Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

রাসায়নিক দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঙ্গার
(p. 8) aṅgāra বি. 1 কয়লা; 2 আবর্জনা; 3 কলঙ্ক (কুলাঙ্গার)। [সং. √অঙ্গ্+আর]। অঙ্গারক বি. রাসায়নিক উপাদানবিশেষ, carbon, অঙ্গারক রসায়ন জৈব রসায়ন, organic chemistry (বি. প.)। ̃ .ধানিকা, ̃ .ধানী বি. আগুনের মালশা; ধুনুচি। ̃ যৌগিক carbon compounds. অঙ্গারাম্ল বি. কার্বনিক আসিড carbonic acid (বি.প.)। 42)
অধি-প্রাণ-বাদ
(p. 17) adhi-prāṇa-bāda বি. রাসায়নিক ও অন্যান্য প্রাকৃতিক শক্তি থেকে সম্পূর্ণ পৃথক কোনো প্রাণশক্তি (বিশ্বাত্মা) থেকে প্রাণের উত্পত্তি হয়েছে - এই দার্শনিক মত, vitalistic theory (বি. প.)। [সং. অধি+প্রাণ+বাদ]। 71)
আইয়ো-ডিন
(p. 77) āiẏō-ḍina বি. 1 অধাতব মৌলিক রাসায়নিক পদার্থবিশেষ; 2 ক্ষতাদি যাতে পেকে উঠতে না পারে সেইজন্য ব্যবহৃত প্রতিষেধক ওষুধবিশেষ। [ইং. iodine]। 14)
আগুন, (কাব্যে) আগুনি
(p. 82) āguna, (kābyē) āguni বি. 1 আলো উত্তাপ ও শিখা সৃষ্টি করে এমন রাসায়নিক অবস্হা; যা পুড়িয়ে দেয়; অগ্নি; 2 (গৌণ অর্থে) দুঃসহ তাপ (জ্বরে গা আগুন হয়েছে); 3 দুর্ভাগ্য (কপাল আগুন); 4 মূল্যবৃদ্ধি (বাজার আগুন)। [প্রাকৃ. আগণি সং. অগ্নি]। আগুন করা ক্রি. বি. রান্নার জন্য বা যজ্ঞের জন্য আগুন জ্বালাবার ব্যবস্হা করা। আগুন ধরা, আগুন লাগা ক্রি. বি. 1 আগুনের সংস্পর্শে এসে জ্বলতে শুরু করা (ঘরে আগুন লেগেছে); 2 বিপদ বিশৃঙ্খলা উপদ্রব ইত্যাদি উপস্হিত হওয়া (ফসলে এবার আগুন লেগেছে)। আগুন লাগানো ক্রি. বি. আগুনের সংস্পর্শে এনে জ্বালিয়ে দেওয়া। আগুন পোহানো ক্রি. বি. আগুনের তাপ উপভোগ করা, আগুনের তাপে শরীর গরম করা। আগুন হওয়া বি. ক্রি. (আল.) প্রচন্ড রেগে যাওয়া। ছাই-চাপা আগুন বি. 1 যে দুঃখ বা ক্ষোভ বাইরে প্রকাশিত নয় কিন্তু ভিতরে ভিতরে খুবই প্রবল; 2 যে গুণাবলি বা প্রতিভা লোকচক্ষুর অন্তরালে রয়েছে। 64)
কেমি-কেল, কেমি-ক্যাল
(p. 207) kēmi-kēla, kēmi-kyāla বি. বিণ. 1 রাসায়নিক প্রক্রিয়ায় প্রস্তুত; 2 কৃত্রিম, নকল (কেমিক্যাল সোনা)। [ইং. chemical]। 4)
কেলাস2
(p. 207) kēlāsa2 বি. স্ফটিকমণি, রাসায়নিক বস্তুর স্ফটিকের মতো দানা, crystal. [সং. কে (=জলে) + লাস (শোভা)]। কেলাসন বি. স্ফটিকমণি নির্মাণ; স্ফটিকীভবন। কেলাসিত বিণ. স্ফটিকীভূত, দানা-বাঁধা, crystallized. 19)
