Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

রবাহুত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আহূত
(p. 111) āhūta বিণ. আমন্ত্রিত, নিমন্ত্রিত; ডাকা বা আহ্বান করা হয়েছে এমন (রবাহূত, অনাহূত)। [সং. আ + √ হ্বে + ত]। আহূতি বি. আমন্ত্রণ, আহ্বান। 29)
উট
(p. 119) uṭa বি. লম্বা উঁচু গলা এবং পিঠে একটি বা দুটি কুঁজবিশিষ্ট (মূলত মরু অঞ্চলের) ভারবাহী, পশুবিশেষ। [ সং. উষ্ট্র]। ̃ পাখি বি. উটের মতো লম্বা গলাওয়ালা এবং উড়তে অক্ষম কিন্তু অতি দ্রুতগামী পাখিবিশেষ, ostrich. 74)
কল৩
(p. 169) kala3 বি. মধুর অস্ফুট ধ্বনি; কাকলি। বিণ. অস্ফুট কিন্তু মধুর (কলধ্বনি)। [সং. √ কল্ + অ]। ̃ কণ্ঠ বি. সুস্বর, মধুর স্বর; মধুর ধ্বনি। বিণ. 1 অব্যক্ত মধুর রবকারী; মধুর কণ্ঠবিশিষ্ট; 2 মধুর কাব্যরচনাকারী (কলকণ্ঠ কবি)। ̃ কণ্ঠী বি. (স্ত্রী.) মধুর কণ্ঠবিশিষ্টা। ̃ কল বি. 1 মধুর অস্ফুট ধ্বনি; 2 অবিরাম জলপ্রবাহের বা জলনির্গমনের শব্দ; 3 পাখির কলরব; 4 কোলাহল। ̃ কলানি বি. কলকল শব্দ। ̃ কলানো ক্রি. বি. মধুর অস্ফুট ধ্বনি করা; কাকলিধ্বনি করা। ̃ কল্লোলিনী বিণ. (স্ত্রী.) (সাধারণত নদী সম্বন্ধে) মধুর ধ্বনিযুক্ত তরঙ্গ যার (কলকল্লোলিনী যমুনা)। ̃ তান বি. মধুর ধ্বনি (যমুনার কলতান, পাখির কলতান)। ̃ নাদ বি. মধুর ধ্বনি। ̃ নাদিনী। ̃ রব, ̃ রোল বি. 1 কলকল শব্দ; 2 সমবেত বহু লোকের মিশ্রিত অস্পষ্ট শব্দ, কোলাহল। ̃ স্বন, ̃ স্বর বি. 1 অস্পষ্ট শব্দ; 2 উচ্চ স্বর, তারস্বর। বিণ. ওইরকম শব্দকারী। ̃ স্বনা বিণ. (স্ত্রী.) অস্পষ্ট শব্দকারিণী (কলস্বনা নদী)। ̃ হংস বি. 1 রাজহাঁস; 2 বালিহাঁস। বি. (স্ত্রী.) ̃ হংসী। ̃ হাস, ̃ হাস্য বি. মধুর অস্পষ্ট হাসির শব্দ; মধুর অস্পষ্ট হাসি। ̃ হাসিনী বিণ. (স্ত্রী.) কলহাস্যকারিণী। 38)
কীচক
(p. 191) kīcaka বি. 1 ছিদ্রযুক্ত বাঁশ, বায়ুপ্রবাহে শব্দকারক বাঁশ; 2 মহাভারতোক্ত বিরাটরাজের শ্যালক ও সেনাপতি, যাঁকে ভীম বধ করেছিলেন। ̃ বধ বি. কীচক যেভাবে ভীমের দ্বারা নিহত হয়েছিলেন সেইরকম কাউকে হত্যা করে তালগোল পাকিয়ে দেওয়া। [সা. √ চীক্ + (কীচ্) + অক]। 21)
গাধা
(p. 246) gādhā বি. 1 গর্দভ; 2 (আল.) বোকা লোক। [সং. গর্দভ]। স্ত্রী. গাধি। গাধার খাটূনি বি. যে কাজে বা যে পরিশ্রমে রসকষ নেই, বুদ্ধিবত্ত প্রয়োজন হয় না। ̃ বোট বি. গাধার মতো মন্হরগতি ভারবাহী নৌকা বা পোত। ̃ মি বি. মূর্খতা, বোকামি। 53)
ঘোড়া
(p. 272) ghōḍ়ā বি. 1 অশ্ব, তৃণভোজী দ্রুতগামী চতুষ্পদ প্রাণিবিশেষ-ভারবাহী ও যাত্রীবাহী হিসাবে বহুলব্যবহৃত; 2 দাবা খেলার বলবিশেষ; 3 বন্দুকের বারুদে আগুন ধরাবার বা গুলিনিক্ষেপের চাবি। [সং. ঘোটক]। স্ত্রী. ঘুড়ি, ঘোড়ি। ঘোড়া ঘোড়া খেলা বি. ছোট ছেলেমেয়েদের ঘোড়া সেজে ছোটাছুটি করা খেলাবিশেষ। ঘোড়ার ডিম - ডিম দ্র। