(p. 692) mahī, mahi বি. পৃথিবী ('তোমারি তুলনা তুমি প্রাণ, এ মহীমণ্ডলে': রামনিধি গুপ্ত)। [সং. √ মহ্ + ই + ঈ]। ̃ .তল বি ভূতল, ভূপৃষ্ঠ। ̃ .ধর, ̃ ধ্র বি পর্বত। ̃ .নাথ, ̃ .ন্দ্র, ̃ প, ̃ .পতি, ̃ .পাল, ̃ .শ বি. নৃপতি, রাজা। ̃ .মণ্ডল বি. পৃথিবী, সমগ্র পৃথিবী। ̃ .রুহ বি. বৃক্ষ, গাছ। ̃ .লতা বি. কেঁচো। ̃ .সুত বি. 1 মঙ্গলগ্রহ; 2 নরকাসুর। ̃ .সুতা বি. সীতা। 5)