Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

রজস্]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

ঋতু
(p. 141) ṛtu বি. 1 প্রাকৃতিক অবস্হা অনুযায়ী বছরের বিভাগ, যথা গ্রীষ্ম বর্ষা শীত ইত্যাদি; 2 মেয়েদের মাসিক রজস্রাব, স্ত্রীরজ। [সং. √ ঋ + তু]। ̃ কাল বি. মাসের যে কয়দিন মেয়েদের ঋতুস্রাব চলে। ̃ পতি, ̃ রাজ বি. ঋতুশ্রেষ্ঠ বসন্ত। ̃ পরিবর্তন বি. এক ঋতুর পরে আর এক ঋতুর আগমন, ঋতু বদলে যাওয়া। ̃ মতী বিণ. রজস্বলা, যার ঋতুস্রাব হয় এমন। ̃ স্নান বি. ঋতুমতী হওয়ার পর চতুর্থ দিন স্নান করার সংস্কার। 13)
নগ্ন
(p. 444) nagna বিণ. 1 উলঙ্গ, বিবস্ত্র (নগ্নদেহ); 2 আবৃত বা ঢাকা নয় এমন, অনাবৃত (নগ্নপদ); 3 খাঁটি, অকৃত্রিম, স্পষ্ট (নগ্ন সত্য)। [সং. √ নজ্ + ত]। বি. ̃ তা ('নির্মল নগ্নতাখানি বর্মসম পরি': সু. দ.)। বিণ. (স্ত্রী.) নগ্না। ̃ ক বিণ. উলঙ্গ। বি. ক্ষপণক, বৌদ্ধ সন্ন্যাসীবিশেষ। নগ্নিকা বিণ. (স্ত্রী.) 1 বিবস্ত্রা, নগ্না; 2 অপ্রাপ্তবয়স্কা। বি. (স্ত্রী.) অপ্রাপ্তবয়স্কা বা রজস্বলা হয়নি এমন নারী, শিশুকন্যা। [সং. নগ্ন + ক + আ (স্ত্রী.)]। নগ্নী-করণ বি. 1 উলঙ্গ করা; 2 আবরণ উন্মোচন। 16)
নীরজ2, (বর্জি.) নীরজাঃ
(p. 475) nīraja2, (barji.) nīrajāḥ (-জস্) বিণ. 1 ধূলিরহিত; 2 রজোগুণরহিত; 3 ফুলের পরাগহীন; 4 রজস্বলা নয় এমন। [সং. নির্ + রজস্]। 88)
পুষ্প
(p. 526) puṣpa বি. 1 ফুল, কুসুম (পুষ্পমালা); 2 স্ত্রীরজ; 3 চোখের রোগবিশেষ। [সং. √ পুষ্প্ + অ]। ̃ ক বি. আকাশগামী পৌরাণিক রথবিশেষ; কুবেরের রথ। ̃ কেতন, ̃ কেতু, ̃ ধন্বা (ন্বন্) বি. কামদেব, মদন, কন্দর্প। ̃ চাপ, ̃ ধনু (-নুস্) বি. 1 ফুল দিয়ে তৈরি কামদেবের ধনুক; 2 কামদেব। ̃ জ বি. ফুলের রস বা সার; ফুলের মধু। ̃ জীবী (-বিন্) বিণ. বি. ফুলব্যবসায়ী; মালী; মালাকার। ̃ দ্রব বি. ফুলের মধু, পুষ্পজ। ̃ ধনু - পুষ্পাচাপ -এর অনুরূপ। ̃ ধন্বা বি. যার ধনুক পুষ্পদ্বারা গঠিত, কামদেব। ̃ নির্যাস বি. ফুলের রস বা এসেন্স; ফুলের মধু। ̃ পাত্র বি. (প্রধানত) ফুল রাখার থালা। ̃ বতী বিণ. (স্ত্রী.) রজস্বলা, ঋতুমতী। ̃ বাণ বি. ফুল দিয়ে নির্মিত কামদেবের বাণ বা তির। ̃ বৃষ্টি