Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ম্লান দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্লিষ্ট
(p. 4) akliṣṭa বিণ. 1 ক্লেশহীন, যে ক্লিষ্ট হয় না বা কষ্ট পায় না; 2 অক্লান্ত, ক্লান্তিহীন, শ্রান্তিহীন; 3 অদম্য; 4 নিবৃত্তিহীন (অক্লিষ্ট যত্ন); 5 অম্লান (অক্লিষ্ট কান্তি)। [সং. ন+ক্লিষ্ট]। ̃ কর্মা (-র্মন্) বিণ. কর্মে যার ক্লেশবোধ নেই, কর্মে যে ক্লান্তিহীন; অক্লেশে বা অনায়াসে কাজ করে এমন। 23)
অক্সিজেন
(p. 4) aksijēna বি. বায়বীয় মৌলিক পদার্থবিশেষ, দহনবায়ু, অম্লজান, যে মৌলিক গ্যাসের সাহায্যে দহন ও শ্বাসক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। [ইং. oxygen]। 42)
অপরি-ম্লান
(p. 34) apari-mlāna বিণ. মলিন বা ম্লান হয়নি এমন; অবসন্ন হয়নি এমন; প্রফুল্ল; তাজা; সতেজ। [সং. ন + পরি + ম্লান]। 151)
অপ্রসন্ন
(p. 42) aprasanna বিণ. 1 অসন্তুষ্ট, বিরক্ত (অপ্রসন্ন চিত্ত, অপ্রসন্ন মন); 2 বিষন্ন, ম্লান, দুঃখিত; 3 প্রতিকূল (ভাগ্য অপ্রসন্ন)। [সং. ন + প্রসন্ন]। ̃ তা বি. অসন্তোষ, বিরক্তি, বিষন্নতা; প্রতিকূলতা। 30)
অম্বল
(p. 59) ambala বি. 1 অম্ল, টক; 2 অম্লরোগ; 3 টক স্বাদের ঝোল। [সং. অম্ল]। 3)
অম্ল
(p. 59) amla বি. 1 রসবিশেষ; 2 টক স্বাদ; 3 দ্রাবক, acid; 4 অম্বল বা টকের ঝোল। বিণ. টকো, টক স্বাদযুক্ত। [সং. অম্ + ল]। ̃ .জান দ্র অক্সিজেন। ̃ তা বি. অম্লযুক্ত বা অম্লধর্মী অবস্হা, acidity (বি. প.)। ̃ .পিত্ত বি. যে রোগে পিত্তদোষে ভুক্ত বস্তু অম্লরসযুক্ত হয়। ̃. মধুর বিণ. মিষ্টি কিন্তু ঈষত্ টক স্বাদযুক্ত; টক-মিষ্টি; (আল.) (কথা ইত্যাদি সম্পর্কে) মিষ্টি প্রলেপ দেওয়া কিন্তু ঝাঁঝালো (অম্লমধুর তিরস্কার)। ̃. মিতি বি. অম্লের পরিমাণ হিসাব করার বিদ্যা, acidimetry (বি. প.)। ̃ .রাজ বি. দুটি বিশেষ অম্ল বা সিডের সংমিশ্রণ, aqua regia (বি. প.)। ̃ .শূল বি. অম্লের আধিক্যজনিত পেটের ব্যাথা। অম্লাধিক্য বি. অম্ল বা অম্বলের আধিক্য বা বৃদ্ধি। 13)
অম্লাক্ত
(p. 59) amlākta বিণ. অম্ল স্বাদযুক্ত, টক। [সং. অম্ল + অক্ত]। 14)
অম্লান
(p. 59) amlāna বিণ. 1 স্নান হয়নি বা হয় না এমন; অমলিন (অম্লান কুসুম, অম্লান সৌন্দর্য); 2 প্রফুল্ল; 3 কুন্ঠাহীন, দ্বিধাহীন (অম্লানমুখে মিথ্যা বলা)। [সং. ন + ম্লান]। ̃ .কুসুম বি. যে ফুল মলিন হয় না বা হয়নি। ̃ .বদনে, ̃ .মুখে ক্রি-বিণ. নিঃসংকোচে। 15)
আম-রুল
(p. 101) āma-rula বি. গুল্মজাতীয় টক স্বাদের শাকবিশেষ। [তু. সং. অম্ললোনী]। 23)
আম্ল
(p. 101) āmla বিণ. অম্লরসযুক্ত অর্থাত্ টক স্বাদযুক্ত। [সং. অম্ল + অ]। আম্লা বি. 1 তেঁতুল গাছ; 2 আমলকী। 57)
আম্লিক
(p. 101) āmlika বিণ. 1 আম্লাত্মক, অম্লযুক্ত, টক; 2 অম্লসম্বন্ধীয়। [সং. অম্ল + ইক]। আম্লিক অক্সাইড acidic oxide (বি. প.)। আম্লিক সন্ধান acidic fermentation. আম্লিকা বি. তেঁতুল গাছ। 58)
আম৩
(p. 99) āma3 বি. আম্রফল; শাঁসযুক্ত রসালো অম্লমধুর দ্বিবীজ ফলবিশেষ, mango. [সং. আম্র]। আমের আচার বি. আমের সঙ্গে টক ও ঝাল মিশিয়ে প্রস্তুত চাটনিবিশেষ। বর্ণচোরা আম বি. রং দেখে কাঁচা ও টক মনে হলেও প্রকৃতপক্ষে পাকা ও মিষ্টি আম; (আল.) ছদ্মবেশী। পাকা আম দাঁড়কাকে খায় (উক্তি) অপাত্রে সুপাত্রী দানের জন্য বা উত্কৃষ্ট বস্তুর নিকৃষ্ট ব্যবহারের জন্য আক্ষেপ। 55)
