Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

রঙ্গরস দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অন্তরঙ্গ
(p. 32) antaraṅga বিণ. আত্মীয়, আত্মীয়তাপূর্ণ; অন্তরের সঙ্গে সম্পর্কযুক্ত (বিষয়টাকে তিনি অন্তরঙ্গভাবে জানেন); গভীর বন্ধুত্বপূর্ণ (অন্তরঙ্গ বন্ধু)। বি. ভিতরের বা অভ্যন্তরের অঙ্গ। [সং. অন্তর + √ গম্ + অ]। ̃ তা বি. আত্মীয়তা; ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। 32)
অব-লোহিত রশ্মি
(p. 46) aba-lōhita raśmi বি. দৃশ্যমান বর্ণালির লাল রশ্মির চেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্যের কিন্তু বেতার তরঙ্গের চেয়ে কম তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি, infrared rays. 17)
আনর্ত
(p. 94) ānarta বি. 1 নৃত্যশালা; 2 রঙ্গালয়; 3 যুদ্ধ। [সং. আ + √ নৃত্য + অ]। 11)
আমুদে
(p. 101) āmudē বিণ. আমোদপ্রিয়; আমোদ বা রঙ্গরসিকতা করতে পারে এমন (আমুদে লোক); রসিক; হাসিখুশি। [সং. আমোদ + বাং. ইয়া এ]। 47)
আলম-গির
(p. 106) ālama-gira বি 1 জগতের শ্রেষ্ঠ ব্যক্তি; 2 মোগল সম্রাট ঔরঙ্গজেবের উপাধি। [আ ইলম + ফা গীর] 8)
ইয়ার
(p. 114) iẏāra বি. 1 বন্ধু, বয়স্য, সঙ্গী; 2 ফাজিল লোক। [ফা. য়ার্]। ̃ কি, ইয়ার্কি বি. রসিকতা; ফাজলামি। ̃ বকশি বি. রসিক বা রঙ্গপ্রিয় বন্ধু বা সঙ্গী; আড্ডার সঙ্গী। 58)
উত্-কলিত
(p. 119) ut-kalita বিণ. 1 উদ্বিগ্ন; 2 তরঙ্গিত; 3 গৃহীত, উদ্ধৃত (পঙ্ক্তিটি কোন কবিতা থেকে উত্কলিত?)। [সং. উত্ + √ কল্ + ত]।
উত্তরঙ্গ
(p. 125) uttaraṅga বিণ. তরঙ্গময়, তরঙ্গবিক্ষুব্ধ (উত্তরঙ্গ সমুদ্র)। [সং. উত্ + তরঙ্গ]। 4)
উত্তাল
(p. 125) uttāla বিণ. 1 অতি উঁচু (উত্তাল তরঙ্গ); 2 অতি তরঙ্গময়; 3 বিক্ষুব্ধ, আলোড়িত (উত্তাল সমুদ্র)। [সং. উত্ + √ তল্ + অ]। 23)
উরগ, উরঙ্গ, উরঙ্গম
(p. 133) uraga, uraṅga, uraṅgama বি. (বুক দিয়ে চলে বলে) সাপ। [সং. উরস্ + √ গম্ + অ]। স্ত্রী. উরগী, উরঙ্গী, উরঙ্গমী। 139)
ঊর্মি
(p. 140) ūrmi বি. ঢেউ, তরঙ্গ। [সং. √ ঋ + মি]। ̃ ভঙ্গ বি. সমুদ্রের যে ঢেউ তীরে বা পাহাড়ের গায়ে এসে আছড়ে পড়ে। ̃ মালা বি. পর পর অনেক ঢেউ। ̃ মালী (-লিন্) বি. সমুদ্র। ̃ লা বিণ. ঢেউ খেলানো; তরঙ্গপূর্ণ (ঊর্মিল সমুদ্র)। ̃ লা বি. লক্ষ্মণের পত্নী। 13)
করোগেট
(p. 167) karōgēṭa বি. দস্তার কলাই-করা লোহার তরঙ্গায়িত পাত বা চাদরবিশেষ। [ইং. corrugated]। 44)