বি. উপর থেকে পুষ্পবর্ষণ। ̃ ভূষণ বি. ফুল দিয়ে তৈরি অলংকার, ফুলের গহনা। ̃ মধু বি. ফুলের মধু, পুষ্পজ। ̃ মাস বি. চৈত্র মাস; বসন্ত ঋতু। ̃ রজ, ̃ রেণু বি. ফুলের রেণু বা পরাগ। ̃ রথ বি. পুষ্পক। ̃ রস বি. ফুলের মধু। ̃ রাগ, ̃ রাজ বি. পোখরাজ, পদ্মরাগমণি। ̃ শর বি. পুষ্পবাণ। ̃ সার বি. ফুলের রস। ̃ স্তবক বি. ফুলের তোড়া। পুষ্পাজীব বিণ. বি. পুষ্পজীবী, মালাকার। পুষ্পাঞ্জলি বি. দেবতাকে নিবেদন করার জন্য অঞ্জলিপূর্ণ ফূল। পুষ্পাধার বি. ফুল রাখার পাত্র; ফুলদানি। পুষ্পাভরণ বি. ফুলের গহনা। পুষ্পাসব বি. ফুলের মধু। পুষ্পাসার বি. পুষ্পবৃষ্টি। পুষ্পিকা বি. গ্রন্হের শেষে বা প্রত্যেক অধ্যায়ের শেষে প্রদত্ত বিষয়বস্তুর পরিচয়; ভণিতা। পুষ্পিতা বিণ. ফুল ধরেছে এমন, কুসুমিত। পুষ্পিতা বিণ. (স্ত্রী.) 1 কুসুমিতা (পুষ্পিতা লতা); 2 ঋতুমতী (পুষ্পিতা কন্যা)। পুষ্পোদ্যান বি. ফুলের বাগান। 87)
বিগতার্তবা
(p. 605) bigatārtabā বিণ. (স্ত্রী.) যার রজঃ নিবৃত্ত বা বন্ধ হয়েছে, নিবৃত্তরজস্বা। [সং. বিগত + আর্তব (রজঃ) + আ]। 124)
মায়া
(p. 700) māẏā বি. 1 (দর্শ.) যার সত্যকার অস্তিত্ব নেই; 2 ভ্রমাত্মক কোনো-কিছু; 3 অবিদ্যা; 4 অজ্ঞান; 5 ব্রহ্মের অঘটন পটীয়সী শক্তি; 6 নিজের অব্যক্ত স্বরূপ থেকে সমস্ত জগত্ নির্মাণে পরমেশ্বরের অচিন্ত্য শক্তি; 7 সত্ত্বরজস্তমোময়ী প্রকৃতি; 8 মোহ; 9 স্নেহ, মমতা, টান (প্রাণে মায়া আছে); 1 সুখদুঃখের বন্ধন; 11 ইন্দ্রজাল, জাদু (মায়াবিদ্যা); 12 কাপট্য, ছলনা; 13 ছদ্মবেশ (মায়ামৃগ, মায়াসীতা)। [সং. √ মা + য + আ]। ̃ .কানন বি. জাদুবলে সৃষ্ট উপবন বা উদ্যান। ̃ .কান্না বি. কপট কান্না, কান্নার ভান। ̃ .ঘোর বি. মোহের বা জাদুর প্রভাব। ̃ .জাল, ̃ .ডোর, ̃ .পাশ, ̃ .রজ্জু বি. মোহ মমতা বা স্নেহের বন্ধন। ̃ .দণ্ড বি. জাদুলাঠি। ̃ .দয়া বি. মমতা সমবেদনা। ̃ .দেবী বি. বুদ্ধদেবের জননী। ̃ .প্রপঞ্চ বি. 1 মায়ার বিস্তার বা ব্যাপ্তি; 2 মায়ার সৃষ্টি বা প্রকাশ। ̃ .বদ্ধ বিণ. মোহের ঘোরে বা মমতার বশে সংসারে আসক্ত। ̃ .বল বি. মায়ার শক্তি; স্নেহমমতা বা জাদুর জোর। ̃ .বাদ (দর্শ.) বি. জগত্প্রপঞ্চ সবই মিথ্যা, ব্রহ্মই শুধু সত্য-এই মতবাদ। ̃ .