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া ক্রি. বি. (আল.) যথার্থ ক্ষমতাশালী ব্যক্তিকে অতিক্রম করে কার্যোদ্ধারের চেষ্টা করা। ঘোড়া দেখে খোঁড়া হওয়া ক্রি. বি. আরাম পাবার উপায় থাকলে তারই ভরসায় নিশ্চেষ্ট হয়ে থাকা। ̃ মুখো বিণ. ঘোড়ার মতো লম্বা মুখবিশিষ্ট। স্ত্রী. ̃ মুখি। ̃ মুগ বি. নিকৃষ্ট ধরনের মুগকলাইবিশেষ। ̃ রোগ বি. 1 উত্কট বাতিক; 2 গরিবের অত্যধিক খরচ করে বড়মানুষি করার প্রবৃত্তি; 3 ঘোড়দৌড়, বাজি জেতার নেশা, রেস খেলার নেশা। ̃ শাল বি. আস্তাবল, ঘোড়ার থাকার জায়গা। 11)
ছল-ছল, ছলচ্ছল
(p. 301) chala-chala, chalacchala বি. 1 জলপ্রবাহের বা ঢেউয়ের ছলাত্ ছলাত্ শব্দ (ছলছল করে বয়ে চলেছে); 2 অশ্রুপূর্ণতার লক্ষণ প্রকাশ (চোখ ছলছল করছে)। বিণ. 1 ছলাত্ ছলাত্ শব্দযুক্ত ('ছলচ্ছল টলট্টল কলক্কল তরঙ্গা': ভা. চ.); 2 অশ্রূপূর্ণ, সজল (ছলছল চোখে)। [ধ্বন্যা.]। 52)
ঝর্ঝর
(p. 334) jharjhara বি. 1 জলপ্রবাহের শব্দ; 2 ঝাঁঝরি, হাতা; 3 বাদ্যযন্ত্রবিশেষ, ঝাঁঝর, কাড়া। [সং. √ ঝর্ঝ্ + অর]। ঝর্ঝরিত বিণ. 1 ঝর্ঝর শব্দযুক্ত; 2 ঝাঁঝরা হয়ে গেছে এমন। ঝর্ঝরে বিণ. ঝরঝরে। 42)
তড়িচ্চুম্বক
(p. 364) taḍ়iccumbaka বি. তড়িত্প্রবাহের দ্বারা চৌম্বকশক্তি দান করা হয়েছে এমন লৌহখণ্ড, electromagnet (বি. প.)। [সং. তড়িত্ + চুম্বক]। 29)
তড়িদ্-বিশ্লেষণ
(p. 364) taḍ়id-biślēṣaṇa বি. তড়িত্প্রবাহের সাহায্যে রাসায়নিক বিশ্লেষণ, electrolysis (বি. প.)। [সং. তড়িত্ + বিশ্লেষণ]। 33)
নাল2
(p. 454) nāla2 বি. ঘোড়া প্রভৃতি ভারবাহী পশুর খুরে লাগাবার লৌহফলকবিশেষ। [আ. নাল্]। 79)
নির্যাণ
(p. 473) niryāṇa বি. 1 পশুর পা বাঁধার দড়ি; 2 ভারবাহী পশুর পিঠের আসন; 3 নির্গমন, বেরিয়ে যাওয়া; 4 মুক্তি, মোক্ষ, নির্বাণ। [সং. নির্ + √ যা + অন]। 4)
পরি-চলন
(p. 497) pari-calana বি. 1 সঞ্চালন, এক স্হান থেকে অন্য স্হানে গমনাগমন; 2 (বিজ্ঞা.) বায়ব ও তরল পদার্থের প্রবাহের সঙ্গে তাপ ও তড়িতের সঞ্চলন, convection (বি. প.)। [সং. পরি + √ চল্ + অন]। 15)
পালান1
(p. 518) pālāna1 বি. ভারবাহী পশুর পিঠে গদি। [ফা. পালান্ তু. সং. পল্যয়ন]। 3)
প্রবাহ
(p. 548) prabāha বি. স্রোত, ধারা, অবিরাম গতি (বায়ুপ্রবাহ, জলপ্রবাহ)। [সং. প্র + √ বহ্ + অ]। প্রবাহিত বিণ. প্রবাহযুক্ত; স্রোতের মতো বহমান। স্ত্রী. প্রবাহিতা। প্রবাহী (-হিন্) বিণ. প্রবাহযুক্ত; প্রবহমাণ। প্রবাহিণী বিণ. (স্ত্রী) প্রবাহযুক্তা। বি. নদী। 8)
ফুর-ফুর
(p. 567) phura-phura বি. 1 মৃদুমন্দ বায়ুপ্রবাহের ভাব; 2 বাতাসে চুল কাপড় প্রভৃতি পাতলা ও হালকা পদার্থের ওড়ার ভাব। [ধ্বন্যা.]। ফুর-ফুরে বিণ. 1 ফুরফুর করে এমন; 2 লঘু ও মনোরম (ফুরফুরে হাওয়া)। 15)
বাহী2
(p. 605) bāhī2 (-হিন্) বিণ. 1 এক স্হান থেকে অন্য স্হানে বহনকারী, বহনকারী (ভারবাহী, যাত্রীবাহী); 2 যুগ থেকে যুগান্তরে বহনকারী (ঐতিহ্যবাহী); 3 বহে যায় এমন (পূর্ববাহী নদ)। [সং. √ বহ্ + ইন্]। বিণ. স্ত্রী. বাহিনী (পূর্ববাহিনী নদী)। 51)