কাচ2
(p. 178) kāca2 বি. রঙ্গতামাসা, ক্রীড়াকৌতুক (চড়কের কাচ, কার্তিক পুজোর কাচ)। [দেশি]। 5)
কুরঙ্গ, কুরঙ্গম
(p. 198) kuraṅga, kuraṅgama বি. মৃগ, হরিণ। [সং. কু (পৃথিবী) + √ রন্গ্ + অ]। কুরঙ্গী, (অশু.) কুরঙ্গিণী বি. (স্ত্রী.) হরিণী। ̃ নয়না বিণ. (স্ত্রী.) মৃগনয়না, হরিণের মতো চোখবিশিষ্টা; সুন্দর নয়নবিশিষ্ট। 28)
ক্রীড়া
(p. 215) krīḍ়ā বি. 1 খেলা; 2 তামাশা; 3 আমোদজনক অনুষ্ঠান (মল্লক্রীড়া)। [সং. √ ক্রীড়্ + অ + আ]। ক্রীড়ক বিণ. বি. খেলোয়াড়; যে খেলা দেখায়। ক্রীড়-নক বি. 1 খেলনা, খেলার সামগ্রী; 2 (আল.) অপরের নির্দেশে চলে এমন ব্যক্তি। ক্রীড়নীয় বিণ. খেলার যোগ্য। ক্রীড়-মান বিণ. ক্রীড়ারত। ̃ কন্দুক বি. খেলার গোলক বা বল। ̃ কৌতুক বি. রঙ্গতামাশা; খেলাধূলা। ̃ চ্ছলে ক্রি-বিণ. খেলার ছলে। ̃ ভূমি বি. রঙ্গভূমি; খেলার স্হান। 16)
গ্রিন-রুম
(p. 261) grina-ruma বি. রঙ্গমঞ্চে অভিনেতাদের বিশ্রামকক্ষ বা সাজঘর। [ইং. greenroom]। 70)
চত্বর
(p. 278) catbara বি. 1 চাতাল, প্রাঙ্গণ, উঠান; 2 রঙ্গস্হান; 3 যজ্ঞভূমি। [সং. √চত্ + বর]। 4)
চাটা2
(p. 281) cāṭā2 ক্রি. বি. লেহন করা, জিভের সাহায্যে খাওয়া বা স্বাদ নেওয়া। বিণ. উক্ত অর্থে। [হি. √চাট]। ̃ চাটি বি. 1 পরস্পরকে লেহন; 2 বারবার চাটা; 3 (ব্যঙ্গে) অন্তরঙ্গতা; 4 পরস্পর পরস্পরের প্রশংসা। ̃ নো ক্রি. বি. লেহন করানো। বিণ. উক্ত অর্থে। চেটে-পুটে ক্রি-বিণ. নিঃশেষে চেটে (দইটা চেটেপুটে খেয়ে নাও)। 82)
ছল-ছল, ছলচ্ছল
(p. 301) chala-chala, chalacchala বি. 1 জলপ্রবাহের বা ঢেউয়ের ছলাত্ ছলাত্ শব্দ (ছলছল করে বয়ে চলেছে); 2 অশ্রুপূর্ণতার লক্ষণ প্রকাশ (চোখ ছলছল করছে)। বিণ. 1 ছলাত্ ছলাত্ শব্দযুক্ত ('ছলচ্ছল টলট্টল কলক্কল তরঙ্গা': ভা. চ.); 2 অশ্রূপূর্ণ, সজল (ছলছল চোখে)। [ধ্বন্যা.]। 52)
জনাস্তিকে
(p. 312) janāstikē ক্রি-বিণ. 1 অন্য লোকের অনতিদূরে কিন্তু আড়ালে, একপাশে; 2 (নাটকে) লোকের সমক্ষে কিন্তু রঙ্গমঞ্চের অন্যান্য অভিনেতা শুনতে না পায় এমনভাবে। [সং. জন + অন্তিক + বাং. এ]। 55)
ঝিলি-মিলি2
(p. 338) jhili-mili2 বিণ. ঈষত্ ঝলমলে; ঝিলমিলে ও তরঙ্গায়িত ('সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা': রবীন্দ্র)। [ঝিলমিল2 দ্র]। 24)
ঢলা
