Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মেয়াদি দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অবধি
(p. 44) abadhi অব্য. 1 থেকে, হতে (জন্মাবধি, সেই অবধি, 'জনম অবধি হাম': বিদ্যা.); 2 পর্যন্ত (আজ অবধি, মৃত্যু অবধি)। বি. সীমা; অন্ত, অবসান (দুঃখের অবধি রইল না)। [সং. অব + √ ধা + ই]। ̃ বাধিত বিণ. (আইনে) মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার দোষে দুষ্ট, barred by limitation (স. প.)। 25)
ইজারা
(p. 113) ijārā বি. নির্দিষ্ট খাজনায় জমি কারবার প্রভৃতির মেয়াদি বন্দোবস্ত, ঠিকা, লিজ। [আ. ইজারা]। ̃ দার বি. বিণ. ইজারা গ্রহণকারী। 29)
উঠ-বন্দি
(p. 119) uṭha-bandi বি. চাষ-আবাদের জন্য চাষিদের সঙ্গে মেয়াদি বন্দোবস্তবিশেষ। [বাং. উঠ + ফা. বন্দি]। 83)
ওয়াদা
(p. 153) ōẏādā বি. 1 মেয়াদ, নির্দিষ্ট সময় (তোমার ওয়াদা শেষ); 2 প্রতিশ্রুতি, ভবিষ্যতে কাউকে কিছু দেবার প্রতিশ্রুতি (আমি তাকে টাকা দেব বলে ওয়াদা করেছিলাম; তাকে ওয়াদা দিয়েছিলাম যে টাকা দেব)। [আ. ওয়াদাহ্]। ওয়াদা খেলাপ করা ক্রি-বি. কথার খেলাপ করা, কথা দিয়ে কথা না রাখা। 32)
কটকিনা, কটকেনা
(p. 156) kaṭakinā, kaṭakēnā বি. 1 নিয়মের বাঁধাবাঁধি বা কড়াকড়ি (শর্ত নিয়ে ওরা কটকিনা করছে); 2 মেয়াদি ইজারা বা লিজ; 3 প্রতিজ্ঞা (তার কটকিনা ভাঙা কঠিন)। [সং. কঠিন]। 65)
জীবন
(p. 326) jībana বি. 1 প্রাণ; 2 প্রাণধারণ (জীবনকাল, জীবনযাত্রা); 3 জীবনকাল (আজীবন); 4 আয়ু (জীবন ফুরিয়ে এল); 5 প্রাণস্বরূপ অতি প্রিয়পাত্র ('জীবনস্বরূপা সে স্বামীর শিরোমণি': ভা. চ.); 6 জল। [সং. √ জীব্ + অন]। ̃ কাল বি. আয়ুষ্কাল, জীবদ্দশা। ̃ চরিত, ̃ বৃত্তান্ত বি. (কারও) জীবনের ঘটনাবলি ও চরিত্রের বিবরণ, জীবনী। ̃ জিজ্ঞাসা বি. জীবন বা জগত্ সম্পর্কে প্রশ্ন কৌতূহল বা অনুসন্ধান। ̃ দর্শন বি. জীবনের স্বরূপ ও উদ্দেশ্য সম্পর্কে বোধ ও ধারণা; জীবনের স্বরূপ অবধারণ। ̃ প্রবাহ বি. সংসারস্রোত, জীবনযাপন, বহমান শ্রোতোরূপ জীবন ('জীবনপ্রবাহ বহি কালসিন্ধু পানে ধায়': মধু)। ̃ বিজ্ঞান - জীববিজ্ঞান -এর অনুরূপ। ̃ বিমা বি. যে বিমা-চুক্তিতে নির্দিষ্ট মেয়াদের শেষে বিমাকারী বা তার মৃত্যু ঘটলে তার উত্তরাধিকারী টাকা পায়। ̃ বেদ বি. জীবনের মূলমন্ত্র ও নিয়ন্ত্রক নীতি। ̃ যাত্রা বি. জীবিকানির্বাহ, সংসার চালানো। ̃ যাপন বি. জীবন কাটানো। ̃ যৌবন বি. জীবন ও যৌবন; প্রাণ ও তারুণ্য। ̃ সঙ্গী বি. 1 সারা জীবনের সঙ্গী, চিরসহচর; 2 স্বামী। স্ত্রী. ̃ সঙ্গিনী। ̃ স্মৃতি বি. আত্মচরিত, নিজের জীবনের স্মৃতিচারণা। 21)
দীর্ঘ
(p. 408) dīrgha বিণ. 1 লম্বা (দীর্ঘ কেশ, দীর্ঘ দেহ); 2 দূরপ্রসারিত, দূরত্বযুক্ত ('দীর্ঘপথের শেষে': রবীন্দ্র); 3 অধিক, বেশি (দীর্ঘকাল, দীর্ঘ সময়); 4 বহুকালব্যাপী (দীর্ঘায়ু, দীর্ঘনিদ্রা); 5 আয়ত, প্রসারিত (দীর্ঘ নয়ন); 6 গভীর (দীর্ঘশ্বাস); 7 (ব্যাক. ও সংগীতে) বিলম্বিত (দীর্ঘস্বর, দীর্ঘতাল)। [সং. √ দৃ + ঘ]। স্ত্রী. দীর্ঘা। বি. ̃ তা, দৈর্ঘ্য। ̃ গ্রীব বিণ. লম্বা গলাবিশিষ্ট। বি. 