ক্যাশ-মিলন
(p. 210) kyāśa-milana বি. সিনথেটিক বা রাসায়নিক প্রক্রিয়ার প্রস্তুত পশমবিশেষ। [তু. ইং. cash-mere =নরম উলবিশেষ]। 135)
চোলাই
(p. 298) cōlāi বি. 1 চুয়ানো (মদ চোলাই); 2 ঊর্ধ্বপাতন বা তির্যক্পাতন, রাসায়নিক প্রক্রিয়াবিশেষ, distillation. [তু. হি. চোলানা]। 28)
তড়িদ্-বিশ্লেষণ
(p. 364) taḍ়id-biślēṣaṇa বি. তড়িত্প্রবাহের সাহায্যে রাসায়নিক বিশ্লেষণ, electrolysis (বি. প.)। [সং. তড়িত্ + বিশ্লেষণ]। 33)
পটাশ
(p. 486) paṭāśa বি. 1 রাসায়নিক মৌলবিশেষ, পটাশিয়াম; 2 রাসায়নিক যৌগবিশেষ, পটাশিয়াম পারম্যাংগানেট। [ইং. potash]। 15)
প্ল্যাস্টিক
(p. 559) plyāsṭika বি. রাসায়নিক প্রক্রিয়ার তৈরি শক্ত ও নমনীয় পদার্থবিশেষ। [ইং. plastic]।
ফটকিরি
(p. 560) phaṭakiri বি. রাসায়নিক কষায়দ্রব্যবিশেষ, alum. [সং. স্ফটিকারি]। 16)
বিক্রিয়া
(p. 605) bikriẏā বি. 1 বিকৃতি, বিকার (চিত্তবিক্রিয়া); 2 (রাসায়নিক) প্রতিক্রিয়া, reaction (বি.প.)। [সং. বি + ক্রিয়া]। 109)
রস
(p. 736) rasa বি. 1 স্বাদ; 2 রসনার দ্বারা খাদ্যদ্রব্য স্পর্শ করার ফলে লব্ধ ছয়প্রকার অনুভূতি যথা কটু তিক্ত কষায় লবণ অম্ল ও মধুর; 3 এ-থেকে 'ছয়' এই সংখ্যার সংকেত ('নিশাপতি রস ঋতু আর দ্বিজরাজ') 4 দ্রব, কঠিন পদার্থের গলিত বা জলমিশ্রিত অবস্হা (চিনির রস); 5 নির্যাস (ফলের রস); 6 নিঃস্রাব (খেজুরের রস, ঘায়ের রস); 7 তরল সারভাগ (অন্নরস); 8 শ্লেষ্মা (রসাধিক্য); 9 শুক্র বীর্য; 1 প্রবল অনুরাগ বা আসক্তি ('রসভারে দুঁহু থরথর কাঁপই': চণ্ডী); 11 হৃদয়বোধ; 12 দেহগত ধাতুবিশেষ (রস নামা); 13 (অল.) শৃঙ্গার বা আদি বীর করুণ রৌদ্র অদ্ভুত ভয়ানক হাস্য বীভত্স ও শান্ত-সাহিত্যের এই নয় প্রকার বর্ণনাবৈশিষ্ট্য; 14 বৈষ্ণব সাধন ও সাহিত্যের পাঁচপ্রকার বৈশিষ্ট্য যথা, শান্ত দাস্য সখ্য বাত্সল্য মধুর বা উজ্জ্বল 15 তাত্পর্য, গূঢ় মর্ম (কাব্যরস); 16 তেজ, অহংকার (খুব রস হয়েছে দেখছি); 16 রঙ্গ, কৌতুক, রসিকতা (রসের কারবারি, রসের কথা আর ভালো লাগে না); 18 হর্ষ, উল্লাস (রসে মাতা); 17 ভোগসুখ, আনন্দ (ও-রসে বঞ্চিত, লেখাপড়ায় রস পায় না); 2 সম্বল, পুঁজি, অর্থবল (তার রস এবারে ফুরিয়ে এসেছে); 21 আকর্ষণ (গল্পের রস, বর্ণনার রস) 22 মজা, লাভ (চাকরিতে আর রস নেই); 23 (আয়ু.) পারদ (রসকর্পূর, রসসিন্দুর)। [সং. √রস্ + অ]। করা বি. চিনির রসে পাক-করা নারকেলের নাড়ুবিশেষ। ̃ .