Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

রাখতেন দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অবশী
(p. 46) abaśī (-শিন্) বিণ. নিজেকে বশে রাখতে বা বাধ্য করতে পারে না এমন; ইন্দ্রিয়পরায়ণ। [সং. ন + √ বশ্ + ইন্]। 20)
কৌতূহল
(p. 210) kautūhala বি. (কোনোকিছু) জানার বা দেখার জন্য মানসিক চঞ্চলতা; নতুন বা অজ্ঞাত বিষয়ে আগ্রহ (ব্যাপারটা জানার জন্য আমার কৌতূহল চেপে রাখতে পারছি না)। [সং. কুতূহল + অ]। কৌতূহলী বিণ. আগ্রহী; কৌতূহল উদ্রেককারী ('কৌতূহলী পুষ্পগন্ধ': রবীন্দ্র)। কৌতূহলোদ্দীপক বিণ. কৌতূহল জাগায় এমন; কৌতূহল উদ্রেককারী। 77)
গুছা, গোছা
(p. 250) guchā, gōchā ক্রি. 1 সাজানো, সুবিন্যস্ত করা (জিনিসপত্র গোছাও, সব কথা গুছিয়ে বলা যাবে না); 2 সংস্হান করা, সংগ্রহ করা, ব্যবস্হা করা (ঘর গুছিয়ে নিয়েছে); 3 হাসিল করা (কাজ গুছিয়ে নিয়েছে)। ̃ নো ক্রি. গুছা, গোছা। বি. উক্ত অর্থে। বিণ. গুছিয়ে রাখা হয়েছে এমন (গোছানো সংসার); গুছিয়ে রাখতে অভ্যস্ত। ̃ নে বিণ. গুছিয়ে রাখতে অভ্যস্ত। 36)
দামোদর
(p. 405) dāmōdara বি. 1 (শৈশবে দুরন্তপনার জন্য যশোদা উদরে অর্থাত্ কোমরে দাম বা দড়ি বেঁধে রাখতেন বলে) শ্রীকৃষ্ণ; 2 বিষ্ণু; 3 পশ্চিমবঙ্গের নদীবিশেষ। [সং. দামন্ + উদর]। 26)
বেসুর
(p. 642) bēsura বি. ভুল সুর ('বেসুরে ধরিনু গান': য. সে.)। বিণ. 1 সঠিক সুরের বহির্ভূত; সুর ঠিক থাকে না বা ঠিক রাখতে পারে না এমন; 2 শ্রুতিকটু। [ফা. বে + বাং. সুর]। বেসুরো বিণ. 1 সঠিক সুরের বহির্ভূত; 2 সুর ঠিক থাকে না বা ঠিক রাখতে পারে না এমন (বেসুরো বাঁশি); 3 শ্রুতিকটু (বেসুরো গান); 4 ব্যাহত, খাপছাড়া বা অসহ্য (বেসুরো জীবন)। 55)
যুদ্ধ
(p. 728) yuddha বি. 1 সংগ্রাম, সমর, রণ, লড়াই (বিশ্বযুদ্ধ, রাজায় রাজায় যুদ্ধ) 2 ক্রীড়া শক্তি ইত্যাদির প্রতিযোগিতা দ্বন্দ্ব (মুষ্টিযুদ্ধ)। [সং. যুধ্ + ত]। ̃ .কালীন বিণ. যুদ্ধের সময়ের (যুদ্ধকালীন তত্পরতা)। ̃ .জয় বি. যুদ্ধে শত্রু বা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সাফল্য। ̃ .নীতি, ̃.রীতি বি. 1 যুদ্ধের আইনকানুন; 2 যুদ্ধের কৌশল। ̃ .বন্দি বি. যুদ্ধে পরাজিত পক্ষের যে সৈন্য বা লোকজনকে জয়ী পক্ষ গ্রেপ্তার করে। ̃ .বিগ্রহ বি. যুদ্ধ বিবাদ ইত্যাদি। ̃ .বিদ্যা বি. যুদ্ধের কৌশল ফন্দি ইত্যাদি সংক্রান্ত শাস্ত্র। ̃ .বিরতি বি. যুদ্ধের সাময়িক ক্ষান্তি। ̃ .বিশারদ বিণ. রণনিপুণ। ̃ .যাত্রা বি. যুদ্ধ করতে রওনা হওয়া, সংগ্রামের অভিযান। ̃ .