1 বক; 2 জিরাফ; 3 উট। ̃ জীবী (-জীবিন্) বিণ. বহুকাল বাঁচে এমন। স্ত্রী. ̃ জীবিনী। ̃ তপা, (বর্জি.) ̃ তপাঃ (-পস্) বিণ. বহুকাল ধরে তপস্যা করছে এমন। ̃ দর্শী (-র্শিন্) বিণ. দূরদর্শী। স্ত্রী. ̃ দর্শিনী। ̃ নাস বিণ. লম্বা বা বড় নাকবিশিষ্ট। ̃ নিঃশ্বাস, ̃ নিশ্বাস, ̃ শ্বাস বি. (শোক হতাশা ইত্যাদি ভাবের জন্য) গভীর ও সশব্দ শ্বাসত্যাগ। ̃ পাদ বিণ. লম্বা পা-বিশিষ্ট। বি. উট বক সারস প্রভৃতি প্রাণী। ̃ মেয়াদি বিণ. দীর্ঘকাল যাবত্ স্হায়ী; যার নির্দিষ্ট কাল সুদীর্ঘ (দীর্ঘমেয়াদি ঋণ, দীর্ঘমেয়াদি পরিকল্পনা)। ̃ রোমা (-মন্) বিণ. লম্বা লোমযুক্ত। বি. ভল্লুক। ̃ সূত্র, ̃ সূত্রী (-ত্রিন্) বিণ. কাজ করতে দেরি করে এমন; অলস। বি. ̃ সূত্রতা। ̃ স্হায়ী (-য়িন্) বিণ. বেশিক্ষণ বা বেশিদিন স্হায়ী হয় এমন (দীর্ঘস্হায়ী বন্ধুত্ব)। দীর্ঘাকার, দীর্ঘাকৃতি বিণ. লম্বা। দীর্ঘাগ্র বিণ. সম্মুখের দিক ক্রমশ সরু হয়ে এসেছে এমন। দীর্ঘায়ত বিণ. 1 দীর্ঘ, লম্বা; 2 দীর্ঘস্হায়ী; 3 দীর্ঘ ও প্রশস্ত। দীর্ঘায়ু বিণ. বেশি দিন বাঁচে এমন, দীর্ঘজীবী। 72)
পত্তন
(p. 488) pattana বি. 1 নগর, পট্টন; 2 (বাং.) ভিত্তি; নির্মাণ; 3 প্রতিষ্ঠা (বাজার পত্তন, গোড়াপত্তন); 4 সন্নিবেশ (ভিত পত্তন); 5 সূত্রপাত, আরম্ভ (নবযুগের পত্তন); 6 দৈর্ঘ্য; 7 বহর (কোঁচার পত্তন); 8 জমিদারের কাছ থেকে নির্দিষ্ট মেয়াদ ও খাজনার শর্তে গৃহীত ভূমিস্বত্ব (পত্তন পাওয়া)। [সং. √ পত্ + তন]। 18)
পত্তনি
(p. 488) pattani বি. যে ভূসম্পত্তি পত্তন নেওয়া হয়েছে। [সং. পত্তন + বাং. ই]। বিণ. নির্দিষ্ট মেয়াদ ও খাজনার শর্তে গৃহীত (পত্তনি জমি)। ̃ দার, পত্তন-দার বি. যে ব্যক্তি পত্তন নিয়েছে। [বাং. পত্তনি + ফা. দার]। 19)
বিমা, (বর্জি.) বীমা
(p. 621) bimā, (barji.) bīmā বি. কিস্তিতে কিস্তিতে প্রদেয় চাঁদার বিনিময়ে নির্দিষ্ট মেয়াদ শেষ হলে কিংবা মৃত্যু বা দুর্ঘটনা ঘটলে মেয়াদের পূর্বেই জীবন সম্পত্তি বা মূল্যবান দ্রব্যাদির ক্ষতিপূরণবাবদ অর্থ পাবার চুক্তি, insurance. [ফা. বিমাহ্]। ̃ পত্র বি. বিমার দলিল, insurance policy. 64)
মিয়াদ, মেয়াদ
(p. 705) miẏāda, mēẏāda বি. 1 ধার্য সময় বা কাল (দীর্ঘ মেয়াদ, মেয়াদ শেষ হওয়া); 2 কারাদণ্ড, কয়েদ (তিন বছর মেয়াদ হয়েছে, মেয়াদ খাটছে) [আ. মিআদ্]। মিয়াদি মেয়াদি, বিণ. নির্দিষ্ট মেয়াদযুক্ত (মেয়াদি পাট্টা)। 29)
মুদ্দত
(p. 710) muddata বি. মেয়াদ, নির্দিষ্ট সময়। [আ. মুদ্দত্]। মুদ্দতি বিণ নির্দিষ্ট সময়ের জন্য বলবত্ থাকে এমন, মেয়াদি। 51)
মেয়াদ
(p. 716) mēẏāda বি. 1 ধার্য সময় বা কাল (দীর্ঘ মেয়াদ); 2 কারাদণ্ড (লোকটা মেয়াদ খাটছে)। [আ. মেয়াদ]। মেয়াদি, মিয়াদি বিণ. নির্দিষ্ট মেয়াদযুক্ত (মেয়াদি পাট্টা)। 34)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2555580
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2162674
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1757130
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 979815
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 892269
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 843128
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 702292
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 606177

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us