কর্পূর বি. পারদঘটিত আয়ুর্বেদীয় ওষুধবিশেষ। ̃ .কলি বি. বৈষ্ণবদের ললাটে অঙ্কিত পুষ্পকলির মতো তিলক। ̃ .কষ বি. মাধুর্য ও কোমলতা; সামান্যমাত্র রস (তার কথাবার্তায় রসকষ একেবারেই নেই)। ̃ .গর্ভ বিণ. সরস রসপূর্ণ (রসগর্ভ রচনা, রসগর্ভ বাক্য)। ̃ .গোল্লা বি. চিনির রসে পাককরা ছানার গোল্লাবিশেষ। ̃ .গ্রাহী (-হিন্) বিণ. রসিক, সমঝদার (রসগ্রাহী পাঠক)। ̃ .ঘন বিণ. প্রগাঢ় রসযুক্ত। ̃ .ঘ্ন বিণ. দেহস্হ রসের আধিক্যনাশক। বি. সোহাগা। ̃ .জ্ঞ বিণ. মর্মগ্রাহী, সমঝদার, রসিক (রসজ্ঞ সমালোচক)। স্ত্রী. ̃ .জ্ঞা। বি. ̃ .জ্ঞ তা। ̃ .জ্ঞান বি. রসবোধ, রস উপলব্ধি, রস বা মর্ম উপলব্ধি করার বা উপভোগ করার শক্তি। ̃ .বড়া বি. গুড় বা চিনির রসে পাক-করা ডালবড়া। ̃ .বড়ি বি. বিষবড়ি, পারদঘটিত কবিরাজি ওষুধবিশেষ। ̃ .বতী বিণ. (স্ত্রী.) সুরসিকা। বি. 1 সুন্দরী ও রসিকা যুবতী; 2 রান্নাঘর। ̃ .বন্ত বিণ. 1 রসিক; 2 রসাল, রসযুক্ত। ̃ .বাত বি. দেহে রসাধিক্যঘটিত বাতরোগ। ̃ .বৃদ্ধি, রসাধিক্য বি. দেহস্হ রসের আধিক্য বা প্রাবল্য; শ্লেষ্মাবৃদ্ধি। ̃ .বেত্তা (-ত্তৃ) বিণ. রসজ্ঞ, মর্মভেহী, রসিক ̃ .বোধ বি. রসজ্ঞান -এর অনুরূপ। ̃ .ভঙ্গ বি. সরস প্রসঙ্গে অথবা রস-উপভোগে অপ্রত্যাশিত বাধা। ̃ .ময় বিণ. 1 রসপূর্ণ; 2 রসিক। স্ত্রী. ̃ .ময়ী। ̃ .মুণ্ডি বি. ছোটো ছোটো রসগোল্লার মতো মিঠাইবিশেষ। ̃ .রঙ্গ বি. সরস আমোদ-প্রমোদ বা হাসিঠাট্টা। ̃ .রচনা বি. রসিকতাপূর্ণ বা হাস্যরসাত্মক রচনা। ̃ .রাজ বি. 1 রসিকশ্রেষ্ঠ; 2 শ্রীকৃষ্ণ; 3 রসাঞ্জন; 4 পারদ। ̃ .শালা বি. রাসায়নিক গবেষণাগার বা কার্ষালয়। ̃ .সাহিত্য বি. যে-সাহিত্য বিশুদ্ধ আনন্দরূপকে ব্যক্ত করে যে-রচনা নির্মল আমোদ উদ্রেক করে। ̃ .সিন্দূর বি. গন্ধক ও পারদ একত্রে ভস্মীভূত করলে সিঁদুরের মতো যে পদার্থ পাওয়া যায়, হিঙ্গুল। ̃ স্হ বিণ. (দেহে) রসের আধিক্য হয়েছে এমন, শ্লেষ্মাপীড়িত। ̃ .হীন বিণ. 1 নীরস, শুষ্ক 2 আকর্ষণহীন। রসাঞ্জন বি. সুর্মা; গন্ধক ও ন্টিমনি মিশ্রিত খনিজ পদার্থ। রসাত্মক বিণ. রসগর্ভ, রসপূর্ণ (রসাত্মক বাক্য)। রসাধিক্য বি. দেহে শ্লেষ্মার বৃদ্ধি। রসাবেশ বি. প্রবল অনুরাগ বা আবেগের সঞ্চার। রসাভাস বি. 