Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

রুচি]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনিচ্ছা
(p. 25) anicchā বি. 1 ইচ্ছার অভাব; 2 অরুচি; 3 অসম্মতিচ 4 [সং. ন + ইচ্ছা]। ̃ কৃত বিণ. বিনা ইচ্ছায় বা ইচ্ছার বিরুদ্ধে করা হয়েছে এমন (অনিচ্ছাকৃত ত্রুটি)। অনিচ্ছু, অনিচ্ছুক বিণ. অনাগ্রহী; ইচ্ছুক বা রাজি নয় এমন। 28)
অপ-সংস্কৃতি
(p. 39) apa-saṃskṛti বি. শিক্ষা-সভ্যতা, রুচি ইত্যাদির অবনতি বা বিকৃতি; সংস্কৃতি বা কৃষ্টি বিষয়ে আদর্শচ্যুতি। [সং. অপ (অপকৃষ্ট অর্থে) + সংস্কৃতি]। 23)
অপ্রবৃত্তি
(p. 42) aprabṛtti বি. অরুচি, অনিচ্ছা, অনাসক্তি (আহারে অপ্রবৃত্তি, অসাধু কাজে অপ্রবৃত্তি)। [সং. ন + প্রবৃত্তি]. 16)
অব-দংশ
(p. 44) aba-daṃśa বি. 1 রুচিকর খাদ্য; 2 মদের চাট। [সং. অব + √ দনশ্ + অ]। 14)
অভি-রুচি
(p. 50) abhi-ruci বি. প্রবৃত্তি (ব্যক্তিগত অভিরুচি); অভিলাষ, ইচ্ছা (তোমার যেমন অভিরুচি তেমনিই করো)। [সং. অভি + √ রুচ্ + ই]। 121)
অমার্জিত
(p. 57) amārjita বিণ. 1 পরিষ্কার করা হয়নি এমন; 2 সংস্কার করা হয়নি এমন; অপরিমার্জিত; 3 অভদ্র, অশিষ্ট (অমার্জিত রুচি); 4 মার্জনা বা ক্ষমা করা হয়নি এমন। [সং. ন + মার্জিত]। 29)
অমৃত
(p. 57) amṛta বি. 1 যা পান করলে মৃত্যু হয় না, সুধা, পীযূষ; অতি মধুর বা জীবনরক্ষক খাদ্য বা পানীয়; 2 দেবতা (অমৃতলোক, অমৃতের পুত্র); 3 দেবলোক, স্বর্গ; 4 মোক্ষ; মুক্তি। বিণ. অত্যন্ত মধুর (অমৃত ফল); 2 জীবনরক্ষাকারী; 3 অমর। [সং. ন + মৃত]। ̃ .কুণ্ডু বি. যে কুণ্ড বা কূপের মধ্যে অমৃত থাকে; অমৃতের মতো মধুর খাদ্য থাকে এমন পাত্র। ̃ .ফল বি. আম। ̃ .বল্লী বি. গুলঞ্চ। ̃ .ভাষী (-ষিন্) বিণ. মধুরভাষী। স্ত্রী. ̃ .ভাষীণী। ̃ .মন্হন বি. (হিন্দু পুরাণের কাহিনী অনুসারে) সমুদ্র মন্হন করে অমৃত উদ্ধার; (আল.) প্রবল প্রচেষ্টার দ্বারা বিশেষ মূল্যবান কোনো সামগ্রী আহরণ। ̃ .যোগ বি. (জ্যোতিষ.) শুভ যোগবিশেষ। ̃ .রস বি. সুধারস; অতি মধুর রস। ̃ .লোক বি. দেবলোক, স্বর্গ। ̃ ..হ্রদ বি. অমৃত বা সুধায় পূর্ণ হ্রদ। অমৃতা বি. 1 হরীতকী; 2 নাড়ীবিশেষ। অমৃতি বি. জিলিপির মতো আকৃতিবিশিষ্ট কিন্তু আরও বড় আরও পুষ্ট মিষ্টান্নবিশেষ। অমৃতে অরুচি (ব্যঙ্গে) অতি প্রিয় বস্তু সম্পর্কে বিরাগ (সিগারেট খেতে ইচ্ছে করছে না? হঠাত্ অমৃতে এমন অরুচি কেন?) অমৃতোপম বিণ. অমৃতের তুল্য, অমৃতের মতো; অতি মধুর। 49)
অরুচি
(p. 61) aruci বি. (খাবারে) অনিচ্ছা বা বিরাগ; রোগবিশেষ যাতে খাবার জিনিস মুখে বিস্বাদ লাগে; যাতে প্রবৃত্তি হয় না। [সং. ন + রুচি]। ̃. কর বিণ. 1 অপ্রীতিকর, অমনঃপূত; 2 বিরক্তিকর। 14)
অশ্রদ্ধা
(p. 67) aśraddhā বি. 1 অভক্তি (অশ্রদ্ধার দান); 2 অনুরাগ, প্রীতি বা প্রেমের অভাব; 3 অরুচি, ঘৃণা (আহারে অশ্রদ্ধা); অবজ্ঞা; অপ্রবৃত্তি; 4 অবিশ্বাস। [সং. ন + শ্রদ্ধা]। অশ্রদ্ধ বিণ. শ্রদ্ধাহীন; আস্হাহীন। অশ্রদ্ধেয় বিণ. 1 শ্রদ্ধার অযোগ্য; 2 অবিশ্বাস্য (একথা সম্পূর্ণ অশ্রদ্ধেয়)। 7)