(p. 360) ḍhalā ক্রি. বি. 1 হেলে পড়া (সূর্য পশ্চিমে ঢলেছে); 2 ঝোঁকা (ঘুমে ঢলে পড়েছে); 3 পক্ষপাতী হওয়া (সে তার বন্ধুর দিকে ঢলেছে)। বিণ. উক্ত সব অর্থে। [বাং. ঢল + আ-তু. হি. ঢল্না]। ̃ ঢলি বি. 1 অন্তরঙ্গতা, অতিরিক্ত মাখামাখি (ওসব লোকের সঙ্গে অত ঢলাঢলি ভালো নয়); 2 কেলেঙ্কারি। ̃ নে বিণ. কেলেঙ্কারি করে এমন। ̃ নো বি. ক্রি. 1 হেলানো; ঝোঁকানো; 2 কেলেঙ্কারি করা। 17)
ঢেউ
(p. 362) ḍhēu বি. 1 জলের উচুনিচু আন্দোলন, সমুদ্র নদী প্রভৃতির জলে আন্দোলনের জন্য সৃষ্ট উচুনিচু অবস্হা, তরঙ্গ, হিল্লোল ('ওগো জলের রাণী, ঢেউ দিয়ো না গো'): রবীন্দ্র); 2 তাপ, আলোক, শব্দ বা বিদ্যুত বহনকারী বাতাস বা অন্য মাধ্যমের উচুনিচু আন্দোলন। [দেশি]। ঢেউ-খেলানো, ̃. তোলা বিণ. তরঙ্গায়িত, ঢেউয়ের মতো উচুনিচু (ঢেউ-খেলানো চুল)। ঢেউ দেওয়া বি. ক্রি. হাত, পাত্র ইত্যাদি দিয়ে জল সরিয়ে জলে ঢেউ সৃষ্টি করা। 5)
তরঙ্গ
(p. 367) taraṅga বি. ঊর্মি, লহরী, জলের ঢেউ; কোনোকিছুর ঢেউ বা ঢেউয়ের মতো প্রবাহ (চিন্তাতরঙ্গ, বায়ুতরঙ্গ, বিদ্যুত্-তরঙ্গ)। [সং. √ তৃ + অঙ্গ]। ̃ ভঙ্গ বি. ঢেউয়ের খেলা। ̃ মালা বি. (মালার মতো গ্রথিত) ঢেউয়ের পরে ঢেউ। তরঙ্গা ক্রি. তরঙ্গিত হওয়া বা করা। তরঙ্গাকুল বিণ. অত্যন্ত ঢেউ বা তুফান উঠেছে এমন (তরঙ্গাকুল সমুদ্র)। তরঙ্গাভি-ঘাত বি. ঢেউয়ের ধাক্কা। তরঙ্গায়িত বিণ. ঢেউ-খেলানো, কুঞ্চিত। তরঙ্গিণী বি. নদী. স্রোতস্বিনী। তরঙ্গিত বিণ. ঢেউয়ে পূর্ণ; আন্দোলিত। তরঙ্গিম বিণ. (অপ্র.) তরঙ্গপূর্ণ; ভঙ্গিমাপূর্ণ ('অঙ্গহি অঙ্গ অনঙ্গতরঙ্গিম': গো. দা.)। তরঙ্গোচ্ছ্বাস বি. ঢেউয়ের উত্থান-পতন। 93)
তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম
(p. 375) turaga, turaṅga, turaṅgama বি. ঘোড়া, অশ্ব। [সং. তুর (ত্বরা) + √গম্ + অ, খচ্ (মুমাগম)]। স্ত্রী. তুরগী1, তুরঙ্গী1, তুরঙ্গমী। তুরগী2, (-গিন্), তুরঙ্গী2 (-ঙ্গিন্) বি. অশ্বারোহী, ঘোড়সওয়ার। 203)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577794
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185523
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785604
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026546
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901098
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848116
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708596
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620164

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us