বাদী (-দিন্) বিণ. মায়া বাদে বিশ্বাসী। ̃ .বিদ্যা বি. জাদুবিদ্যা। ̃ বী (-বিন্) বিণ. বি. ঐন্দ্রজালিক, জাদুকর, জাদু জানে এমন (মায়াবী রাক্ষস)। বিণ. কপটাচারী, শঠ। স্ত্রী. ̃ বিনী। ̃ .ময় বিণ. ছলনাপূর্ণ মোহদ্বারা পরিব্যাপ্ত, ছলনাময়। স্ত্রী ̃ .ময়ী। ̃ .মুকুর বি. জাদুআয়না। ̃ .মুক্ত বিণ. মোহযুক্ত। ̃ .মৃগ বি. জাদু-হরিণ, জাদু বলে সৃষ্ট হরিণ। ̃ .রথ বি. জাদুবলে নির্মিত রথ। ̃ .রাজ্য বি. জাদুবলে সৃষ্ট রাজ্য। মায়িক, মায়ী (-য়িন্) বিণ. 1 ঐন্দ্রজালিক; 2 মায়াময়, মায়াবিশিষ্ট। 11)
যোগ
(p. 728) yōga বি. 1 মিলন ('সেইখানে যোগ তোমার সাথে আমারও': রবীন্দ্র); 2 সম্বন্ধ, সম্পর্ক (রক্তের যোগ); 3 সংস্রব, সংসর্গ (দলের সঙ্গে যোগ রেখে চলা, এই ব্যাপারের সঙ্গে তার কোনো যোগ নেই); 4 সহযোগিতা (একযোগে); 5 ধ্যান, সাধনা, তপস্যা, যম নিয়ম প্রাণায়ামাদি (যোগে বসা, যোগসাধনা); 6 সমাধি বা তন্ময়তা 7 উপায়, অবলম্বন (নৌকাযোগে); 8 মারফত (ডাকযোগে); 9 সাধনার পন্হা (কর্মযোগ); 1 সময় (রজনীযোগে); 11 (জ্যোতিষ.) তিথিনক্ষত্রের মিলনবিশেষ (বিষ্কুম্ভযোগ, মৃত্যুযোগ) 12 শুভকাল (বিবাহের যোগ); 13 ওষুধ (মুষ্টিযোগ); 14 সৌভাগ্য (প্রাপতিযোগ, লাভের যোগ চলছে); 15 প্রয়োগ, নিবেশ (মনোযোগ); 16 (গণি.) সংকলন, সমষ্টি (দুইয়ে আর দুইয়ে যোগ); 17 সংকলনের চিহ্ন, '+'; 18 সংগীতের রাগবিশেষ। [সং. √ যুজ্ + অ]। ̃ .ক্ষেম বি. অলব্ধ বস্তুর লাভ ও লব্ধ বস্তুর সংরক্ষণ। ̃ .দান বি. 1 সহযোগ 2 শামিল হওয়া। ̃ .নিদ্রা বি. প্রলয়কালে বিষ্ণুর আংশিক নিদ্রিতভাব ও আংশিক যোগাবস্হা, যোগরূপ নিদ্রা। ̃ .ফল বি. (গণি.) সংকলনের ফলে প্রাপ্ত রাশি। ̃ .বল বি. যোগলব্ধ ক্ষমতা, যোগের প্রভাব। ̃ .বাহী (-হিন্) বিণ. সংযোগকারী সংযোগী। ̃ .ব্যায়াম বি. যৌগিক আসন। ̃ .ভঙ্গ বি. যোগসাধনে বিরতি বা ব্যাঘাত। ̃ .ভ্রষ্ট বিণ 1 সিদ্ধিলাভের পূর্বেই তপস্যা ত্যাগ করছে এমন; 2 যোগমার্গ থেকে স্খলিত বা বিচ্যুত। ̃ .মায়া বি. 1 সত্ত্বরজস্তমোগুণের যোগরূপ মায়া; 2 সৃষ্টিকার্যে ভগবানের অনন্ত শক্তি; 3 দুর্গাদেবী; 4 আদ্যাশক্তি। ̃ .মার্গ বি. যোগসাধনার বা যোগসাধনরূপ পথ। ̃ .যুক্ত বিণ সমাধিযুক্ত। ̃ .