অশ্লীল
(p. 67) aślīla বিণ. 1 কুত্সিত; সুন্দর নয় এমন; জঘন্য; 2 কুরুচিপূর্ণ; 3 অশিষ্ট, ভদ্রসমাজে চলে না এমন। [সং. ন + শ্লীল]। ̃ তা বি. কুত্সিত, অসুন্দর বা কুরুচিপূর্ণ আচরণ; অশিষ্টতা। 18)
অসম্ভ্রম
(p. 70) asambhrama বি. অমর্যাদা, অসম্মান; অনাদর। [সং. ন + সম্ভ্রম]। অসম্ভ্রান্ত বিণ. মর্যাদাহীন, মানসম্মান নেই এমন; রুচিহীনতার পরিচায়ক। 36)
অসাধ
(p. 70) asādha বি. 1 সাধের অভাব, অনিচ্ছা (তোমাকে খাওয়াতে কি আমার অসাধ?); 2 অরুচি। [বাং. অ + সাধ]। 50)
আপ
(p. 95) āpa বি. নিজে, আপনি (আপ ভালা তো জগত্ ভালা)। বিণ. নিজের, আপন (আপরুচি খানা)। [প্রাকৃ. আপ্পা; তু. হি. আপ্ (=আপনি, ইনি, উনি, তুমি)]। 34)
আপ-রুচি
(p. 95) āpa-ruci বিণ. নিজের রুচি বা পছন্দমতো (আপরুচি খানা)। [হি. আপ্ + সং. রুচি]। 51)
ইঙ্গ-বঙ্গ
(p. 113) iṅga-baṅga বিণ. 1 বিসদৃশভাবে ইংরেজি ও বাংলা মেশানো (ইঙ্গবঙ্গ ভাষা); 2 রুচি ও চালচলনে আধা-ইংরেজ ও ধা-বাঙালি; 3 ইংরেজি বা ইংরেজভাবাপন্ন (ইঙ্গবঙ্গ সমাজ)। [ ইং. Anglo-Bengali]। 23)
ইচ্ছা
(p. 113) icchā বি. 1 বাঞ্ছা, স্পৃহা (ইচ্ছা করে ধাক্কা দিয়েছে); 2 প্রবৃত্তি, রুচি (খাওয়ার ইচ্ছা নেই); 3 অভিপ্রায়, আকাঙ্ক্ষা (কর্তার ইচ্ছায় কর্ম)। [সং. √ ইষ্ + অ + আ]। ̃ কৃত বিণ. নিজেরই ইচ্ছায় করা হয়েছে এমন (ইচ্ছাকৃত গাফিলতি)। ̃ ক্রমে ক্রি-বিণ. নিজের ইচ্ছায়। ̃ ধীন বিণ. (নিজের) ইচ্ছার অধীন বা বশ। &tilde নু.যায়ী (-য়িন্) বিণ. ক্রি-বিণ. নিজের ইচ্ছামতো (সে তো ইচ্ছানুযায়ী সর্বত্র ঘুরে বেড়াচ্ছে)। ˜ পত্র বি. মৃত্যুর আগে কোনো ব্যক্তির রচিত সম্পত্তি ইত্যাদি বণ্টনের দলিল। ̃ ময়ী বি. স্ত্রী. পরমেশ্বরী; কালিকাদেবী। ̃ মৃত্যু বি. নিজের ইচ্ছানুযায়ী মৃত্যু, কেবল নিজে চাইলেই মৃত্যু হবে এই ক্ষমতা। ̃ শক্তি বি. প্রবল ইচ্ছার দ্বারা কাজ সম্পন্ন করার শক্তি। ইচ্ছু বিণ. ইচ্ছাযুক্ত (মরণেচ্ছু)। ইচ্ছুক বিণ. রাজি, সম্মত (অনিচ্ছুক)। 27)
ইতর
(p. 114) itara বিণ. 1 (মূল অর্থে) অন্য, অপর, ভিন্ন (বামেতর); 2 নীচ, অধম (ইতর লোক); 3 নিম্নশ্রেণীভুক্ত (ইতর প্রাণী)। [সং. √ ই + তর]। বি. ̃ তা। ̃ বিশেষ বি. কিছুমাত্র পার্থক্য, সামান্য তফাত (দুজনের রুচির তেমন ইতরবিশেষ নেই)। ইতর ভাষা বি. অপভাষা, অশিষ্ট ভাষা। ইতরামি, ইতরাম বি. নীচ বা অশিষ্ট আচরণ। ইতরেতর বিণ. পরস্পর, অন্যোন্য। 10)
উত্-কর্ষ
(p. 119) ut-karṣa বি. 1 উত্কৃষ্টতা, ভালোত্ব (রুচির উত্কর্ষ); 2 শ্রেষ্ঠতা; 3 উন্নতি, বৃদ্ধি। [সং. উত্ + √ কৃষ্ + অ]। বিণ. উত্-কৃষ্ট। 109)
একেলে
(p. 146) ēkēlē বিণ. বর্তমান কালের, এই কালের; আধুনিক রুচি ও চালচলনসম্পন্ন (একেলে ধরনধারণ)। [বাং. একাল + ইয়া এ]। 2)
