভরা। পঙ্কিলতা বি. কাদায় ভরে থাকা; কর্দমাক্ততা; আবিলতা। পঙ্কোদ্ধার বি. পাঁক তুলে ফেলে পুকুর সংস্কার করা। 8)
পঙ্খ
(p. 484) paṅkha বি. ঘরের মেঝে বা দেওয়ালে চুনের প্রলেপের কারুকার্য, পঙ্ক। [সং. পঙ্ক]। 9)
পিটা, পেটা
(p. 520) piṭā, pēṭā ক্রি. 1 ঘা মারা, আঘাত করা (লাঠি দিয়ে পেটাচ্ছে); 2 ঘা দিয়ে বাজানো (ঢোল পেটা); 3 প্রহার করা, মারা (ছেলেটাকে খুব পিটছে)। বি. উক্ত অর্থে। বিণ. (বিশেষণে পেটা চলিত) 1 পিটিয়ে বা ঘা মেরে মেরে নিরেট করা হয়েছে এমন (পেটা লোহা); 2 পেটা লোহায় তৈরি (পেটা কড়াই); 3 পেটা লোহার মতো মজবুত (পেটা চেহারা, পেটা শরীর); 4 পিটিয়ে বাজাতে হয় এমন (পেটা ঘড়ি)। [সং. √ পিট্ + বাং. + আ-তু. হি. পিটনা]। ̃ ই বি. পিটিয়ে পাত করার বা নিরেট করার কাজ (ছাদ পেটাই, লোহা পেটাই)। পিটনি, পিটুনি বি. 1 পেটা; 2 প্রহার, মার (প্রচণ্ড পিটুনি খেয়েছে)। পিটনা বি. ছাদ মেঝে প্রভৃতি পিটানোর জন্য কাঠের তৈরি ছোটো মুগুরবিশেষ। ̃ নো ক্রি. বি. পিটা; পিটাই করানো (ছাদ পিটানো)। বিণ. উক্ত অর্থে। 18)
ফরাশ
(p. 560) pharāśa বি. 1 মেঝে বা তক্তপোশে পাতবার মোটা আস্তরণবিশেষ; 2 বিছানা পাতা, বাতি জ্বালা, ঘর ও আসবাবপত্র ঝাড়ামোছা করা ইত্যাদি কাজে নিযুক্ত ভৃত্য। [আ. ফর্শ]। 49)
বসা2
(p. 580) basā2 ক্রি. বি. 1 উপবেশন করা (চৌকির উপর বসেছে); 2 অধিষ্ঠান করা (গদিতে বসা, পাটে বসা, ঘাটে বসা); 3 স্হায়ীভাবে বাস করা (এই গ্রামে দশ ঘর বাউরি বসেছে); 4 স্হাপিত হওয়া (গ্রামে একটি বাজার বসেছে); 5 আরম্ভ হওয়া (স্কুল এগারোটায় বসবে); 6 জমাট বাঁধা (দইটা এখনও বসেনি, বুকে সর্দি বসেছে); 7 মাপসই হওয়া, খাপ খাওয়া (টুপিটা মাথায় বেশ বসেছে); 8 নিবিষ্ট হওয়া (পড়ায় মন বসা); 9 ভিতরে ঢোকা (গায়ে জল বসা, দেওয়ালে পেরেকটা বসছে না, গাড়ির চাকা কাদায় বসে গেছে); 1 শুকিয়ে যাওয়া, রুগ্ণ দেখানো, চুপসানো (চোখমুখ বসে গেছে); 11 অপেক্ষা বা প্রতীক্ষা করা (কখন থেকে বসে আছি); 12 অবরুদ্ধ হওয়া (গলা বসে গেছে); 13 বাস স্হাপন করা (বাড়িতে ভাড়াটে বসেছে); 14 নাবাল বা নিচু হওয়া (ঘরের মেঝে বসে গেছে); 15 রত বা নিযুক্ত হওয়া (সভায় বসা, বিচারে বসা); 16 থিতানো (তেলে ময়লা বসা); 17 বিদ্ধ বা অঙ্কিত হওয়া (দাগ বসে গেছে, দাঁত বসে গেছে); 18 হঠাত্ কিছু করা (কথাটা বলে বসেছি, কাজটা