Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

রুহ্ অ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-রুহ
(p. 747) -ruha (সমাসে উত্তরপদে) বিণ. জাত (মহীরুহ, তনুরুহ, সরোরুহ)। [সং. রুহ্ + অ]। 16)
অধি-রূঢ়
(p. 17) adhi-rūḍh় বিণ. 1 আরোহণ করেছে এমন, আরুঢ়; 2 আক্রান্ত। [সং. অধি+√ রুহ্+ত]। 88)
অধি-রোহ, অধি-রোহণ
(p. 17) adhi-rōha, adhi-rōhaṇa বি. আরোহণ; উপরে ওঠা; চড়া। [সং. অধি+√ রুহ্+অ, অন]। অধি-রোহণী বি. যার সাহায্যে উপরে উঠা যায়; সিঁড়ি, সোপান; মই। 90)
অব-রোহ
(p. 45) aba-rōha বি. 1 নীচে নামা, অবতরণ; 2 (দর্শ. ও ন্যায়) কারণ থেকে কার্য অনুমান, deduction. [সং. অব + √ রুহ্ + অ]। ̃ ণ নীচে নামা, অবতরণ। ̃ ণী বি. সিঁড়ি, অবতারণী। অব-রোহী (-হিন্) বিণ. 1 অবরোহণকারী, নীচে নামছে এমন; 2 (দর্শ. ও ন্যায়.) কারণ থেকে কার্য অনুমানের প্রণালীগত, deductive. বিপ. আরোহী। 32)
আরূঢ়
(p. 104) ārūḍh় বিণ. আরোহণ করেছে এমন (গজারূঢ়, অশ্বারূঢ়); অধিষ্ঠিত। [সং. আ + √রুহ্ + ত]। 25)
আরোপ
(p. 104) ārōpa বি. 1 এক বস্তুতে অন্য বস্তুর গুণ বা ধর্ম সংস্হাপন, অধ্যাস (রজ্জুতে সর্পের আরোপ); 2 অর্পণ, স্হাপন; 3 অন্যায়ভাবে বা অসংগতভাবে দায়ী করা (দোষারোপ)। [সং. আ + √রুহ্ + ণিচ্ +অ]। ̃ ক বিণ. আরোপকারী বা আরোপণকারী। ̃ ণ বি. 1 আরোপ করা; 2 স্হাপন; 3 আরোহণ করানো; 4 ধনুকে জ্যা পরানো; 5 শস্য রোপণ। আরোপিত বিণ. আরোপ করা বা আরোপণ করা হয়েছে এমন। 29)
আরোহ
(p. 104) ārōha বি. 1 উচ্চতা; 2 দৈর্ঘ্য; 3 কটিদেশ; 4 নিতম্ব (বরারোহা); 5 শ্রেণী; 6 (দর্শ.) ফল বা কার্য থেকে কারণ অনুমাণ, induction. [সং. আ + √রুহ্ + অ]। ̃ ণ বি. উপরে ওঠা। ̃ ণী বি. সিঁড়ি, সোপান। আরোহী (-হিন্) বিণ. 1 আরোহণকারী; 2 (সংগীতে) ক্রমান্বয়ে ঊর্ধ্বদিকে গতিযুক্ত, ক্রমশ চড়ার দিকে যাচ্ছে এমন (আরোহী সুর); 3 (দর্শ.) কার্য দেখে কারণ বিচারের প্রণালীসম্মত, inductive. স্ত্রী. আরোহিণী। 30)
দুরারোহ
(p. 413) durārōha বিণ. 1 আরোহণ করা শক্ত এমন; অত্যন্ত উঁচু; 2 দুর্গম। [সং. দুর্ + আ + √ রুহ্ + অ]। 29)
দ্রোহ
(p. 426) drōha বি. 1 (পৃথক শব্দ হিসাবে সচ. কাব্যে) শত্রুতা ('উচ্ছৃঙ্খলা স্বৈরিণীর দ্রোহে': সু.দ.); 2 (পরপদে) অন্যের অনিষ্টচিন্তা বা অনিষ্টাচরণ বা শত্রুতা (রাজদ্রোহ, সমাজদ্রোহ)। [সং. √ দ্রুহ্ + অ]। দ্রোহিতা বি. দ্রোহের ভাব বা কাজ, শত্রুতা। দ্রোহী (-হিন্) বিণ. দ্রোহকারী। 75)
প্ররোহ
(p. 550) prarōha বি. 1 অঙ্কুর; 2 বট প্রভৃতি গাছের ঝুরি বা শাখামূল; 3 শাখাপ্রশাখা, ডালপালা। [সং. প্র + √ রুহ্ + অ]। প্ররোহিত বিণ. অঙ্কুরিত। প্ররোহী (-হিন্) বিণ. 1 অঙ্কুরিত; 2 শাখাপ্রসারী, শাখা ছড়িয়ে রয়েছে এমন। 22)
বক্ষোজ, বক্ষোরুহ
(p. 573) bakṣōja, bakṣōruha বি. স্তন, পয়োধর। [সং. বক্ষস্ + √ জন্ + অ, বক্ষস্ + √ রুহ্ + স]। 34)