ভার
(p. 664) bhāra বি. 1 ওজন (লঘুভার); 2 বোঝা, মোট (ভারবাহী); 3 চাপ, উদ্বেগ (দুঃখের ভার, ঋণে ভার); 4 দায়িত্ব (কাজের ভার); 5 রাশি, সমূহ (কেশভার); 6 বোঝা বহনের জন্য ব্যবহৃত লাঠিবিশেষ, বাঁক (ভার কাঁধে দইওয়ালা)। বিণ. 1 ভারী, অধিক ওজনবিশিষ্ট (বড়ো ভার এটার); 2 বোঝাস্বরূপ (সংসারের ভার হয়ে থাকা); 3 গম্ভীর, অপ্রসন্ন (মুখ ভার করা); 4 অসুস্হ (পেট ভার); 5 দুষ্কর (চেনা ভার); 6 দুঃখে বা অভিমানে বিষাদগ্রস্ত (মুখ ভার)। [সং. √ ভৃ + অ]। ̃ .কেন্দ্র বি. গুরুত্বের বা ভারের ব্যাপ্তির মধ্যবিন্দু। ̃ .প্রাপ্ত বিণ. দায়িত্ব পেয়েছে এমন, দায়িত্বযুক্ত (ভারপ্রাপ্ত অফিসার)। ̃ .বাহ, ̃ .বাহক, ̃ .বাহী (-হিন্) বিণ. ওজন বা বোঝা বহন করে এমন (ভারবাহী পশু)। ̃ .যষ্টি বি. বাঁক। ̃ .সহ বিণ. ওজন বা ভার সহ্য করতে পারে এমন। ̃ .সাম্য বি. 1 বিভিন্ন দিকের ওজনের সমতা; 2 মানসিক স্হৈর্য বা অবিচলতা; 3 দুই পক্ষের শক্তির সমতা, balance of power. ̃ .হীন বিণ. হালকা। ভারাক্রান্ত বিণ. 1 ভারের আধিক্যযুক্ত (অশ্রুভারাক্রান্ত নয়ন); 2 চিন্তাক্লিষ্ট বা দুঃখক্লিষ্ট (ভারাক্রান্ত হৃদয়ে তাঁকে বিদায় জানালাম)। ভারার্পণ বি. দায়িত্ব দেওয়া। 2)
ভারপ্রাপ্ত, ভারবাহ, ভারবাহী
(p. 664) bhāraprāpta, bhārabāha, bhārabāhī দ্র ভার। 9)
রব
(p. 733) raba বি. 1 আওয়াজ, ধ্বনি ('কাঁপিছে কানন ঝিল্লির রবে': রবীন্দ্র); 2 জনরব, গুজব (একটা রব উঠেছে)। [সং. √ রু + অ]। রবাহুত বিণ. লোকমুখে রব বা ভোজের খবর শুনে চলে এসেছে এমন, বিনা নিমন্ত্রণে এসে হাজির হয়েছে এমন। 64)
রেয়ো
(p. 749) rēẏō বিণ. রবাহুত, বিনা নিমন্ত্রণে এসেছে এমন। [বাং. রা (শব্দ) + উয়া ও]। ̃ .ভাট বি. শ্রাদ্ধাদির সংবাদ শুনে আগত ভিখারি। 19)
লহরা
(p. 757) laharā বি. প্রবাহ্ বা ঢেউ; 2 তবলাবাদনের প্রাধান্যের দ্বারা সংগীতের লহরি সৃষ্টি-লহরায় আনদ্ধ যন্ত্রেরই প্রাধান্য থাকে, যন্ত্রসংগীত তাকেই অনুসর করে। [হি. লহরা]। 16)
শাঁই2
(p. 773) śām̐i2 বি. অব্য. ক্ষিপ্রতা বা দ্রুত বেগসূচক, বোঁ (তিরটা শাঁই করে ছুটে গেল)। [ধ্বন্যা]। শাঁই শাঁই অব্য. বি. ক্রি-বিণ. বায়ুপ্রবাহের প্রবল বেগসূচক। 26)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535225
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140692
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1731010
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943179
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883676
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838543
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696758
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603119

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us