করে বসেছে); 19 দমে যাওয়া (ব্যাবসায় ক্ষতি হওয়ায় লোকটা একেবারে বসে গেছে); 2 উপক্রম হওয়া (সমস্ত উদ্যোগ নষ্ট হতে বসেছে)। বিণ. উক্ত সব অর্থে (বসা চোখ, বসা জমি, বসা গলা); বেকার, কর্মহীন (তাঁর দুটি বসা ছেলে)। [সং. √ বস্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 উপবিষ্ট করানো (বৃদ্ধ লোকটিকে ধরে বসাল); 2 স্হাপন করা, প্রতিষ্ঠা করা (বাজার বসানো, হাট বসানো); 3 বাস করানো (বাড়িতে ভা়ড়াটে বসানো); 4 প্রবিষ্ট করানো (দেওয়ালে পেরেক বসানো); 5 বেঁধানো (দাঁত বসানো); 6 খচিত করা (আংটিতে পাথর বসানো); 7 আঘাত করা বা মারা (চড় বসানো); 8 চড়ানো, চাপানো (উনুনে হাঁড়ি বসানো); 9 জমানো (দই বসানো)। বিণ. উক্ত সব অর্থে। বসিয়ে দেওয়া ক্রি. বি. 1 দমিয়ে দেওয়া, নিরুত্সাহ করা; 2 সর্বনাশ করা (এই লোকসানটা তাকে একেবারে বসিয়ে দিয়েছে)। বসে থাকা ক্রি. বি. 1 অপেক্ষা বা প্রতীক্ষা করা; 2 অনেকক্ষণ ধরে বসা; 3 বেকার থাকা। বসে পড়া ক্রি. বি. 1 হতাশ হওয়া (ট্রেন ফেল করে বসে প়ড়ল); 2 বিপন্ন হওয়া (মামলায় হেরে একেবারে বসে পড়লাম)। বসে বসে খাওয়া ক্রি. বি. নিষ্কর্মা বা বেকার হয়ে জীবনযাপন করা। বসে যাওয়া ক্রি. বি. 1 নাবাল বা নিচু হওয়া (বাড়িটা ক্রমেই বসে যাচ্ছে); 2 মিলিয়ে যাওয়া (ফোড়াটা বসে গেছে); 3 হতাশ হওয়া (ট্রেন চলে গেছে দেখে সে বসে গেল); 4 সর্বনাশগ্রস্ত হওয়া (এই লোকসানে লোকটা একেবারে বসে গেছে)। বসে বসে ক্রি-বিণ. 1 বহুক্ষণ যাবত্ বসে থেকে (বসে বসে পা ব্যথা হয়ে গেল); 2 অপেক্ষা বা প্রতীক্ষা করে (বসে বসে অধৈর্য হয়ে গেল)। 219)
বার্থ, বারথ
(p. 602) bārtha, bāratha বি. রেলগাড়ি স্টিমার বা জাহাজে যাত্রীদের ঘুমোবার জন্য মেঝে থেকে উঁচুতে তৈরি পাটাতন, বাংক।[ইং. berth]। 49)
ভূ2
(p. 668) bhū2 বি. 1 পৃথিবী (ভূপৃষ্ঠ, ভূতল); 2 স্হল, স্হান, ভূমি (ভূদান)। [সং. √ ভূ + ক্বিপ্]। ̃ কম্প, ̃ কম্পন বি. ভূমিকম্প। ̃ খণ্ড বি. প্রদেশ, দেশ (আরব ভূখণ্ড)। ̃ গর্ভ বি. পৃথিবী বা মাটির অভ্যন্তর। ̃ গোল বি. পৃথিবীর বিবরণ, geography. ̃ গোলক বি. পৃথিবীর আকারাদির চিত্রসংবলিত গোলক, globe. ̃ চর বিণ. স্হলে বিচরণ করে এমন, স্হলচর। ̃ চিত্র বি. মানচিত্র, map. চ্ছায়া বি. গ্রহণের সময় চাঁদে পৃথিবীর যে ছায়া পড়ে। ̃ তত্ত্ব, ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. ভূপৃষ্ঠ ও তার নিম্নবর্তী স্তরসমূহ-সম্বন্ধীয় বিজ্ঞান, geology. ̃ তল বি. 