রুক্ষ
(p. 743) rukṣa বিণ. 1 কর্কশ, খসখসে, অ-মসৃণ (রুক্ষ চর্ম); 2 তেলবর্জিত, অচিক্কণ (রুক্ষ কেশ); 3 কঠোর, শ্রুতিকটু (রুক্ষ ভাষা); 4 স্নেহবর্জিত, নিষ্ঠুর (রুক্ষ ব্যবহার); 5 ক্রুদ্ধ, উগ্র (রুক্ষ মেজাজ); 6 শক্ত, কঠিন (রুক্ষ মাটি); 7 অসমতল, এবড়ো-খেবড়ো (রুক্ষ পথ)। [সং. রুহ্ + স]। বি. তা। ̃ .ভাষী (-র্ষিন্) বিণ. কর্কশ ভাষা ব্যবহারকারী, কর্কশ ভাষায় কথা বলে এমন। ̃ .মূর্তি বিণ. ক্রদ্ধ চেহারাযুক্ত ('ঘরের কর্ত্রী রুক্ষমূর্তি': রবীন্দ্র)। 79)
রুয়া, রোয়া
(p. 747) ruẏā, rōẏā ক্রি. বি. রোপণ করা (ধান রোয়া, কত ধান রুয়েছ?)। বিণ. উক্ত অর্থে (রোয়া ধান)। [সং. √ রুহ্ + ণিচ্ + বাং. আ।] ̃ নো ক্রি. বি. রোপণ করানো। বিণ. উক্ত অর্থে। 7)
রূঢ়
(p. 747) rūḍh় বিণ. 1 উত্পন্ন, জাত; 2 বিখ্যাত; 3 ব্যুত্পত্তিবহির্ভূত প্রসিদ্ধ অর্থপ্রকাশক (রূঢ় শব্দ); 4 (বাং.) কর্কশ, রুক্ষ (রূঢ় বাক্য); 5 কঠোর, অপ্রিয় (রূঢ় সত্য)। [সং. √ রুহ্ + ত]। ̃ তা বি. (বাং.) কর্কশতা, কঠোরতা (দুঃখদৈন্যের রূঢ়তা); রুক্ষতা। ̃ .পদার্থ বি. (বিজ্ঞা.) অমিশ্র মূলপদার্থ। ̃ .মূল বিণ. বদ্ধমূল। 17)
রূঢ়ি
(p. 747) rūḍh়i বি. 1 উত্পত্তি; 2 প্রসিদ্ধি; 3 ব্যুত্পত্তিবহির্ভূত অর্থপ্রকাশের শক্তি; 4 লোকপ্রসিদ্ধি। [সং. √ রুহ্ + তি]। ̃ .শব্দ বি. ব্যাকরণবহির্ভূত কিন্তু লোকপ্রসিদ্ধ শব্দ। 18)
রোহ, রোহণ
(p. 750) rōha, rōhaṇa বি. আরোহণ। [সং. √ রুহ্ + অ, অন]। 54)
রোহিণী
(p. 750) rōhiṇī বি. 1 চন্দ্রপত্নী; 2 বলরামের জননী; 3 নবমবর্ষীয়া কন্যা (রোহিণী দান); 4 (জ্যোতি.) নক্ষত্রবিশেষ। [সং. √ রুহ্ + ইন্ + ঈ]। 55)
রোহিত, রোহিতক
(p. 750) rōhita, rōhitaka বি. রুইমাছ। বিণ. রক্তবর্ণ, লাল। [সং. √ রুহ্ + ইত, ক]। 56)
রোহী
(p. 750) rōhī (-হিন্) বিণ. আরোহী। [সং. √ রুহ্ + ইন্]। স্ত্রী. রোহিণী। 58)
শিরোরূহ
(p. 779) śirōrūha বি. মাথার চুল। [সং. শিরস্ + √ রুহ্ + অ]। 20)
সংরোহ
(p. 796) saṃrōha বি. উত্পত্তি, উদ্ভব। [সং. সম্ + √ রুহ্ + অ]। 3)
সরো-রুহ
(p. 818) sarō-ruha বি. পদ্মফুল। [সং. সরস্ + √ রুহ্ + অ]। 20)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534899
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140443
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730665
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942856
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883576
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838484
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696658
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603081

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us