যুদ্ধাজীব বি. বিণ. যোদ্ধা, সৈনিকবৃত্তি অবলম্বনকারী। ̃ .যুদ্ধাব-সান বি. সংগ্রামের সমাপ্তি, শান্তি বা সন্ধি। যুদ্ধার্থী (-র্থিন্) বিণ. যুদ্ধ করতে চায় এমন যুদ্ধের উপক্রমকারী। যুদ্ধাস্ত্র বি. যুদ্ধে ব্যবহারের অস্ত্র। যুদ্ধোত্তর বিণ. যুদ্ধের পরবর্তী কালের (যুদ্ধোত্তর ভারত)। যুদ্ধোন্মাদ বিণ. রণোন্মত্ত। বি. 1 যুদ্ধজনিত উন্মত্ততা; 2 যুদ্ধ করবার প্রবল বাসনা। যুধিষ্ঠির বিণ. (মূল অর্থ) যুদ্ধকালে বুদ্ধি স্হির রাখতে পারে বা ঘাবড়ায় না এমন। বি. জ্যেষ্ঠ পাণ্ডব। [সং. যুধি + স্হির]। 9)
রাখা
(p. 738) rākhā ক্রি. বি. 1 স্হাপন করা (মাটিতে রাখা); 2 আশ্রয় দেওয়া, থাকতে দেওয়া (পায়ে রাখা); 3 সংরক্ষিত করা (বাক্সে রাখা, মুঠোয় রাখা); 4 বহন করা বা ধারন করা (মাথায় রাখা, টিকি রাখা); 5 জানা থাকা (খবর রাখি না); 6 রক্ষা করা, ক্ষুণ্ণ হতে না দেওয়া (কুল রাখা, সম্পর্ক রাখা, মান রাখা); 7 গচ্ছিত দেওয়া (ব্যঙ্কে টাকা রাখা); 8 বন্ধক দেওয়া বা গ্রহণ করা (গয়না রেখে কর্জ দেওয়া); 9 নিযুক্ত করা (চাকর রাখা); 1 পোষা (বাড়িতে কুকুর রাখা); 11 সঞ্চিত করা, মজুত করা (ভবিষ্যতের জন্য টাকা রেখো); 12 উত্থাপন না করা (তার কথা রাখো-ঢের শুনেছি); 13 ত্যাগ বা স্হগিত করা (এখন খেলা রেখে পড়তে বসো); 14 গ্রাহ্য বা পালন করা (অনুরোধ রাখতে পারব না); 15 পোষণ করা (মনে অভিমান রাখা); 16 ফেলে যাওয়া (কলমটা কি ও-ঘরে রেখে এসেছি?); 17 ক্রয় করা (এই জামাটা ফেরিওয়ালার কাছ থেকে রেখেছি); 18 তুষ্ট করা (মন রাখা); 19 কোনো কাজ পূর্বে সম্পন্ন করা (দাদন দিয়ে রাখা)। বিণ. 1 রক্ষিত, রাখা হয়েছে এমন (তাকের উপর রাখা বই); 2 আশ্রিত 3 স্হাপিত; 4 নিযুক্ত; 5 ক্রীত; 6 বন্দোবস্ত নেওয়া এমন; 7 প্রদত্ত; 8 রাখার জন্য কৃত (মন রাখা কথা)। [সং. √ রক্ষ্ + বাং. আ]। কথা রাখা ক্রি. বি. অনুরোধ বা প্রতিশ্রুতি পালন করা। চোখ রাখা, নজর রাখা ক্রি. বি. সতর্ক দৃষ্টি বা পাহারা দেওয়া। নাম রাখা ক্রি. বি. 1 নাম দেওয়া (ছেলের কী নাম রাখলে?); 2 গৌরব বজায় রাখা (বাপের নাম রেখেছে)। রেখেঢেকে বলা ক্রি. বি. কিছুটা অব্যক্ত রেখে বলা; সবটা না বলা। 35)
লক্ষণীয়
(p. 753) lakṣaṇīẏa বিণ. লক্ষ করার যোগ্য, দেখার বা অনুভব করার যোগ্য, বিশেষভাবে খেয়াল রাখতে হবে এমন। [সং. √ লক্ষ্ + অনীয়]। 23)
শেষ