1 পৃথিবীপৃষ্ট; 2 পাতাল। ̃ দেব বি. ব্রাহ্মণ। ̃ ধর, ̃ ভৃত্ বি. পর্বত। ̃ প, ̃ পতি, ̃ পাল বি. রাজা। ̃ পতিত বিণ. মাটিতে বা ভূপৃষ্ঠে পড়ে গেছে এমন। ̃ পর্যটক বি. সারা পৃথিবী যে ভ্রমণ করে। ̃ পর্যটন বি. সারা পৃথিবীতে ভ্রমণ। ̃ পাতিত বিণ. ভূপৃষ্ঠে বা মাটিতে ফেলা হয়েছে এমন। ̃ পৃষ্ঠ বি. পৃথিবীর উপরিতল; মাটি। ̃ প্রদক্ষিণ বি. পৃথিবীর চার দিকে ভ্রমণ। ̃ বিদ্যা-ভূতত্ত্ব -র অনুরূপ। ̃ বিষুব-রেখা বি. নিরক্ষরেখা। ̃ ভাগ বি. পৃথিবী। ̃ ভার বি. পৃথিবীর পাপের বোঝা। ̃ ভারত বি. 1 পৃথিবী ও ভারতবর্ষ; 2 সমস্ত পৃথিবী (এমন ঘটনা ভূভারতে কখনো ঘটেনি)। ̃ মণ্ডল বি. পৃথিবী। ̃ মধ্য বি. পৃথিবীর মধ্যস্হল; পৃথিবীর যেকোনো স্হান। ̃ মধ্য-রেখা বি. (ভূগো.) পৃথিবীর মধ্যস্হল বেষ্টনকারী রেখা। ̃ মধ্য-সাগর বি. ইয়োরোপের দক্ষিণে অবস্হিত সাগরবিশেষ। ̃ লুণ্ঠিত বিণ. 1 মাটিতে বা ধুলোয় লুটোচ্ছে এমন; 2 (আল.) অপদস্হ ও বিপর্যস্ত (মর্যাদা ভূলুণ্ঠিত)। ̃ লোক বি. পৃথিবী। ̃ শয্যা বি. মাটির শয্যা, ভূমিরূপ শয্যা; মাটিতে বা মেঝেতে শোয়া। ̃ সম্পত্তি বি. জমিজমা, খেতখামার; জমিদারি (ভূসম্পত্তি দেখাশোনা)। ̃ স্বর্গ বি. 1 মেরুপর্বত; 2 (আল.) কাশ্মীর। ̃ স্বামী বি. অনেক জমির মালিক, জমিদার। 24)
ভূমি
(p. 668) bhūmi বি. 1 পৃথিবী; 2 ভূপৃষ্ঠ, মাটি; 3 মেঝে (ভূমিশয্যা); 4 ক্ষেত্র, জমি (নিষ্কর ভূমি, ভূমিহীন প্রজা); 5 আধার (বিশ্বাসভূমি); 6 দেশ (জন্মভূমি); 7 তল, তলা (সপ্তভূমিক অট্টালিকা); 8 (জ্যামি.) ত্রিভূজের শীর্ষবিন্দুর বিপরীত দিকের বাহু, basc. [সং. √ ভূ + মি]। ̃ .কম্প বি. ভূমির অর্থাত্ পৃথিবীর কম্পন। ̃ গর্ভ বি. পৃথিবীর অভ্যন্তর, ভূপৃষ্ঠে নিম্নবর্তী স্হান। ̃ জ বিণ. মাটিতে বা খেতে উত্পন্ন; কৃষিজাতা। ̃ .তল বি. ভূপৃষ্ঠ, মাটির বা জমির উপরিতল, ভূতল। ̃ .দাস বি. অন্যের জমিতে বাধ্যতামূলক ভাবে যে শ্রমিক বেগার খাটে, সার্ফ। ̃ .শয্যা বি. মাটিতে পড়ে যাওয়া, ধরাশায়ী হওয়া; ভূমিরূপ শয্যা। ̃ .সংস্কার বি. চাষের জমির এবং চাষির অবস্হার উন্নতিসাধন। ̃ .সাত্ বিণ. ভূমিতে পতিত; মাটির সঙ্গে মিশে গেছে এমন (ঘরবাড়ি সব ভূমিসাত্ হয়ে গেছে)। 34)
মণি