ওজোন
(p. 152) ōjōna বি. অম্লজান সার। [ই. ozone]। 30)
কমলা2
(p. 164) kamalā2 বি. 1 লেবুবিশেষ, লেবুজাতীয় অম্লমধুর ফলবিশেষ; 2 কমলালেবুর বর্ণের অনুরূপ বর্ণ; 3 পাণ্ডুরোগ, jaundice. [তু. প্রাকৃ. কঁঅলা]। 48)
করঞ্জা
(p. 167) karañjā বি. করমচা, টক স্বাদের ফলবিশেষ, অম্লফলবিশেষ। [সং. করঞ্জ]। 3)
করমচা
(p. 167) karamacā বি. করঞ্জা ফল, ছোট অম্লফলবিশেষ। [সং. করঞ্জ]। 20)
কার-বলিক, কার্বলিক
(p. 185) kāra-balika, kārbalika বিণ. অঙ্গার বা আলকাতরা জাতীয় অম্লসম্বন্ধীয়। [ইং. carbolic]। কারবলিক আসিড বি. অঙ্গার-অম্লবিশেষ। কারবলিক সাবান বি. কারবলিক আসিড়-মেশানো সাবানবিশেষ। 17)
ক্ষার
(p. 217) kṣāra বি. সাজিমাটি যবক্ষার সোরা ক্ষারীয়লবণ সোডা চুন প্রভৃতি; লকালি, alkali. [সং. √ ক্ষর্ + অ]। ̃ জল বি. ক্ষারমিশ্রিত জল, লোনা জল। ̃ ধাতু বি. যার অম্লজানজারিত অবস্হা ক্ষার, alkali metal. ̃ মিতি বি. যে বিদ্যার বলে ক্ষারের পরিমাণ হিসাব করা যায়, alkalimetry. ̃ মৃত্তিকা বি. সাজিমাটি, লোনাজমি, alkaline earth. 28)
চাট1
(p. 281) cāṭa1 বি. 1 যা চেটে খেতে হয়; 2 নেশার অনুপানরূপে ব্যবহৃত মুখরোচক খাদ্যদ্রব্য (মদের চাট)। [চাটা2 দ্র]। নি বি. অম্লমধুর স্বাদযুক্ত লেহ্য খাবারবিশেষ। 80)
চালতা, (কথ্য) চালতে
(p. 281) cālatā, (kathya) cālatē বি. অম্লকষায় রসযুক্ত কাঁচা বা অম্বল রেঁধে খাওয়ার ফলবিশেষ। [দেশি়]। 167)
চুকা1, (কথ্য) চুকো
(p. 290) cukā1, (kathya) cukō বিণ. টক, অম্লস্বাদ (চুকা আম)। [সং. চুক্র]। 69)
চোঁয়া
(p. 294) cōm̐ẏā বিণ. অল্প পোড়ার গন্ধযুক্ত (চোঁয়া দুধ); 2 হজম না হওয়ার জন্য অম্লগন্ধযুক্ত (চোঁয়া ঢেকুর)। চোঁয়ানো1 বি. ক্রি. অল্প পোড়ানো। [দেশি]। 101)
ছানা2
(p. 304) chānā2 বি. অম্লযোগে দুধ বিকৃত করে পাওয়া পিণ্ডের মতো খাদ্য বস্তু। [সং. ছিন্নক]। ছানা কাটা ক্রি. বি. ছানা প্রস্তুত করা বা হওয়া। 21)
জল-পাই
(p. 312) jala-pāi বি. অম্লস্বাদযুক্ত আমড়ার মতো ছোট ফলবিশেষ, olive. [দেশি]। 156)
ঝুরা1
(p. 339) jhurā1 ক্রি. (প্রা. বাং.) 1 খেদ করা বা কাঁদা ('কানুর পিরীতে ঝুরি দিবা রাতে': চণ্ডী); 2 ঝরা, গলে পড়া ('রূপ লাগি আঁখি ঝুরে': জ্ঞান.); 3 শীর্ণ বা ম্লান হওয়া ('ঝুরত তুয়া বিনু রাই': গো. দা.)। [মৈ. √ ঝুর প্রাকৃ. √ জুর সং. √ খিদ]। 13)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534745
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140270
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730432
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942609
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883513
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838447
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696607
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603052

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us