কিতা, কেতা
(p. 190) kitā, kētā বি. 1 খণ্ড, গোছা; সারি (দুই কিতা জমি, দশ কিতা নোট); 2 কায়দা, ফ্যাশান, ধরন; 3 দফা। [আ. ক'তা]। ̃ দুরস্ত বিণ. রুচিসম্মত, ফ্যাশনসম্মত; ফিটফাট (কেতাদুরস্ত পোশাক)। 6)
কুরুচি
(p. 199) kuruci বি. অভদ্র, কুত্সিত বা অশ্লীল কথায় বা বিষয়ে প্রবৃত্তি বা অনুরাগ। [সং. কু + রুচি]। 14)
তনু, তনূ
(p. 367) tanu, tanū বি. 1 দেহ; 2 মূর্তি। বিণ. 1 সুন্দর ও কৃশ; 2 কমনীয় (তনুদেহ, 'যেন তনুকায়া অষ্টাদশী': বিষ্ণু)। [সং. √ তন্ + উ, ঊ]। ̃ চ্ছেদ, ̃ ত্র, ̃ ত্রাণ বি. বর্ম, সাঁজোয়া, দেহকে রক্ষা করার আবরণ। ̃ জ বি. তনয়, পুত্র। ̃ জা বি. (স্ত্রী.) কন্যা, তনয়া। ̃ তা বি. কৃশতা, সূক্ষ্মতা। ̃ ত্যাগ বি. দেহত্যাগ, মৃত্যু। ̃ মধ্যা বিণ. বি. (স্ত্রী.) ক্ষীণ কটিবিশিষ্টা বা ক্ষীণ কটিবিশিষ্টা নারী। বি. সংস্কৃত ছন্দোবিশেষ। ̃ রুচি বি. দেহের কান্তি বা সৌন্দর্য। ̃ রুহ বি. (দেহ থেকে উত্পন্ন হয় এই অর্থে) 1 লোম; 2 পাখির পালক; 3 পুত্র বা কন্যা। ̃ শ্রী বি. দেহের কান্তি। তনূদ্ভব বি. পুত্র। তনূদ্ভবা বি. (স্ত্রী.) কন্যা। তনূনপাত্ বি. অগ্নি। 15)
দন্ত
(p. 396) danta বি. দাঁত। [সং. √ দম্ + ত]। দন্ত-কচ-কচি বি. খিচিমিচি, ঝগড়া। ̃ কাষ্ঠ বি. দাঁতন, যে কাঠি দিয়ে দাঁত মাজা হয়। ̃ ধাবন বি. 1 দাঁতের মাজন; 2 দাঁতন; 3 দাঁত মাজা। ̃ পঙ্ক্তি বি. দাঁতের সারি, দাঁতের পাটি। ̃ বিকাশ বি. 1 দাঁত দেখানো; 2 দাঁত খিঁচুনি; 3 (ব্যঙ্গে) হাসি। ̃ মঞ্জন বি. দাঁত মাজা, দাঁত পরিষ্কার করা; দাঁতের মাজন। ̃ মাংস, ̃ বেষ্ট বি. দাঁতের মাঢ়ী। ̃ মূলীয় বিণ. দন্তমূলসম্বন্ধীয়। বি. দন্তমূল থেকে উচ্চারিত বর্ণ, অর্থাত্ ন, র, ল এবং স। ̃ রুচি বি. দাঁতের শোভা; (ব্যঙ্গে) হাসি। ̃ শূল বি. দাঁতের যন্ত্রণা। ̃ স্ফুট বি. 1 কামড়; 2 (আল.) দুর্বোধ্য বিষয়ের মধ্যে প্রবেশ (দন্তস্ফুট করা যায় না)। দন্তাঘাত বি. দাঁতের আঘাত; কামড়। দন্তাদন্তি বি. কামড়াকামড়ি। 46)
দারুচিনি
(p. 406) dārucini (দারু2 -এর প্রভাবে) দারচিনি -র রূপভেদ। 24)
দুষ্প্রবৃত্তি
(p. 416) duṣprabṛtti বি. অসত্ বিষয়ে রুচি বা প্রবৃত্তি। [সং. দুর্ + প্রবৃত্তি]। 46)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534758
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140281
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730454
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942629
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883515
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838448
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696608
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603053

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us