(p. 676) maṇi বি. 1 দীপ্তিশালী মূল্যবান পাথর, মানিক, বহুমূল্য রত্ন (মণিমাণিক্য, মণিকাঞ্চন); 2 (আল.) পরম প্রিয় ব্যক্তি (চোখের মণি, খুকুমণি): 3 চোখের তারা; 4 বংশ উজ্জ্বলকারী ব্যক্তি (রঘুকুলমণি)। [সং √ মণ্ + ই়] । ̃ ক বি. 1 মণি; 2, খনিজ, mineral; 3 মাটির জালা। ̃ .কর্ণিকা বি. কাশীধামের প্রসিদ্ধ শ্মশানঘাট। ̃ .কাঞ্চন বি. মানিক ও সোনা, রত্ন ও সোনা; বিবিধ রত্ন ও সোনাদানা। ̃ .কাঞ্চন-যোগ বি. (মণি ও সোনার শোভন মিলনের মতো) অতি শুভ ও শোভন মিলন; যোগ্যর সঙ্গে যোগ্যের সার্থক মিলন। ̃ .কা বি. 1 মণি; 2 মাটির জালা। ̃ .কার বি. 1 রত্নবনিক, জহুরি; 2 যে-ব্যক্তি মণিরত্নাদি কেটে পালিশ করে, রত্নশিল্পী। ̃ .কুট্টিম বি. মনিময় গৃহতল, রত্ননির্মিত বা পাথরে বাঁধানো মেঝে। ̃ .কোঠা বি মণিময় গৃহ। ̃ .মণ্ডিত, ̃ .ময় বিণ. মণিখচিত, মণিদ্বারা শোভিত। ̃ .মঞ্জুষা বি রত্নের ঝাঁপি, মণিমাণিক্যের আধার বা পেটিকা। ̃ .মাণিক্য বি. বিভিন্ন রত্নাদি। ̃ .মালা বি. মণিময় হার। ̃ .রাগ বি হিঙ্গুল। ̃ .হার বি. মণিময় কণ্ঠহার। ̃ .হারা-ফণী (-ণিন্) (আল.) প্রিয়তম বস্তু বা ব্যক্তিকে হারানোর ফলে অস্হিরচিত্ত ব্যক্তি। 48)
মাঝি
(p. 692) mājhi বি. 1 নৌকাচালক, কর্ণধার; 2 সাঁওতাল-পল্লির প্রধান পুরুষ; 3 (সম্বোধনে) জেলে। [তু. মাঝ]। ̃ .গিরি বি. মাঝির কাজ; নৌকা চালানো। ̃ .মাল্লা বি. মাঝি ও তার সহোযোগীবৃন্দ। স্ত্রী. মাঝিয়ান, মেঝেন। 74)
মেজিয়া-মেজে
(p. 714) mējiẏā-mējē ও মেঝে -র. মার্জিত কিন্তু অপ্র. রূপ। 43)
মেজে, মেঝে
(p. 714) mējē, mējhē বি. গৃহতল। [বাং. মাঝিয়া মেঝে]। 44)
মেজো
(p. 714) mējō (অপ্র.) মেঝো বিণ. মধ্যম, দ্বিতীয় (মে়জো ছেলে, মেজো দারোগা)। [বাং. মাঝ প্রাকৃ. মজ্ঝ]। 45)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2544815
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2150757
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1743171
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 957057
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 887537
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840687
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 699284
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604418

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us