রূঢ় বিণ. প্রকৃতি-প্রত্যয়যোগে গঠিত অথচ বিশেষ একটি অর্থে সীমাবদ্ধ, যেমন, পঙ্কজ, জলদ। ̃ .শাস্ত্র বি. যোগসাধনাবিষয়ক শাস্ত্র বা গ্রন্হ। ̃ .সাজশ বি. 1 (সচ. অন্যায় কাজে) গোপন সংস্রব ও সহযোগিতা; 2 ষড়যন্ত্র (দুজনে যোগসাজশ করে একাজ করেছে)।̃ .সাধন, ̃.সাধনা বি. 1 দেহ ও মনের সম্পূর্ণ গতিরোধ 2 যম-নিয়ম-প্রাণায়ামাদি অভ্যাস। ̃ .সিদ্ধি বি. যোগসাধনায় সাফল্য। ̃ .সূত্র বি. 1 যোগাযোগ, সম্পর্ক; 2 বন্ধন। যোগাদ্যা বি. আদ্যাশক্তি; ভগবতী; কালী। যোগাযোগ বি. 1 মিলন, ঐক্য; 2 কার্যকারণের সামঞ্জস্য 3 যোগ, সংস্রব; 4 খবরাখবর লেনদেন 5 দেখাশোনা 6 সহযোগিতা। যোগারূঢ় বিণ. 1 যোগসাধনায় মগ্ন; 2 যোগাসনে উপবিষ্ট। যোগাসন বি. 1 যোগসাধনায় বসবার প্রণালী 2 যোগসাধনার্থ উপবেশন; 3 যৌগিক ব্যায়ামের প্রণালী। যোগাসীন বিণ. যোগসাধনায় বা যৌগিক ব্যায়ামে উপবিষ্ট, যোগরত। 37)
রজ, রজঃ
(p. 733) raja, rajḥ (-জস্) বি. 1 ধূলা (পদরজ); 2 পরাগ, পুস্পরেণু (পুষ্পরজ); 3 যৌবনপ্রাপ্ত স্ত্রীলোকের মাসিক রক্তস্রাব বা ঋতু (রজোদর্শন); 4 (দর্শনে) সত্ব-রজঃতমঃ প্রকৃতির এই তিন গুণের মধ্যমটি (রজোগুণ)। [সং. √ রঞ্জ্ + অস্]। রজঃ-কণা বি. ধূলিকণা। রজস্বলা বিণ. (স্ত্রী.) ঋতুমতী। রজো-দর্শন বি. স্ত্রীলোকের প্রথম ঋতুস্রাব। 19)
রজস্বলা, রজোগুণ, রজোদর্শন
(p. 733) rajasbalā, rajōguṇa, rajōdarśana দ্র রজ। 24)
রাজস
(p. 741) rājasa বিণ. 1 প্রভুত্ব গর্ব প্রভৃতি রজোগুণসম্বন্ধীয়; 2 রজোগুণবিশিষ্ট (রজস দান)। [সং. রজস্ + অ]। স্ত্রী. রাজসী। 23)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535014
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140543
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730806
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943000
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883612
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838501
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696705
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603095

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us