1 (অল.) পরিবেশের বা বিষয়বস্তুর বিরুদ্ধ রস বা বর্ণনা; 2 অনুচিত বর্ণনা বা রস। রসালাপ বি. সরস বা কৌতুকজনক কথাবার্তা। রসাস্বাদন, রসাস্বাদ বি. রসের স্বাদ গ্রহণ করা মর্ম উপলব্ধি করা। রসেন্দ্র বি. পারদ। রসোত্তীর্ণ বিণ. রস পরিবেশনে সফল বা সার্থক চিত্তাকর্ষক, মনোগ্রাহী। রসোদগার বি. (বৈ. সা.) মিলনে পূর্ণতৃপ্তি বোধ না হওয়ায় পুনরায় মিলনের বাসনায় পূর্বে আস্বাদিত সকল রসের স্মৃতিচারণা। 30)
রসায়ন
(p. 736) rasāẏana বি. 1 (বিজ্ঞা.) পদার্থ সমূহের উপাদান, গুণ, পরস্পর সম্বন্ধ, বিক্রিয়া প্রভৃতি বিষয়ক বিদ্যা, chemistry; 2 আয়ুবৃদ্ধিকর ও রোগজরানাশক ওষুধ। [সং. রস + অয়ন]। রসায়নী বিণ. (স্ত্রী.) 1 রসায়নসম্বন্ধীয় (রসায়নী বিদ্যা)। বিণ. রাসায়নিক, রসায়নী। বি. (বিরল) রসায়নবিদ, chemist. 41)
রাসায়নিক
(p. 743) rāsāẏanika বিণ. 1 রসায়নসম্বন্ধীয়; 2 রসায়নঘটিত। বিণ. বি. রসায়নশাস্ত্রবিদ। [সং. রসায়ন + ইক]। 29)
লবণ
(p. 756) labaṇa বি. 1 ক্ষাররসযুক্ত রাসায়নিক পদার্থবিশেষ; 2 খাদ্যে স্বাদবৃদ্ধিকারক নোনা স্বাদের চূর্ণবিশেষ। বিণ. 1 ক্ষারযুক্ত; 2 লোনা (লবণজল)। [সং. √ লু + অন]। ̃ .পোড়া বিণ. অত্যধিক লবণ মিশানো হয়েছে এমন। লবণাক্ত বিণ. লবণমিশ্রিত; নোনা। লবণাম্বুধি বি. লবণসমুদ্র, নোনাজলযুক্ত সমুদ্র। লবণাম্বু-রাশি বি. 1 লবণাক্ত জলরাশি; 2 সমুদ্র। 8)
সিড
(p. 76) siḍa বি. রাসায়নিক অম্ল; দ্রাবক। [ইং. acid]। 36)
স্পঞ্জ
(p. 849) spañja বি. 1 একরকম জলচর প্রাণীর বহুচ্ছিদ্রময় শরীর; 2 কৃত্রিমভাবে রাসায়নিক উপায়ে তৈরি অনুরূপ পদার্থ (শোষণ বা ঘর্ষণের কাজে এর ব্যবহার হয়)। [ইং. sponge]। 31)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534724
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140252
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730411
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942587
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883504
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838443
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696606
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603052

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us