(p. 784) śēṣa বি. 1 সর্পরাজ অনন্ত, বাসুকি (শেষনাগ); 2 বলরাম; 3 অবসান, সমাপ্তি, অন্ত (দুঃখের শেষ নেই); 4 সীমা (পথের শেষ); 5 ধ্বংস, বিনাশ; 6 পশ্চাত্, সর্বনিম্ন স্হান (শেষের দিকে); 7 অবশেষ (কাজের শেষ রাখতে নেই); 8 নিষ্পত্তি (এ বিবাদের শেষ নেই)। বিণ. 1 অন্তিম, অন্তকালীন (শেষ দশা); 2 সমাপ্ত, সাঙ্গ (কাজ শেষ করা, দিন শেষ হল); 3 বিনষ্ট (সম্পত্তি শেষ করা); 4 অবশিষ্ট (শেষ কাজটুকু); 5 চরম (শেষ সতর্কবাণী); 6 যার পরে আর নেই (শেষ কথা); 7 সর্বনিম্ন (শেষ স্হান)। [সং. √ শিষ্ + অ]। শেষ করা ক্রি. বি. 1 সমাপ্ত করা; 2 ধ্বংস করা, বিনষ্ট বা বিকল করা (ঘ়ড়িটাকে শেষ করলে)। ̃ কালে ক্রি-বিণ. শেষে; শেষপর্যন্ত। ̃ কৃত্য বি. মৃতের অন্ত্যেষ্টি। ̃ তম বিণ. সর্বশেষ, শেষের। [সং. শেষ + ওতমচ্]। ̃ যাত্রা বি. মৃতদেহ নিয়ে সমাধিস্হানের দিকে যাত্রা। ̃ রাত্রি বি. রাত্রির অন্তিম প্রহর বা শেষ ভাগ। ̃ শয়ন বি. 1 (অনন্তনাগের উপর) বিষ্ণুর শয়ন; 2 বিষ্ণু। শেষমেশ ক্রি-বিণ. শেষে; সবকিছুর পরে (শেষমেশ ঝামেলা কীভাবে মিটল?)। শেষান্ন বি. উচ্ছিষ্ট, ভুক্তাবশিষ্ট। শেষাশেষি ক্রি-বিণ. প্রায় শেষ হয়ে আসছে এমন সময়ে, শেষের দিকে। শেষোক্ত বিণ. সবার শেষে বা পরে উক্ত বা উল্লিখিত। 30)
শ্রুতি
(p. 789) śruti বি. 1 শ্রবণ; 2 শ্রবণেন্দ্রিয়, কান (শ্রুতিগোচর); 3 লোকপরম্পরায় প্রচলিত কাহিনি প্রবচন প্রভৃতি, কিংবদন্তি, প্রবাদ (জনশ্রুতি); 4 গুরুমুখ থেকে যা শ্রুত হয়, যেমন বেদ (শ্রুতিস্মৃতি); 5 (সংগীতে) সুর থেকে সুরান্তরে কণ্ঠ পরিবর্তনকালে যে সূক্ষ্ম সুরাংশ শ্রুত হয়। [সং. √ শ্রু + তি]। ̃ কটু, ̃ কঠোর বিণ. শুনতে কর্কশ। ̃ গম্য, ̃ গোচর বিণ. শোনা যায় বা শোনা যেতে পারে এমন ('বাসুকির নাভিশ্বাস শ্রুতিগম্য হল অচিরাত্': সু. দ.)। ̃ ধর, শ্রুত-ধর বি. শোনামাত্র স্মৃতিতে ধরে রাখতে পারে এমন ব্যক্তি। ̃ নাটক বি. যে-নাটকের অভিনয় কেবল কানে শোনার জন্য রচিত। ̃ পথ বি. 1 কানের ছিদ্র; 2 কর্ণরূপ পথ ('শ্রুতিপথে শুনলু')। ̃ মধুর বিণ. শুনতে মিষ্টি। বি. ̃ মধুরতা, ̃ মাধুর্য। ̃ মূল বি. কানের গোড়া। 2)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577649
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185333
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785382
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026174
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901038
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708534
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620001

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us